Fixed Deposit : ব্যাঙ্কে (Bank FD) ফিক্সড ডিপোজিট (FD Interest Rates) করলে এবার থেকে টিডিএসে (TDS) পাবেন আরও ছাড়। নতুন বাজেটে (Budget 2025) TDS-এ ছাড়ের সীমা আরও বাড়িয়েছে সরকার। সেই অনুযায়ী ঠিক কত টাকা (Money) আপনার সাশ্রয় (Savings) হবে, জেনে নিন এখানে।

Continues below advertisement

কত টাকা বেশি ছাড়

এবারের বাজেটে ব্যাঙ্কে FD-তে প্রাপ্ত সুদের উপর TDS-এর সীমা বাড়ানো হয়েছে। আগে, ব্যাঙ্ক এফডি থেকে সুদের মাধ্যমে 40,000 টাকা পর্যন্ত আয়ের উপর টিডিএস কাটা হত। এখন তা বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। অর্থাৎ, এখন ব্যাঙ্কগুলি স্বয়ংক্রিয়ভাবে 50,000 টাকার কম আয়ে TDS কাটবে না।

Continues below advertisement

প্যান কার্ড না থাকলে কত টিডিএস কাটবে

FD সুদের আয় 50 হাজারের বেশি হলেই ব্যাঙ্কগুলি TDS কাটবে ও আয়কর বিভাগকে জানাবে। ব্যাঙ্কের প্যান কার্ড নম্বর থাকলে 10% টিডিএস কাটা হয়। ব্যাঙ্কের যদি PAN কার্ড না থাকে, তাহলে FD সুদের করযোগ্য আয়ের উপর 20% TDS কাটা হয়। 60 বছরের কম বয়সী সকলেই এর সুবিধা পাবেন।

১ এপ্রিল থেকে বাস্তবায়িত হবে এই নিয়মভারত সরকার ব্যাঙ্ক এফডি থেকে আয়ের উপর 60 বছরের কম বয়সী লোকেদের জন্য টিডিএসের সীমা বাড়িয়েছে, যা 1 এপ্রিল থেকে কার্যকর হবে৷ প্রবীণ নাগরিকদের জন্য ব্যাঙ্ক এফডি-তে টিডিএস-এর ছাড়ের সীমা এগুলির থেকে আলাদা৷ এগুলিও সময়ে সময়ে ব্যাঙ্কগুলি পৃথকভাবে ঘোষণা করে।

মানুষের হাতে আরও টাকা থাকবেবাজেটে অন্যান্য ব্যাঙ্ক এফডি-তে টিডিএস-এর সীমা বৃদ্ধির সিদ্ধান্ত থেকে স্পষ্ট, সরকার মধ্যবিত্তের ওপর করের বোঝা কমাতে চাইছে। এরফলে জনগণের হাতে আরও বেশি নগদ টাকা থাকবে। এতে স্বাভাবিকভােই হাতে টাকা থাকলে খরচ বাড়বে সাধারণের।

শনিবার তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেটে সকলেরই প্রধান নজর ছিল আয়করের উপর। এবার প্রধানমন্ত্রীও ইঙ্গিত দিয়েছিলেন এবার বাজেট হবে মধ্যবিত্ত, যুবা ও নারীর ক্ষমতায়নের কথা মাথায় রেখে। তাই আয়কর ছাড় নিয়ে প্রতিবছরের মতো এ বছরও উৎসাহ ছিল আমআদমির। তবে এতটা চমক আশা করেনি বোধ হয় কেউই। 

বাজেটে আয়কর নিয়ে বড় চমক দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জানালেন, ১২ লক্ষ  টাকা অবধি কোনও আয়কর লাগবে না । তৃতীয় মোদি সরকারের বাজেটে রইল মধ্যবিত্তের জন্য বড় ছাড় । নিকট অতীতে এমন বিরাট কর ছাড় দেওয়া হয়নি।  ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর লাগবে না। নতুন কর কাঠামোর ফলে সাধারণ চাকরিজীবী ও ছোট ব্যবসায়ীরা বার্ষিক ৮০,০০০ টাকা থেকে ১.২০ লক্ষ টাকা পর্যন্ত কর সাশ্রয় করতে পারবেন। আয়করে স্ট্যান্ডার্ড ডিডাকশনও ৫০ থেকে ৭৫ হাজার করা হল। বছরে ২৪ লক্ষের বেশি আয় যাঁদের, তাঁদেরই দিতে হবে ৩০% কর ।  

LPG Price Drop: দাম কমল রান্নার গ্যাসের, বাজেটের সকালেই সুখবর