West Bengal News Live Updates: দিলীপের জন্মদিন পালন শুভেন্দু, অগ্নিমিত্রার, প্রবল বৃষ্টি, ধসে মৃত্যুপুরী ওয়েনাড
Bangla News : কলকাতায় ও রাজ্যের বাকি জেলার সব খবরের লাইভ আপডেট
তৃণমূলের বাংলা-ভাগের চক্রান্তের অভিযোগের পাল্টা বঞ্চনা-অস্ত্র বিজেপির। উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগে বিধানসভায় অম্বেডকর মূর্তির সামনে বিক্ষোভ
দ্রুত বড়সড় রদবদল হচ্ছে তৃণমূলের সংগঠনে? লোকসভা ভোটে কে দলের পাশে? কাদের অন্তর্ঘাত? অভিষেকের উদ্যোগে তৈরি হচ্ছে নেতাদের মার্কশিট।
ক্রমেই লম্বা হচ্ছে মৃ্ত্যুমিছিল। ওয়েনাডে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯২। ১৩ বছর আগের সতর্কবাণীতে কান না দেওয়ার ফলেই কি এই বিপর্যয়? উঠছে প্রশ্ন। পরিস্থিতি মোকাবিলায় সর্বদল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এলাকা ঘুরে দেখলেন রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী।
প্রবল বৃষ্টিতে ধস, ওয়েনাডে মৃত্যুমিছিল। এখনও পর্যন্ত ২৯২ জনের মৃত্যু, আহত অসংখ্য। ধসের জেরে আস্ত রাস্তা গায়েব, তার জায়গায় বইছে নদী। নদীর ওপারে ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। ওপারে উদ্ধারকারী, মাটি কাটার মেশিন নিয়ে যেতে তৈরি হচ্ছে অস্থায়ী ব্রিজ
ছক কষেই আনন্দপুরের রেস্তোরাঁয় দুষ্কৃতী তাণ্ডব! নোনাডাঙা থেকে আরও এক অভিযুক্ত গ্রেফতার। রেস্তোরাঁয় তাণ্ডব, মাদুরদহের বাসিন্দা অজিত ওরফে লম্বু গ্রেফতার
বর্ধমানে উচ্ছেদ অভিযানে 'আমরা ওরা'! ফুটপাথ দখল করে শাসক-কার্যালয়, ছুঁয়েই দেখল না বুলডোজার। বর্ধমান শহরে ফুটপাথ দখল করে হকার, নামল বুলডোজার। বাদ গেল ফুটপাথ দখল করে থাকা তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস! দোকান ভাঙায় পুরসভার চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ হকারদের।
কেরলের ওয়েনাড থেকে হিমাচলের সিমলা, মান্ডি, উত্তরাখণ্ডের কেদারনাথ, বাংলার কালিম্পং.....দুর্যোগে বিপর্যস্ত....দেশের উত্তর থেকে দক্ষিণ। কোথাও ধসে মৃত্যুমিছিল, কোথাও মেঘফাটা বৃষ্টি, কোথাও রাস্তায় ধস।
বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। সন্ধ্যাতেও বর্ষণের বেগ কমার কোনও সম্ভাবনা চোখে পড়ছে না। এর ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
উত্তরবঙ্গকে উত্তর পূর্ব পর্ষদের অন্তর্ভুক্তির দাবিকে সমর্থন দিলীপ ঘোষের। জন্মদিনে শুভেন্দুর সঙ্গে কেক কাটার পর সুকান্তকে সমর্থন দিলীপের। এপ্রসঙ্গে বলেন, 'উত্তরবঙ্গের উন্নয়নের জন্য নতুন মডেলের কথা বলেছেন সুকান্ত। বিজেপি কোথাও বাংলা ভাগের কথা বলেনি। বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব এনেছে তৃণমূল। এটা বিজেপিকে বদনাম করার রাজনীতি।"
পান্ডুয়া ও খন্যানের স্কুলে গিয়ে ক্লাস নিলেন হুগলির তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁকে কাছে পেয়ে উচ্ছ্বসিত পড়ুয়ারা।
বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদের সময় বাদ গেল ফুটপাথ দখল করে থাকা তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস। তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস ভাঙল না বর্ধমান পুরসভা। এদিকে ফুটপাথে থাকা দোকান ভাঙায় পুরসভার চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ হকারদের।
সাইবার হানায় বিপর্যস্ত ব্যাঙ্কিং পরিষেবা। দেশের বিভিন্ন গ্রামীণ,সমবায় ব্যাঙ্কের ২০০টি শাখায় প্রভাব। টাকা জমা ও তোলা যাচ্ছে না। ব্যাহত অনলাইনে লেনদেন। বাড়ছে দুর্ভোগ।
রেশন দুর্নীতিকাণ্ডে এবার কি দুবাই-যোগ? রাজারহাটে বারিক বিশ্বাসের ফ্ল্যাটে মিলেছে দুবাইয়ের সম্পত্তির নথি, দাবি ইডি-র।
কলকাতার হাসপাতালে যেমন একজন করে রোগীকে দেখতে দেয়য পান্ডুয়াতেও সেই ব্যবস্থা চালু করতে হবে। হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করে নির্দেশ রচনা বন্দ্যোপাধ্যায়ের।
আজও ফিরহাদ হাকিম বক্তব্য রাখতে উঠলে বিধানসভা থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। এরপর বিষয়টি মিটিয়ে নিতে বিরোধী দলনেতাকে অনুরোধ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
তিনি একজন ধর্মনিরপেক্ষ মানুষ, বিধানসভায় উঠে দাঁড়িয়ে দাবি করেন ফিরহাদ হাকিম। ক্ষমা চাইতে হবে না, দুঃখপ্রকাশ করুন, দাবি করেন শুভেন্দু অধিকারী। কোনও ধর্মকে আঘাত করার জন্য কিছু বলিনি, ভুল ব্যাখ্যা হচ্ছে, বিধানসভায় বলেন ফিরহাদ। ফিরহাদের এই ব্যাখ্যার পরেই দু'পক্ষের গোলমাল মিটে যায়।
মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় গতকাল রাতভর ভারী বৃষ্টি হয়েছে ডায়মন্ড হারবার ও কাকদ্বীপে। নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়়েছে। দুর্যোগের কারণে সকাল থেকে রাস্তাঘাট ফাঁকা। জনজীবন কার্যত বিপর্যস্ত। আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। চলতি বছরে বৃষ্টির ঘাটতি ছিল। টানা ভারী বৃষ্টিতে ঘাটতি মিটবে বলে আশা কৃষি দফতরের।
সাইবার হানায় বিপর্যস্ত দেশের গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কের পরিষেবা। গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কের শাখাগুলিতে টাকা তোলা ও জমা দেওয়ার কাজ আপাতত বন্ধ রয়েছে। সবথেকে বেশি ব্যাহত হচ্ছে অনলাইনে টাকা লেনদেনের UPI পরিষেবা, দুর্ভোগে গ্রাহকরা। দেশের প্রায় ২০০টি গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কের শাখার কাজ ব্যাহত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে সাইবার হানার কথা জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া।
সাইবার হানায় বিপর্যস্ত দেশের গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কের পরিষেবা। গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কের শাখাগুলিতে টাকা তোলা ও জমা দেওয়ার কাজ আপাতত বন্ধ রয়েছে। সবথেকে বেশি ব্যাহত হচ্ছে অনলাইনে টাকা লেনদেনের UPI পরিষেবা, দুর্ভোগে গ্রাহকরা। দেশের প্রায় ২০০টি গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কের শাখার কাজ ব্যাহত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে সাইবার হানার কথা জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া।
পরপর রেল দুর্ঘটনা, সংসদে মেজাজ হারালেন রেলমন্ত্রী। বিরোধিতার মুখে মমতা রেলমন্ত্রী থাকাকালীন দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরলেন অশ্বিনী বৈষ্ণব। 'দু্র্ঘটনা কমিয়েছিলেন মমতা, আমাদের আমলে তো তা আরও কমেছে', তাহলে তখন যেমন হাততালি পেতেন মমতা, এখন কেন সমালোচনা করা হয়, প্রশ্ন রেলমন্ত্রীর।
প্রদেশ কংগ্রেসে অধীর চৌধুরী কি এখন প্রাক্তন? অধীর-জল্পনার মধ্যেই কংগ্রেসকে আক্রমণ শমীক ভট্টাচার্যের। 'অধীর চৌধুরীর সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস, অধীর একজন সঠিক খেলোয়াড়, কিন্তু ভুল দলে রয়েছেন, কংগ্রেসে থেকে তৃণমূল বিরোধিতা চলবে না, খাড়গে এটা বুঝিয়ে দিয়েছেন', মন্তব্য শমীকের। বিজেপিকে সমর্থন ছাড়া অধীরের কাছে আরও কোনও পথ নেই, মন্তব্য শমীকের। নিজের দল তৈরি করুন অধীর, পরামর্শ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর।
দিলীপ ঘোষের জন্মদিন পালন বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে। নিজের হাতে দিলীপ ঘোষকে উত্তরীয় পরিয়ে দিলেন শুভেন্দু। শুভেন্দুর হাত থেকে মিষ্টিও খেলেন দিলীপ, বিরোধী দলনেতাকে খাইয়ে দিলেন মিষ্টি। রাজ্য বিজেপিতে কি নতুন অঙ্কের সূচনা? শুরু জল্পনা।
দিলীপ ঘোষের জন্মদিন পালন বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে। নিজের হাতে দিলীপ ঘোষকে উত্তরীয় পরিয়ে দিলেন শুভেন্দু। শুভেন্দুর হাত থেকে মিষ্টিও খেলেন দিলীপ, বিরোধী দলনেতাকে খাইয়ে দিলেন মিষ্টি। রাজ্য বিজেপিতে কি নতুন অঙ্কের সূচনা? শুরু জল্পনা।
সমন পেয়ে সিজিও-তে দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান। আনিসুরের দাদা, রাইস মিল মালিক আলিফ নুরকেও জিজ্ঞাসাবাদ
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। 'তফশিলি জাতি-উপজাতিদের মধ্যে অনগ্রসরদের আলাদা করা যাবে, শ্রেণির মধ্যে উপ শ্রেণি তৈরি করতে পারবে রাজ্যগুলি', সবথেকে অনগ্রসররা সংরক্ষণের বাড়তি সুবিধা পাবেন, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
রেশন দুর্নীতিকাণ্ডে এবার দুবাই-যোগ? 'রাজারহাটে বারিক বিশ্বাসের ফ্ল্যাটে মিলল দুবাইয়ের সম্পত্তির নথি', দুবাইয়ের সম্পত্তির মালিক কে? জানতে চায় ইডি।
আজ অতি ভারী বৃষ্টি হবে হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টি। শনিবার থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে।
শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। ফের অফিস টাইমে চূড়ান্ত রেল দুর্ভোগ। বনগাঁ স্টেশনের কাছে সিগনালিং প্যানেল ভেঙে বিপত্তি। বনগাঁ পর্যন্ত যাচ্ছে না লোকাল, চাঁদপাড়া পর্যন্ত ট্রেন চলছে।
বাজেট পেশের পরেই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম বাড়ল সাড়ে ৮ টাকা। হোটেল, রেস্তোরাঁয় ব্যবহারের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৭৬৪ টাকা ৫০ পয়সা হল। আজ থেকেই কার্যকর হয়েছে ১৯ কেজি সিলিন্ডারের নতুন দাম। ১৪ কেজি LPG-র দাম ৮২৯ টাকাই থাকছে। অর্থাৎ, অপরিবর্তিত রান্নার গ্য়াসের দাম।
মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় গতকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে সুন্দরবন এলাকায়। রাতভর ভারী বৃষ্টি হয়েছে ডায়মন্ড হারবার ও কাকদ্বীপে। নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়়েছে। দুর্যোগের কারণে সকাল থেকে রাস্তাঘাট ফাঁকা। জনজীবন কার্যত বিপর্যস্ত। আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। চলতি বছরে বৃষ্টির ঘাটতি ছিল। টানা ভারী বৃষ্টিতে ঘাটতি মিটবে বলে আশা কৃষি দফতরের।
রাজ্যের ওপর অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা, রয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে আজ দিনভর দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলায়। আজ অতি ভারী বৃষ্টি হবে হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।
হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টি। শনিবার থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে।
খাস কলকাতায় স্কুলব্যাগ থেকে বোমা-গুলি উদ্ধার। একবালপুরের কার্ল মার্ক্স সরণিতে বাড়ির ছাদ থেকে উদ্ধার গুলি-বোমা ভর্তি ব্যাগ। কীভাবে, কোথা থেকে ব্যাগটি এল, খতিয়ে দেখছে পুলিশ। পুরনো শত্রুতার জেরে কেউ ব্যাগটি রেখে গেছে বলে দাবি বাড়ির মালিকের। ঘটনার তদন্তে একবালপুর থানার পুলিশ।
টালিগঞ্জ থানার পাশেই পুলিশ আবাসনে চুরি। দু'দিন কেটে গেলেও ধরা পড়ল না কেউ। নিরাপত্তাহীনতার অভিযোগে সরব খোদ পুলিশকর্মীদের পরিজনরাই। যদি পুলিশ আবাসনই নিরাপদ না হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?
বেহালার পর্ণশ্রীতে উচ্ছেদ অভিযানে, পুরসভার অ্য়াসিস্ট্য়ান্ট ডিরেক্টরকে হেনস্থার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আর এই ঘটনাতেই, গ্রেফতারির ১৯ ঘণ্টার মধ্য়ে জামিন পেলেন, অভিযুক্ত তৃণমূল কর্মী। বুধবার, আদালতে পুলিশ পুরসভার আক্রান্ত অফিসারের সরকারি পরিচয়পত্র দেখাতে না পারায় জামিন পেলেন তৃণমূল কর্মী।
রেখা পাত্রর করা মামলায় বসিরহাট লোকসভা কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সিসি ক্যামেরার ফুটেজ ও সাধারণ ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাও-এর। রিগিং, ভোটে কারচুপি, সন্ত্রাস ও তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্রে তথ্য গোপনের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন রেখা পাত্র।
মুখ্যমন্ত্রীর দেওয়া একমাসের সময়সীমা শেষের পর বৃহস্পতিবার থেকে ফের কলকাতায় শুরু হচ্ছে হকার সার্ভে। ১৬টি বরোতে মোট ১১২টিম অলিগলি ঘুরে সমীক্ষা করবে। বুধবার এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার। ফের এই সমীক্ষা কেন? তা নিয়ে উঠছে প্রশ্ন।
প্রেক্ষাপট
বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। সন্ধ্যাতেও বর্ষণের বেগ কমার কোনও সম্ভাবনা চোখে পড়ছে না। এর ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
উত্তরবঙ্গকে উত্তর পূর্ব পর্ষদের অন্তর্ভুক্তির দাবিকে সমর্থন দিলীপ ঘোষের। জন্মদিনে শুভেন্দুর সঙ্গে কেক কাটার পর সুকান্তকে সমর্থন দিলীপের। এপ্রসঙ্গে বলেন, 'উত্তরবঙ্গের উন্নয়নের জন্য নতুন মডেলের কথা বলেছেন সুকান্ত। বিজেপি কোথাও বাংলা ভাগের কথা বলেনি। বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব এনেছে তৃণমূল। এটা বিজেপিকে বদনাম করার রাজনীতি।"
পান্ডুয়া ও খন্যানের স্কুলে গিয়ে ক্লাস নিলেন হুগলির তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁকে কাছে পেয়ে উচ্ছ্বসিত পড়ুয়ারা।
বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদের সময় বাদ গেল ফুটপাথ দখল করে থাকা তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস। তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস ভাঙল না বর্ধমান পুরসভা। এদিকে ফুটপাথে থাকা দোকান ভাঙায় পুরসভার চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ হকারদের।
সাইবার হানায় বিপর্যস্ত ব্যাঙ্কিং পরিষেবা। দেশের বিভিন্ন গ্রামীণ,সমবায় ব্যাঙ্কের ২০০টি শাখায় প্রভাব। টাকা জমা ও তোলা যাচ্ছে না। ব্যাহত অনলাইনে লেনদেন। বাড়ছে দুর্ভোগ।
কলকাতার হাসপাতালে যেমন একজন করে রোগীকে দেখতে দেয় পান্ডুয়াতেও সেই ব্যবস্থা চালু করতে হবে। হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করে নির্দেশ রচনা বন্দ্যোপাধ্যায়ের।
আজও ফিরহাদ হাকিম বক্তব্য রাখতে উঠলে বিধানসভা থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। এরপর বিষয়টি মিটিয়ে নিতে বিরোধী দলনেতাকে অনুরোধ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
তিনি একজন ধর্মনিরপেক্ষ মানুষ, বিধানসভায় উঠে দাঁড়িয়ে দাবি করেন ফিরহাদ হাকিম। ক্ষমা চাইতে হবে না, দুঃখপ্রকাশ করুন, দাবি করেন শুভেন্দু অধিকারী। কোনও ধর্মকে আঘাত করার জন্য কিছু বলিনি, ভুল ব্যাখ্যা হচ্ছে, বিধানসভায় বলেন ফিরহাদ। ফিরহাদের এই ব্যাখ্যার পরেই দু'পক্ষের গোলমাল মিটে যায়।
বর্ষা আসতেই ঘরে ঘরে বাড়ছে জ্বর , সর্দি, কাশিতে আক্রান্তের সংখ্যা। আবহাওয়ার খামখেয়ালিপনায় শহর থেকে জেলা সব জায়গায় মাথাচাড়া দিচ্ছে ইনফ্লুয়েঞ্জা।
রোগের প্রকোপ রুখতে ভাইরাল ফিভার নিয়ে সতর্ক করে অ্যাডভাইসরি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর।
রেখা পাত্রর করা মামলায় বসিরহাট লোকসভা কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সিসি ক্যামেরার ফুটেজ ও সাধারণ ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাও-এর। রিগিং, ভোটে কারচুপি, সন্ত্রাস ও তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্রে তথ্য গোপনের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন রেখা পাত্র।
মুখ্যমন্ত্রীর দেওয়া একমাসের সময়সীমা শেষের পর বৃহস্পতিবার থেকে ফের কলকাতায় শুরু হচ্ছে হকার সার্ভে। ১৬টি বরোতে মোট ১১২টিম অলিগলি ঘুরে সমীক্ষা করবে। বুধবার এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার। ফের এই সমীক্ষা কেন? তা নিয়ে উঠছে প্রশ্ন।
ফের রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ল মালগাড়ি। দেড়মাস আগে যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়র ধাক্কায় দশজনের মৃত্য়ু হয়েছিল, সেখানেই বুধবার ফের লাইনচ্য়ুত হল একটি মালগাড়ি। এই নিয়ে মাত্র দেড়মাসে ঘটে গেল চার-চারটে ট্রেন দুর্ঘটনা। যা নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে কটাক্ষ করেছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে বিজেপি-ও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -