West Bengal News live: ৫০তম দিনে পড়ল DYFI-এর ইনসাফ যাত্রা

West Bengal News live updates : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর

ABP Ananda Last Updated: 22 Dec 2023 11:39 PM
WB News Live: ৫০তম দিনে পড়ল DYFI-এর ইনসাফ যাত্রা

দু হাজার দুশো কিলোমিটার পথ পেরিয়ে, পঞ্চাশতম দিনে পড়ল DYFI-এর ইনসাফ যাত্রা। এরপর সাতই জানুয়ারি রয়েছে ব্রিগেড সমাবেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে মিছিল ভরলেও, ভোটবাক্স ভরবে কি? মীনাক্ষী মুখোপাধ্যায়ের দাবি, বামেদের ওপর ভরসা রাখছে সাধারণ মানুষ। যদিও এ নিয়ে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেনি বিরোধীরা। 

West Bengal News Live: বড়দিনে নিরাপত্তার চাদরে মুড়ছে কলকাতা, নজরদারিতে ৩ হাজারের বেশি পুলিশকর্মী

বড়দিনে নিরাপত্তার চাদরে মুড়ছে কলকাতা। শহরে নজরদারিতে থাকবেন ৩ হাজারের বেশি পুলিশ কর্মী। বিভিন্ন পয়েন্টের দায়িত্বে থাকবেন ৯ জন ডিসি, ২৫ জন এসি।
পার্ক স্ট্রিট সহ গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে কুইক রেসপন্স টিম, অ্যাম্বুল্যান্স। বেলুড়, দক্ষিণেশ্বর ঘাটে থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ২৪ ডিসেম্বরও শহরের নিরাপত্তায় মোতায়েন থাকবেন ২ হাজারের বেশি পুলিশকর্মী।

WB News Live: জানুয়ারির প্রথম সপ্তাহে গঙ্গাসাগর মেলা, তার আগে মাথাব্যথা চর

জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে গঙ্গাসাগর মেলা। তার আগে কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীর নতুন চর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। চর-এর কারণে প্রতিদিন ব্যাহত হচ্ছে ভেসেল চলাচল। তড়িঘড়ি সমস্যা মেটাতে, শুক্রবার থেকেই অতিরিক্ত পলি কাটার যন্ত্র বসানো হয়েছে। 

West Bengal News Live: আধারের বায়োমেট্রিক তথ্য চুরি করে প্রতারণা রুখতে অবশেষে পদক্ষেপ

আধারের বায়োমেট্রিক তথ্য চুরি করে প্রতারণা রুখতে অবশেষে পদক্ষেপ। ব্যাঙ্কগুলিকে আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধের নির্দেশ দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। তবে গ্রাহক চাইলে এই সুবিধা চালু রাখতে ব্যাঙ্কের কাছে আবেদন করতে পারেন। এনপিসিআই-এর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ।

WB News Live: তৃণমূল নেত্রীকে সরাসরি চ্যালেঞ্জ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের

'বারাণসীতে প্রিয়ঙ্কা গাঁধী কেন, ক্ষমতা থাকলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ুন', তৃণমূল নেত্রীকে সরাসরি চ্যালেঞ্জ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের।

West Bengal News Live: হাঙর হানা নিয়ে সুন্দরবনে কর্মশালা

দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে হাঙরের হানায় আক্রান্তদের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি ও হাঙরের বিলুপ্তি নিয়ে কর্মশালা আয়োজিত হল। সুন্দরবন টাইগার উইডো ওয়েলফেয়ার সোসাইটি ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্য়ালয়ের যৌথ উদ্য়োগে গোসাবায় আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্য় বনপাল অতনু রাহা, চিত্র শিল্পী সমীর আইচ ও বন দফতরের আধিকারিকরা।   

WB News Live: রবিবার, ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ, প্রস্তুতি খতিয়ে দেখলেন শুভেন্দু অধিকারী

রবিবার, ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ। তার প্রস্তুতি প্রায় শেষ। এক সঙ্গে এক লক্ষ কণ্ঠে উচ্চারিত হবে গীতার ৫টি অধ্যায়। শুক্রবার, লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের প্রস্তুতি ঘুরে দেখলেন শুভেন্দু অধিকারী। কথা বললেন সংগঠক সাধু-সন্তদের সঙ্গে।

West Bengal News Live: রাজ্যে কোভিডে আক্রান্ত ৮

দেশে একদিনে কোভিডে আক্রান্ত ৬৪০ জন। রাজ্যে কোভিডে আক্রান্ত হলেন ৮ জন। এদের মধ্যে, বেলভিউতে ভর্তি রয়েছেন ২ জন। একজন মিডলটন রো ও অপর আক্রান্ত ভবানীপুরের বাসিন্দা। উডল্যান্ডসে ভর্তি রয়েছেন ভবানীপুরের আরেক বাসিন্দাও। কলকাতা মেডিক্যাল কলেজে কোভিড আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ৬ মাসের এক শিশু। অন্যদিকে, আমরি হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় গত ৫ দিনে ৪ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে ২ জনের বাড়ি যাদবপুরে। তাঁরা একই পরিবারের সদস্য। এদের মধ্যে কেউ কোভিডের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা বোঝা যাবে জেনোম সিকোয়েন্সিয়ের রিপোর্ট আসার পরই। 

WB News Live: 'বাংলার থেকে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি ভাল', মন্তব্য জম্মু-কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিন্হার

'বাংলার থেকে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি ভাল।' কলকাতায় এসে বললেন জম্মু-কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিন্হা। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গের অবস্থা আমরা দীর্ঘদিন ধরেই দেখছি। আপনারা জম্মু-কাশ্মীরে আসুন, তাহলেই বুঝতে পারবেন'। বিনিয়োগকারীদের বার্তা দিয়ে মন্তব্য জম্মু-কাশ্মীরের উপ রাজ্যপালের। জম্মু-কাশ্মীরের কী পরিস্থিতি, প্রাক্তন রাজ্যপাল সত্যপাল সিংহর থেকে শুনে নিন। উপ রাজ্যপাল মনোজ সিন্হাকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের।

WB News Live: 'বাংলার থেকে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি ভাল', মন্তব্য জম্মু-কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিন্হার

'বাংলার থেকে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি ভাল।' কলকাতায় এসে বললেন জম্মু-কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিন্হা। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গের অবস্থা আমরা দীর্ঘদিন ধরেই দেখছি। আপনারা জম্মু-কাশ্মীরে আসুন, তাহলেই বুঝতে পারবেন'। বিনিয়োগকারীদের বার্তা দিয়ে মন্তব্য জম্মু-কাশ্মীরের উপ রাজ্যপালের। জম্মু-কাশ্মীরের কী পরিস্থিতি, প্রাক্তন রাজ্যপাল সত্যপাল সিংহর থেকে শুনে নিন। উপ রাজ্যপাল মনোজ সিন্হাকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের।

West Bengal News Live: ৫০ দিনে পড়ল ইনসাফ যাত্রা, আজই ইনসাফ যাত্রার শেষ দিন

৫০ দিনে পড়ল ইনসাফ যাত্রা, আজই ইনসাফ যাত্রার শেষ দিন। বারুইপুর থেকে রওনা হয়ে গড়িয়া হয়ে যাদবপুরের পথে পদযাত্রা। ৩ নভেম্বর কোচবিহার থেকে শুরু হয়েছিল ইনসাফ যাত্রা।

WB News Live: চাকরিপ্রার্থীদের নিয়োগে জট, আইনজীবীদের একাংশকে আক্রমণ করে বিস্ফোরক কুণাল ঘোষ

চাকরিপ্রার্থীদের নিয়োগে জট, আইনজীবীদের একাংশকে আক্রমণ করে বিস্ফোরক কুণাল ঘোষ। 'লক্ষ লক্ষ টাকা নিয়ে নিয়োগে জটিলতা তৈরি করতে নতুন নতুন মামলা করা হচ্ছে, চাকরিপ্রার্থীদের আবেগ নিয়ে খেলছেন একশ্রেণির আইনজীবী, যারা প্যানেলে নেই, তাঁদের দিয়ে মামলা করিয়ে গোটা প্যানেল আটকানো হচ্ছে', মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।

West Bengal News Live: তিনটি পরীক্ষার নিয়োগে সাড়ে ৮ হাজার পদে দুর্নীতি, আদালতে হলফনামা দিয়ে জানাল SSC

তিনটি পরীক্ষার নিয়োগে সাড়ে ৮ হাজার পদে দুর্নীতি। নবম থেকে দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় সাড়ে ৮ হাজার পদে বেনিয়ম হয়েছে। আদালতে হলফনামা দিয়ে জানাল এসএসসি।

WB News Live: কর বাবদ রাজ্যগুলিকে অতিরিক্ত কিস্তি দিল কেন্দ্র! বাংলা কত পেল?

নতুন বছরের আগে রাজ্যগুলিকে কেন্দ্রের 'উপহার'। কর বাবদ রাজ্যগুলিকে অতিরিক্ত কিস্তি দিল কেন্দ্র। রাজ্যগুলিকে ৭২ হাজার ৯৬১ কোটি ২১ লক্ষ টাকা দিল কেন্দ্র। বাংলার প্রাপ্তি ৫ হাজার ৪৮৮ কোটি ৮৮ লক্ষ টাকা। সবথেকে বেশি পেল উত্তরপ্রদেশ, প্রাপ্ত টাকার অঙ্ক ১৩ হাজার ৮৮ কোটি ৫১ লক্ষ। বাংলার থেকে বেশি পেয়েছে বিহারও। নীতীশ কুমারের রাজ্য পেল ৭ হাজার ৩৩৮ কোটি ৪৪ লক্ষ। বকেয়া চেয়ে দুদিন আগেই প্রধানমন্ত্রীর কাছে দরবার করেন মুখ্যমন্ত্রী।

West Bengal News Live: এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর দ্বিতীয় বৈঠকেও কাটল না জট

এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর দ্বিতীয় বৈঠকেও কাটল না জট। চাকরি প্রার্থীদের বলা ডেডলাইন অস্বীকার করলেন শিক্ষামন্ত্রী।

WB News Live: তিনটি পরীক্ষার নিয়োগে সাড়ে ৮ হাজার পদে দুর্নীতি, লফনামা দিয়ে জানাল SSC

তিনটি পরীক্ষার নিয়োগে সাড়ে ৮ হাজার পদে দুর্নীতি। নবম থেকে দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় সাড়ে ৮ হাজার পদে বেনিয়ম হয়েছে। আদালতে হলফনামা দিয়ে জানাল এসএসসি।

West Bengal News Live: ডিএ চেয়ে নবান্নের দুয়ারে আন্দোলনকারীরা, ধর্নার শুরু থেকেই দফায় দফায় উত্তেজনা

ডিএ চেয়ে নবান্নের দুয়ারে আন্দোলনকারীরা। ধর্নার শুরু থেকেই দফায় দফায় উত্তেজনা। সরকারি কর্মীরা বক্স নিয়ে আসায় পুলিশের সঙ্গে তুমুল বচসা। ভোর সাড়ে পাঁচটা থেকে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা আন্দোলনকারী সরকারি কর্মচারীদের। হাইকোর্টের অনুমতি সত্ত্বেও নবান্ন বাসস্ট্যান্ডে ধর্না বসতে বাধা দেওয়ার অভিযোগ আন্দোলনকারীদের। পুলিশের সঙ্গে দফায় দফায় বচসার পর দুপুর ৩টে নাগাদ কোর্ট নির্দেশিত জায়গায় ধর্না শুরু। আন্দোলনকারীদের স্লোগান ও প্ল্যাকার্ড প্রদশর্নেও বাধাদানের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। নবান্নের সামনে ডিএ ধর্নামঞ্চে গেলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, কৌস্তভ বাগচী।

WB News Live: দ্রুত নিয়োগ-জট খোলার প্রক্রিয়া চলছে, বার্তা কুণাল ঘোষের

'মুখ্যমন্ত্রীর নির্দেশে নিয়োগে জট খোলার একটি প্রক্রিয়া শুরু হয়েছে। উভয়পক্ষই কিছু কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। যত দ্রুত সম্ভব নিয়োগ সংক্রান্ত জট খোলার চেষ্টা করা হচ্ছে। জানুয়ারির মধ্যে যাতে প্রক্রিয়া শেষ করা যায়, সেই চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী নির্দিষ্ট তারিখের কথা বলেননি, তিনিও দ্রুত নিয়োগ চান। নতুন করে আইনি জটিলতা না এলে নিয়োগের প্রস্তুতির প্রক্রিয়া শেষ করার চেষ্টা হবে। এই প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য নতুন নতুন মামলা করা হচ্ছে', বললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

West Bengal News Live: হাইকোর্টের নির্দেশে শিলিগুড়ির প্রধাননগরে ভাঙা হল অবৈধ নির্মাণ

হাইকোর্টের নির্দেশে শিলিগুড়ির প্রধাননগরে ভাঙা হল অবৈধ নির্মাণ। অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করল শিলিগুড়ি পুরনিগম। প্রায় ২২ অবৈধ নির্মাণ ভাঙল শিলিগুড়ি পুরনিগম। কোথাও অবৈধ নির্মাণ হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। আগেও শহরের বেশ কিছু জায়গায় অবৈধ নির্মাণ ভেঙে দিয়েছিল শিলিগুড়ি পুরনিগম। এবার হাইকোর্টের নির্দেশে ভাঙা হল অবৈধ নির্মাণ।

WB News Live: 'আশা করছি খুব দ্রুত নিয়োগপত্র পাব', বৈঠক শেষে বললেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা

'আশা করছি খুব দ্রুত নিয়োগপত্র পাব। আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি ১ ফেব্রুয়ারির মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। শিক্ষা দফতরের তরফে সেই আশ্বাস পেয়েছি।' বৈঠক শেষে বললেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা।

West Bengal News Live: দ্বিতীয় হুগলি সেতুতে মার্সি়ডিজ গাড়িতে আগুন, তীব্র যানজট 

দ্বিতীয় হুগলি সেতুতে মার্সি়ডিজ গাড়িতে আগুন। আগুন নেভানোর কাজ চলছে। তীব্র যানজট 

WB News Live: SLST জট খোলার ডেডলাইন ১ ফেব্রুয়ারি, খবর সূত্রের

কোন পথে মিলবে নিয়োগ? শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএলএসটি চাকরিপ্রার্থীদের বৈঠক শেষ। জট খোলার ডেডলাইন ১ ফেব্রুয়ারি, খবর সূত্রের। ১ হাজার দিনের বেশি রাস্তায় চাকরিপ্রার্থীরা।

প্রেক্ষাপট


পুলিশের (Police) নজর এড়িয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বাড়ির কাছে হাই সিকিওরিটি জোনে চাকরি আন্দোলনের ঢেউ। রাস্তায় বসে স্লোগান আপার প্রাইমারি (Upper Primary Jpb Seekers) চাকরিপ্রার্থীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।


নবান্নর (Nabanna) সামনে থেকে সরকারি কর্মচারীদের ধর্না আন্দোলন সরাতে রাজ্যের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট (High Court)। আগের সময়সীমা থেকে একদিন কমিয়ে কাল বিকেল চারটে পর্যন্ত ধর্নার অনুমতি। 


বকেয়া ডিএ-র (DA Agitation) দাবিতে, সরকারি কর্মচারীদের নবান্নের সামনে অবস্থান কর্মসূচি ঘিরে দফায় দফায় উত্তেজনা। বক্স বাজিয়ে স্লোগান, মঞ্চে স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনে বাধা পুলিশের, দাবি আন্দোলনকারীদের।


বিচারপতি সিন্হার স্বামীকে সিআইডি (CID) ডেকে পাঠাচ্ছে। কেন? মামলা এত গুরুত্বপূর্ণ? রাজ্যের এজিকে প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের সব নির্দেশ রাজ্য, সিআইডি মানে? প্রশ্ন আদালতের।


হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে পুর নিয়োগে দুর্নীতি (Municipality Recruitment Scam) একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন ছিল অয়ন শীল। সেখানেই পাঠানো হত চাকরিপ্রার্থীদের নামের তালিকা, দাবি ইডি-র।


জগদ্দলে তৃণমূল কর্মী (TMC) খুনে অর্জুন (Arjun Singh) ঘনিষ্ঠর গ্রেফতারের পর থমথমে এলাকা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকালেই কোর্ট লক আপে নিয়ে আসা হল ধৃত পাপ্পুকে। দুপুরে আদালতে পেশ।


ভিকি যাদব খুনে অর্জুন ঘনিষ্ঠ পাপ্পুর গ্রেফতারের তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থক শিবিরে আড়াআড়ি বিভাজন। বিধায়ক সোমনাথ শ্যামকেও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শাসক কর্মীদের একাংশের। 


ভর্তুকিযুক্ত রান্নার (LPG Price Hike) গ্যাস পেতে প্রয়োজন আধার (Aadhaar Link) লিঙ্ক। নির্দেশিকা পেতেই গ্যাস দোকানে লম্বা লাইন, চূড়ান্ত হয়রানি। তাড়াহুড়ো করবেন না, প্রক্রিয়া চালু থাকবে ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত, জানাচ্ছেন ডিস্ট্রিবিউটররা।


দেশে একদিনে কোভিডে (Covid Infection) আক্রান্ত ৬৪০, রাজ্যে আক্রান্ত ৮। নতুন ভ্যারিয়েন্ট আক্রান্ত কিনা, বোঝা যাবে জিনোম সিকোয়েন্সিং রিপোর্ট আসার পর। সতর্ক থাকুন, আতঙ্কিত হবেন না, পরামর্শ চিকিৎসকদের।


সকাল থেকে রাজ্যে কী ঘটেছে, জানতে নজর রাখুন এখানে

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.