West Bengal News Live : তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ভাঙড়ে ধুন্ধুমার, আরাবুল সঙ্গীর গাড়িতে ছোড়া হল কংক্রিটের চাঁই

বর্ষবর্ষণের আগে বাংলার হাতে সন্তোষ ট্রফি।ভবানীপুরে বাড়ি থেকে উদ্ধার প্রচুর জাল ওষুধ, ইঞ্জেকশন।আর জি করের জরুরি বিভাগে মেরামতির অনুমতি।

ABP Ananda Last Updated: 01 Jan 2025 03:15 PM

প্রেক্ষাপট

চব্বিশের শেষ পঁচিশের শুরু। বিশ্বজুড়ে বর্ষবরণ। আতসবাজিতে নতুন বছরকে স্বাগত। কলকাতা থেকে জেলা। আনন্দে মাতোয়ারা বাংলা। দেশজুড়ে উৎসবের আনন্দ।নাচ-গান-হুল্লোড়ে বর্ষবরণ। মা-মাটি-মানুষ নিয়ে বাংলা আছে ভাল, বার্তা মমতার। মমতার পরে বছরের শেষ...More

West Bengal News : তৃণমূল বিধায়কের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ইট, পাথর

বছরের প্রথম দিন দলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের গোষ্ঠীকোন্দলে রণক্ষেত্র ভাঙড়। পতাকা তুলতে গিয়ে নিজের গড়েই আক্রান্ত আরাবুল ইসলাম। ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ইট, পাথর। আরাবুলের সঙ্গীর গাড়ি লক্ষ্য করে উড়ে এল কংক্রিটের চাঙড়। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লার অনুগামীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। পুলিশের সামনেই চলল গুন্ডামি। ছেলেকে নিয়ে গাড়িতে চড়ে কার্যত পালালেন আরাবুল ইসলাম।