West Bengal News Live : তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ভাঙড়ে ধুন্ধুমার, আরাবুল সঙ্গীর গাড়িতে ছোড়া হল কংক্রিটের চাঁই
বর্ষবর্ষণের আগে বাংলার হাতে সন্তোষ ট্রফি। ভবানীপুরে বাড়ি থেকে উদ্ধার প্রচুর জাল ওষুধ, ইঞ্জেকশন। আর জি করের জরুরি বিভাগে মেরামতির অনুমতি।
বছরের প্রথম দিন দলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের গোষ্ঠীকোন্দলে রণক্ষেত্র ভাঙড়। পতাকা তুলতে গিয়ে নিজের গড়েই আক্রান্ত আরাবুল ইসলাম। ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ইট, পাথর। আরাবুলের সঙ্গীর গাড়ি লক্ষ্য করে উড়ে এল কংক্রিটের চাঙড়। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লার অনুগামীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। পুলিশের সামনেই চলল গুন্ডামি। ছেলেকে নিয়ে গাড়িতে চড়ে কার্যত পালালেন আরাবুল ইসলাম।
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতার আরও ১, নদিয়া থেকে গ্রেফতার ধীরেন ঘোষ। ধীরেন ঘোষকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা শাখা। চাকদার বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার।
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রণক্ষেত্র ভাঙড়। আরাবুল ইসলামের পতাকা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা। ফেরার পথে হামলার অভিযোগ। আরাবুল সঙ্গীর গাড়িতে ছোড়া হল কংক্রিটের চাঁই।
চট্টগ্রামে জেলবন্দি সন্ন্যাসীর জামিন মামলার শুনানি বৃহস্পতিবার। তার আগে উদ্বেগ বাড়াচ্ছে সন্ন্যাসীর শারীরিক অবস্থা। ইউনূস সরকারকে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করার আবেদন জানালেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। অন্যদিকে, তাঁর মুক্তি চেয়ে ও সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করল ইসকনের কলকাতা শাখা।
পরিচারক-পরিচারিকার বেশে শিল্পপতির বাড়িতে থেকে একের পর এক হাতসাফাই। হিরের গয়না-আংটি মিলিয়ে কোটি টাকার ওপর জিনিস চুরি করেও হল না শেষরক্ষা। বিক্রি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযু্ক্ত-সহ ১১ জন। বড়সড় চক্রের পর্দাফাঁস করল চেতলা থানা।
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রণক্ষেত্র ভাঙড়। আরাবুল ইসলামের পতাকা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা। পতাকা উত্তোলনের পর ফেরার পথে আরাবুলের গাড়ির উপর হামলার অভিযোগ।আরাবুলের সঙ্গীর গাড়ি লক্ষ্য করে ইট, এলাকায় পৌঁছে লাঠিচার্জ পুলিশের
হাওড়া-সিঙ্গুর লোকালের রুট বাড়ানোয় আপত্তি। মন্ত্রী বেচারামের নেতৃত্বে রেল রোকো। বিক্ষোভের দাপটে সিঙ্গুর পেরিয়ে যেতে পারল না ট্রেন। ফিরতে হল হাওড়ায়।
নতুন বছরে কঙ্কালীতলা মন্দিরেও পুণ্যার্থীদের ভিড়। মাকে দর্শন করতে দূর-দূরান্ত থেকে অনেকে এসেছেন। মনস্কামনা পূর্ণ করার
জন্য কঙ্কালিতলা মন্দিরে পুজো দিচ্ছেন তাঁরা।
নতুন বছরে প্রথম দিনে তারাপীঠে উপছে পড়া ভিড়। সারা বছর ভালো ভাবে কাটুক, এই কামনায় বছরে তারা মায়ের কাছে পুজো দিচ্ছেন ভক্তরা। পুজোর ডালা নিয়ে লম্বা লাইনে অপেক্ষা করছেন পুণ্যার্থীরা। ভোরে মায়ের মঙ্গলারতি দিয়ে বছরের প্রথম দিনে তারাপীঠে পুজো শুরু হয়েছে।
গড়ফায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার শহরের প্রথম সারির কলেজের ছাত্র। নির্যাতিতার দাবি, তাঁর
সঙ্গে একসময় সম্পর্ক ছিল ওই ছাত্রের। মাঝে বিচ্ছেদ ঘটে।
নতুন বছরের আনন্দ চেটেপুটে নিতে সকাল থেকে পথে নেমেছে মানুষ। হালকা রোদ আর শীতের শিরশিরানি উপভোগ করতে করতে একটু একটু ভিড় জমতে শুরু করেছে চিড়িয়াখানায়। আট থেকে আশি, চিড়িয়াখানার আকর্ষণ যেন সবার কাছেই সমান। কচিকাঁচাদের হাত ধরে বাঘ-সিংহের খাঁচার সামনে হাজির মা-বাবারাও।
প্রতিবারের মতো এবারও কল্পতরু উৎসব ঘিরে কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের ভিড়। ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, ‘তোমাদের চৈতন্য হোক’। এরপর থেকেই প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব। নতুন বছর যাতে মঙ্গলময় হয়, সে জন্য বছরের প্রথম দিনে ভক্তরা এসেছেন কাশীপুর উদ্যানবাটিতে পুজো দিতে।
সিঙ্গুর থেকে হাওড়া পর্যন্ত দুটি লোকাল ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণ করা হয়েছে। রেল বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, পয়লা জানুয়ারি থেকে কার্যকর করা হবে নতুন নিয়ম। এরই প্রতিবাদেই গর্জে উঠেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না। 'সিঙ্গুর আন্দোলন' লোকাল ট্রেনটিকে কোনওমতেই সম্প্রসারণ করা যাবে না, এই দাবিকে সামনে রেখে হাওড়া -তারকেশ্বর লোকাল ট্রেনটিকে তারকেশ্বর অভিমুখে যেতে বাধা দিলেন প্রতিবাদীরা । সিঙ্গুর ১ নং প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে তৃনমূল কর্মী ও সিঙ্গুর বাসীরা রেলপথ আটকায়।
প্রেক্ষাপট
চব্বিশের শেষ পঁচিশের শুরু। বিশ্বজুড়ে বর্ষবরণ। আতসবাজিতে নতুন বছরকে স্বাগত। কলকাতা থেকে জেলা। আনন্দে মাতোয়ারা বাংলা। দেশজুড়ে উৎসবের আনন্দ।নাচ-গান-হুল্লোড়ে বর্ষবরণ। মা-মাটি-মানুষ নিয়ে বাংলা আছে ভাল, বার্তা মমতার।
মমতার পরে বছরের শেষ দিনে সন্দেশখালিতে শুভেন্দু। দিলেন পাল্টা জবাব। বছরখানেক পরই রাজ্য়ে বিধানসভা ভোট। এই প্রেক্ষাপটে সন্দেশখালিতে দাঁড়িয়েই তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি ফের খেললেন মেরুকরণের তাস।
বর্ষশেষের রাতে বড় উপহার পেলেন বাংলার ফুটবলপ্রেমীরা। কেরলকে ১-০ গোলে উড়িয়ে ভারতসেরা বাংলা। কেরলের কাছে দু'বার সন্তোষ ট্রফি ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিলো বাংলা। বাংলার হয়ে একমাত্র গোল রবি হাঁসদার। ৬ বছর বাদে সন্তোষ চ্যাম্পিয়ন সঞ্জয় সেন ব্রিগেড। ৩৩ বার সন্তোষ ট্রফি ঘরে তুললো বাংলা। শুভেচ্ছা রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর।
অন্যদিকে বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে জেলে আটকে রাখতে মরিয়া , মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। সরকারি চাকরিতে বেছে বেছে হিন্দু-সহ সংখ্যালঘুদের বাদ দেওয়ার অভিযোগ উঠল ইউনূস-সরকারের বিরুদ্ধে। ১৫ই অক্টোবর ২ হাজার ৬৪ জনের নামে গেজেট জারি হয়। ডিসেম্বরের নতুন গেজেটে দেখা যায় ১৬৮ জনের নাম বাদ গেছে। অভিযোগ, নতুন বিজ্ঞপ্তিতে বেছে বেছে হিন্দু-সহ সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে ইউনূস সরকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -