West Bengal News Live: কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি, রাজ্য কোনও খামতি রাখেনি, গঙ্গাসাগর মেলা নিয়ে মমতা
ABP Ananda News Live: সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা, মোট পাঁচটি দেশে ভূমিকম্পে। নেপালের গোকর্ণেশ্বরের কাছে ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১
মালদার বৈষ্ণবনগরে সীমান্তে ভারতকে কাঁটাতার দিতে বাধা ! লাগাতার যুদ্ধের জিগিরের মধ্যেই আরও বেপরোয়া বাংলাদেশ! বর্ডার আউটপোস্টে BSF-কে কাঁটাতার দিতেও বাধা BGB-র!
গঙ্গাসাগর মেলায় বার্জ, ভেসেল, লঞ্চে জিপিএস ট্র্যাকিং সিস্টেম। মেডিক্যাল এমার্জেন্সির জন্য থাকবে কপ্টার অ্যাম্বুল্যান্স। গঙ্গাসাগরে থাকছে ৩টি স্থায়ী হেলিপ্যাড। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
'গঙ্গাসাগর মেলা উপলক্ষে মুড়িগঙ্গায় ড্রেজিং, বাড়ানো হচ্ছে গভীরতা। এতে ২০ ঘণ্টা পর্যন্ত লঞ্চে লোক যাতায়াত করতে পারবে। মেলা উপলক্ষে ২ হাজার ২৫০টি বাসের ব্যবস্থা। গঙ্গাসাগর মেলায় বার্জ, ভেসেল, লঞ্চে জিপিএস ট্র্যাকিং সিস্টেম। মেডিক্যাল এমার্জেন্সির জন্য থাকবে কপ্টার অ্যাম্বুল্যান্স। গঙ্গাসাগরে থাকছে ৩টি স্থায়ী হেলিপ্যাড। আমাদের লক্ষ্য প্লাস্টিকবর্জিত গ্রিন গঙ্গাসাগর মেলা, এটা অভিনব, কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি। কাল থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা'। কোনও দুর্ঘটনা হলে ৫ লক্ষ টাকার বিমা করা আছে', বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
SSC-র চাকরি বাতিল মামলার শুনানি মুলতুবি সুপ্রিম কোর্টে। আগামী ১৫ জানুয়ারি দুপুর ২টোর সময় ফের এই মামলার শুনানি হবে
১৫ জানুয়ারির মধ্যে সবাইকে হলফনামা জমা দিতে হবে। আজ প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই শুনানি হয়
তিব্বতে ভূমিকম্পে ভয়াবহ পরিস্থিতি, মৃতের সংখ্য়া বেড়ে ৫৩। ভূমিকম্পে তিব্বতে ৫৩ জনের মৃত্যু। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। কাঁপল ৫টি দেশ।
বাংলাদেশের যুদ্ধের জিগিরের মধ্যেই বঙ্গবনধুুর হত্যাকারীর আস্ফালন! আমরা হিনদুত্ববাদী ভারতের কব্জায় চলে গেছি। আরও একটা একাত্তর চাই। প্রকাশ্যে এসে হুঙ্কার মেজর ডালিমের।
ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৯। তিব্বতে বেড়েছে মৃতের সংখ্যা। কলকাতায় যদিও সেভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।
এবার নতুন করে বাঘের আতঙ্ক দানা বেঁধেছে পুরুলিয়ায়। ঝাড়খন্ড সীমান্ত এলাকায় ।ঝাড়খণ্ডের চাণ্ডিল লাগোয়া জঙ্গলে ঘোরাফেরা করছে রয়্যাল বেঙ্গল টাইগার।
সাতসকালের ভূমিকম্পে তিব্বতে ৯ জনের মৃত্যু হয়েছে। যদিও বাংলায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। সব মিলিয়ে মোট ৪ বার কম্পন অনূভূত হয়েছে।
করোনার মতো চরিত্র বদলে ভয়াবহ আকার নিতে পারে HMPV ? স্বাস্থ্য় মন্ত্রকের দাবি, এ নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে, ভাইরাসের মিউটেশন ঘটছে কিনা, তা নিয়ে সতর্ক চিকিৎসকরা। জ্বর, শ্বাসকষ্টের মতো সমস্য়া দেখা দিলেই বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলছেন।
সকাল ৭ টা নাগাদ ভূমিকম্পের আফটার শক তিব্বতে। নেপাল, ভারত নিয়ে পাঁচ দেশে কম্পন অনুভূত হয়েছে।
নেপালের ভূমিকম্পে আতঙ্ক ছড়াল কলকাতায়, নড়ে উঠল ফ্যান। নেপালে ভূমিকম্পের তীব্রতার মাত্রা রিখটাল স্কেলে ৭.১ । সকাল ৬.৩৫ নাগাদ এই ভূমিকম্প।
West Bengal News Live: সাতসকালে কলকাতায় ভূমিকম্প। কম্পন টের পাওয়া গেল উত্তরবঙ্গেও। নেপালের গোকর্ণেশ্বরের কাছে ভূমিকম্পের উৎসস্থল। বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত
প্রেক্ষাপট
কলকাতা: এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর
১। সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা, মোট পাঁচটি দেশে ভূমিকম্পে। নেপালের গোকর্ণেশ্বরের কাছে ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১
ফের দিল্লি থেকে জালে ৯ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। একটি হোটেল থেকেই পাকড়াও ৭। প্রত্যেকের কাছে ছিল ট্যুরিস্ট ভিসা, জাল নথিতে তৈরি পরিচয়পত্র, খবর পুলিশ সূত্রে। দিল্লিতে পাকড়াও ৯ বাংলাদেশি।
২। ঘাঁটি গেড়ে বসে থাকুন সীমান্তে। বাড়াতে হবে স্লিপার সেলের সংখ্যা। ধৃত এবিটি জঙ্গিদের কাছে আসত এমনই নির্দেশ। বাজেয়াপ্ত করা মোবাইলে মিলল বিস্ফোরক তথ্য। জঙ্গিদের ফোনে বিস্ফোরক তথ্য।
৩। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরায় কার্যকলাপ বাড়ানোর নির্দেশ এসেছিল শীর্ষ স্তর থেকে। দক্ষিণ ভারতে নতুন করে লোক পাঠানোও শুরু করেছিল জঙ্গিরা। তাই কেরল গিয়েছিল শাদ রাডি, খবর সূত্রের। দক্ষিণ ভারতেও যাচ্ছিল জঙ্গিরা !
৪। বাংলায় কোথায় ABT-র জাল? খাগড়াগড় বিস্ফোরণে সাজাপ্রাপ্ত তারিকুলকে ৭ দিনের হেফাজতে চাইল বেঙ্গল STF. বহরমপুর কোর্টে পৌঁছল অসম এসটিএফ-ও। ৭ দিন হেফাজতের আর্জি
৫। বাংলাদেশ থেকে ফিরলেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। ওপারে অত্যাচারের অভিযোগ মুখ্যমন্ত্রীর।
৬। মালদার তৃণমূল নেতা খুন। পাঁচদিনের মাথাতেও অধরা মাস্টারমাইন্ড, রহস্য মোটিভ নিয়েও। ফের বিস্ফোরক মৃতের স্ত্রী।
৭। কম্বলে মুড়ে মাদক পাচারের চেষ্টা। মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেস থেকে উদ্ধার ২ কোটি ২০ লক্ষ টাকার মাদক। গ্রেফতার মাদক পাচারকারী।
৮। চিনের পর ভারতেও মিলল HMPV-র সংক্রমণ। আক্রান্ত ব্যাঙ্গালোরের ৩ ও ৮ মাসের ২ শিশু। এক শিশু ভর্তি ব্যাপটিস্ট হাসপাতালে। ২ মাসের শিশু সংক্রমিত আমদাবাদেও। ভারতেও HMPV-র সংক্রমণ।
৯। জাল নথি দিয়ে পাসপোর্ট, এখন কে কোথায় লুকিয়ে? এবিপি আনন্দর অন্তর্তদন্তে পাসপোর্ট-চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য! পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতে সক্রিয় স্লিপার সেল, ছড়িয়ে পড়েছে ছদ্মবেশী জঙ্গিরা? কট্টরপন্থীদের পথেই যুদ্ধজিগির বাংলাদেশ সরকারের, সেনা মহড়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -