WB News Live : অগ্নিগর্ভ মালদা, রিপোর্ট তলব নবান্নের
West Bengal News Live : সংগঠন থেকে সংখ্যালঘু, ভোটে ভরাডুবির পরে প্রথম দলীয় বৈঠকেই প্রকাশ্যে সুকান্ত-শুভেন্দু দ্বন্দ্ব, দেখুন একনজরে ...
কুলতলিতে পুলিশের উপর হামলা ও প্রতারণাকাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। যে ভেড়ির আলাঘরে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত, তার মালিককেও গ্রেফতার করা হয়েছে। যদিও হামলায় অভিযুক্ত সায়রুল সর্দার এখনও পলাতক।
দুর্ঘটনায় এক লরি চালকের মৃত্যু ঘিরে তুলকালাম মালদার চাঁচলে। আক্রান্ত হলেন চাঁচল থানার দুই এসআই। এক এসআইকে মারা হল লাথিও। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ সময় মতো ব্যবস্থা নিলেআরও আগে উদ্ধার করা যেত লরির খালাসিকে। পুলিশের দাবি, দ্রুততার সঙ্গেই খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিদ্যুৎমন্ত্রী বলছেন লোডশেডিংয়ের সমস্যা নেই, ভিন্নসুর বিধায়কের। মানিকচকে বিদ্যুতের সমস্যা আছে, মানলেন তৃণমূলেরই বিধায়ক । 'সারা রাত লোডশেডিং, বারবার জানিয়েছি, সমাধান হলে এমন হত না', অশান্তির নেপথ্যে লোডশেডিংয়ের সমস্যার কথা মানলেন সাবিত্রী মিত্র।
সরকারি চাকরিতে সংরক্ষণ-বাতিলের দাবিতে রণক্ষেত্র বাংলাদেশ। পুলিশ-ছাত্র সংঘর্ষে ৩২জনের মৃত্যু, জানাল সংবাদসংস্থা এএফপি। বাংলাদেশ টিভির সদর দফতরে আগুন বিক্ষোভকারীদের। আন্দোলনকারীদের ডাকা বন্ধের মধ্যেই দফায় দফায় সংঘর্ষ, নামল সেনা। অনির্দিষ্টকালের জন্য সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ শেখ হাসিনার। অপ্রয়োজনে ভারতীয়দের বাইরে বেরোতে বারণ ভারতীয় হাইকমিশনের। মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য় চাকরিতে ৩০% সংরক্ষণ বাতিলের দাবিতে আন্দোলন
একের পর এক ট্রেন দুর্ঘটনা, কী করছে কেন্দ্র, আক্রমণে মমতা। যাত্রী-সুরক্ষা আর কবে নিশ্চিত করতে পারবে রেল, আক্রমণে মমতা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূলনেত্রীর
মালদার সামসিতে পথ দুর্ঘটনার ঘিরে উত্তেজনা, আক্রান্ত পুলিশ। পথ দুর্ঘটনায় লরি চালকের মৃত্যু, কেবিনে দীর্ঘক্ষণ আটকে খালাসি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে ধুন্ধুমার। পুলিশকে ধাক্কা, লাথি উত্তেজিত জনতার।
সাদ্দামের বিরুদ্ধে সন্ত্রাস, হিংসা ছড়ানোর ধারা-সহ একাধিক অভিযোগে এফআইআর। জামিন চেয়ে 'প্রতারক' সাদ্দামকে সমাজসেবী বলে সওয়াল আইনজীবীর। থানায় নিয়মিত যাতায়াত ছিল পুলিশে হামলায় অভিযুক্ত সাদ্দাম সর্দারের? 'থানায় নিয়মিত যেত সাদ্দাম, সিসি ফুটেজ দেখলেই প্রমাণ মিলবে', সাদ্দামের জামিনের সওয়াল করে কোর্টে বিস্ফোরক দাবি আইনজীবীর । ১৫বছর ধরে প্রতারণার জাল, যোগাযোগ ছিল সাদ্দাম-পুলিশের? বাড়িতে সুড়ঙ্গ, পুলিশের উপর হামলায় অভিযুক্তেরই পুলিশি-ঘনিষ্ঠতা?
আদালতে পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতার দাবি সাদ্দামেরই আইনজীবীর!
নিউটাউনের আকাঙ্খা মোড়ে অভিজাত আবাসনে আগুন। অগ্নিকাণ্ডের জেরে আবাসনের মধ্যে প্রায় ২০ থেকে ২২ জন আটকে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে, উদ্ধার করা হয়ে ফ্ল্যাটের আবাসিকদের। গুরুতর অসুস্থ ১, ভর্তি করা হয়েছে হাসপাতালে।
ফেরার সোনারপুরের 'অত্যাচারী' জামাল সর্দার। তৃণমূলকর্মীর বাড়িতে থাকা কচ্ছপ উদ্ধারে নাজেহাল পুলিশ ও বন দফতর। গতকাল খালি হাতে ফিরতে হয় বনকর্মীদের। আজ ফের পুলিশকে নিয়ে জামালের বাড়িতে বনকর্মীরা। গেটে ঝুলছে তালা, কলিং বেল বাজিয়েও মেলেনি সাড়া।
কালনায় তৃণমূলের পুর চেয়ারম্যানের দাদাগিরির আরও এক ছবি প্রকাশ্যে। এবার পুরাতত্ত্ব বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইনচার্জকে অশালীন ভাষায় আক্রমণ। পুরাতত্ত্ব বিভাগের নিরাপত্তারক্ষীকে ধাক্কা, গালিগালাজের ছবি আগেই ভাইরাল। যা বলার রাজ্য নেতৃত্বকে জানাব, প্রতিক্রিয়া পুরপ্রধানের।
অবশেষে গ্রেফতার কুলতলির 'টানেল ম্যান'। গ্রেফতার নকল সোনার কারবারি, সাট্টা ব্যবসায়ী সাদ্দাম সর্দার। কুলতলিতে পুলিশের জালে সুড়ঙ্গ-রহস্যের 'কীর্তিমান'। ২ দিন ধরে ভেড়ির ধারে নির্জন আলাঘরে গা ঢাকা সাদ্দামের। লোকচক্ষুর আড়ালে গিয়েও হল না শেষরক্ষা !কাছে থাকা মুঠোফোনই হয়ে উঠল সাদ্দামের হাতকড়া! টাওয়ার লোকেশন দেখে খোঁজ পেয়ে গ্রেফতার করল পুলিশ, খবর সূত্রের। সাদ্দামকে আশ্রয় দেওয়ার অভিযোগ স্থানীয় সিপিএম নেতার বিরুদ্ধে। পুলিশের হাতে ধৃত সিপিএম নেতা মান্নান খান
মালদার মানিকচকে পথ অবরোধ ঘিরে ধুন্ধুমার। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, জখম ২।
নিট প্রশ্ন ফাঁস মামলায় এবার পাটনা এইমস-এর ৪ ডাক্তারি পড়ুয়াকে হেফাজতে নিল সিবিআই। বুধবার রাতে এই ৪ চিকিৎসক পড়ুয়াকে হেফাজতে নেয় সিবিআই।
মালদার মানিকচকে রাস্তা অবরোধের জেরে উত্তেজনা। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ। পুলিশকর্মীদের আটকে রেখে মারধরের অভিযোগ। আক্রান্ত আইসি-সহ কয়েকজন পুলিশকর্মী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় জখম হয়েছেন ২ জন।
অবশেষে গ্রেফতার কুলতলির 'টানেল ম্যান'। গ্রেফতার নকল সোনার কারবারি, সাট্টা ব্যবসায়ী সাদ্দাম সর্দার। কুলতলিতে পুলিশের জালে সুড়ঙ্গ-রহস্যের 'কীর্তিমান'। ২ দিন ধরে ভেড়ির ধারে নির্জন আলাঘরে গা ঢাকা সাদ্দামের। লোকচক্ষুর আড়ালে গিয়েও হল না শেষরক্ষা!। কাছে থাকা মুঠোফোনই হয়ে উঠল সাদ্দামের হাতকড়া! টাওয়ার লোকেশন দেখে খোঁজ পেয়ে গ্রেফতার করল পুলিশ, খবর সূত্রের। সাদ্দামকে আশ্রয় দেওয়ার। অভিযোগ স্থানীয় সিপিএম নেতার বিরুদ্ধে। পুলিশের হাতে ধৃত সিপিএম নেতা মান্নান খান। পুলিশের উপর হামলা ও প্রতারণাকাণ্ডে মোট ৫ জন গ্রেফতার।
চোর সন্দেহে মধ্যযুগীয় বর্বরতা, ডোমজুড়কাণ্ডে গ্রেফতার আরও ৪। ডোমজুড়কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৭। ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করতেন তরুণী। দিনকয়েক আগে ওই তরুণী বিয়ে করে চলে যান। পরিচারিকার বিরুদ্ধে ২০ লক্ষ টাকা চুরির অভিযোগ ব্যবসায়ীর। চুরির অভিযোগে পরিচারিকার পরিবারকে আটকে রেখে অত্যাচার।
'শুধু অত্যাচারী নয়, সোনারপুরের জামাল সর্দার বড় প্রতারক। মামলা-মোকদ্দমায় বিবাদ মেটানোর নামেে টাকা হাতিয়ে নিতেন, অভিযোগ স্থানীয়দের। পারিবারিক জমি বিবাদ মেটানোর নামে ৬৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। হাইকোর্টে মামলা মেটানোর কথা বলেও টাকা নিত জামাল, অভিযোগ শিক্ষক পরিবারের।
হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৮৫ শতাংশ। যদিও আগামীকাল রাজ্যের ১৫ জেলায় হলুদ সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। নিম্নচাপের প্রভাবে শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। একুশে জুলাই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি নামবে। আজ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে।
কট্টর হিন্দুত্বের লাইনে শুভেন্দু, পাশে দাঁড়ালেন তথাগত। ‘রাজনীতিতে সবাই সত্যিটা এভাবে জোরে বলতে পারে না’। দীর্ঘজীবী হোন শুভেন্দু, সুকান্তর কড়া বার্তার উল্টো সুরে তথাগত।
অবশেষে পুলিশের জালে কুলতলিকাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার। সাদ্দামকে আশ্রয় দেওয়ার অভিযোগে সিপিএম নেতাকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ। ধৃত মান্নান খান চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিপিএমের অঞ্চল কমিটির সদস্য, দাবি তৃণমূলের। কুলতলিকাণ্ডে এখনও অধরা সাদ্দামের ভাই সায়রুল সর্দার। সায়রুলের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, ২ দিন ধরে কুলতলিতে ঠাকুরাইন নদীর ধারে ভেড়ির ধারে কুঁড়েঘরে লুকিয়ে ছিল সাদ্দাম। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে গতকাল রাতে সেখানে হানা দেয় পুলিশ। হাতেনাতে পাকড়াও করা হয় সাদ্দাম ও তার আশ্রয়দাতা মান্নানকে।
নিট প্রশ্ন ফাঁস মামলায় এবার পাটনা এইমস-এর তিন ডাক্তারকে হেফাজতে নিল সিবিআই। বুধবার রাতে এই ৩ চিকিৎসককে নিজের হেফাজতে নেয় সিবিআই। এই চিকিৎসকরা ২০২১ সালে ডাক্তারি পড়তে ঢোকেন। ৩ চিকিৎসকের ঘর সিল করে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তিনজনের মোবাইল এবং ল্যাপটপ।
এবার প্রধানমন্ত্রীর স্লোগানেরও বদল চাইলেন শুভেন্দু অধিকারী। 'সবকা সাথ, সবকা বিকাশ আর, বলব না, বলব... 'যো হামারি সাথ, হাম উনকা সাথ'। দল সমর্থন করে না। পাল্টা বললেন সুকান্ত মজুমদার।
বিশাল প্রাসাদ, আগাপাশতলা মার্বেলে মোড়া, বাড়ির সামনে পুল, রয়েছে খচ্চর! সোনারপুরে জামালের বাড়ি যেন আস্ত একটা রিসর্ট! যে বাড়িতে বসত বিচারসভা। জমি দখল থেকে টাকা লুঠ, অভিযোগ, তৃণমূল কর্মী জামালের বিশাল সাম্রাজ্য়ের নেপথ্য়ে রয়েছে একাধিক প্রতারণা।
অবশেষে পুলিশের জালে সাদ্দাম সর্দার। কুলতলিকাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার। গতরাতে কুলতলির চুপড়িঝাড়া থেকে সাদ্দাম সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ । সাদ্দাম সর্দারের সঙ্গে মান্নান খান নামে এক ব্যক্তিকেও পাকড়াও করা হয়েছে। এখনও অধরা সাদ্দামের ভাই সায়রুল।
সংগঠন থেকে সংখ্যালঘু মোর্চাকেই বাদ দেওয়ার সওয়াল। মোদির স্লোগানের পাল্টা সওয়াল, কার্যত এই প্রথম দলেই চ্যালেঞ্জের মুখে শুভেন্দু। বিরোধী দলনেতার তত্ত্ব খারিজ করতে আসরে সুকান্ত, পাশে শমীক। সংখ্যালঘু মোর্চার বিরোধিতা করে শুভেন্দুর হুঙ্কার।
সংগঠন থেকে সংখ্যালঘু, ভোটে ভরাডুবির পরে প্রথম দলীয় বৈঠকেই প্রকাশ্যে সুকান্ত-শুভেন্দু দ্বন্দ্ব।ভোটে ভরাডুবির ধাক্কায় কট্টর হিন্দুত্বের পথে শুভেন্দু।
প্রেক্ষাপট
কলকাতা: সংগঠন থেকে সংখ্যালঘু, ভোটে ভরাডুবির পরে প্রথম দলীয় বৈঠকেই প্রকাশ্যে সুকান্ত-শুভেন্দু দ্বন্দ্ব।ভোটে ভরাডুবির ধাক্কায় কট্টর হিন্দুত্বের পথে শুভেন্দু। সংগঠন থেকে সংখ্যালঘু মোর্চাকেই বাদ দেওয়ার সওয়াল। মোদির স্লোগানের পাল্টা সওয়াল, কার্যত এই প্রথম দলেই চ্যালেঞ্জের মুখে শুভেন্দু। বিরোধী দলনেতার তত্ত্ব খারিজ করতে আসরে সুকান্ত, পাশে শমীক। সংখ্যালঘু মোর্চার বিরোধিতা করে শুভেনদুর হুঙ্কার। সুকান্ত-শমীকের আপত্তির মধ্যেই পাশে দাঁড়ালেন তথাগত। কম লোকেরই সত্যি বলার সাহস থাকে। দীর্ঘজীবী হোন বলে এক্স হ্যান্ডলে পোস্ট। লোকসভা থেকে উপনির্বাচন-ভরাডুবির দায় এড়ানোর মরিয়া চেষ্টায় শুভেন্দু,পাল্টা সুকান্ত। ২১-এর তুলনায় ভোট বেড়েছে ২৪-এ। ৬৯ পুরসভায় এগিয়ে বিজেপি। লোকসভা ভোটে হারে সাফাই সুকান্তর।ভোটে ধাক্কার পরেই বঙ্গ বিজেপিতে টালমাটাল। একসুর সৌমিত্র-অর্জুন। ভোটে বিপর্যয়ের দায় কার? সায়েন্স সিটিতে বিজেপির বৈঠকের মধ্যেই মুরলিধর সেন লেনে আন্দোলন।বঙ্গ বিজেপিতে অসন্তোষের আগুন। বিরোধীদের ভূমিকায় হতাশ খোদ তৃণমূল সাংসদ। সংখ্যালঘু অনুপ্রবেশে বদলাচ্ছে বাংলা-অসমের জন-বিন্যাস! রাজ্যের ভূমিকা মনে করিয়ে আশঙ্কা হিমন্ত বিশ্বশর্মা। মৌসুনী দ্বীপে জাল আধার কার্ড চক্রের দাবি সুকান্তর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -