WB News Live : এখনও বিপদমুক্ত নন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছুরিকাহত ছাত্রী ও প্রাক্তন ছাত্র
West Bengal News Live :এবার বাংলা-বিহারের ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি নিশিকান্তর, দেখুন একনজরে ...
এখনও বিপদমুক্ত নন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছুরিকাহত ছাত্রী ও প্রাক্তন ছাত্র। দু'জনেরই চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। হাসপাতাল সূত্রে খবর, ২ জনেরই ক্ষতিগ্রস্ত হয়েছে স্বর নালি। এই ধরনের ঘটনা রুখতে পড়ুয়াদের সচেতন করার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। বাড়ানো হয়েছে নিরাপত্তা।
এখনও বিপদমুক্ত নন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছুরিকাহত ছাত্রী ও প্রাক্তন ছাত্র। দু'জনেরই চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। হাসপাতাল সূত্রে খবর, ২ জনেরই ক্ষতিগ্রস্ত হয়েছে স্বর নালি। এই ধরনের ঘটনা রুখতে পড়ুয়াদের সচেতন করার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। বাড়ানো হয়েছে নিরাপত্তা।
মেচেদা স্টেশনে কলেজ ছাত্রীর শ্লীলতাহানি, বাঁচাতে গিয়ে আক্রান্ত মা। মা-মেয়ের 'শ্লীলতাহানি', চিৎকার করেও সাহায্য না মেলার অভিযোগ। 'দেখা মেলেনি আরপিএফ-জিআরপির, চিৎকার করেও মেলেনি সাহায্য', অভিযোগ দায়ের কলেজ ছাত্রী ও তাঁর মায়ের। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা, জানাল আরপিএফ। অভিযোগ পেয়েই তদন্ত শুরু, জানাল জিআরপি।
কলকাতায় ভরসন্ধ্যায় ঠিকাদারকে কুপিয়ে খুন। আনন্দপুরের উত্তর পঞ্চান্নগ্রামে ঠিকাদারকে কুপিয়ে খুন। ঠিকাদার আরিফ খানের উপরে ৩জন চপার নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রের খবর, ন্যাশনাল মেডিক্যালে আনার পরে মৃত্যু।
আড়িয়াদহে পুকুরের একাংশ বুজিয়ে জয়ন্তর প্রাসাদ, নোটিস পুরসভার। ৪৮ ঘণ্টার মধ্যে জমি মালিক দিলীপ মুখোপাধ্যায়কে হাজির হতে নির্দেশ। জমি মালিককে হাজিরার নির্দেশ দিয়ে নোটিস কামারহাটি পুরসভার। পুকুরের একাংশ বুজিয়ে জয়ন্তর প্রাসাদ, পুকুর মালিককেও নোটিস।
ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন, আতঙ্কে গ্রাম ছাড়ছে নিহতের পরিবার। তৃণমূল কর্মী-সহ ৫ জনকে গ্রেফতার করলেও অধরা বাকি অভিযুক্তরা। ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী নারায়ণ রায়, তাঁর স্ত্রী সবিতা রায় ও ছেলে মাধব রায়।
চাপের মুখে পরিচালক রাহুল মুখোপাধ্য়ায়ের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার। সাসপেনশন প্রত্যাহার করল ডিরেক্টরস অ্য়াসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। কাল থেকেই ছবির পরিচালনা করতে পারবেন রাহুল। পরিচালক হিসেবেই প্রসেনজিৎ, অনির্বাণকে নিয়ে শুরু করবেন শ্যুটিং। ফেডারেশনের নিয়ম না মেনে বাংলাদেশে ছবির শ্যুটিং করায় 'ব্যান' করা হয় রাহুলকে। ৩ মাসের জন্য সাসপেন্ড করা হয় রাহুলকে। প্রতিবাদে সরব হন পরিচালকদের একাংশ। চাপের মুখে অবশেষে সাসপেনশন প্রত্যাহার করল ডিরেক্টরস অ্য়াসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া।
১৭টি পুরসভায় ১ হাজার ৮২৯জনের নিয়োগ বেআইনি, দাবি কেন্দ্রীয় এজেন্সির। সবথেকে বেশি বেআইনি নিয়োগ দঃ দমদম পুরসভায়, উল্লেখ সিবিআই চার্জশিটে। দক্ষিণ দমদম পুরসভায় টাকার বিনিময়ে ৩২৯ জনের নিয়োগ, দাবি সিবিআইয়ের।
২০১৪-র পর ১৭টি পুরসভায় অর্ধেকের বেশি নিয়োগই বেআইনি, দাবি সিবিআইয়ের। নিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম চার্জশিটে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের। ১৭টি পুরসভায় ১ হাজার ৮২৯জনের নিয়োগ বেআইনি, দাবি কেন্দ্রীয় এজেন্সির
পৃথক রাজ্য নিয়ে বিস্ফোরক দাবি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের। 'প্রধানমন্ত্রীর দফতর থেকে পৃথক রাজ্য তৈরির জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে বলা হয়েছে। গ্রেটার কোচবিহার নামে পৃথক রাজ্য গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে', চাঞ্চল্যকর দাবি বিজেপি সাংসদ ও গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতির।
ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বিধানসভায় তুলকালাম। আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব বিজেপির। অধ্যক্ষ সাড়া না দেওয়ায় ওয়াকআউট বিজেপির। পুরমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি।
বাজেটে বঞ্চনার অভিযোগ, প্রতিবাদ জানিয়েও কাল নীতি-বৈঠকে মুখ্যমন্ত্রী। 'বলতে দিলে বলব, না হলে প্রতিবাদ জানিয়ে বেরিয়ে আসব', জানালেন মুখ্যমন্ত্রী। 'বাজেটের আগেই নীতি-আয়োগের বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সবাই মিলে আগে সিদ্ধান্ত নিলে, অন্যকিছু ভাবতামট, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অভিষেককে নিয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়
কাল নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়
বাজেটে বঞ্চনার প্রতিবাদ করেও কাল নীতি আয়োগের বৈঠকে থাকবেন মমতা
ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বিধানসভায় তুলকালাম। আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব বিজেপির। অধ্যক্ষ সাড়া না দেওয়ায় ওয়াকআউট বিজেপির। পুরমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি।
বেলাগাম বিদ্যুতের বিল, প্রতিবাদে পথে বিজেপি। বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদ বিজেপির সিইএসসি-অভিযান। মুরলীধর সেন লেন থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিল
হাইকোর্টের অনুমতি নিয়ে বিজেপির মিছিল।
জোয়ারে প্রবল ঢেউ গঙ্গায়, বেসামাল যাত্রী বোঝাই লঞ্চ। উত্তাল গঙ্গাবক্ষের ছবি ভাইরাল। মঙ্গলবার দুপুরে দক্ষিণেশ্বর থেকে বেলুড় যাওয়ার সময় উত্তাল গঙ্গায় বেসামাল হয়ে পড়ে লঞ্চটি। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন যাত্রী। কোনওমতে লঞ্চটি নোঙর করা হয় লালগোলা ঘাটে নিয়ে যাওয়া হয়।
ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন, আতঙ্কে গ্রাম ছাড়ছে নিহতের পরিবার। তৃণমূল কর্মী-সহ ৫ জনকে গ্রেফতার করলেও অধরা বাকি অভিযুক্তরা। ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী নারায়ণ রায়, তাঁর স্ত্রী সবিতা রায় ও ছেলে মাধব রায়। এখনও অধরা ধৃত তৃণমূল কর্মীর স্ত্রী ও ছেলে। ময়নাগুড়ি থানায় ১১ জনের নামে অভিযোগ দায়ের নিহতের স্ত্রীর। 'নদী থেকে বালি পাচার, জমি দখলের প্রতিবাদ করায় বিবাদ, হুমকির মুখে ৫ বছর ধরে ঘরছাড়া, ঘরে ফিরতেই গভীর রাতে হামলা', দলবল নিয়ে তৃণমূলকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ পরিবারের। দলবল নিয়ে হামলা, বাড়ি থেকে তুলে নৃশংস অত্যাচারের অভিযোগ।
ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন, আতঙ্কে গ্রাম ছাড়ছে নিহতের পরিবার। তৃণমূল কর্মী-সহ ৫ জনকে গ্রেফতার করলেও অধরা বাকি অভিযুক্তরা। ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী নারায়ণ রায়, তাঁর স্ত্রী সবিতা রায় ও ছেলে মাধব রায়। এখনও অধরা ধৃত তৃণমূল কর্মীর স্ত্রী ও ছেলে। ময়নাগুড়ি থানায় ১১ জনের নামে অভিযোগ দায়ের নিহতের স্ত্রীর। 'নদী থেকে বালি পাচার, জমি দখলের প্রতিবাদ করায় বিবাদ, হুমকির মুখে ৫ বছর ধরে ঘরছাড়া, ঘরে ফিরতেই গভীর রাতে হামলা', দলবল নিয়ে তৃণমূলকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ পরিবারের। দলবল নিয়ে হামলা, বাড়ি থেকে তুলে নৃশংস অত্যাচারের অভিযোগ।
ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন, আতঙ্কে গ্রাম ছাড়ছে নিহতের পরিবার। তৃণমূল কর্মী-সহ ৫ জনকে গ্রেফতার করলেও অধরা বাকি অভিযুক্তরা। ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী নারায়ণ রায়, তাঁর স্ত্রী সবিতা রায় ও ছেলে মাধব রায়। এখনও অধরা ধৃত তৃণমূল কর্মীর স্ত্রী ও ছেলে। ময়নাগুড়ি থানায় ১১ জনের নামে অভিযোগ দায়ের নিহতের স্ত্রীর। 'নদী থেকে বালি পাচার, জমি দখলের প্রতিবাদ করায় বিবাদ, হুমকির মুখে ৫ বছর ধরে ঘরছাড়া, ঘরে ফিরতেই গভীর রাতে হামলা', দলবল নিয়ে তৃণমূলকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ পরিবারের। দলবল নিয়ে হামলা, বাড়ি থেকে তুলে নৃশংস অত্যাচারের অভিযোগ।
সোনারপুরের দাপুটে তৃণমূলকর্মী জামালউদ্দিন সর্দার ওরফে জামালকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালাল পুলিশ। বাড়ি সংলগ্ন যে জায়গায় সালিশি সভা বসাতো জামাল, যেখানে শিকল বেঁধে নির্মম অত্য়াচারের অভিযোগ উঠেছে, সেই সব জায়গায় এদিন তল্লাশি অভিযান চলে। মাটির নীচে জলের রিজার্ভারের তালা ভাঙা হয়। পুলিশ সূত্রে খবর, জামালের বাড়ি থেকে সিসিটিভির হার্ডডিস্ক সহ বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে।
বীরভূমের গাংপুর বিস্ফোরণকাণ্ডে ৫ বছর পরও অধরা অভিযুক্তরা। বিস্ফোরণকাণ্ডে ২ অভিযুক্তের ছবি দিয়ে পুরস্কার ঘোষণা এনআইএ-র। ২ অভিযুক্ত নিরঞ্জন মণ্ডল মৃত্যুঞ্জয় মণ্ডলের ছবি দিয়ে পুরস্কার ঘোষণা। মাথা পিছু ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা এনআইএ-র। ২০ সেপ্টেম্বর, ২০১৯: খয়রাশোলের গাংপুরে বাড়িতে বিস্ফোর। বাড়িতে প্রচুর বোমা মজুত ছিল, এনআইএ সূত্রে দাবি
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বন্ধ বাড়িতে বিস্ফোরণ। উড়ল বাড়ির চাল, ফাটল দেওয়াল। ঘটনাস্থলে পুলিশ, আটক ৫
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানি মামলা। 'রাজ্যপাল সম্পর্কে যে কোনও মন্তব্য করতে পারবেন মুখ্যমন্ত্রী সহ ৪ তৃণমূল নেতা। তবে মন্তব্য যেন মানহানি সংক্রান্ত আইন লঙ্ঘন না করে', নির্দেশ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের।
ফের মেট্রোয় বিভ্রাট। ডাউন লাইনে রেকে যান্ত্রিক ত্রুটি। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো। আপ লাইনে পরিষেবা জারি
এবার নিশিকান্ত দুবের প্রস্তাবকে সমর্থন মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের। মালদা, মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি গৌরীশঙ্কর ঘোষের।
আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। অভিষেককে সঙ্গে নিয়ে আজ দিল্লি যাবেন মমতা। কাল নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী: সূত্র। আজ দিল্লির নিউ বঙ্গ ভবনে তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা। বিকেল ৪: দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে চা চক্রে যোগ দিতে পারেন মমতা । নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না ইন্ডিয়া জোটের ৭ মুখ্যমন্ত্রী।
হাইকোর্টে স্বস্তি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। সোনামুখি থানায় দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে মামলা খারিজ। বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা খারিজ করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। ২০২৩-এ সৌমিত্রর বিরুদ্ধে হিংসা ছড়ানো, মারধর ও শ্লীলতাহানির অভিযোগে মামলা। নিম্ন আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। গ্রেফতারি পরোয়ানা জারি করে নিম্ন আদালত। চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমিত্র। পুলিশের দায়ের করা মামলা খারিজ করে দিল হাইকোর্ট।
সিবিআই স্ক্যানারে রাজ্যের বিভিন্ন পুরসভার ১ হাজার ৮৫০ জনের চাকরি। ২০১৪ সালের পর ১৭টি পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ।
অর্ধেকের বেশি চাকরিই বেআইনি ভাবে, উল্লেখ সিবিআই চার্জশিটে। বেআইনি ভাবে সবথেকে বেশি চাকরির অভিযোগ দক্ষিণ দমদম পুরসভায়।
সাতসকালে গিরিশ পার্কে অগ্নিকাণ্ড। গিরিশ পার্ক থানার কাছে বাড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পরার আশঙ্কা। অগ্নিদগ্ধ ১, ভর্তি করা হয়েছে হাসপাতালে। সিলিন্ডার ফেটে আগুন বলে অনুমান।
জামালকে নিয়েই ভোররাতে সোনারপুরের 'প্রাসাদে' অভিযান পুলিশের । সোনারপুরের দাপুটে তৃণমূলকর্মী জামালউদ্দিন সর্দার ওরফে জামালকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালাল পুলিশ। বাড়ি সংলগ্ন যে জায়গায় সালিশি সভা বসাতো জামাল, যেখানে শিকল বেঁধে নির্মম অত্য়াচারের অভিযোগ উঠেছে, সেই সব জায়গায় এদিন তল্লাশি অভিযান চলে। মাটির নীচে জলের রিজার্ভারের তালা ভাঙা হয়। পুলিশ সূত্রে খবর, জামালের বাড়ি থেকে সিসিটিভির হার্ডডিস্ক সহ বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে।
নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী? গতকাল শেষ মুহূর্তে দিল্লি সফর বাতিলের পর তৃণমূল নেত্রীর পদক্ষেপ ঘিরে জোর জল্পনা। কাল প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিল্লিতে নীতি আয়োগের বৈঠক। আগেই বৈঠক বয়কটের সিদ্ধান্ত INDIA জোটের বাকি মুখ্যমন্ত্রীদের। বৈঠকে যাচ্ছেন না কংগ্রেসের ৩ মুখ্যমন্ত্রী। তামিলনাড়ু, কেরল, ঝাড়খণ্ড, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরাও যাচ্ছেন নীতি আয়োগের বৈঠকে। বাংলার মুখ্যমন্ত্রী কি যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে? তুঙ্গে জল্পনা।
জলপাইগুড়ি থেকে চোপড়া, ফের আক্রান্ত পুলিশ। পুলিশকে লক্ষ্য করে জলপাইগুড়িতে 'শ্যুটআউট'! লুঠের ছক বানচাল হতেই পুলিশকে লক্ষ্য করে গুলি।
জলপাইগুড়ি থেকে চোপড়া, ফের আক্রান্ত পুলিশ। পুলিশকে লক্ষ্য করে জলপাইগুড়িতে 'শ্যুটআউট'! লুঠের ছক বানচাল হতেই পুলিশকে লক্ষ্য করে গুলি।
ভরসন্ধ্যায় রানাঘাটে জোড়া খুন! ব্যবসায়ী ও তাঁর গাড়ির চালককে কুপিয়ে খুন। নির্মীয়মাণ বাড়িতে ২জনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার।
উত্তরবঙ্গ-মন্তব্যে দলেরই বিধায়কের নিশানায় সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপি সভাপতিকে তুলোধোনা কার্শিয়ঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার। 'পারলে রাজ্য ভাগ করুন, মিথ্যে প্রচার করে রাজনীতি ঠিক নয়', মন্তব্য কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার। 'উত্তরবঙ্গ নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য অবাস্তব, কোনওদিনই সম্ভব নয়। লোকসভা ভোটের ফলাফলে হতাশ সুকান্ত। ২০২৬-এর ভোটের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছেন সুকান্ত', মন্তব্য কার্শিয়ঙের বিজেপি বিধায়কের।
বাজেটের পর আজ বাংলার ১২ জেলায় কমল জ্বালানির দর। কলকাতায় লিটার প্রতি জ্বালানির দর কত ? বিশ্ব বাজারের সঙ্গে ভারসাম্য রেখেই পেট্রোল ও ডিজেলের দাম ঘোষণা করেছে ভারতের তেল বিপণন সংস্থাগুলি। রাজ্যের ক্ষেত্রে ১২ জেলায় পেট্রোলের দর কমেছে। কমের দিক থেকে সবচেয়ে বেশি বদল এসেছে কালিম্পং, মালদা এবং উত্তর ২৪ পরগনা জেলায়। যথাক্রমে ৮৯ পয়সা, ৬২ পয়সা এবং ৫৩ পয়সা। তবে আজ দাম কমার পাশাপাশি কিছু জেলায় বেড়েছেও। মূল্যবৃদ্ধিতে শীর্ষে পূর্ব বর্ধমান জেলা। তবে যতই বদল আসুক না কেন দামে, এখনও ১০০ এর অনেকটাই উপরে মহানগর কলকাতা।
পাঁচ বছর ঘরছাড়া, ফিরতেই ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে খুন! বালি পাচার, জমি দখলের প্রতিবাদ করায় হামলার অভিযোগ। তৃণমূল কর্মী-সহ গ্রেফতার ৫।
যাদবপুর আছে যাদবপুরেই! এবার ল্যাপটপ চোর সন্দেহে হস্টেলে ছাত্রকে নির্যাতন, হাসপাতালে নিয়ে যেতেও বাধার অভিযোগ। খতিয়ে দেখার আশ্বাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
বাজেট নিয়ে সংঘাতের পথে বিরোধীরা। শেষ মুহূর্তে বৃহস্পতিবার দিল্লি যাত্রা বাতিল মমতার। যোগ দেবেন কি নীতি আয়োগের বৈঠকে? এখনও ধোঁয়াশা।
উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব পর্ষদের অন্তর্ভুক্ত করার দাবি সুকান্তর। বাংলা ভাগের চক্রান্ত, আক্রমণে তৃণমূল।
সাম্প্রদায়িক মন্তব্য, সর্বশক্তি দিয়ে বিরোধিতার হুঁশিয়ারি সৌগতর। বিজেপির মাথা থেকে হিনদু রাষ্ট্রের ভূত তাড়াতে হবে, আক্রমণে বিকাশ। বন্ধ করতে হবে অনুপ্রবেশ, দাবি বিজেপির।
এবার বাংলা-বিহারের ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি নিশিকান্তর! মুর্শিদাবাদ, মালদার সঙ্গে বিহারের ৩ জেলা যুক্ত করার সওয়াল।
প্রেক্ষাপট
কলকাতা: এবার বাংলা-বিহারের ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি নিশিকান্তর! মুর্শিদাবাদ, মালদার সঙ্গে বিহারের ৩ জেলা যুক্ত করার সওয়াল। সাম্প্রদায়িক মন্তব্য, সর্বশক্তি দিয়ে বিরোধিতার হুঁশিয়ারি সৌগতর। বিজেপির মাথা থেকে হিনদু রাষ্ট্রের ভূত তাড়াতে হবে, আক্রমণে বিকাশ। বন্ধ করতে হবে অনুপ্রবেশ, দাবি বিজেপির। উত্তরবঙ্গে উন্নয়ন করতে না পারলে ছেড়ে দিক রাজ্য। সুকান্তর পাশে দাঁড়িয়ে মন্তব্য জয়ন্ত রায়ের। আলাদা রাজ্যের দাবিতে অনড় বিষ্ণুপ্রসাদ। বাংলা ভাগের বিরুদ্ধ দল, মন্তব্য শমীকের। ফের অনন্তর মুখে গ্রেটার কোচবিহারের সওয়াল। ভোটে ভরাডুবির পর নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা কুণাল।
পাঁচ বছর ঘরছাড়া, ফিরতেই ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে খুন! বালি পাচার, জমি দখলের প্রতিবাদ করায় হামলার অভিযোগ। তৃণমূল কর্মী-সহ গ্রেফতার ৫। ফের শুভেন্দুর কর্মসূচিতে না পুলিশের। শেষ মুহূর্তে রামপুরহাটে গণতন্ত্র রক্ষার দাবিতে ধর্নায় অনুমতি বাতিলের অভিযোগ। আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতার।বাজেট নিয়ে সংঘাতের পথে বিরোধীরা। শেষ মুহূর্তে বৃহস্পতিবার দিল্লি যাত্রা বাতিল মমতার। যোগ দেবেন কি নীতি আয়োগের বৈঠকে? এখনও ধোঁয়াশা। যাদবপুর আছে যাদবপুরেই! এবার ল্যাপটপ চোর সন্দেহে হস্টেলে ছাত্রকে নির্যাতন, হাসপাতালে নিয়ে যেতেও বাধার অভিযোগ। খতিয়ে দেখার আশ্বাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়ে অস্বাভাবিক হারে ফি বৃদ্ধির অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ এসএফআইয়ের। বর্ধিত ফি প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -