Bank News: বাড়িতে রাখার ঝুঁকি থেকে ব্য়াঙ্কের লকারে (Bank Locker Rules) সোনা (Gold), বিশেষ জিনিস রাখি আমরা। যা রাখার জন্য ব্যাঙ্ক লকারের চুক্তি (Bank Locker Aggrement) করতে হয় আমাদের। এর জন্য ব্য়াঙ্ক গ্রাহকদের থেকে পরিষেবা চার্জ (Bank Charges) বাবদ টাকা (Money) নিয়ে থাকে। যদি সেই ব্যাঙ্কের লকারেই চুরি হয়, তাহলে কত টাকা ফেরত পাবেন আপনি ? 


৪২টি লকারে বিপুল অর্থ চুরি
সম্প্রতি উত্তরপ্রদেশের লখনউতে এক বড় চুরির ঘটনা ঘটে। ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কের ৪২টি লকার ভেঙে লুঠপাট করে চোররা। যার ভিত্তিতে এখন তদন্ত শুরু করেছে স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)। এই ঘটনার পরই বড় প্রশ্ন উঠতে চলেছে। প্রশ্ন উঠেছে , কীসের ভিত্তিতে ওই ব্যক্তিদের ক্ষতিপূরণ বাবদ টাকা ফেরত দেবে ব্য়াঙ্ক কর্তৃপক্ষ। লকার চুক্তির মধ্যেই কি থাকে চুরি গেলে কত টাকা ফেরত পাবেন গ্রাহকরা।


ডাকাতি নিয়ে কী বলছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ
ইতিমধ্যেই এই ঘটনার বিষয়ে মুখ খুলেছে ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্য়াঙ্কের তরফে বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্য়েই এই বিষয়ে সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন। গ্রাহকদের সম্পদ সুরক্ষিত রাখতে সব ধরনের সিকিউরিটি পর্যবেক্ষণ বজায় রেখেছে ব্যাঙ্ক। আগামী দিনেও এই বিষয়ে গ্রাহকদের পাশে থাকবে ওভারসিস ব্যাঙ্ক। জেনে নিন, সোনা বা দামি জিনিস চুরির ভিত্তিতে কত টাকা ফেরত পাবেন গ্রাহকরা।


এই ক্ষেত্রে কত টাকা ফেরত পাবেন গ্রাহকরা
ব্য়াঙ্কের সঙ্গে গ্রাহকদের লকার চুক্তির ভিত্তি অনুসারে, কোনও জিনিস চুরি বা পাওয়া না হলে তার দায় সম্পূর্ণ বর্তায় ব্যাঙ্কের ওপর। যার জন্য ব্য়াঙ্ককে বছরের ভাড়ার ১০০ গুণ বেশি ফেরত দিতে হবে গ্রাহককে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, যদি আপনার ব্যাঙ্কের লকারের বার্ষিক ভাড়া হয় ১০০০ টাকা, সেই ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ ১ লক্ষ টাকা পাবেন গ্রাহক।


কী রাখা যায় ব্য়াঙ্কে লকারে
মনে রাখবেন, ব্য়াঙ্কের লকারে চুক্তি অনুযায়ী, আপনি গয়না, গুরুত্বপূর্ণ নথি, সম্পত্তির কাগজ, জন্মের শংসাপত্র, বিমার নথি, সেভিংস বন্ড ছাড়াও গুরুত্বপূর্ণ জিনিস রাখতে পারেন।


কী কী রাখতে পারবেন না লকারে
ব্যাঙ্ক লকারের নতুন নিয়ম অনুসারে, আপনি লকারে নগদ টাকা রাখতে পারবেন না। এ ছাড়াও অস্ত্র, ডাগ, বিস্ফোরক, রেডিও অ্য়াকটিভ রশ্মি বেরোয় এরকম জিনিস রাখতে পারবেন না লকারে।


  Digital Arrest: ডিজিটাল অ্যারেস্টে জালিয়াতি হলে টাকা ফেরত পাওয়া যায়, কোথায় জানাতে হয় অভিযোগ ?