Bharat Global Stock Price : ভারতের শেয়ার বাজারে (Indian Stock Market) এই স্টক (Share Price) নিয়ে উৎসাহই কাল হল বিনিয়োগকারীদের (Investment)। বছরে ১০৫ গুণ রিটার্ন দেখে এই শেয়ারের (Stock Market) ওপর নজর রাখছিল সেবি। এবার সন্দেহজনক ট্রেডিংয়ের ভিত্তিতে এই স্টককে নিষিদ্ধ করেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা (SEBI)।
কী ব্যবস্থা নেওয়া হয়েছে এই স্টকের বিরুদ্ধে
সেবি জানিয়েছে, এখন থেকে ভারতের শেয়ার বাজারে ট্রেডিং করতে পারবে না Bharat Global Developers Share। এখানেই শেষ নয়, এই নিষিদ্ধকরণের পাশাপাশি ৪৭ জন ব্যক্তিকে এই স্টকে বিনিয়োগ করতে নিষেধ করছে বাজার নিয়ন্ত্রক সংস্থা। ফলে আপনার কাছে এই স্টক থাকলে সমস্যা বাড়ল।
এই স্টকের ওপর রাশ টানল সেবি
বাজার নিযন্ত্রক সংস্থা সেবির তরফে বলা হয়েছে, আগামী দিনে এই স্টক সম্পর্কে ছাড়পত্র না দেওয়া পর্যন্ত এই শেয়ার নিষিদ্ধ থাকবে। সেই ক্ষেত্রে কোম্পানির প্রোমোটার বা মালিকরা এই স্টক কিনতে, বিক্রি করতে বা স্টকে লেনদেন করতে পারবেন না। এমনকী এই স্টক পরোক্ষেও বাজারে লেনদেন করা যাবে না। ১৬ ডিসেম্বর এই স্টক সম্পর্কে নির্দেশ করেছে সেবি। সোশ্য়াল মিডিয়া পোস্টে এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ ও সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয় প্রকাশ্যে আসতেই এই ব্যবস্থা নিয়েছে সেবি।
কেন স্টকের ওপর সন্দেহ হয় সেবির
ভারতের শেয়ার বাজারের পরিসংখ্যান বলছে , মাত্র এক বছরেই ১০৫ গুণ বৃদ্ধি পেয়েছে এই স্টক। ২০২৩ সালে নভেম্বরে এই স্টকের দাম ছিল ১৬টাকা ১৪ পয়সা। যা ২০২৪ সালের ২৮ নভেম্বরে ১৭০২ টকা ৯৫ পয়সায় পৌঁছে গিয়েছে। এই দুরন্ত গতি সেবির মনে সন্দেহের জন্ম দেয়। শেয়ারে কোনও ধরনের কারচুপি হচ্ছে কিনা তা নজর দিতে শুরু করে শেয়ার নিয়ন্ত্রক সংস্থা।
তার জেরে এখন এই স্টক ভারতের বাজারে নিষিদ্ধ করা হয়েছে। ডিসেম্বরের ২০ তারিখে এই স্টক ১২৩৬ টাকা ৪৫ পয়সায় নেমে এসেছে। এই কোম্পানির বাজার মূলধন রয়েছে ১২ হাজার ২৫০ কোটি টাকার। এখন যা বেড়ে ১২ হাজার ২৫০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে ।
কবের মধ্যে এই স্টকের বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে
সেবির নির্দেশিকা অনুযায়ী, এই কোম্পানির মালিকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট (সিঙ্গল অথবা যৌথ) থেকে টাকা তুলতে পারবেন না। পাশাপাশি যে ৪৭ জনকে সেবি নোটিস পাঠিয়েছে তাদেরও স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব দ্রুত জমা দিতে হবে। সব মিলিয়ে সেবি এই কোম্পানির সঙ্গে জড়িত মালিকদের কাছে থেকে ডিম্যাট অ্য়াকাউন্ট, ব্য়াঙ্ক অ্যাকাউন্ট, সম্পত্তির হিসেব চেয়ে পাঠিয়েছে । এই তদন্ত আগামী ৩১ মার্চ ২০২৫ সালের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছে সেবি।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Digital Arrest: ডিজিটাল অ্যারেস্টে জালিয়াতি হলে টাকা ফেরত পাওয়া যায়, কোথায় জানাতে হয় অভিযোগ ?