West Bengal News Live : 'বিজেপি কর্মীদের মারধর করতে লোক নিয়োগ করেছিলেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক', বিস্ফোরক শঙ্কুদেব
West Bengal News Live Updates : রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েই সুকান্তর মুখে বাংলায় শিক্ষা দুর্নীতির প্রসঙ্গ। 'রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন জেলে। আমরা যোগ্যদের পাশে আছি। স্বচ্ছভাবে যাঁদের নিয়োগ হয়েছে তাঁদের চাকরি বহাল থাকুক। টাকা দিয়ে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের চাকরি যাবেই। কলকাতায় ফিরে যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করব।' কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর জানালেন সুকান্ত মজুমদার।
রেস্তোরাঁ মালিককে মারধরকাণ্ডে তোলপাড়ের মধ্যে সোহমের বিরুদ্ধে বিস্ফোরক শঙ্কুদেব পণ্ডা। 'বিজেপি কর্মীদের মারধর করতে লোক নিয়োগ করেছিলেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক'। 'চণ্ডীপুরে ভোট চলাকালীন একাধিক লোককে নিয়োগ করেছিলেন সোহম।' 'নিজের পিএ-কে দিয়ে একাধিক অপরাধমূলক কাজ করিয়েছেন সোহম।' 'সোহম পাকা দুষ্কৃতী, এরকম একাধিক কাজ করেছেন।' অডিও ক্লিপ প্রকাশ করে অভিযোগ বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার।
গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, অবশেষে বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। ১৫, ১৬, ১৭ জুন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস।
কাল, বুধবার জামাইষষ্ঠী। আর তাই এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজারে ভিড় ধরা পড়ল। আর হাওড়া পাইকারি মাছ বাজারে হরেক রকম ইলিশের চাহিদা উঠল তুঙ্গে।
মোদির তৃতীয় মন্ত্রিসভাতেও জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেন বনগাঁর বিজেপি সাংসদ । 'যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানলেই বাংলায় গভীর সমুদ্র বন্দর তৈরি করা সম্ভব'। 'রাজ্যে গভীর সমুদ্র বন্দর তৈরির জন্য প্রস্তাব দিয়েছিল কেন্দ্র'। 'গভীর সমুদ্র বন্দর নিয়ে কেন্দ্রের প্রস্তাব খারিজ মুখ্যমন্ত্রীর'। রাজ্যের এনওসি না পাওয়াতেই কেন্দ্র নীরব, দাবি শান্তনু ঠাকুরের। '১২ বছরে রাজ্যে কোনও শিল্প হয়নি, এর কারণ রাজ্য সরকারের ঔদ্ধত্য।'
হুগলিতে তৃণমূলের জয়ের পরেই মুখ খুললেন মনোরঞ্জন। 'বলাগড়ে বিধায়ককেই লড়তে দেওয়া হয়নি, হারের দায় আমার নয়।' 'আমি থাকলে বলাগড়ে আরও বেশি ভোটে হারত বলে প্রচার চলছে।' দোষ থাকলে বরখাস্ত করুক, নেতৃত্বকে চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের।
দক্ষিণবঙ্গে (South Bengal Weather) চরম অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই অবশেষে এল স্বস্তির বার্তা। গত কয়েকদিন ধরে গরমে হাঁসফাঁস অবস্থা। আপেক্ষিক আর্দ্রতা কিছুতেই নামছে না। দরদরিয়ে ঘাম ভিজছে নিত্য যাত্রীরা। বাড়ি ফিরেও স্বস্তি নেই। ঠিক এমনই সময় বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। ১৫, ১৬, ১৭ জুন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস।
ভোটে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনে তৃণমূলের মিছিল, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী । ক্ষমা চাইতে বললেন নেতাকে।
মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে, খবর সূত্রের। তৃণমূল প্রার্থী হিসেবে লড়তে রাজি প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী, নবান্ন সূত্রে খবর । ১০ জুলাই মানিকতলা বিধানসভা উপনির্বাচন।
বাঁকুড়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যু। অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক হয়ে মৃত্যু বলে দাবি পরিবারের। হিট স্ট্রোকের সম্ভাবনার কথা উড়িয়ে দেয়নি বাঁকুড়া মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষও।
কোচবিহারে বিজেপি চালিত পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল তৃণমূল। তুফানগঞ্জ বিধানসভার ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতে তালা তৃণমূলের। লোকসভা ভোটে জয়ের পর বিজেপির পঞ্চায়েতে তালা লাগিয়ে দিল তৃণমূল। তুফানগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
বাঁকুড়ায় হিটস্ট্রোকের জেরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া।
প্রবল গরমকে উপেক্ষা করে মঙ্গলবারই খুলে গেল সরকারি স্কুল। গরমের জেরে স্কুলে হার কম উপস্থিতির।
সাধন পাণ্ডের প্রয়াণের পর মানিকতলা বিধানসভার বিধায়ক পদটিতে উপনির্বাচনের জন্য খুব তাড়াতাড়ি দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগে মঙ্গলবার এই বিধানসভা কেন্দ্রের ত্ণমুল প্রার্থীর নাম ঠিক করতে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধাায়। তিবি ছাডাও উপস্থিত থাকবেন তাঁর স্ত্রী কন্য ও কোর কমিটির সদস্যরা। ,
দক্ষিণবঙ্গে আজও বজায় থাকবে চরম অস্বস্তি। পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর্। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকার পূর্বাভাস আবহাওয়া দফতরের। বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন হওয়া পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার বজ্র-বিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের পূর্বাভাস আহাওয়া দফতরের
তৃতীয়বারের জন্য মসনদে বসেই বাংলাকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মসনদে বসার পরই রাজ্যগুলিকে করের অতিরিক্ত কিস্তির টাকা দিল NDA সরকার। বাংলা পেল ১০হাজার ৫১৩ কোটি টাকা।
শুটিং করতে গিয়ে জখম হলেন অভিনেতা ফাল্গুনি চট্টোপাধ্যায়।
রবিবার রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডঃ সুকান্ত মজুমদার। এবার তাঁর জায়গায় সভাপতি কে হবেন তা নিয়ে বৈঠক করছে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব।
রবিবার রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডঃ সুকান্ত মজুমদার। এবার তাঁর জায়গায় সভাপতি কে হবেন তা নিয়ে বৈঠক করছে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব।
মোদি সরকারের তৃতীয় পর্যায়ে প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন সুকান্ত মজুমগার ও শান্তনু ঠাকুর।
প্রেক্ষাপট
কলকাতায় ফিরল স্টিফেস হাউসের আগুনের আতঙ্ক। গত তিন মাস ধরে বন্ধ থাকা ওয়ান বাই ওয়ান ক্যামাক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় আগুন লেগে আতঙ্ক ছড়ায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ফলে আতঙ্কিত স্থানীয়রা।
পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে প্রবল উত্তেজনা ছড়াল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকলের একাধিক ইঞ্জিন।
কেন্দ্রে এবার জোড়া দায়িত্ব পেলেন সুকান্ত মজুমদার। শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদ দেওয়া হয়েছে তাঁকে। এখন প্রশ্ন উঠছে, এক ব্য়ক্তি এক পদ নীতি মেনে, সুকান্ত মজুমদারকে রাজ্য় সভাপতির পদ ছাড়তে হলে, সেই চেয়ারে বসবেন কে? জল্পনায় ভাসছে একাধিক নাম।
লোকসভা ভোট শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় রাজ্য়ের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হল। ভোট হবে, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলায়। এই ৪টির মধ্য়ে ৩টিতেই ২০২১-এর বিধানসভা ভোটে বিজেপি জিতেছিল। একটিতে জয়ী হয় তৃণমূল।
এগরার খাদিকুলে ভয়াবহ বিস্ফোরণের পর বছর ঘুরতে না ঘুরতেই এবার কোলাঘাটে বাজি কারবারির বাড়িতে মজুত বেআইনি বাজিতে বিস্ফোরণ। বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের অন্তত চার-পাঁচটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধূলিসাৎ হয়ে গেছে একটা আস্ত বাড়ি! শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -