West Bengal News Live: জলপাইগুড়ির মালবাজারে বালি চুরি রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ, ইটবৃষ্টিতে জখম ৭ জন পুলিশকর্মী

Get the latest West Bengal News and Live Updates : বাংলার গুরুত্বপূর্ণ খবরের চটজলদি আপডেট

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 29 Apr 2022 11:58 PM
West Bengal News Live : দক্ষিণবঙ্গে যখন গরমে যখন নাভিশ্বাস অবস্থা, তখন পাহাড়ে একেবারে মনোরম পরিবেশ

দক্ষিণবঙ্গে যখন গরমে যখন নাভিশ্বাস অবস্থা, তখন পাহাড়ে একেবারে মনোরম পরিবেশ। দার্জিলিংয়ে প্রায় কোনও হোটেল, হোমস্টে ফাঁকা নেই। পর্যটন ব্যবসায়ীদের একেবারে পৌষ মাস অবস্থা।

West Bengal News Live Updates : ঝড়ে তার ছিড়ে কাটোয়া-আজিমগঞ্জ শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত

ঝড়ে তার ছিড়ে কাটোয়া-আজিমগঞ্জ শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত। আটকে হাওড়া-মালদা ইন্টারসিটি, তিস্তা-তোর্সা এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। বন্ধ লোকাল ট্রেন পরিষেবা।

West Bengal News Live : হাওড়ার সাঁতরাগাছির সুলতানপুরে বচসা ও গন্ডগোলের জেরে এক যুবকের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ

হাওড়ার সাঁতরাগাছির সুলতানপুরে বচসা ও গন্ডগোলের জেরে এক যুবকের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ। আজ সকাল ১০টা নাগাদ ওই ঘটনা ঘটেছে। একটি বাড়ির সামনে পাড়ারই বাসিন্দা, অভিযুক্ত যুবক প্রস্রাব করছিলেন বলে অভিযোগ। সেই সময় ওই বাড়ির বাসিন্দারা প্রতিবাদ জানালে যুবকের সঙ্গে বচসা বেধে যায়। তা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, সেই সময় যুবক আগ্নেয়াস্ত্র বের করে হুমকি দেয়। ঘটনায় অভিযুক্ত সহ ২ জনকে আটক করেছে সাঁতরাগাছি থানার পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।  

West Bengal News Live Updates : জুট মিলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি অর্জুনের

জুট মিলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি অর্জুনের।মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ৪ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদের। পাটের ক্রয় মূল্যের ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবিতে চিঠি অর্জুন সিংহের। বাংলা-বিহার-ওড়িশা-অসমের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি অর্জুনের। ৪ মে জুট কমিশনারের অফিসের সামনে অবস্থান তৃণমূলের। পাট শিল্পের স্বার্থে ডাকলে তৃণমূলের আন্দোলনেও যাব, ফের বললেন অর্জুন।

West Bengal News Live : ৫৯ দিন পরে বৃষ্টিতে ভিজল তিলোত্তমা

অসহ্য গরমের অস্বস্তি কাটিয়ে বৃষ্টিতে ভিজল কলকাতা! মরশুমের প্রথম বৃষ্টি! ৫৯ দিন পরে ভিজল তিলোত্তমা! বৃষ্টির আমেজ বাঁকুড়া, বীরভূম, বর্ধমানেও। এরই মধ্যে কালবৈশাখী প্রাণ কেড়েছে নদিয়ার কৃষ্ণনগরে। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বজ্রপাতে প্রাণ গেছে এক পড়ুয়ার। বীরভূমের কীর্ণাহার ও লোকপুরে ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত।

West Bengal News Live Updates :ময়নাগুড়ির মৃত নির্যাতিতার বাড়িতে শুভেন্দু অধিকারী

ময়নাগুড়ির মৃত নির্যাতিতার বাড়িতে শুভেন্দু অধিকারী। মৃত নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। প্রয়োজনে আইনি সাহায্যের আশ্বাস বিরোধী দলনেতার। পুলিশ সঠিক তদন্তে করেনি, অভিযোগ শুভেন্দুর।

West Bengal News Live :হাঁসখালিকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত ব্রজ গয়ালির বাবা সমরেন্দ্র গয়ালি

হাঁসখালিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল সিবিআই। ধৃত মূল অভিযুক্ত ব্রজ গয়ালির বাবা সমরেন্দ্র গয়াল। তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালি। গ্রেফতার সমরেন্দ্র গয়ালির বন্ধু পীযূষ ভক্ত। প্রমাণ লোপাট, ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার।

WB News Live Updates: জলপাইগুড়ির মালবাজারে বালি চুরি রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ, ইটবৃষ্টিতে জখম ৭ জন পুলিশকর্মী

জলপাইগুড়ির মালবাজারে বালি চুরি রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, জখম ৭ জন পুলিশকর্মী। দু’টি গাড়ি আটক করল পুলিশ, গ্রেফতার ৬ অভিযুক্ত। বাকি অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি।

WB News Live Updates: কলকাতা মেডিক্যাল কলেজে ফের ইঞ্জেকশন চুরির অভিযোগ!

কলকাতা মেডিক্যাল কলেজে ফের ইঞ্জেকশন চুরির অভিযোগ! টসিলিজুমাবকাণ্ডের পর ফের দামী ইঞ্জেকশন চুরির অভিযোগ। মেডিক্যাল কলেজ থেকে ২৬টি দামি ইঞ্জেকশন চুরির অভিযোগ। হাসপাতালের এক চুক্তিভিত্তিক কর্মীর বিরুদ্ধে অভিযোগ। বউবাজার থানায় অভিযোগ দায়ের মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। ঘটনার তদন্ত শুরু করেছে বউবাজার থানার পুলিশ। আগেরবার টসিলিজুমাব ইঞ্জেকশনও ২৬টিই চুরি হয়েছিল!

West Bengal News Live : প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতার, বাঁকুড়া-বীরভূমে স্বস্তির বৃষ্টি

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতার। সূর্য যখন হিট-মিটার বাড়িয়েই চলেছে, তখন একটু বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় শহরবাসী। এরই মধ্যে বাঁকুড়ায় স্বস্তির বৃষ্টি। দুপুরে নেমে আসে স্বস্তির বারিধারা। বীরভূমের দুবরাজপুরেও আকাশ ঢাকে মেঘে, তবে সেখানে বৃষ্টি হয়নি। হয় প্রবল ঝড়। তবে, সিউড়ি-কীর্ণাহার-শান্তিনিকেতনে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।

WB News Live Updates: পশ্চিম মেদিনীপুরের এক স্কুলে, বারান্দায় বসে মিড টার্ম পরীক্ষা দিতে হল প্রাথমিকের ক্ষুদে পড়ুয়াদের

ক্লাস রুমের তালা বন্ধ। তাই পশ্চিম মেদিনীপুরের এক স্কুলে বারান্দায় বসে মিড টার্ম পরীক্ষা দিতে হল প্রাথমিকের ক্ষুদে পড়ুয়াদের। আজ সকালে এই ঘটনা ঘটেছে মেদিনীপুর শহরের একটি হাইস্কুলে। এই হাইস্কুল চত্বরেই রয়েছে প্রাথমিক স্কুল।

West Bengal News Live: বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গাড়িতে লাল বাতির ব্যবহার নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গাড়িতে লাল বাতির ব্যবহার নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। কীভাবে একটি রাজনৈতিক দলের জেলা সভাপতি লালবাতি লাগানো গাড়িতে পুলিশের নজর এড়িয়ে বীরভূম থেকে কলকাতায় আসেন, সেই প্রশ্ন তুলে মামলা দায়ের করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সিবিআই তলবের পর গত ৬ এপ্রিল বীরভুম থেকে লালবাতি লাগানো গাড়িতে কলকাতায় এসে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তাঁর লালবাতি লাগানো গাড়ি ব্যবহার নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

WB News Live Updates: উত্তর ২৪ পরগনার শেষ গ্রাম পঞ্চায়েতও বিজেপির হাতছাড়া

উত্তর ২৪ পরগনার শেষ গ্রাম পঞ্চায়েতও বিজেপির হাতছাড়া। বনগাঁর ধরমপুর ২ গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েতের ১৬টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৮টিতে। তৃণমূল ৬টি আসন ও নির্দল ২টি আসনে জিতেছিল। পরে তৃণমূলে যোগ দেন পঞ্চায়েতের এক নির্দল সদস্য
আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৩ পঞ্চায়েত সদস্য। আজ তৃণমূলে যোগ দিলেন অপর নির্দল সদস্যও। এর ফলে ধরমপুর ২ পঞ্চায়েতে তৃণমূলের সদস্য বেড়ে ১১। বিজেপির সদস্য সংখ্যা কমে দাঁড়াল ৫।

West Bengal News Live: খালি গায়ে হাতে পাখা নিয়ে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদ

গরমে হাঁসফাঁস অবস্থা। তার মধ্যেই ঘন ঘন লোডশেডিং রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর স্টিল টাউনশিপে।  খালি গায়ে হাতে পাখা নিয়ে প্রতিবাদে সরব হলেন দুর্গাপুরের বাসিন্দারা। যোগ দেন স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরও।

WB News Live Updates: ১৪ দিন পর বিদ্যুত্‍ ফিরল পূর্ব বর্ধমানে পূর্বস্থলীর কাদাপাড়া গ্রামে

১৪ দিন পর বিদ্যুত্‍ ফিরল পূর্ব বর্ধমানে পূর্বস্থলীর কাদাপাড়া গ্রামে। ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ১৪ দিন ধরে বিদ্যুত্‍হীন ছিল এই গ্রাম। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর গ্রামে পৌঁছন বিদ্যুত্‍ দফতরের কর্মীরা। খারাপ হয়ে যাওয়া ট্রান্সফর্মার পাল্টে চালু করেন বিদ্যুত্‍ সরবরাহ। বিদ্যুত্‍ আসতে এত দেরি কেন, প্রশ্ন তুলে বিদ্যুত্‍ দফতরের কর্মীদের ঘিরে বিক্ষোভ।

West Bengal News Live:কোন্নগরে অনুমতি ছাড়াই ডিপ টিউবওয়েল থেকে জল তুলে তা পরিশোধন করে বিক্রি করছিলেন বেশ কিছু অসাধু ব্যবসায়ী

হুগলির কোন্নগরে অনুমতি ছাড়াই ডিপ টিউবওয়েল থেকে জল তুলে তা পরিশোধন করে বিক্রি করছিলেন বেশ কিছু অসাধু ব্যবসায়ী। এই অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে বেআইনি কারবার বন্ধ করে দিল চন্দননগর কমিশনারেট ও কানাইপুর পঞ্চায়েত। অনুমতি ছাড়াই ব্যবসা করছিলেন বলে স্বীকার করেছেন কয়েকজন ব্যবসায়ী।

WB News Live Updates:কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিত্‍ সরকারের রহস্যমৃত্যুতে তদন্তকারী অফিসার বদল সিবিআইয়ের

বিধানসভা ভোটের পর কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিত্‍ সরকারের রহস্যমৃত্যুতে তদন্তকারী অফিসার বদল সিবিআইয়ের। আগেই অভিযোগ ছিল নিহতর পরিবারের।

West Bengal News Live: সায়েন্স সিটির এক অনুষ্ঠানে রাজ্যের শিক্ষার পরিবেশ নিয়ে কড়া সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

সায়েন্স সিটির এক অনুষ্ঠানে রাজ্যের শিক্ষার পরিবেশ নিয়ে কড়া সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি ওই অনুষ্ঠানে বক্তৃতায় বলেন, রাজ্যের শিক্ষার পরিবেশ দেখে তাঁর রাতে ঘুম আসে না। রাজ্যপালের অভিযোগ, তাঁকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কম আমন্ত্রণ জানানো হয়। তাঁকে উপাচার্যরা এড়িয়ে চলেন বলেও অভিযোগ করেছেন রাজ্যপাল। 

WB News Live Updates:বাংলায় ৩৫৬-র দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্‍ বিজেপি প্রভাবিত আইনজীবী সংগঠনের

বাংলায় ৩৫৬-র দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্‍ বিজেপি প্রভাবিত আইনজীবী সংগঠনের।বিকেলে ইন্ডিয়া গেটে মিছিল। রাতে দেখা‍ অমিত শাহের সঙ্গে। কটাক্ষ তৃণমূলের।

West Bengal News Live: বেলেঘাটা বরফ কলের কাছে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী লরিতে আগুন লেগে আতঙ্ক ছড়াল

বেলেঘাটা বরফ কলের কাছে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী লরিতে আগুন লেগে আতঙ্ক ছড়াল। যেহেতু পাশেই একটি পেট্রোল পাম্প রয়েছে, তাই আগুন যাতে কোনওভাবেই ছড়িয়ে না পড়ে, তার জন্য দমকলের ৩টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। ওই লরির কাছাকাছি রয়েছে আরও কয়েকটি লরি। তাই সেগুলি নিয়েও বাড়তি সতর্কতা নেওয়া হয়।

WB News Live Updates: পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কাদাপাড়া গ্রামে ১৩ দিন ধরে বিদ্যুত্‍ নেই

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কাদাপাড়া গ্রামে ১৩ দিন ধরে বিদ্যুত্‍ নেই। গত কয়েকদিন এই এলাকার গড় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে বিদ্যুত্‍ না থাকায় বাসিন্দাদের দুর্ভোগ চরমে। গ্রামে প্রায় আড়াইশো পরিবার রয়েছে। ওই পরিবারগুলির বেশ কয়েকজন সদস্য অসুস্থ। তাঁরা আরও বিপদে পড়েছেন। গ্রামবাসীদের দাবি, বিদ্যুত্‍ দফতরকে জানিয়েও কোনও লাভ হয়নি। বিদ্যুত্‍ দফতরের দাবি, সপ্তাহ খানেক আগে একটি নতুন ট্রান্সফর্মার বসানো হয়েছিল। কিন্তু বিদ্যুৎ দফতরের কর্মীদের আগেই গ্রামের কয়েকজন সেই ট্রান্সফর্মার চালু করতে যান। তাতে ট্রান্সফর্মার পুড়ে গিয়েই এই বিপর্যয় হয়েছে। 

West Bengal News Live: পুজো উপলক্ষে রাত পর্যন্ত ডিজে বাজানোকে কেন্দ্র করে পাড়ারই দু’দল যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত মানিকতলা

পুজো উপলক্ষে রাত পর্যন্ত ডিজে বাজানোকে কেন্দ্র করে পাড়ারই দু’দল যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত মানিকতলা। পুলিশ সূত্রে খবর, একদল তারস্বরে ডিজে বাজানোয় অন্যদল প্রতিবাদ করে। এই নিয়ে বচসা থেকে শুরু হয়ে যায় হাতাহাতি, সংঘর্ষ। উল্টোডাঙা মেন রোডে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে মানিকতলা থানার পুলিশ দু’পক্ষের ৮ জনকে গ্রেফতার করে।

WB News Live Updates: অসুস্থ হয়ে উডল্যান্ডসে ভর্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

অসুস্থ হয়ে উডল্যান্ডসে ভর্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। আজ সকালে তাঁকে ভর্তি করা হয়েছে উডল্যান্ডসে। রক্তাল্পতার কারণে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। অভিনেত্রীর শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন চিকিত্‍সকরা। 

West Bengal News Live: রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি। রুল জারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের। 

WB News Live Updates: বছর দুয়েক ধরে বন্ধ ইসলামপুর-কলকাতা বাস রুট, বন্ধ চোপড়া হয়ে শিলিগুড়ি যাওয়ার সরকারি বাসও

বছর দুয়েক ধরে বন্ধ ইসলামপুর-কলকাতা বাস রুট। বন্ধ চোপড়া হয়ে শিলিগুড়ি যাওয়ার সরকারি বাসও। ফলে সমস্যায় পড়েছেন উত্তর দিনাজপুরের বাসিন্দারা। কলকাতা রুটে নতুন বাসের অভাব, অন্যদিকে, শিলিগুড়ি রুটে যাত্রী না হওয়ায় বাস চালানো যাচ্ছে না- সাফাই NBSTC-র।

West Bengal News Live: অনুব্রত মণ্ডলের লালবাতি লাগানো গাড়ি নিয়ে মামলা

অনুব্রত মণ্ডলের লালবাতি লাগানো গাড়ি নিয়ে মামলা। কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির। 

WB News Live Updates:পশ্চিম মেদিনীপুরের স্কুলে, বারান্দায় বসে পরীক্ষা দিতে হল ক্ষুদে পড়ুয়াদের

ক্লাস রুমের তালা বন্ধ। পশ্চিম মেদিনীপুরের স্কুলে, বারান্দায় বসে পরীক্ষা দিতে হল ক্ষুদে পড়ুয়াদের। 

West Bengal News Live: পিএসসি অফিসের সামনে বিক্ষোভ, অসুস্থ একাধিক চাকরিপ্রার্থী

পিএসসি অফিসের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ একাধিক চাকরিপ্রার্থী। 

WB News Live Updates:পিএসসি অফিসের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

পিএসসি অফিসের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। সাব ইনস্পেক্টর পদে নিয়োগে আইনি জটিলতা। নিয়োগের দাবিতে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। 

West Bengal News Live: পেট্রোল-ডিজেলের দাম নিয়ে ফের বিরোধী-শাসিত রাজ্যের ঘাড়ে দায় ঠেললেন পেট্রোলিয়ামমন্ত্রী

পেট্রোল-ডিজেলের দাম নিয়ে ফের বিরোধী-শাসিত রাজ্যের ঘাড়ে দায় ঠেললেন পেট্রোলিয়ামমন্ত্রী। বিজেপি-শাসিত রাজ্যের তুলনা টেনে, ট্যুইটে সুর চড়িয়েছেন তিনি। পাল্টা এনিয়ে মোদি সরকারকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়।

WB News Live Updates: তোলাবাজি রুখতে কড়া বার্তা দিলেন মহুয়া মৈত্র

তোলাবাজি রুখতে কড়া বার্তা দিলেন মহুয়া মৈত্র। ফেসবুকে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের পোস্ট, প্রতারণার অভিযোগ হলে দরকারে তাঁর কাছে অভিযোগ জানান। পাল্টা দলীয় সাংসদের বিরুদ্ধে সরব হয়েছেন তেহট্টের তৃণমূল বিধায়ক। অন্য কারও মন্তব্যের প্রয়োজন নেই। বার্তা সুখেন্দুশেখর রায়ের।

West Bengal News Live: প্রয়াগরাজে একই পরিবারের ৫ জনকে খুনের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের ৫ জনকে খুনের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল

WB News Live Updates: দুর্নীতি রোধে এবার কলেজে ভর্তিতে চালু হতে চলেছে কেন্দ্রীয়ভাবে অনলাইন পদ্ধতি

দুর্নীতি রোধে এবার কলেজে ভর্তিতে চালু হতে চলেছে কেন্দ্রীয়ভাবে অনলাইন পদ্ধতি। কলেজে ভর্তির নামে তোলাবাজি কিংবা ইউনিয়নের দাদাগিরির অভিযোগ নতুন নয়। শিক্ষামহল থেকে বারবার দাবি উঠেছে, এই রোগের একমাত্র ওষুধ কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি। সূত্রের খবর, এবার সেই পথে হাঁটতে চলেছে সরকার। নবান্নর তরফে সবুজ সঙ্কেত মেলার পর, আগামী সপ্তাহে বৈঠকে বসছে উচ্চ শিক্ষা দফতর।

West Bengal News Live:বিশ্বভারতীতে ছাত্রের রহস্যমৃত্যুর তদন্তে হস্টেল থেকে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল

বিশ্বভারতীতে ছাত্রের রহস্যমৃত্যুর তদন্তে হস্টেল থেকে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল। শান্তিনিকেতন থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন দলের  আধিকারিকরা। দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে ছাত্রের পরিবার।

WB News Live Updates: আগামীকাল থেকে আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

আগামীকাল থেকেই আবহাওয়ার (Weather Update) পরিবর্তন হতে চলেছে। রবিবার থেকে রাজ্যে তৈরি হবে কালবৈশাখীর পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দফতরের (Metrological Department) পূর্বাভাস, আগামীকাল থেকে আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সম্ভাবনা।  কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি ও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। 

West Bengal News Live: মধ্যমগ্রামে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বেআইনি পানীয় জলের কারখানা চালানোর অভিযোগ

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বেআইনি পানীয় জলের কারখানা চালানোর অভিযোগ। গতকাল সকালে কারখানায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। কারখানা মালিক আগেই পলাতক। ইবি সূত্রে খবর, সিল করে দেওয়া হয়েছে কারখানাটি। 

WB News Live Updates: তোলাবাজদের দৌরাত্ম্যের অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন বাসন্তীর তৃণমূল বিধায়ক

তোলাবাজদের দৌরাত্ম্যের অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন বাসন্তীর তৃণমূল বিধায়ক। আরও নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি দিলেন শ্যামল মণ্ডল। প্রাক্তন মন্ত্রীর অভিযোগ, হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা। শাসক দলের বিধায়কের নিরাপত্তাহীনতা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে তৃণমূল।

West Bengal News Live: ইউক্রেন-ফেরত বাংলার মেডিক্যাল পড়ুয়াদের পাশে না থাকার অভিযোগ তুলে সরব মুখ্যমন্ত্রী

ইউক্রেন থেকে আসা রাজ্যের মেডিক্যাল পড়ুয়াদের জন্য কেন্দ্র কিছু করবে না বলে দিয়েছে। এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী। পাল্টা, রাজ্য সরকারকে কটাক্ষ করেছে বিজেপি।

WB News Live Updates: রবীন্দ্রনাথের আক্রমণের মুখে নাম না করে পাল্টা জবাব পার্থপ্রতিমের।

রবীন্দ্রনাথের আক্রমণের মুখে নাম না করে পাল্টা জবাব পার্থপ্রতিমের

West Bengal News Live: বঙ্গ বিজেপিতে দিল্লির হস্তক্ষেপ নিয়ে বিস্ফোরক দিলীপ

বঙ্গ বিজেপিতে দিল্লির হস্তক্ষেপ নিয়ে বিস্ফোরক দিলীপ

প্রেক্ষাপট

বঙ্গ বিজেপিতে দিল্লির হস্তক্ষেপ নিয়ে বিস্ফোরক দিলীপ (Dilip Ghosh)


 


আমার কাছে রাজ্যসভার টিকিট চান তথাগত। হয়তো না পেয়েই ক্ষোভ, বিস্ফোরক দাবি দিলীপের। ডাহা মিথ্যে কথা, পাল্টা দাবি তথাগত রায়ের। 



চাণক্যদের কাঁধে নিয়ে ঘুরতেন আমাদের নেতারা। তাঁরা এখন তৃণমূলে।মুকুল-প্রশ্নে নাম না করে কৈলাস বিজয়বর্গীয়কে তীব্র আক্রমণ দিলীপের।


উনিশের পর দলে আসা নেতাদের শিকড় নেই। ভুল প্রমাণের দায়িত্ব শুভেন্দুদেরই। নজরদারির আওতায় সবাই। এবিপি আনন্দে বিস্ফোরক দিলীপ।


কমিটি নিয়ে সংঘাতে এবার রবীন্দ্রনাথের নিশানায় পার্থপ্রতীম। 



রবীন্দ্রনাথের আক্রমণের মুখে নাম না করে পাল্টা জবাব পার্থপ্রতিমের। 


নেতার উপর হামলার প্রতিবাদে বলতে গিয়ে বিতর্কে চুঁচুড়ার বিধায়ক। দলেই বলা উচিত ছিল, কড়া বার্তা নেতৃত্বের। 


বিজেপির অস্বস্তি বাড়িয়ে তৃণমূলের আন্দোলনে যেতেও আপত্তি নেই অর্জুনের। 


 


পাটের দাম নিয়ে আরও বিদ্রোহী অর্জুন! প্রকাশ্যে আনলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে লেখা চিঠি। জানতে চাইলেন সমস্যার সমাধান করতে পারবেন কিনা। 


পেট্রোলের ভ্যাট নিয়ে মোদির তোপ। মুনাফা করে রাজ্যকে বঞ্চনার অভিযোগে সরব মমতা। রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমানোর দাবি। 


 ভ্যাট নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে শুধুই রাজস্ব বাড়ানোর চেষ্টা দেখছে বিরোধীরা। অকারণ রাজনীতি, দাবি বিজেপির।মূল্যবৃদ্ধির দায় কার? 


 


 ফের গোয়া তৃণমূলে ভাঙন। দল ছাড়লেন রাজ্য সভাপতি। তৃণমূল বলে কিছু ছিল না বলে দাবি। আগেই বহিষ্কার, তাই মিথ্যে অভিযোগ, পাল্টা সুখেন্দু। 


 


 দিল্লি-হিংসায় এবার বাংলা থেকে গ্রেফতার। হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে তমলুকে স্পেশাল সেলের অভিযান। গ্রেফতার ফরিদ ওরফে লিটু

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.