সৌরভ বন্দ্যোপাধ্যায়,  হুগলি: এবার হুগলির চাঁপদানিতে এটিএম লুঠের চেষ্টা! ইট দিয়ে থেঁতলে ভাঙা হল মেশিন।চাঁপদানি জিটি রোডের পাশে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের সঙ্গেই রয়েছে ATM কিয়স্ক।গতকাল গভীর রাতে সেই কিয়স্কে ঢুকে মেশিন ভাঙার চেষ্টা করা হয়। ইট দিয়ে মেশিন ভাঙা হয়।যদিও টাকা যেখানে থাকে, সেই জায়গায় পৌঁছাতে পারেনি দুষ্কৃতীরা।



এটিএম এর পাশেই থাকেন পশুপতি মাহাত বলেন, 'রাত একটা নাগাদ খুব জোরে ইট ভাঙার আওয়াজ হচ্ছিল।কুকুর ডাকছিল।স্থানীয় একজন দেখে এটিএম -র ভিতর কেউ আছে।আওয়াজ দিতেই সে ছুটে পালিয়ে যায়।' চন্দননগর পুলিশের ডিসিপি অলকানন্দা ভাওয়াল,এসিপি সুমন বন্দ্যোপাধ্যায়,আইসি ভদ্রেশ্বর ঘটনাস্থলে আসেন।ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান একজনই ছিল।তার সঙ্গে ব্যাঙ্কের কোনও সমস্যা হয়েছিল, নাকি এটিএম এ টাকা তুলতে গিয়ে কোনও সমস্যা ? তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। 


আরও পড়ুন, বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু অধিকারী !