West Bengal News : গার্ডেনরিচকাণ্ডের মধ্যেই পাথুরিয়াঘাটায় ভাঙল পুরনো বাড়ির একাংশ

West Bengal News Live : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর

ABP Ananda Last Updated: 05 Apr 2024 11:44 PM
WB News Live :এজলাসে ঢুকে আইনজীবীদের 'তাণ্ডব', কোর্টেই অসুস্থ বিচারক!

এজলাসে ঢুকে আইনজীবীদের 'তাণ্ডব', কোর্টেই অসুস্থ বিচারক! 'কর্মবিরতি না মেনে বিচারপ্রক্রিয়া চালানোয় এজলাসে ঢুকে হুমকি', আইনজীবীদের হুমকির মুখে এজলাসেই অসুস্থ মহিলা বিচারক! 

WB News Live Update:গার্ডেনরিচকাণ্ডের মধ্যেই পাথুরিয়াঘাটায় ভাঙল পুরনো বাড়ির একাংশ

গার্ডেনরিচকাণ্ডের মধ্যেই পাথুরিয়াঘাটায় ভাঙল পুরনো বাড়ির একাংশ। পাথুরিয়াঘাটা স্ট্রিটে বিপজ্জনক বাড়িতে ভাঙল সিঁড়ি। ধ্বংসস্তূপে আটকে পড়েন ২জন। পরে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

WB News Live :গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সিল করতে বলল রাজভবন

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সিল করতে বলল রাজভবন। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য রজত কিশোর দে-র অফিস সিল করার নির্দেশ

WB News Live Update:রাজ্য-রাজ্যপাল নাটকীয় সংঘাত, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেই তদন্তের নির্দেশ!

রাজ্য-রাজ্যপাল নাটকীয় সংঘাত, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেই তদন্তের নির্দেশ! অপসারণ-সুপারিশের পর এবার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের। বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি-সন্ত্রাসের অভিযোগের তদন্তে কমিশন গঠন করল রাজভবন!

WB News Live :বিজেপির কলকাতা দক্ষিণের প্রার্থীর প্রচার ঘিরে উত্তেজনা

বিজেপির কলকাতা দক্ষিণের প্রার্থীর প্রচার ঘিরে উত্তেজনা। দেশপ্রিয় পার্কের কাছে পুজো দিয়ে রাজা বসন্ত রায় রোড দিয়ে প্রচারের সময় পুলিশের বাধা। এরকমভাবে মিছিল করার অনুমতি নেই বলে জানায় পুলিশ। প্রচার নয়, পার্টি অফিসে যাচ্ছি বলে দাবি দেবশ্রী চৌধুরীর। 

WB News Live Update:মোদি সম্পর্কে আপত্তিকর মন্তব্য, মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি

মোদি সম্পর্কে আপত্তিকর মন্তব্য, মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি। মালবাজারে মমতার সভায় স্কুল পড়ুয়াদের থাকার অভিযোগেও নালিশ। মমতাকে কুরুচিকর আক্রমণ, পাল্টা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলের নালিশ। 

WB News Live :তৃণমূলের সঙ্গে নৌশাদের সেটিংয়ের বিস্ফোরক অভিযোগ বিজেপির

ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুড়েও কেন ডায়মন্ড হারবারে রণেভঙ্গ নৌশাদের? তৃণমূলের সঙ্গে নৌশাদের সেটিংয়ের বিস্ফোরক অভিযোগ বিজেপির, তৃণমূলের সঙ্গে সেটিংয়ের অভিযোগে নৌশাদকে আক্রমণে বিজেপির শঙ্কুদেব পন্ডা। 

WB News Live Update:দুর্নীতি নিয়ে মোদির আক্রমণের জবাব মমতার

দুর্নীতি নিয়ে মোদির আক্রমণের জবাব মমতার। 'বিজেপির বলছে দুর্নীতি হয়েছে, তাহলে শ্বেতপত্র প্রকাশ করুক', স্পষ্ট দাবি মুখ্যমন্ত্রীর

WB News Live : ভোটের মুখে আরও এক মামলায় এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের

ভোটের মুখে আরও এক মামলায় এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের। ময়নায় বিজেপি কর্মী খুনে এনআইএ-নির্দেশ দিয়ে রিপোর্ট পেশের ডেডলাইন। ময়নায় বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের মামলায় এনআইএ তদন্তের নির্দেশ, ১৫ দিনের মধ্যে তদন্তের দায়িত্ব নিতে হবে এনআইএ-কে নির্দেশ হাইকোর্টের। 

WB News Live Update:'পলাশিপাড়ায় আরেক গুণধর, নাম তার মানিক ভট্টাচার্য', চাকদার সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণে শুভেন্দু অধিকারী

'গুন্ডাদের কোনও জাত হয় না, গুন্ডা গুন্ডাই থাকে। তৃণমূলে এক একটা গুণধর আছে, শুধু পার্থ-বালু নয়। পলাশিপাড়ায় আরেক গুণধর, নাম তার মানিক ভট্টাচার্য', চাকদার সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণে শুভেন্দু অধিকারী

WB News Live : বেশ কয়েকটি আসনের জন্য প্রার্থিতালিকা ঘোষণা করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু

বেশ কয়েকটি আসনের জন্য প্রার্থিতালিকা ঘোষণা করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এর মধ্যে ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাম প্রার্থী প্রতিকুর রহমান। ব্যারাকপুর থেকে লড়বেন সিপিএম প্রার্থী ও অভিনেতা দেবদূত ঘোষ। বসিরহাটে সিপিএম প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। ঘাটাল থেকে লড়বেন সিপিআইয়ের তপন গঙ্গোপাধ্যায়। বারাসত থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রবীর ঘোষের। 


 

WB News Live Update:ভোটের মুখে ফের এজেন্সি নিয়ে বিজেপিকে নিশানা মমতার

ভোটের মুখে ফের এজেন্সি নিয়ে বিজেপিকে নিশানা মমতার। 'এনআইএ-র এসপি-র সঙ্গে বৈঠক করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আমাদের কাছে নথি আছে, অভিযোগ জানানো হয়েছে', জলপাইগুড়ির সভা থেকে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

WB News Live : শেখ শাহজাহানের নিশানায় এবার গেরুয়া শিবির

শেখ শাহজাহানের নিশানায় এবার গেরুয়া শিবির। বিজেপির দালালরাই মিথ্যে কথা বলছে, অভিযোগ শেখ শাহজাহানের। মেসার্স শেখ সাবিনা ফিশারি কি দুবাইয়ে টাকা পাচার করত? প্রশ্নের জবাবে প্রতিক্রিয়া শেখ শাহজাহানের

WB News Live:সন্দেশখালি নিয়ে মোদির আক্রমণ, জবাব মমতার

সন্দেশখালি নিয়ে মোদির আক্রমণ, জবাব মমতার। 'সন্দেশখালিতে কিছু ঘটনা ঘটেছে, গ্রেফতারও করা হয়েছে', তুফানগঞ্জের সভায় মোদিকে জবাব মমতার

WB News Live : তীব্র দাবদাহ উপেক্ষা করেই চলছে জনসংযোগ, কী খাচ্ছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

তীব্র দাবদাহ উপেক্ষা করেই চলছে জনসংযোগ। দিনভর প্রচারের ব্যস্ততা। শরীর সুস্থ রাখতে মানছেন কোন ডায়েট? কী খাচ্ছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

WB News Live :'এনআইএ-র এসপি-র সঙ্গে বৈঠক করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি', জলপাইগুড়ির সভা থেকে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভোটের মুখে ফের এজেন্সি নিয়ে বিজেপিকে নিশানা মমতার। 'এনআইএ-র এসপি-র সঙ্গে বৈঠক করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আমাদের কাছে নথি আছে, অভিযোগ জানানো হয়েছে', জলপাইগুড়ির সভা থেকে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

WB News Live : ভোটের মুখে আরও এক মামলায় এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের


ময়নায় বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের মামলায় এনআইএ তদন্তের নির্দেশ
১৫ দিনের মধ্যে তদন্তের দায়িত্ব নিতে হবে এনআইএ-কে নির্দেশ হাইকোর্টের
২৪ এপ্রিলের মধ্যে নির্দেশ কার্যকর করে রিপোর্ট পেশের নির্দেশ
নির্দেশ কার্যকরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকায় হতাশ হাইকোর্ট
এটা দুর্ভাগ্যজনক যে হাইকোর্টের নির্দেশ কার্যকরে আগ্রহ দেখায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, মন্তব্য বিচারপতির

WB News Live : মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগের দিনই তুফানগঞ্জে ব্যবসায়ী খুন

মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগের দিনই তুফানগঞ্জে ব্যবসায়ী খুন। আইন-শৃঙ্খলা নিয়ে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। আগুন জ্বালিয়ে চলল বিক্ষোভ। করা হল পথ অবরোধ। দোকান বন্ধ করে বেরনোর সময় ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ। আর সেই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল কোচবিহারের তুফানগঞ্জের মারুগঞ্জ এলাকায়।

WB News Live : সৃজন ভট্টাচার্যর নামে পুরো দেওয়াল লিখন ঢেকে ফেলার অভিযোগ রাজপুর-সোনারপুরে

যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের দেওয়াল লিখনে কালির ছিটে। সিপিএম প্রার্থীর দেওয়াল লিখনের ওপর বড় বড় করে লেখা টিএমসি।কোথাও আবার চুনের প্রলেপ দিয়ে সৃজন ভট্টাচার্যর নামে পুরো দেওয়াল লিখনটাই ঢেকে দেওয়া হয়েছে। তৃণমূল পরিচালিত রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দেখা গেল এমনই ছবি।

Sandeshkhali News : শেখ শাহজাহানকে তিহাড় জেলে পাঠানোর দাবিতে উঠল স্লোগান

এবার শেখ শাহজাহানকে উদ্দেশ্য করেও উঠল চোর চোর স্লোগান। উঠল শেখ শাহজাহানকে তিহাড় জেলে পাঠানোর দাবি। স্বাস্থ্য পরীক্ষার জন্য এদিন জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শেখ শাহজাহানকে। মেডিক্যাল টেস্টের পর বেরিয়ে আসার সময় বিক্ষোভের মুখে পড়েন শেখ শাহজাহান। 

Loksabha Election News Live : ভোট মরশুমে ফের বেঁফাস মন্তব্য করলেন ওন্দার বিজেপি বিধায়ক

ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী, আর বাইরে থাকবেন বিজেপির সৈনিকরা। ভোট মরশুমে ফের বেঁফাস মন্তব্য করলেন ওন্দার বিজেপি বিধায়ক। ভোট-সন্ত্রাসের বার্তা বলে পাল্টা কটাক্ষ করলেন বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী। 

Mamata Banerjee News : উত্তরবঙ্গে গিয়ে ফের 'জ্যোতিবাবু'র প্রসঙ্গ টানলেন মমতা

জ্যোতিবাবু আসতেন হলং-এ ঘুরতেন, চলে যেতেন। আমি তো চা বাগানের পোশাক পরে চা পাতা তুলি, চা বানাই। 

West Bengal News Live : চাকরিপ্রার্থীদের আন্দোলনে রণক্ষেত্র হয়ে উঠল ধর্মতলা

নিয়োগের দাবিতে ফের রাজপথে নামলেন চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের আন্দোলনে রণক্ষেত্র হয়ে উঠল ধর্মতলা।

Sandeshkhali News Live : বিজেপির দালালরাই তাঁর বিরুদ্ধে মিথ্যে কথা বলছে, দাবি শাহজাহানের

বুধবার বলেছিলেন রাজনৈতিক ষড়যন্ত্র। আর আজ একেবারে নাম করে বললেন বিজেপির দালালরাই তাঁর বিরুদ্ধে মিথ্যে কথা বলছে। শেখ শাহজাহানের নিশানায় এবার গেরুয়া শিবির। এদিন জোকা ESI হাসপাতালে সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্তের স্বাস্থ্যপরীক্ষা করানো হয়। CGO কমপ্লেক্স থেকে বেরনোর সময়, সাংবাদিকরা শেখ শাহজাহানকে প্রশ্ন করেন, তাঁর সংস্থা মেসার্স শেখ সাবিনা ফিশারি কি দুবাইয়ে টাকা পাচার করত? তার জবাব দিতে গিয়ে শেখ শাহজাহান বলেন, তাঁর নামে সব মিথ্যে বলা হচ্ছে। বিজেপির দালালরাই এই সব মিথ্যে বলছেন বলে অভিযোগ তাঁরা। 

Mamata Banerjee News Live : ৩ বছর ধরে ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র, ফের সরব মমতা

'৩ বছর ধরে ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র। কথায় কথায় বাংলায় টিম পাঠাচ্ছে কেন্দ্র'  তুফানগঞ্জ থেকে ফের কেন্দ্রকে আক্রমণ মমতার 

Weather News Live : আগামী সপ্তাহের শুরুতেই গরম থেকে কিছুটা সাময়িক স্বস্তি

আজ পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে তাপপ্রবাহের সর্তর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। বেশ কিছু এলাকায় লু বইতে পারে। তবে এই হাঁসফাঁস গরমের মধ্যেও এদিন আশার কিছুটা বাণী শুনিয়েছে আবহাওয়া দফতর। রবিবার ও সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তার জেরে আগামী সপ্তাহের শুরুতেই গরম থেকে কিছুটা সাময়িক স্বস্তি মিলতে পারে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। কাল থেকে তা আরও বাড়বে। আজ উত্তরের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Weather News Live : শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

চৈত্রেই চরমে গরমের দাপট। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। চার-পাঁচটি জেলায় স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি থাকবে তাপমাত্রা। শেষ চৈত্রেই গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে। কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। 

Mamata Banerjee News Live : বিজেপির বলছে দুর্নীতি হয়েছে, তাহলে শ্বেতপত্র প্রকাশ করুক : মমতা

'বিজেপির বলছে দুর্নীতি হয়েছে, তাহলে শ্বেতপত্র প্রকাশ করুক। বাংলায় কত দুর্নীতি, আর উত্তরপ্রদেশে কত দুর্নীতি হয়েছে' কিছু ক্ষেত্রে অভিযোগ ওঠায় ব্যবস্থা নেওয়া হয়েছে'। তুফানগঞ্জে বললেন মমতা। 

Mamata News Live : তুফানগঞ্জের সভা থেকে মোদিকে তীব্র আক্রমণ মমতার

তুফানগঞ্জের সভা থেকে মোদিকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, "রাজ্যে এসে বড় বড় কথা বলছেন মোদি'। আমাদের কাছে যে আপদ, বিজেপির কাছে সে সম্পদ'। তুফানগঞ্জের সভাতেও মমতার নিশানায় ছিলেন নিশীথ প্রামাণিক। শীতলকুচিতে গুলি করে ৫ জনকে মেরেছে'। যাঁর নির্দেশে গুলি চালিয়েছে, তাঁকেই বীরভূমে প্রার্থী করেছে' সন্দেশখালিতে কিছু ঘটনা ঘটেছে, গ্রেফতারও করা হয়েছে'। 

WB News Live : ভোটের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজভবনের

ভোটের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজভবনের। বিশ্ববিদ্যালয়গুলিতে দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগ নিয়ে তদন্ত। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ।

West Bengal News Live : মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে গেল বিজেপি

প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে গেল বিজেপি। গতকাল কোচবিহারের সভায় মমতার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। এর জেরেই মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি।

WB News Live: ব্রাত্যকে অপসারণের সুপারিশ রাজ্যপালের

'মন্ত্রিসভা থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সরানোর সুপারিশ রাজ্যপালের'। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ব্রাত্যের অপসারণের সুপারিশ, খবর পিটিআই-সূত্রে। 'গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের বৈঠকে ছিলেন ব্রাত্য'। সভাপতি হিসেবে থেকেও রাজনৈতিক আলোচনা হয়েছে, খবর রাজভবন সূত্রে।  

প্রেক্ষাপট

কলকাতা : প্রধানমন্ত্রী ( PM Modi ) সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee ) বিরুদ্ধে কমিশনে গেল বিজেপি। গতকাল কোচবিহারের সভায় মমতার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। এর জেরেই মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি।


অন্যদিকে, রাজ্য-রাজভবন ( Nabanna Vs C V Ananda Bose ) সংঘাতে বেনজির মোড়। মন্ত্রিসভা থেকে ব্রাত্যকে সরানোর সুপারিশ রাজ্যপালের। সরকারি ক্যাম্পাসে ভোটের প্রচার করে বিধিভঙ্গের অভিযোগ। রাজ্যপালের সুপারিশকে গুরুত্ব দিতে নারাজ শিক্ষামন্ত্রী। বিধিভঙ্গের অভিযোগ থাকলে কমিশনে না জানিয়ে কেন রাজ্যের কাছে সুপারিশ? সাংবিধানিক পদের অপব্যবহারের অভিযোগ ব্রাত্যর। শিক্ষামন্ত্রীর অপসারণের সুপারিশ-বিতর্কের মধ্যেই পাল্টা বোসকে বার্তা রাজ্যের। বোঝানো হল রাজ্যপালের এক্তিয়ার। উচ্চশিক্ষাকে ধ্বংস, পড়ুয়াদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ারও অভিযোগ। এরপরই বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় রাজভবন। বিশ্ববিদ্যালয়গুলিতে দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগ নিয়ে তদন্ত করার নির্দেশ। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.