WB News Live : সোমবার সন্দেশখালি অভিযানের ডাক দিল সিপিএম
West Bengal News : জেলা থেকে জেলা , গুরুত্বপূর্ণ খবর
রবিবার ব্রিগেডে জনগর্জন সভা থেকেই লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করছে তৃণমূল। আর সেই মঞ্চের অন্যতম আকর্ষণ সুবিশাল র্যাম্প। সরাসরি ভিড়ের মধ্যে গিয়ে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উপস্থিত থাকবে অসম, মেঘালয়-সহ বিভিন্ন রাজ্যের তৃণমূল নেতৃত্ব।
সোমবার সন্দেশখালি অভিযানের ডাক দিল সিপিএম। তৃণমূলের 'জন গর্জন' সমাবেশের পরের দিনই সন্দেশখালিতে মিছিল ও সমাবেশ করবে সিপিএম। সুজন চক্রবর্তী ও প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের নেতৃত্বে সমাবেশের আয়োজন করা হয়েছে।
নারী দিবসে অভিনব উদ্যোগ । আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে মহিলাদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল দক্ষিণ-পূর্ব রেল। শুক্রবার খড়্গপুরের হিজলি স্টেশনের পুরো কাজকর্ম পরিচালনার দায়িত্ব দেওয়া হয় মহিলা কর্মীদের।
আগামী সপ্তাহে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাস। চলতি বছর থেকেই একাদশে সেমিস্টার পদ্ধতি চালুর ঘোষণা উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদের। একাদশ-দ্বাদশ মিলিয়ে হবে ৪টি সেমিস্টার। তবে আর হবে না উচ্চমাধ্যমিকের টেস্ট।
দইবড়া খেয়ে অসুস্থ কমপক্ষে ২৫ জন। একই মিষ্টির দোকান থেকেই সবাই খেয়েছিলেন বলে জানা গিয়েছে। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বোলপুরের (Bolpur) শান্তিনিকেতনে। অসুস্থদের মধ্যে কেউ কেউ হাসপাতালে ভর্তি। কেউ আবার বাড়িতেই চিকিৎসাধীন। এমনকি, খোদ ফুট সেফটি অফিসার এই দোকানের দইবড়া খেয়ে অসুস্থ।
ভোটের দিন ঘোষণার আগেই বাড়ছে উত্তাপ। ওন্দায় এলে সৌমিত্র খাঁ-কে পেটানোর দাওয়াই যুব তৃণমূল নেতার। কে কাকে পেটাবে দেখা যাবে ফল বেরোলে, পাল্টা মন্তব্য বিজেপি প্রার্থীর।
কেন্দ্রীয় ফরেন্সিক দলকে নিয়ে শেখ শাহজাহানের আকুঞ্জিপাড়ার বাড়িতে সিবিআই। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। কোথায় ঘটেছিল আক্রমণ, খুঁটিয়ে জানতে সিবিআইয়ের সঙ্গে গেলেন ২ ইডি আধিকারিকও।
ন্যাজাট থানার দক্ষিণ আক্রাতলায় শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি । শুভেন্দু অধিকারীর সভার অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তর। আগামী ১০ মার্চ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সভার অনুমতি। 'সভায় কোনও উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না'। সভার অনুমতি না দিয়ে কাকে রক্ষা করতে চাইছেন ? রাজ্যকে প্রশ্ন বিচারপতির। সভা আটকাতেই প্রস্তাবিত সভাস্থল সন্দেশখালিতে ১৪৪ ধারা ? প্রশ্ন বিচারপতির। সভা আটকানোর উদ্দেশ্য নিয়েই যে ১৪৪ ধারা জারি করা হয়নি সেটা প্রমাণ করবেন কী করে ? রাজ্যকে প্রশ্ন বিচারপতির।
নাম ঘোষণা হয়নি এখনও কিন্তু বিজেপি-তে যোগদানের পরেই তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওযাল লিখন শুরু। প্রাক্তন বিচারপতির ছবি দিয়ে কাট-আউটও টাঙানো হয়েছে।
এবার সিবিআইয়ের হাতে এল শেখ শাহজাহানের কল ডিটেলস। কল ডিটেলস থেকে সামনে এল একের পর এক বিস্ফোরক তথ্য। সিবিআই সূত্রে খবর, ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার সময়, শেখ শাহজাহানের একটি ফোন থেকে ৩ টি কল করা হয়। আরেকটি ফোন থেকে প্রায় ১৮ টি ফোন কল করা হয়। ওই দিনই সকাল সাড়ে আটটা নাগাদ সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ফোন করেছিলেন শেখ শাহজাহানকে। ২ জনের মধ্যে প্রায় দেড় মিনিট কথা হয়। এর পাশাপাশি, পঞ্চায়েতের নেতা ও স্থানীয় তৃণমূল নেতাদের নম্বরও কল লিস্ট থেকে পাওয়া গেছে বলে খবর সিবিআই সূত্রে।
১০০ দিনের বকেয়া নিয়ে এবার নাম করে সৌমিত্র খাঁকে কুরুচিকর মন্তব্য় করল তৃণমূলের যুব সভাপতি মণিশঙ্কর মুখোপাধ্য়ায়। প্রচারে আসলে জনসমক্ষে ঘেরাও করে জুতো পেটা করার পরামর্শ দিলেন তিনি। পাল্টা তৃণমূল নেতাকে বেআব্রু বলে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ।
লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে হুমকির সুর শোনা গেল নিশীথ প্রামাণিকের গলায়। শুধরে যান, না হলে ভোটের ফলাফলের পর বিজেপি কর্মীদের উচ্ছ্বাস আটকাতে পারবেন না। তৃণমূল কর্মীদেরকে উদ্দেশ্য করে এমনই মন্তব্য করলেন লোকসভা ভোটে বিজেপির কোচবিহারের প্রার্থীর গলায়। যারা গুন্ডামি করছেন, তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নিশীথ প্রামাণিক।
দিদার সঙ্গে শিবরাত্রির পুজা দিতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল এক বছর বারোর এক বালিকা । বালি পুলিশের হোম গার্ড বাবু দাসের প্রচেষ্টায় দেহ মিললেও বাঁচানো গেলো না ক্ষুদে পুণ্যার্থী কে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় শোকের ছায়া এলাকায়
সিবিআই হেফাজতে যাওয়ার পর কার্যত গুটিয়ে গিয়েছেন সন্দেশখালির বেতাজ বাদশা। শরীরি ভাষায় এসেছে চোখে পড়ার মতো বদল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘেরাটোপে, আজ মেডিক্যাল পরীক্ষার জন্য শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। কাল ফের আদালতে তোলা হবে শেখ শাহজাহানকে।
সন্দেশখালিকাণ্ডে বিস্ফোরক তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। ঘটনার দিন শেখ শাহজাহানকে ফোন করার কথা স্বীকার শাসক বিধায়কের। 'ভাঙচুরের খবর পেয়ে শেখ শাহজাহানকে ফোন করেছিলাম, শেখ শাহজাহানকে বলেছিলাম, মারপিট-ভাঙচুর যেন না হয়', বললেন মাহাতো।
শেখ শাহজাহানের বাড়িতে সিল করে দেওয়া তালা খুলে ইডি আধিকারিককে নিয়ে ভিতরে সিবিআই গোয়েন্দারা। গোটা তল্লাশি অভিযানের ভিডিওগ্রাফির কাজও চলছে।
সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই টিম। বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছল সিবিআই টিম।
সিএফএসএল টিমকে ফরেন্সিক পরীক্ষার জন্য নিয়ে ঢুকল সিবিআই। গতকালই শেখ শাহজাহানের বাড়ির আশপাশ ঘুরে দেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেখানে ইডি এবং সিআরপিএফ-এর ওপর হামলা হয়েছিল সেই জায়গাও ঘুরে দেখেন তাঁরা। কেন্দ্রীয় তদন্তকারীরা ঘুরে দেখেন শেখ শাহজাহান মার্কেটও।
'বিজেপি হাটাও, বেটি বাঁচাও' বলে আক্রমণ শানালেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা। কেন মণিপুরে গেলেন না প্রধানমন্ত্রী, এই প্রশ্নও তোলা হয়েছে কংগ্রেসের তরফে। ব্রিজভূষণ সিং কি মোদির পরিবারের সদস্য? কটাক্ষের সুরে এই প্রশ্নও ছুঁড়ে দিয়েছে কংগ্রেস। মহিলাদেরকে স্যালুট করে সম্মান জানানো ছাড়া প্রধানমন্ত্রীর কাছ থেকে আর কিছুই আশা করা যায় না বলেও আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক।
আন্তর্জাতিক নারী দিবসে বড়সড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু কমছে ১০০ টাকা। সোশাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, নারী দিবসে আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার সকাল থেকে ফের অ্যাকশনে নামল ইডি। শহর ও শহরতলির একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবার আপার প্রাইমারিতে নিয়োগ দুর্নীতি মামলায়, প্রাক্তন পার্শ্বশিক্ষকের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিউটাউনের পাথরঘাটার মাজার শরিফ মোড়ে আব্দুল আমিনের বাড়িতে পৌঁছে গেলেন ইডি-র অফিসাররা
শুক্রবার সকাল থেকে ফের অ্যাকশনে নামল ইডি। শহর ও শহরতলির একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবার আপার প্রাইমারিতে নিয়োগ দুর্নীতি মামলায়, প্রাক্তন পার্শ্বশিক্ষকের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিউটাউনের পাথরঘাটার মাজার শরিফ মোড়ে আব্দুল আমিনের বাড়িতে পৌঁছে গেলেন ইডি-র অফিসাররা
আদালতের নির্দেশে সন্দেশখালিকাণ্ডের তদন্তভার নিয়েই শেখ শাহজাহানের ডেরায় পৌঁছে গেল সিবিআই। শেখ শাহজাহানের বাড়ির পাশাপাশি ইডি ও সিআরপিএফের ওপর হামলার ঘটনাস্থল এবং শেখ শাহজাহান মার্কেট ঘুরে দেখলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। অন্য়দিকে, বনগাঁয় প্রাক্তন পুর প্রধান শঙ্কর আঢ্য়র পাড়ায়ও যান সিবিআই আধিকারিকরা।
সাতসকালে পথ দুর্ঘটনায় প্রাণ গেল ২ বাইক আরোহীর। রাজপুরের কালীতলা মোড়ে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল ২ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন ১ জন। শুক্রবার ভোর ৫ টা নাগাদ ২ বাইক আরোহীকে ধাক্কা মারে লরিটি। এরপরই লরি নিয়ে পালিয়ে যান চালক। আহতকে নিয়ে যাওয়া হয়েছে সোনারপুর গ্রামীণ হাসপাতালে। ঘটনার জেরে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা। এলাকায় উত্তেজনা, রাস্তা থেকে দেহ তুলতে বাধা পুলিশকে, চলছে বিক্ষোভ। ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
প্রেক্ষাপট
কলকাতা : লোকসভা ভোটের ( Loksabha Poll ) আগে দলবদলের হিড়িক। তাপস রায়ের ( Tapas Roy ) পাল্টা মুকুটমণি অধিকারী ( Kukutmani Adhikari )। বুধবার তৃণমূলে ভাঙন ধরিয়েছিল বিজেপি ( BJP ) । বৃহস্পতিবার বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল। রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। তৃণমূলে ধান্দা না পোষালে বিজেপি, বিজেপিতে ধান্দা না পোষালে আবার তৃণমূল, এই সুরেই কটাক্ষ করেছে সিপিএম।
বৃহস্পতিবারই বিচারপতির পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
অন্যদিকে, ভোটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ-বৃদ্ধি। পয়লা জানুয়ারি থেকে কার্যকর। মে থেকে ১৪ শতাংশ হারে ডিএ পেলেও রাজ্যের সঙ্গে ফারাক ৩৬ শতাংশ।
আরও পড়ুন :
শিশুদের ক্যান্সার-চিকিৎসায় আশার আলো?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -