West Bengal News LIVE Updates: 'সবাই শিক্ষামন্ত্রী ছিল না, আপনি ছিলেন'', জামিন চেয়ে ভর্ৎসিত পার্থ

West Bengal News LIVE: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেট দেখুন...

ABP Ananda Last Updated: 04 Dec 2024 02:04 PM

প্রেক্ষাপট

'আপনি নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন না, সবাই শিক্ষামন্ত্রী ছিল না,  আপনি ছিলেন', পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি সূর্যকান্তর। 'বাকিরা এবং আপনি সমান নয়, অন্যদের সঙ্গে তুলনা করার...More

West Bengal News LIVE Updates: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২ সপ্তাহেই CID-তে রদবদল

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২ সপ্তাহেই CID-তে রদবদল। সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে। গোয়েন্দা প্রধান রাজশেখরণকে পাঠানো হল অপেক্ষাকৃত কম গুরুত্বের এডিজি(ট্রেনিং) পদে। এডিজি (ট্রেনিং) পদে দময়ন্তী সেনের জায়গায় নিয়ে আসা হল রাজশেখরণকে। দময়ন্তী সেনকে পাঠানো হল এডিজি (পলিসি) পদে। নতুন গোয়েন্দাপ্রধান কে? এখনও আসেনি নির্দেশিকা। সিআইডি-র অন্যান্য পদেও রদবদলের সম্ভাবনা।