West Bengal News LIVE Updates: 'সবাই শিক্ষামন্ত্রী ছিল না, আপনি ছিলেন'', জামিন চেয়ে ভর্ৎসিত পার্থ

West Bengal News LIVE: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেট দেখুন...

ABP Ananda Last Updated: 04 Dec 2024 02:04 PM
West Bengal News LIVE Updates: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২ সপ্তাহেই CID-তে রদবদল

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২ সপ্তাহেই CID-তে রদবদল। সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে। গোয়েন্দা প্রধান রাজশেখরণকে পাঠানো হল অপেক্ষাকৃত কম গুরুত্বের এডিজি(ট্রেনিং) পদে। এডিজি (ট্রেনিং) পদে দময়ন্তী সেনের জায়গায় নিয়ে আসা হল রাজশেখরণকে। দময়ন্তী সেনকে পাঠানো হল এডিজি (পলিসি) পদে। নতুন গোয়েন্দাপ্রধান কে? এখনও আসেনি নির্দেশিকা। সিআইডি-র অন্যান্য পদেও রদবদলের সম্ভাবনা।

Partha Chatterjee Bail Plea: জামিন চাইতেই সুপ্রিম কোর্টে ধমক খেলেন পার্থ

'আপনি নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন না, সবাই শিক্ষামন্ত্রী ছিল না, আপনি ছিলেন', পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি সূর্যকান্তর। 'বাকিরা এবং আপনি সমান নয়, অন্যদের সঙ্গে তুলনা করার আগে আপনার লজ্জিত হওয়া উচিত', অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সহ অনেকেই জামিন পেয়েছেন, আমি কেন পাব না? সুপ্রিম কোর্টে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। 'এরা সবাই আপনার সঙ্গেই কাজ করেছে, আপনি মন্ত্রী ছিলেন', তাই আপনার সঙ্গে অন্যদের অবস্থান সমান নয়, মন্তব্য বিচারপতি সূর্য কান্তর। 'অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছেন যে তিনি নিজের এবং নিজের মায়ের নিরাপত্তার কথা ভেবে মুখ খুলতে পারেননি। নগদ পঞ্চাশ কোটি টাকা এবং গয়না নিয়ে যা বলার সেটা পার্থ চট্টোপাধ্যায় বলতে পারবেন', এই সম্পত্তি তাঁর নয় বলে দাবি করেছেন অর্পিতা, আদালতে সওয়াল ইডি-র। 

WB News LIVE Updates: জীবনতলার মাখালতলা অটো স্ট্যান্ড থেকে ২কোটি টাকার হেরোইন উদ্ধার

জীবনতলার মাখালতলা অটো স্ট্যান্ড থেকে ২কোটি টাকার হেরোইন উদ্ধার করল জীবনতলা থানার পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার নারায়নপুর GPর মাখালতলা অটো স্ট্যান্ড থেকে গোপন সূত্রে খবর পেয়ে ২কেজি নিষিদ্ধ মাদক দ্রব্য হেরোইন উদ্ধার করে ঘুটিয়ারী শরীফ পুলিশ ফাঁড়ির পুলিশ। যাঁর আনুমানিক বাজার মূল্য ২কোটি টাকা।আব্দুল কাদের নামে এক যুবক যাঁর বাড়ি মঙ্গলকোট থানা এলাকায়।নদীয়া থেকে গতকাল বিকালে ঘুটিয়ারী শরীফ এলাকায় এই হেরোইন দিতে এসেছিল।গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে।আজ তাঁকে আলিপুর আদালতে তোলা হবে এবং ৭দিনের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে।

West Bengal News LIVE Updates: সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দাপ্রধানকে, দময়ন্তী সেনের জায়গায় নিয়ে আসা হল রাজশেখরনকে

সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দাপ্রধানকে। গোয়েন্দাপ্রধান রাজশেখরনকে পাঠানো হল এপেক্ষাকৃত কম গুরুত্বের এডিজি(ট্রেনিং) পদে। এডিজি(ট্রেনিং) পদে দময়ন্তী সেনের জায়গায় নিয়ে আসা হল রাজশেখরনকে। নতুন গোয়েন্দাপ্রধান কে? এখনও আসেনি নির্দেশিকা

Bangladesh News LIVE Updates: জেলমুক্ত খালেদার বাড়িতে পাক হাই কমিশনার

বাংলাদেশে ভারত-বিদ্বেষে পাক-উস্কানি? মৌলবাদীদের তাণ্ডবের নেপথ্যে পাক-যোগ? জেলমুক্ত খালেদার বাড়িতে পাক হাই কমিশনার। খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পাক হাই কমিশনার সৈয়দ আহমেদ মাহরুফ

WB News LIVE Updates: কাটমানির টাকা ফের চাইতে গিয়ে আক্রান্ত আবাসে-বঞ্চিত ব্যক্তি

কাটমানির টাকা ফের চাইতে গিয়ে আক্রান্ত আবাসে-বঞ্চিত ব্যক্তি।  বেধড়ক মারধরের পাশপাশি শ্বাসরোধ করে খুনের চেষ্টার অভিযোগ । অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, তাঁর স্বামী ও ছেলের বিরুদ্ধে।  মালদার হরিশচন্দ্রপুরের ঘটনায় চাঞ্চল্য।  গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি দুর্গাপ্রসাদ সাহা। অভিযোগ, আবাসের তালিকায় নাম তুলতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যাকে ৩০ হাজার টাকা কাটমানি দেন আক্রান্ত।  চলতি মাসে প্রকাশিত আবাসের তালিকায় নাম ছিল না দুর্গাপ্রসাদ সাহার। নাম না থাকায় টাকা ফেরত চান দুর্গাপ্রসাদ। এরপরেই দুর্গাপ্রসাদের  ওপর হামলা হয় বলে অভিযোগ। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্তের স্ত্রীর। অভিযোগ অস্বীকার তৃণমূলের পঞ্চায়েত সদস্যার।  হামলার ঘটনা সামনে আসতেই তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির। 

West Bengal News LIVE Updates: আবাসে ঘর পেতে গেলে কাটমানি দেওয়ার নির্দেশ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের

আবাসে ঘর পেতে গেলে কাটমানি দেওয়ার নির্দেশ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের।  উপভোক্তা প্রতি ৭ হাজার টাকা করে দিতে হবে পঞ্চায়েত সদস্যদের। পঞ্চায়েত প্রধানের ভিডিও ভাইরাল হতেই শোরগোল। শোরগোল পড়ে গেছে মালদার কালিয়াচকের তিন নম্বর ব্লকে।  কাটমানি চাওয়ায় অভিযুক্ত কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল আহাদ। ভিডিও ভাইরাল হতেই জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের । অভিযোগ দায়ের করলেন কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক কংগ্রেস সদস্য।  তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক। ঘটনা সামনে আসতেই তৃণমূলকে একযোগে আক্রমণ বিজেপিও কংগ্রেসের। অন্যায় করলে দল রেয়াত করবে না বলে দাবি তৃণমূলের জেলা নেতৃত্বের। 

Bangladesh News LIVE Updates: অশান্ত বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলা চলছে

অশান্ত বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলা চলছে। সুনামগঞ্জ জেলার একাধিক জায়গায় হিন্দুদের ওপর হামলার ঘটনা সামনে এসেছে। প্রকাশ্য রাস্তায় হিন্দু বিরোধী স্লোগান দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
পুলিশের পাশপাশি হামলাকারীদের আটকাতে ব্যর্থ বাংলাদেশের সেনা। দোয়ারা বাজার এলাকাতেও হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলা হয়। একাধিক দোকানে ভাঙচুর ও ব্যাপক লুঠপাট চলে। ছাড় পাননি মহিলারাও। বেছে বেছে হিন্দু মহিলাদের ওপর হামলা চালানো হয়। দোয়ারা থানা ঘেরাও করে হামলাকারীরা। আকাশ দাস নামে এক হিন্দু যুবককে খুঁজছে মুসলমানদের একাংশ। প্রকাশ্যে তাঁর নাম করে খুনের হুমকি দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশে সেনা নামানো হলেও আক্রমণ রুখতে ব্যর্থ তারা। 

West Bengal News LIVE Updates: পাথরপ্রতিমায় তৃণমূল পরিচালিত সমবায় সমিতিতে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় তৃণমূল পরিচালিত সমবায় সমিতিতে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ। দুর্নীতির অভিযোগে গ্রেফতার সমবায় সমিতির ডিরেক্টর। ধৃতের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ কাকদ্বীপ মহকুমা আদালতের। তছরুপের অভিযোগ সামনে আসতেই সমবায় সমিতিতে তালা লাগিয়ে দেন গ্রাহকরা। এক সপ্তাহ ধরে তালাবন্ধ অবস্থায় রয়েছে সমবায় সমিতির অফিস। প্রাথমিকভাবে ৭ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে সমবায় সমিতির বিরুদ্ধে। কয়েক হাজার গ্রাহকের জমানো টাকা ফেরত পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। আতান্তরে পড়েছে একাধিক কৃষক ও দিনমজুর পরিবার। গ্রাহকদের চাপে ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সমবায় সমিতির সম্পাদক। অভিযোগের ভিত্তিকে গ্রেফতার করা হয়েছে সমবায় সমিতির ডিরেক্টর স্বপন কপাটকে। দুর্নীতিতে সমিতির সব সদস্যই যুক্ত বলে দাবি প্রতারিতদের। CID বা CBI তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। 

ভিন রাজ্যে আলু যেন রপ্তানি না হয় সে কারণে নাকাতে দীর্ঘক্ষণ বসে রইলেন মন্ত্রী বেচারাম মান্না

ভিন রাজ্যে আলু যেন রপ্তানি না হয় সে কারণে নাকাতে দীর্ঘক্ষণ বসে রইলেন মন্ত্রী বেচারাম মান্না ।আলু জাতে ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের থেকে গাড়ি করে না পাচার হয় সেই কারণে না পয়েন্ট গুলিতে জোর দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি মন্ত্রী বেচারাম মান্না তিনিও নাকায় গভীর রাত পর্যন্ত বসে তদারকি করলেন। সেই ছবি দেখা গেল দাঁতনের সোনাকনিয়া ওড়িশা বর্ডারে।

Bangladesh News LIVE Updates: আগরতলা রেল স্টেশনে পুলিশের জালে ৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

আগরতলা রেল স্টেশনে পুলিশের জালে ৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। গোপন সূত্রে খবর পেয়ে স্টেশন চত্বরে যৌথ অভিযান চালায় RPF, GRP, BSF। তাদের সঙ্গে ছিল ত্রিপুরা পুলিশের গোয়েন্দা বিভাগ। ৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়। ধৃতরা কলকাতায় যাচ্ছিল বলে জেরায় জানতে পেরেছেন তদন্তকারীরা। ধৃতদের জেরা করে আরও অনুপ্রবেশকারী আছে কি না, তার খোঁজ চলছে

Bangladesh News LIVE Updates: বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষা নিয়ে সরব হলেন ডেমোক্রেটিক দলের সদস্য

অগ্নিগর্ভ বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষা নিয়ে সরব হলেন প্রভাবশালী মার্কিন রাজনীতিবিদ ব্র্যাড শেরম্যান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হিন্দু সংখ্যালঘুদের রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব রয়েছে বলে দাবি তাঁর।সংখ্যালঘুদের ওপর ঘটে চলা হামলার মোকাবিলা করার দায়িত্ব একান্তভাবে বাংলাদেশ সরকারের বলেও জানিয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে লাগাতার সংখ্যালঘুদের ওপর আক্রমণ চলছে বাংলাদেশে। ভয়াবহ হামলার ছবি সামনে আসতে নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। এবার বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষা নিয়ে সরব হলেন ডেমোক্রেটিক দলের সদস্য ও ক্যালিফোর্নিয়ার রাজনীতিবিদ ব্র্যাড শেরম্যানও।

Bangladesh News LIVE Updates: ব্রিটিশদের প্রয়োজন ছাড়া বাংলাদেশে যেতে নিষেধ করল UK

অশান্ত বাংলাদেশে লাগাতার হিংসার ঘটনা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ব্রিটিশদের প্রয়োজন ছাড়া বাংলাদেশে যেতে নিষেধ করল UK-এর ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস। বাংলাদেশে গেলেও নির্দিষ্ট কিছু স্পর্শকাতর এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে অ্যাডভাইসরিতে। বেশ কিছু জায়গায় সন্ত্রাসবাদীরা হামলা চালানোর চেষ্টা করতে পারে বলে সতর্ক করা হয়েছে। জনবহল এলাকা, ধর্মীয় ভবন, রাজনৈতিক সমাবেশগুলোতে নির্বিচারে সন্ত্রাসের আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে ব্রিটিশ অ্যাডভাইসরিতে। সংখ্যালঘুদের উপর হামলার বিষয়েও সেখানে উল্লেখ করা হয়েছে।অনেক জায়গায় IED-র মতো বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়েছে বলেও জানানো হয়েছে UK-এর ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অ্যাডভাইসরিতে। 

West Bengal News LIVE Updates: ভর সন্ধ্যায় বাগমারিতে বোমাবাজি

ভর সন্ধ্যায় বাগমারিতে বোমাবাজি। মঙ্গলবার স্থানীয় ক্লাবের কাছে একটি নির্মীয়মাণ বাড়ির নিচে বসেছিলেন ২ যুবক। অভিযোগ রাত সাড়ে ৮টা নাগাদ পাশের পাড়ার বেশ কয়েকজন বাসিন্দা সেখানে আসেন। পুরনো কোনও বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয় দুপক্ষের। বচসা থেকে উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ পাশের পাড়ার বাসিন্দারা ৩টি বোমা ছোড়ে। লাঠি দিয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ। মাথা ফাটে এক স্থানীয় যুবকের। এলাকাবাসী রাস্তায় বেরোলে চম্পট দেয় হামলাকারীরা। ঘটনায় ২ জনকে আটক করেছে মানিকতলা থানার পুলিশ। এলাকায় রয়েছে পুলিশি পাহারা।

WB News LIVE Updates: গভীর রাতে কারখানায় বিধ্বংসী আগুন, আতঙ্ক ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে

গভীর রাতে কারখানায় বিধ্বংসী আগুন। আতঙ্ক ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। মঙ্গলবার মধ্যরাতে সোহারই মোড় এলাকায় এক বিস্কুট কারখানায় আগুন লাগে।  দ্রুত বিধ্বংসী চেহারা নেয় আগুন। ছড়িয়ে পড়ে কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। এই অগ্নিকান্ডের ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। আশেপাশে একাধিক গোডাউন ও জনবসতি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী। 

West Bengal News LIVE Updates: ফের কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী

১৬তম অর্থ কমিশনের বৈঠকে ফের কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বকেয়া পাওনার দাবিতে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের থেকে ট্যাক্স বাবদ যে টাকা কেন্দ্রীয় সরকার নেয়, তার ৪১% পায় রাজ্য। এবার তা ৫০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। 

Bangladesh News LIVE Updates: সংসদে অনুপ্রবেশ-তরজা

দিন দিন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বাড়ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সংসদে বাংলাদেশে হিনদুদের ওপর অত্য়াচারের প্রসঙ্গ তুললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। উঠল পশ্চিমবঙ্গের প্রসঙ্গও। পাল্টা কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চেয়ে সরব হল তৃণমূল। এরইমাঝে বাংলায় রোহিঙ্গাদের প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন শমীক ভট্টাচার্য।

প্রেক্ষাপট

'আপনি নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন না, সবাই শিক্ষামন্ত্রী ছিল না,  আপনি ছিলেন', পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি সূর্যকান্তর। 'বাকিরা এবং আপনি সমান নয়, অন্যদের সঙ্গে তুলনা করার আগে আপনার লজ্জিত হওয়া উচিত', অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সহ অনেকেই জামিন পেয়েছেন, আমি কেন পাব না? সুপ্রিম কোর্টে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.