West Bengal News Live: বড় কোনও ছক কষছিল আনসারুল্লা বাংলা টিম ! জঙ্গিদের ঘাঁটির একেবারে ভিতরে পৌঁছল এবিপি আনন্দ
West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
ন্যাশনাল মেডিক্যালে ২ মাসেরও বেশি সময় ধরে বিকল C-Arm যন্ত্র! অর্থপেডিক বিভাগে অস্ত্রোপচারে বিলম্ব! স্বাস্থ্য ভবনকে জানানোর দাবি হাসপাতালের।
মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও ২। ধৃত ২ জনের নাম অভিজিৎ ঘোষ ও অমিত রজক। ধৃত অভিজিৎ ইংরেজবাজার থানা এলাকার বাসিন্দা। অপর ধৃত অমিত রজক ঝলঝলিয়া রেলওয়ে কলোনির বাসিন্দা
শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তাল অন্ডালের উখড়া। ভুল ইনজেকশন দিয়ে শিশুটিকে মেরে ফেলার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে মৃতের পরিবারের ধাক্কাধাক্কি বাধে। আহত হন অন্ডাল থানার ওসি।
নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee ) বিরুদ্ধে চার্জশিটে অনুমোদন পেল সিবিআই (CBI)। এই মামলায় রাজ্যপালের অনুমোদন পেল সিবিআই। অনুমোদন পাওয়ার পর তার কপি আদালতে জমা দিল সিবিআই।পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ মামলায় চার্জ গঠনের দিকে এগোল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ঢল। নদিয়া, স্বরূপনগর সীমান্তে ৫জন গ্রেফতার। ভিসার মেয়াদ শেষেও এদেশে, দিল্লির গেস্ট হাউস থেকে ৫জন পাকড়াও।
শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তাল অন্ডালের উখড়া। ভুল ইনজেকশন দিয়ে শিশুটিকে মেরে ফেলার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে মৃতের পরিবারের ধাক্কাধাক্কি বাধে। আহত হন অন্ডাল থানার ওসি।
মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়। বোলারো পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে, উল্টে গেল পর্যটকবাহি বাস। আহত অন্তত ১৫ জন পর্যটক। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ইন্দপুরের বাগডিহা এলাকায়।
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সর্ষের মধ্যেই ছিল ভূত! গ্রেফতার পুলিশের প্রাক্তন SI. ধৃত ব্যক্তি পুলিশের পাসপোর্ট সেকশনে কাজ করতেন
এক বছর আগে অবসর নিয়েছেন আব্দুল হাই। গতকাল উত্তর ২৪ পরগনা জুড়ে তল্লাশি চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সেই তল্লাশিতে ধরা পড়ে আব্দুল হাই।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছিলেন। অভিযোগ সেই কারণেই হুগলি থেকে দার্জিলিংয়ের প্রত্যন্ত এলাকায় বদলি করে দেওয়া হয়েছিল ধনেখালির চাইল্ড ডেভেলপমেন্ট অফিসের গ্রুপ ডি কর্মী সুবীর সাহাকে। আজ বদলির সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা SAT। এই নির্দেশকে নিজেদের সাময়িক জয় বলেই দেখছেন সংগ্রামী যৌথ মঞ্চ।
তৃণমূল নেতা দুলাল-খুনের নেপথ্যে কে? রহস্যের মধ্যেই রোহন নামে একজনের খোঁজে পুলিশ। ১০ লক্ষ টাকা সুপারি দেওয়ার দাবি কৃষ্ণেন্দুর।
পশ্চিমবঙ্গ থেকে মাত্র একান্ন কিলোমিটার দূরে, অসমের কোকরাঝাড়ে ঘাঁটি গেড়ে, বড়সড় কোনও ছক কষছিল আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিরা। নদীর চরকে কাজে লাগিয়ে, তৈরি হয়েছিল জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রথম, জঙ্গিদের সেই ঘাঁটির একেবারে ভিতরে পৌঁছল এবিপি আনন্দ। এখনও সেখানে রয়েছে বাঁশের কাঠামো, ত্রিপলের আচ্ছাদন। যেখানে আগ্নেয়াস্ত্র চালানো, IED-র ব্যবহার শেখানো হত বলে গোয়েন্দাদের অনুমান।
আর জি করকাণ্ডে প্রতিবাদে সামিল হওয়ায় দার্জিলিংয়ে গ্রুপ ডি কর্মীকে বদলির অভিযোগ। বদলির নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ স্যাটের। সাময়িক জয়, মানছে সংগ্রামী যৌথ মঞ্চ।
যোগ্য ও অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে তুলে ধরুক রাজ্য সরকার। এই দাবিতে টানা ৮দিন ধরে ধর্নার পর, মাথা কামিয়ে প্রতিবাদ করলেন চাকরিপ্রাপক। সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল শুরু হলেও, বিকাশ ভবনের আগেই ২০১৬-র এসএলএসটি প্যানেলভুক্তদের থামিয়ে দেয় পুলিশ। পরে স্মারকলিপি জমা দেয় আন্দোলনকারীদের প্রতিনিধিদল।
ইতালিতে থাকাকালীন বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ। মনোজ-সমরেশের সঙ্গে আলাপের পরেই এজেন্ট হিসেবে সক্রিয়। পাসপোর্ট জালিয়াতিতে দাবি পুলিশ সূত্রে।
মুর্শিদাবাদে ছোটখাটো স্য়াটেলাইট স্টেশন তৈরি থেকে, বহরমপুরের জেল ভেঙে জঙ্গি ছিনতাই। গোয়েন্দা সূত্রের দাবি, এরকম মারাত্মক সব ছক ছিল গ্রেফতার হওয়া আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিদের। ধৃত ABT জঙ্গি নুর ইসলাম মণ্ডল ট্রেনিং-ও নিয়েছিল কুখ্য়াত শিমুলিয়া মাদ্রাসায়। জঙ্গিদের এই খাগড়াগড়-কানেকশন এক কথায় গোয়েন্দাদের চমকে দিয়েছে।
মালদায় গুলিতে ঝাঁঝরা নেতা, মুর্শিদাবাদ থেকে বীরভূমে ভয়ে কাঁপছে তৃণমূল নেতারা। নওদায় বাড়ির সামনে বুলেট-অস্ত্রের সঙ্গে নেতার ছবি দিয়ে পোস্টার।
আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চায় CBI। বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে সওয়াল কোর্টে ফাইনাল ক্লোজিং সাবমিশন
বাংলার দোরগোড়ায় সন্ত্রাসের কারখানা! আইইডি তৈরি থেকে প্রশিক্ষণ। আলিপুরদুয়ার থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প!
বেপরোয়া বাসের ধাক্কা, অল্পের জন্য সৌরভ কন্যা সানার রক্ষা। বেহালা চৌরাস্তায় চালকের দিকে রায়চকগামী বাসের ধাক্কা। ধাওয়া করে ঠাকুরপুকুরের কাছে পাকড়াও।
'দলে অসৎ মানুষ আছে, তাদের থেকে সতর্ক থাকতে হবে' , তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেন ফিরহাদ হাকিম, পাল্টা হুমায়ুন কবীর। 'ফিরহাদ হাকিম যে উপদেশ দিচ্ছেন, তা নিজেরা আগে করে দেখান। নতুন প্রজন্মের লোকেরা ওনাদের দেখেই তো শিখবে, সেই পথ অনুসরণ করবে। ফিরহাদ হাকিম দেরিতে হলেও মহানুভবতা দেখাচ্ছেন', ফিরহাদ হাকিমকে পাল্টা আক্রমণ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর
বেপরোয়া গতিতে বিজেপি সাংসদের গাড়ি, প্রতিবাদ করায় গালিগালাজের অভিযোগ বাবুলের। পাল্টা মত্ত অবস্থায় হামলার অভিযোগ অভিজিতের।
প্রেক্ষাপট
কলকাতা: দ্বিতীয় হুগলি সেতুতে বেনজির সংঘাতে মন্ত্রী-বিজেপি সাংসদ। কটূক্তির পাল্টা হামলার অভিযোগ বাবুল-অভিজিতের। বাংলার দোরগোড়ায় সন্ত্রাসের কারখানা! আইইডি তৈরি থেকে প্রশিক্ষণ। আলিপুরদুয়ার থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প! বাংলাদেশি অনুপ্রবেশের জন্য মমতার নিশানায় বিএসএফ। মালদায় গুলিতে ঝাঁঝরা নেতা, মুর্শিদাবাদ থেকে বীরভূমে ভয়ে কাঁপছে তৃণমূল নেতারা। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চায় CBI।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -