West Bengal News LIVE: 'শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে দোল খেলায় কোনও নিষেধাজ্ঞা নেই'
West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
জেলায় জেলায় আক্রান্ত পুলিশ। বাঁকুড়ার সোনামুখীর পর এবার মুর্শিদাবাদের রানিতলায় আক্রান্ত পুলিশ। পুলিশের ওপর আক্রমণে গ্রেফতার ২, মাটি চুরির অভিযোগ গ্রেফতার আরও ৩।
এরকম অসভ্য ভাষা বললে মার খেয়ে যাবে। গণতন্ত্রের শক্তি বেশি নাকি শুভেন্দুর শক্তি বেশি। দেখে নেব। শুভেন্দুকে পালটা আক্রমণ বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরির।
মঙ্গলবার পদত্যাগের ইচ্ছা, বুধবার সকালে অবস্থান বদল, বিকেলে মহকুমাশাসকের কাছে ইস্তফাপত্র পাঠালেন মলয় রায়। ইস্তফাপত্র পাঠানোর পরেই ফের 'খেলা শুরু' মন্তব্য। 'কালকে বলেছিলাম খেলা শুরু হয়েছে, এখন অনেক খেলোয়াড় জার্সি পরতে পারছে না। সামনের সপ্তাহে মাঠে প্রকাশ্য খেলা চলে আসবে', ইস্তফা দেওয়ার পর ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল নেতা পানিহাটির পুরসভার পদত্যাগী চেয়ারম্যানের।
'শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে দোল খেলায় কোনও নিষেধাজ্ঞা নেই', শান্তিনিকেতনের পরিবেশ বাঁচিয়ে রং খেলা যাবে, জানিয়ে দিল বীরভূম জেলা পুলিশ। 'বসন্ত উৎসব ও হোলি উদযাপন সম্পর্কে কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। আমরা সকলকে ভুল তথ্য এড়িয়ে চলার অনুরোধ করছি। সঠিক আপডেটের জন্য শুধুমাত্র বিশ্বাসযোগ্য সূত্রের উপর নির্ভর করার আহ্বান জানাচ্ছি', ফেসবুকে পোস্ট বীরভূম জেলা পুলিশের।
বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের ওয়াক আউট। হুমায়ুন কবীর ও সিদ্দিকুল্লা চৌধুরীর বিরোধী দলনেতা সম্পর্কে মন্তব্য প্রত্যাহারের দাবি। প্রত্যাহারের দাবি তোলেন শঙ্কর ঘোষ।
জেলায় জেলায় আক্রান্ত পুলিশ। বাঁকুড়ার সোনামুখীর পর এবার মুর্শিদাবাদের রানিতলায় আক্রান্ত পুলিশ। পুলিশের ওপর আক্রমণে গ্রেফতার ২, মাটি চুরির অভিযোগ গ্রেফতার আরও ৩।
'চ্যাংদোলা' VS 'ঠুসে দেব', তৃণমূল-বিজেপির 'ধর্মযুদ্ধে' সরগরম রাজনীতি। হুমায়ুন কবীরকে শোকজ বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির। বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে ভরতপুরের তৃণমূল বিধায়ককে শোকজ। ২৪ ঘণ্টার মধ্যে হুমায়ুন কবীরের জবাব তলব।
পানিহাটির চেয়ারম্যান মলয় রায়ের পদত্যাগ নিয়ে সরব অধীর চৌধুরী, 'রাতে ধমকি খেয়ে পদত্যাগ করেছে, বয়স হয়েছে লড়বে কী করে'
'চ্যাংদোলা' VS 'ঠুসে দেব', তৃণমূল-বিজেপির 'ধর্মযুদ্ধে' সরগরম রাজনীতি। তৃণমূলের মুসলিম বিধায়কদের শুভেন্দুর চাংদোলা মন্তব্যে বিধানসভায় তোলপাড়। বিজেপির ওয়াকআউট, আক্রমণে মুখ্যমন্ত্রী।
একুশের নন্দীগ্রামের পর এবার কি ছাব্বিশের ভোটে ভবানীপুরে মমতা বনাম শুভেন্দুর লড়াই?
প্রেক্ষাপট
কলকাতা: 'চ্যাংদোলা' VS 'ঠুসে দেব', তৃণমূল-বিজেপির 'ধর্মযুদ্ধে' সরগরম রাজনীতি। তৃণমূলের মুসলিম বিধায়কদের শুভেন্দুর চাংদোলা মন্তব্যে বিধানসভায় তোলপাড়। বিজেপির ওয়াকআউট, আক্রমণে মুখ্যমন্ত্রী। ২৬-এর ভোটে কি ভবানীপুরে মমতা বনাম শুভেন্দুর লড়াই? বেআইনি বালি ও মাটি পাচার রুখতে গিয়ে জেলায় জেলায় আক্রান্ত পুলিশ। কোথায় গেল পুলিশকে ভয়? প্রশ্ন প্রাক্তন পুলিশকর্তাদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -