WB News Live Updates: চন্দ্রকোণায় মাও নেতা আকাশের বাড়িতে গিয়ে পোস্টার ঝাড়খণ্ড পুলিশের

West Bengal News Live Updates: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বিধানসভা ভবনে বি আর অম্বেডকরকে শ্রদ্ধা জানাতে গিয়ে রাজ্যের কড়া সমালোচনা রাজ্যপাল জগদীপ ধনকড়ের।

abp ananda Last Updated: 26 Jan 2022 12:05 AM
WB News Live Updates: স্কুল খোলার অনুরোধ জানিয়ে গলায় প্ল্যাকার্ড হাতে বিয়ের পিঁড়িতে স্কুল শিক্ষক

মুখে মাস্ক, গলায় বরমালা, সঙ্গে স্কুল খোলার অনুরোধ জানিয়ে গলায় প্ল্যাকার্ড হাতে বিয়ের পিঁড়িতে স্কুল শিক্ষক। স্কুল খোলার দাবিতে আলিপুরদুয়ারের কুমারপাড়া মথুরা বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসীম দাসের অভিনব প্রতিবাদ এখন শিক্ষা মহলে চর্চার বিষয়। প্ল্যাকার্ডে তাঁর আর্জি, "করোনা বিধি মেনে আমরা বিয়ে করতে পারলে, অনুরোধ স্কুলগুলোও খোলা হোক।"

West Bengal News Live Updates: চন্দ্রকোণায় মাও নেতা আকাশ ওরফে অসীম মণ্ডলের বাড়িতে গিয়ে পোস্টার ঝাড়খণ্ড পুলিশের

মাও নেতা আকাশের খোঁজে হুলিয়া জারি করল ঝাড়খণ্ড পুলিশ। খোঁজ দিতে পারলে ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা। এদিন চন্দ্রকোণায় মাও নেতা আকাশ ওরফে অসীম মণ্ডলের বাড়িতে গিয়ে পোস্টার লাগিয়ে দিয়ে আসে ঝাড়খণ্ড পুলিশ। ঝাড়খণ্ডের সঙ্গে এরাজ্যেও একাধিক মামলায় অভিযুক্ত মাও নেতা আকাশ ওরফে অসীম মণ্ডল।

WB News Live Updates: বেপরোয়া গাড়ি, কেন্দ্রের পথেই জরিমানা বাড়াল রাজ্য

বেপরোয়া গাড়ি, কেন্দ্রের পথেই জরিমানা বাড়াল রাজ্য। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৫ হাজার টাকা জরিমানা। বেশি গতিতে গাড়ি চালালে ১ হাজার টাকা জরিমানা। বেপরোয়া গতিতে গাড়ি চালালে ৫ হাজার টাকা জরিমানা। সিট বেল্ট না পরলে ১ হাজার টাকা জরিমানা। হেলমেট না পরলে ১ হাজার টাকা জরিমানা। সাইলেন্স জোনে হর্ন বাজালে ১ হাজার টাকা জরিমানা। নম্বর ছাড়া গাড়ি চালালে ৫ হাজার টাকা জরিমানা। বৈধ পারমিট ছাড়া গাড়ি চালালে ১০ হাজার টাকা জরিমানা

West Bengal News Live Updates: পদ্মশ্রী ‘প্রত্যাখ্যান’ পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়েরও

পদ্মশ্রী ‘প্রত্যাখ্যান’ করছেন পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়। ‘প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে ফোন আসে, গ্রহণ করছি না’। পদ্মশ্রী ‘প্রত্যাখ্যান’ নিয়ে এবিপি আনন্দকে জানালেন শিল্পী।

WB News Live Updates: পদ্মভূষণ' প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য

'পদ্মভূষণ' প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পদ্মভূষণ প্রত্যাখ্যানের কথা জানান তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য।

West Bengal News Live Updates: আসামিদের হাতে মাদক সরবরাহের চেষ্টার অভিযোগ, হাওড়ায় অভিযুক্তকে রাস্তায় ফেলে বেধড়ক মার পুলিশের

প্রিজন ভ্যানের কাছে এসে আসামিদের হাতে মাদক সরবরাহ করার চেষ্টার অভিযোগ। হাওড়ায় অভিযুক্ত যুবককে ধরে রাস্তায় ফেলে বেধড়ক মার পুলিশের। কিল, চড়, লাথি মারতে মারতে তাঁকে কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয়।

WB News Live Updates: প্রজাতন্ত্র দিবসের আগে মেদিনীপুরে বোমাতঙ্ক

প্রজাতন্ত্র দিবসের আগে মেদিনীপুরে বোমাতঙ্ক। মেদিনীপুর বাসস্ট্যান্ডে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক। পুলিশ কুকুর নিয়ে এলাকায় তল্লাশি, ডাকা হল বম্ব স্কোয়াড।

West Bengal News Live Updates: ডোমকলে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম ২ শিশু

মুর্শিদাবাদের ডোমকলে বোমা ফেটে জখম ২ শিশু। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম ২ শিশু। ঘটনাস্থল থেকে উদ্ধার ২টি বোমা। কীভাবে এল বোমা? খতিয়ে দেখছে পুলিশ

WB News Live Updates: পদ্মশ্রী প্রত্যাখ্যান গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের

পদ্মশ্রী প্রত্যাখ্যান করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। মোদি সরকারের সম্মান প্রত্যাখ্যান করলেন সঙ্গীত শিল্পী। ‘আগে থেকে না জানিয়ে পুরস্কার ঘোষণা করাটা অসম্মানের’, পদ্মশ্রী প্রত্যাখ্যান নিয়ে প্রতিক্রিয়া সন্ধ্যা মুখোপাধ্যায়ের মেয়ের।

West Bengal News Live Updates: ১ ফেব্রুয়ারি থেকে ফের শুরু হচ্ছে ‘পাড়ায় সমাধান’

১ ফেব্রুয়ারি থেকে ফের শুরু হচ্ছে ‘পাড়ায় সমাধান’। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’। জানুয়ারি থেকে পিছিয়ে ফেব্রুয়ারিতে ‘পাড়ায় সমাধান’। মার্চের মধ্যে আবেদন খতিয়ে পদক্ষেপ নিতে নির্দেশ

WB News Live Updates: রাজ্যে করোনায় টানা ১১দিন তিরিশের উপরেই মৃত্যু

রাজ্যে টানা ১১দিন করোনায় তিরিশের উপরেই মৃত্যু। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ৩৬জনের মৃত্যু। রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা কমে ৪ হাজার ৪৯৪জন। রাজ্যে করোনায় দৈনিক মৃত্যুতে শীর্ষে দঃ ২৪ পরগনা। দঃ ২৪ পরগনায় একদিনে ৯জনের মৃত্যু. ৪২৩জন সংক্রমিত।

West Bengal News Live Updates: রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা শুধু সংবিধান বিরোধীই নয়, সাংবিধানিক রীতিরও পরিপন্থী; ট্যুইট বিশ্বজিত্‍ দেবের

রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা শুধু সংবিধান বিরোধীই নয়, সাংবিধানিক রীতিরও পরিপন্থী। ট্যুইট করে আক্রমণ শানালেন তৃণমূলের মুখপাত্র বিশ্বজিত্‍ দেব।

WB News Live Updates: খড়দায় ‘আক্রান্ত’ তৃণমূল বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী

খড়দায় ‘আক্রান্ত’ তৃণমূল বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী। খড়দায় পার্কের উদ্বোধনে রাজ চক্রবর্তীর উপর হামলার অভিযোগ। টিটাগড়ের পুর প্রশাসক ও রাজের নিরাপত্তারক্ষীদের উপরেও হামলার অভিযোগ উঠেছে।

West Bengal News Live Updates: ভেঙে ফেলা হল রাজ্য সরকারের অধীনে থাকা DPL-এর বিশালাকার কোল গ্যাস চেম্বার, শুরু রাজনৈতিক তরজা

দেখতে দেখতে একটা অধ্যায়ের অবসান। DPL-এর কোকওভেন ইউনিট বন্ধ হয়েছিল আগেই। এবার ভেঙে ফেলা হল রাজ্য সরকারের অধীনে থাকা এই সংস্থার বিশালাকার কোল গ্যাস চেম্বার। আর এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

WB News Live Updates: গল‍্‍ফ গার্ডেনে অভিভাবকদের নিয়ে শুরু হল পাড়ায় শিক্ষালয়ের প্রস্তুতি

৭ ফেব্রুয়ারি থেকে রাজ্যে পাড়ায় শিক্ষালয়। প্রকল্পের মহড়াতেই উঠল স্কুল খোলার দাবি। গল‍্‍ফ গার্ডেনে অভিভাবকদের নিয়ে শুরু হল পাড়ায় শিক্ষালয়ের প্রস্তুতি। সিংহভাগ অভিভাবকরাই সরব হলেন স্কুল খোলার দাবিতে

West Bengal News Live Updates: আনন্দপুরের কাছে হোসেনপুরে খাটাল নিয়ে স্থানীয়দের ক্ষোভ

শহরের মাঝেই খাটাল, দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। আনন্দপুরের কাছে হোসেনপুরে খাটাল নিয়ে স্থানীয়দের ক্ষোভ। ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছে অভিযোগ। অবিলম্বে খাটাল সরানোর আবেদন জানিয়ে ডেপুটেশন

WB News Live Updates: আসানসোল রেল স্টেশনের কারশেডে বিধ্বংসী আগুন

আসানসোল রেল স্টেশনের কারশেডে বিধ্বংসী আগুন। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

West Bengal News Live Updates: রঘুনাথগঞ্জে প্রাক্তন মন্ত্রীর কনভয়ে মিনিডরের ধাক্কা, আহত ৩ পুলিশকর্মী

স্টেশনে বিস্ফোরণের পর কনভয় দুর্ঘটনার কবলে জাকির হোসেন। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে প্রাক্তন মন্ত্রীর কনভয়ে মিনিডরের ধাক্কা। মিনিডরের ধাক্কায় আহত ৩ পুলিশকর্মী
কীভাবে কনভয়ে ঢুকল অন্য গাড়ি? তদন্তে পুলিশ।

WB News Live Updates: চিকিত্‍সক-অধ্যাপকদের বড় অংশের ইস্তফা, ব্যাহত পরিষেবা; শোকজ-নির্দেশ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার

চিকিত্‍সক-অধ্যাপকদের বড় অংশের ইস্তফা, ব্যাহত পরিষেবা। রাজ্যের বিভিন্ন হাসপাতালে ব্যাহত পরিষেবা। স্বাস্থ্য দফতরে ইস্তফাপত্র জমা দিয়েই কাজে আসা বন্ধ। কাজে আসা বন্ধ চিকিত্‍সক-অধ্যাপকদের বড় অংশের। ব্যাহত হচ্ছে বিভিন্ন হাসপাতালের পরিষেবা। ‘কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই কাজে আসছেন না’। ‘যাঁরা না জানিয়ে কাজে আসছেন না, তাঁদের অবিলম্বে শোকজ’। হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার

West Bengal News Live Updates: ৭ মার্চ বালিগঞ্জ-আসানসোলে ভোট করাতে চায় নির্বাচন কমিশন

৭ মার্চ বালিগঞ্জ-আসানসোলে ভোট করাতে চায় নির্বাচন কমিশন। সরস্বতী পুজোর পরেই ২টি কেন্দ্রে উপনির্বাচনের বিজ্ঞপ্তির সম্ভাবনা। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। বাবুল সুপ্রিয়র ইস্তফার পরে আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। উত্তরপ্রদেশে শেষ দফার ভোটের সঙ্গেই বাংলায় জোড়া উপনির্বাচনের সম্ভাবনা।

WB News Live Updates: কয়লাকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে ফের ইডির নোটিস

কয়লাকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে ফের ইডির নোটিস। কয়লাকাণ্ডে দিল্লির সদর দফতরে আইনমন্ত্রীকে তলব । ২ ফেব্রুয়ারি দিল্লিতে মলয় ঘটককে হাজিরার নোটিস। ‘জিজ্ঞাসাবাদে পাওয়া বয়ানের সঙ্গে অন্যদের বয়ানে অসঙ্গতি’। তাই ফের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব, খবর ইডি সূত্রে।

West Bengal News Live Updates: ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ করল রাজ্যের গঠিত বিশেষ তদন্তকারী দল

ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ করল রাজ্যের গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট।  মুখবন্ধ খামে পেশ করা হয়েছে রিপোর্ট। আদালত সূত্রে খবর, রিপোর্টে সিট জানিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ কমিটির কাছ থেকে পাওয়া ৬৮৯টি মামলার মধ্যে ৪০টি মামলা সিবিআইকে হস্তান্তর করা হয়েছে।  ৫৮৫টি মামলায় চার্জশিট পেশ করেছে সিট।  ৬৪টি মামলা ক্লোজ করা হয়েছে।  সিবিআইয়ের ফেরত পাঠানো ২টি মামলার তদন্ত চলছে।

WB News Live Updates: দুর্ঘটনায় প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের কনভয়

মুর্শিদাবাদে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের কনভয়। রঘুনাথগঞ্জের ওমরপুরের কাছে কনভয়ের গাড়িতে মিনিডোরের ধাক্কা। মিনিডোরের ধাক্কায় আহত ৩ পুলিশকর্মী। কীভাবে কনভয়ে ঢুকল অন্য গাড়ি? তদন্তে পুলিশ।

West Bengal News Live Updates: মিছিল ঘিরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা

স্কুল-কলেজ খোলার দাবিতে বাম ছাত্র সংগঠনের মিছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পাল্টা কর্মসূচি টিএমসিপি-র। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বাম ছাত্র সংগঠনের মিছিল পৌঁছতেই উত্তেজনা। বাম ও তৃণমূলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের বচসা, স্লোগান, পাল্টা স্লোগান। 

WB News Live Updates: ঝাড়গ্রামের পুকুরিয়া এলাকায় দল ছুট দাঁতাল হাতির তাণ্ডব

ঝাড়গ্রামের পুকুরিয়া এলাকায় দল ছুট দাঁতাল হাতির তাণ্ডব, বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ। ঝাড়গ্রাম ব্লকের ঝাড়গ্রাম থেকে চন্দ্রী যাওয়ার রাস্তার মাঝে পুকুরিয়া এলাকায় গতকাল রাতে দলছুট একটি দাঁতাল হাতি তাণ্ডব চালায়। যার ফলে ঝাড়গ্রাম থেকে চন্দ্রী যাওয়ার রাস্তায় বেশ কিছুক্ষণ সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর দলছুট দাঁতাল হাতিটি বন বিভাগের পুকুরিয়া বিটের ইউনাইটেড ক্লাবের বিপরীতে থাকা ধান গোডাউনের সামনে থাকা ধান বস্তা টেনে ধান খেয়ে তাণ্ডব চালায়। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় ওই দল ছুট দাঁতাল হাতিটি ওই ক্লাবের পিছনে থাকা বাঁশ বাগানের ভেতরে চলে যায়। দলছুট দাঁতাল হাতিটির গতিবিধির উপর নজরদারি শুরু করা হচ্ছে বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

West Bengal News Live Updates: নেতাজিকে যোগ্য সম্মান দিয়েছে কেন্দ্র, বললেন রাজ্যপাল

‘নেতাজিকে যোগ্য সম্মান কেন্দ্রের। নেতাজির জন্মদিনে পরাক্রম দিবস ঘোষণা করা হয়েছে। দ্বীপের নাম নেতাজির নামে করেছে কেন্দ্রীয় সরকার। ২৬ জানুয়ারি দিল্লিতে একটি ট্যাবলোয় নেতাজিকে রাখা হয়েছে’, মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনকড়ের।

WB News Live Updates: পুলিশের হাতে কামড় দুষ্কৃতীর

সল্টলেক এএইচ ব্লকে বেপরোয়া লুঠের চেষ্টা দুষ্কৃতীদের। বাড়ির মালিক পুলিশ ডাকতেই গেট ভেঙে, পাইপ বেয়ে অন্য বাড়ির ছাদে ওঠার চেষ্টা। ধরতে গেলে পুলিশের হাতে কামড়। 

West Bengal News Live Updates: ডোমজুড়ে তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর, আগুন

লুকিয়ে জমি বিক্রির অভিযোগ। ডোমজুড়ে তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর, আগুন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, নামল RAF। গ্রেফতার অভিযুক্ত নেতা। 

WB News Live Updates: ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় আদালতে রিপোর্ট পেশ

ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় আদালতে রিপোর্ট পেশ রাজ্যের গঠিত সিট-এর। মুখবন্ধ খামে রিপোর্ট পেশ। ‘মানবাধিকার কমিশনের বিশেষ কমিটির কাছ থেকে এসেছে ৬৮৯টি মামলা। তার মধ্যে ৪০টি মামলা দেওয়া হয়েছে সিবিআই-কে। ৫৮৫টি মামলায় চার্জশিট পেশ করেছে সিট। সিবিআই-এর ফেরত পাঠানো দুটি মামলার তদন্ত চলছে। চার্জশিট পেশ হলেও বহু অভিযুক্ত এখনও ফেরার। তাদের গ্রেফতার করা সম্ভব হলে, আরও তথ্য পাওয়া যাবে’, রিপোর্টে জানিয়েছে সিট, খবর সূত্রের। ২৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

West Bengal News Live Updates: বিধানসভার স্পিকারকে আক্রমণ রাজ্যপালের

‘স্পিকার রাজ্যপালকে ব্ল্যাকআউট করেছেন। রাজভবনে কোনও ফাইল আটকে নেই। রাজ্যপালের নামে মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে। যে ভাষায় রাজ্যপালকে চিঠি লেখা হয়, তা অত্যন্ত লজ্জার’, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ রাজ্যপাল জগদীপ ধনকড়ের। 

WB News Live Updates: দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় নাকা চেকিং

কাল প্রজাতন্ত্র দিবস। নাশকতামূলক অপরাধ রুখতে ও নিরাপত্তার কারণে জোরদার নাকা চেকিং পুলিশের। দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় নাকা চেকিং শিবপুর থানার পুলিশের। কলকাতার দিক থেকে আসা যাওয়া সব ধরনের গাড়িতে চলছে তল্লাশি। যদিও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

West Bengal News Live Updates: বাংলায় গণতন্ত্র বিপদের মুখে, আক্রমণ রাজ্যপালের

বাংলায় গণতন্ত্র বিপদের মুখে। রাজ্যে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। বাংলায় আইনের শাসন নেই। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বিধানসভা ভবনে বি আর অম্বেডকরকে শ্রদ্ধা জানাতে গিয়ে রাজ্যের কড়া সমালোচনা রাজ্যপাল জগদীপ ধনকড়ের।

WB News Live Updates: বাগুইআটিতে দুর্ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক টিম

বাগুইআটির এক হোটেলে বিয়েবাড়ির অনুষ্ঠান চলাকালীন ফায়ার প্যানেল ভেঙে পড়ে মৃত্যুর ঘটনায় আজ তদন্তে ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক টিম। কীভাবে ওই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখবে তারা।  বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পাশের দেওয়ালে ফাটল ধরেছে।  ঘটনায় একজনের মৃত্যু হয়, আহত হয়েছেন ২ জন। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল সন্ধে সাড়ে সাতটা নাগাদ একটি হোটেলের ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠান মঞ্চের কাছে নিরাপত্তারক্ষীদের ঘরে বিকট শব্দ হয়।  রক্ষীদের ঘরে ফায়ার প্যানেল ভেঙে পড়ে। কী থেকে বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় বিয়েবাড়ি। ওই হোটেলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। 

West Bengal News Live Updates: বকখালির সমুদ্র সৈকতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আজ সকালে দক্ষিণ ২৪ পরগনার বকখালির সমুদ্র সৈকতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয় বাসিন্দারা সৈকতে মৃতদেহটি পড়ে থাকতে দেখে খবর দেন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। কী কারণে মৃত্যু তা স্পষ্ট নয়। প্রাথমিকভাবে দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। 

WB News Live Updates: উত্তর ২৪ পরগনার গুমা স্টেশনের কাছে রেল লাইন বসে যাওয়ায় বিপত্তি

উত্তর ২৪ পরগনার গুমা স্টেশনের কাছে রেল লাইন বসে যাওয়ায় বিপত্তি। গতকাল রাতে মালগাড়ি যাওয়ার পর দেখা যায়, স্টেশনের কাছে বেশ কিছুটা জায়গায় রেল লাইন বসে গেছে। এর জেরে ওই জায়গা দিয়ে আজ সকাল থেকে ধীর গতিতে ট্রেন পাস করানো হয়। রেল সূত্রে খবর, দ্রুত লাইন মেরামতির কাজ শুরু হয়েছে।    

West Bengal News Live Updates: বৈদ্যবাটিতে বাসিন্দাদের আপত্তি না শুনে বাড়ি ভাঙার অভিযোগ

হুগলির বৈদ্যবাটিতে বাসিন্দাদের আপত্তি না শুনে বাড়ি ভাঙার কাজ শুরু করার অভিযোগ প্রোমোটারের দলবলের বিরুদ্ধে। আজ সকালে এই ঘটনা ঘটেছে বৈদ্যবাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। ওই বাড়ির বাসিন্দাদের অভিযোগ, তাঁদের সঙ্গে অভিযুক্ত প্রোমোটারের চুক্তি থাকলেও, তিনি এখনও চুক্তিমতো টাকাপয়সা দেননি। তার মধ্যেই এদিন প্রোমোটারের লোকজন এসে বাড়ি ভাঙতে শুরু করে। বাসিন্দারা পুরসভাকে অভিযোগ জানালে, পুর কর্মীরা এসে বাড়ি ভাঙার কাজ বন্ধ করে দেন। পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সুবীর ঘোষ জানান, লিখিত অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত প্রোমোটারের প্রতিক্রিয়া মেলেনি।  

WB News Live Updates: কাল প্রজাতন্ত্র দিবস, রেড রোডে বাড়তি নিরাপত্তা

কাল প্রজাতন্ত্র দিবস। রেড রোডে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, রেড রোডে থাকছে পাঁচটি ওয়াচ টাওয়ার। মোতায়েন থাকবেন এক হাজারেরও বেশি পুলিশকর্মী। এছাড়াও কাল শহরের গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি চালাবে পুলিশ।

West Bengal News Live Updates: দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে যুবকের রহস্যমৃত্যু

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে দোমুথা এলাকায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য। পরিবারের দাবি, রবিবার রাতে বাড়ি থেকে মোটরবাইক নিয়ে বেরোন ওই যুবক। তারপর আর তিনি ফিরে আসেননি। পরে বাড়ির বেশ কিছুটা দূরে বিএসএফ ক্যাম্পের কাছে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবার। ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা মৃত ঘোষণা করেন। পুরনো কোনও বিবাদের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। 

WB News Live Updates: মালদার সুজাপুরে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি

মালদার সুজাপুরে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি। গুলিবিদ্ধ ব্যক্তি মালদা মেডিক্যাল কলেজে ভর্তি। পুরনো বিবাদের জেরে গুলি, অনুমান পুলিশের। পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশের তল্লাশি। 

West Bengal News Live Updates: প্রধানমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতার

প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে রাজ্যের জেলাশাসকদের গরহাজিরা নিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘বৈঠকে রাজ্যের জেলাশাসকদের গরহাজিরা নিয়ে উদ্বেগ জানিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছি। যদিও ২২ জানুয়ারির ওই বৈঠকে দেশের ১৯০টি জেলার জেলাশাসকরা অংশ নিয়েছেন ।আর কতদিন রাজ্যের শাসকদল বঞ্চনার অভিযোগে কেন্দ্রের দিকে আঙুল তুলে মানুষকে ভুল বোঝাবে? প্রায় ৫০ বছর ধরে এই অবস্থা চলছে।’

WB News Live Updates: ফিরছে শীতের আমেজ

ফিরছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল থেকে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা। সপ্তাহের শেষের দিকে শীতের আমেজ টের পাওয়া যাবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সকালে অনেক জায়গাতেই ঘন কুয়াশা চোখে পড়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার, কোথাও তারও নিচে। জেলাতেও কুয়াশার দাপট। নদিয়ার বেশ কিছু জায়গায় সকালের দিকে কুয়াশার কারণে ধীর গতিতে যান চলাচল করে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়েওসকালের দিকে ছিল ঘন কুয়াশা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায়।  

West Bengal News Live Updates: আজ স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি

আজ স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি। সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটেয় আজ মঙ্গলারতি দিয়ে দিনের শুরু হয়। সকালে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। কোভিডের কারণে ভক্তদের প্রবেশ নিয়ন্ত্রিত। এছাড়াও দিনভর থাকবে বিভিন্ন অনুষ্ঠান। সেই অনুষ্ঠান ভক্তরা অনলাইনে দেখার সুযোগ পাবেন। বেলুড়মঠে আজ ভোর পৌনে ৫টায় স্বামীজির মন্দিরে মঙ্গলারতি হয়। এরপর স্বামীজির মন্দির, ঘর ও শ্রীরামকৃষ্ণের মন্দিরে সারাদিন ধরে চলবে বেদপাঠ, স্তবগান, সহ বিভিন্ন অনুষ্ঠান। তবে কোভিড পরিস্থিতির কারণে ভক্তদের প্রবেশাধকার নেই বেলুড়মঠে। 

WB News Live Updates: নিউটাউনে পর্ন ভিডিওর শ্যুটিংয়ের অভিযোগ

নিউটাউনে পর্ন ভিডিওর শ্যুটিংয়ের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে বেলঘরিয়া থানায়। অভিযোগ, ওয়েব সিরিজে অভিনয়ের নামে ভয় দেখিয়ে নিউটাউনের এক হোটেলে পর্ন ভিডিও শ্যুট করা হয়েছে এক যুবককে দিয়ে। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন শোভাবাজারের বাসিন্দা ওই যুবক। যেহেতু নিউটাউনে ওই ঘটনা ঘটেছে, তাই নিউটাউন থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছে পুলিশ, এমনটাই অভিযোগকারীর দাবি। যদিও ভিডিওর পরিচালকের দাবি, সবকিছু অভিনেতাদের জানিয়েই শ্যুটিং করা হয়েছে। গতকাল বেলঘরিয়া থানায় যান ভিডিওর পরিচালকও।  

West Bengal News Live Updates: বহুতল আবাসনগুলিতে করোনা সংক্রমণ মোকাবিলায় সচেতনতা বাড়াতে তৎপর কলকাতা পুরসভা

শহরের বহুতল আবাসনগুলিতে করোনা সংক্রমণ মোকাবিলায় সচেতনতা বাড়াতে কলকাতা পুরসভার তৎপরতা। গতকাল যাদবপুর থানার পুলিশ, স্থানীয় কাউন্সিলর ও বরো আধিকারিকদের নিয়ে সাউথ সিটি আবাসনে যান ১০ নম্বর বরোর চেয়ারপার্সন জুঁই বিশ্বাস। করোনা পরীক্ষা নিয়ে আবাসিকদের সতর্ক করা হয়।

WB News Live Updates: রাজ্যে ফের বাড়ল করোনায় দৈনিক মৃতের সংখ্যা

রাজ্যে ফের বাড়ল করোনায় দৈনিক মৃতের সংখ্যা। দৈনিক আক্রান্তের পাশাপাশি কমেছে কোভিড টেস্টের সংখ্যাও। এই অবস্থায় আশঙ্কার কথা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের মতে, ওমিক্রন করোনার শেষ ভ্যারিয়েন্ট হবে, এটা অনুমান করাও বিপজ্জনক।

West Bengal News Live Updates: ভোট ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা

ভোট ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, রামজীবনপুর ও ক্ষীরপাই পুরসভায় আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিএম। ৩ পুরসভার একাধিক ওয়ার্ডে কংগ্রেসের সঙ্গে সমঝোতার রাস্তা খুলে রেখেছে সিপিএম। যদিও, তৃণমূল ও বিজেপি দু’পক্ষই বাম-কংগ্রেসকে গুরুত্ব দিতে নারাজ।

WB News Live Updates: পুরভোটের আগে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক নিশীথ প্রামাণিক ও জন বার্লার

কোচবিহারে তৃণমূল নেতারা বিজেপির বিক্ষুব্ধদের বাড়িতে হাজির হওয়ার তিনদিনের মাথায় দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করলেন দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। নিশীথ প্রামাণিক ও জন বার্লার দাবি, পুরভোটে কোচবিহারে ভাল ফল করবে বিজেপি। তৃণমূলের কটাক্ষ, দলের কোন্দলে প্রার্থীই দিতে পারবে না গেরুয়া শিবির।

West Bengal News Live Updates: ইউনিয়নের দখল নিয়ে আলিপুর চিড়িয়াখানায় উত্তেজনা

ইউনিয়নের দখল নিয়ে আলিপুর চিড়িয়াখানায় উত্তেজনা। আরএসএস-এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘের থেকে ইউনিয়নের দখল নিল তৃণমূল। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।

WB News Live Updates: আইএএস-ক্যাডার রুল সংশোধন নিয়ে কেন্দ্রের প্রস্তাবের বিরুদ্ধে ফের সরব তৃণমূল

আইএএস-ক্যাডার রুল সংশোধন নিয়ে কেন্দ্রের প্রস্তাবের বিরুদ্ধে ফের সরব হল তৃণমূল। এই নিয়ে রাজ্যের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। আমলা বিতর্কে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এদিকে, কেন্দ্রের প্রস্তাবের বিরোধিতায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রীও।

West Bengal News Live Updates: ধুলিয়ানে দলের নেতা-কর্মীদের উদ্দেশে হুমকি দেওয়ার অভিযোগ টাউন তৃণমূল সভাপতির বিরুদ্ধে

মুর্শিদাবাদের ধুলিয়ানে দলের নেতা-কর্মীদের উদ্দেশে হুমকি দেওয়ার অভিযোগ টাউন তৃণমূল সভাপতির বিরুদ্ধে। ভাইরাল হয়েছে ভিডিও। যদিও তার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন শাসক নেতা। আর এ নিয়েই তৃণমূলকে বিঁধেছে বিজেপি।

WB News Live Updates: জল্পনা বাড়ালেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

চপ ভাজার পর এবার ফুল-মিষ্টি নিয়ে বাঁকুড়া পুরসভায় হাজির হলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। জল্পনা বাড়িয়ে প্রশাসকের কাজের প্রশংসা করলেন তিনি। যদিও বিধায়কের দাবি, এটি সৌজন্য সাক্ষাৎ। অন্যদিকে, তৃণমূল নেত্রী ও পুর প্রশাসকের দাবি, বিজেপি বিধায়ক তৃণমূলে আসার ইঙ্গিত দিচ্ছেন।

West Bengal News Live Updates: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে চাপ বাড়াচ্ছে মতুয়া সমাজ

বঙ্গ বিজেপিতে অস্থিরতার আবহেই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে চাপ বাড়াচ্ছে মতুয়া সমাজ। সূত্রের খবর, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করার প্রস্তুতি নিচ্ছে তারা। তৈরি হচ্ছে আন্দোলনের রূপরেখা। সিএএ নিয়ে মতুয়াদের ভুল বুঝিয়েছে বিজেপি! অভিযোগ তৃণমূলের। মতুয়াদের নিয়ে শুধুই রাজনীতি, অভিযোগ বাম-কংগ্রেসের।

WB News Live Updates: বিজেপি থেকে সাময়িক বরখাস্ত রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদার

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপি থেকে সাময়িক বরখাস্ত রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদার। শোকজের জবাবের অপেক্ষা না করেই পদক্ষেপ, ষড়যন্ত্র হয়েছে এটাই প্রমাণিত, প্রতিক্রিয়া রীতেশের। 

West Bengal News Live Updates: ডোমজুড়ের স্কুলে বেশি ফি নেওয়ার অভিযোগ

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ধার্য ভর্তি ফি-এর থেকে থেকে প্রায় তিন গুণ টাকা বেশি নেওয়া হচ্ছে। স্কুলের উন্নয়ন ও আংশিক সময়ের শিক্ষকদের বেতনের জন্য অভিভাবকদের থেকে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ। অথচ ভর্তির রসিদে তার উল্লেখ থাকছে না! এমন অভিযোগ ঘিরে তেতে উঠল হাওড়ার ডোমজুড়ের বেগড়ী হাইস্কুল চত্বর। 

WB News Live Updates: বাগুইআটিতে বিয়েবাড়ি চলাকালীন দুর্ঘটনা

বাগুইআটিতে বিয়েবাড়ি চলাকালীন দুর্ঘটনা। মৃত্যু হল একজনের, জখম দু’জন। প্রত্যক্ষদর্শীদের দাবি, আজ সন্ধে সাড়ে সাতটা নাগাদ ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠান মঞ্চের কাছে নিরাপত্তারক্ষীদের ঘরে বিকট শব্দে আতঙ্ক তৈরি হয়। পুলিশ সূত্রে খবর, রক্ষীদের ঘরে ফায়ার প্যানেল ভেঙে চাপা পড়েন কয়েকজন। মৃত্যু হয় একজনের। গুরুতর আহত হন দু’জন। তবে বিয়েবাড়ির কারও ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় বিয়েবাড়ি।

West Bengal News Live Updates: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ

প্রতিষ্ঠা দিবসে বিক্ষোভের জেরে গন্ডগোল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। স্নাতকোত্তরে আসন বাড়ানোর দাবিতে উপাচার্যের গাড়ির সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। সরাতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তিও হয়। উপাচার্য জানিয়েছেন, পড়ুয়াদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

প্রেক্ষাপট

কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সনৎ ঝা, কলকাতা ও শিলিগুড়ি: রাজ্যে গত প্রায় দু’বছর স্কুল বন্ধ। মাঝে দু’বার খুললেও, করোনার তৃতীয় ঢেউয়ের (Corona Third Wave) কারণে ফের বন্ধ হয়ে গেছে নবম থেকে দ্বাদশ শ্রেণির সশরীরে ক্লাস। এই প্রেক্ষাপটেই করোনার মধ্যে গতকাল থেকে মহারাষ্ট্রে (Maharashtra) খুলল স্কুল। কিন্তু, পশ্চিমবঙ্গে কবে স্কুল খুলবে?এখনও নির্দিষ্ট উত্তর নেই শিক্ষা দফতরের কাছে।


মহারাষ্ট্রে যেদিন ক্লাস ওয়ান থেকে স্কুল খুলল, তখন রাজ্য সরকার নির্দিষ্ট করে জানাতে পারল না, এরাজ্যে কবে স্কুল খুলবে। উল্টে, স্কুলের বাইরে প্রাথমিক পড়ুয়াদের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। তিনি জানিয়েছেন, ‘আবার স্কুল খুলব, আবার বন্ধ হচ্ছে। পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে স্কুল খুলতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরাও স্কুল খোলার পক্ষে। পুরো স্কুল ধাপে ধাপে খুলতে চাইছি। এটা মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।’


শিক্ষামন্ত্রী যখন বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করছেন, তার কিছুক্ষণ আগেই বিকাশ ভবনের অদূরে অবিলম্বে স্কুল-কলেজ খোলার দাবিতে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর আন্দোলন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে যাওয়ার আগে করুণাময়ী মোড়ের কাছে পুলিশ এসএফআই-এর কর্মী-সমর্থকদের আটকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ধস্তাধস্তি। রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা। এসএফআই-এর কয়েকজন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। পাঁজাকোলা করে বিক্ষোভকারীদের পুলিশের গাড়িতে তোলা হয়। ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে যান এসএফআই-এর কর্মী-সমর্থকরা।


স্কুল-কলেজ খোলার দাবিতে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।


এই অবস্থায় রাজ্যে স্কুল খোলার বিষয়ে এখনও সিদ্ধান্ত না হলেও, ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে প্রকল্প ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প। প্রশাসনিক উদ্যোগে প্রাক প্রাথমিক ও প্রাথমিকের পড়ুয়াদের পাড়ায় পাড়ায় খোলা আকাশের নিচে পড়াশোনা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সামিল করা হবে। পড়াবেন প্রাথমিক স্কুলের শিক্ষক, পার্শ্বশিক্ষক ও সহায়করা। রাজ্যের ৫০ হাজার ১৫৯টি স্কুল ও ১৫ হাজার ৫৯৯টি শিশুশিক্ষা কেন্দ্রের ৬০ লক্ষ ৫২ হাজার ৬৮২ পড়ুয়ারা এই প্রকল্পে সামিল হবে।


এদিকে, স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তের সমালোচনা করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তিনি বলেছেন, ‘রাজ্য সরকার তো স্কুল খুলতে পারত। গঙ্গাসাগর মেলা হচ্ছে, ২৫ ডিসেম্বর হয়েছে, নেতাজির জন্মদিনের অনুষ্ঠান হয়েছে। স্কুল খুলতো তো পারত। আমরা চিন্তায় রয়েছি। এরাজ্য শিক্ষায় পিছিয়ে যাচ্ছে। অন্য রাজ্য স্কুল খোলার দিকে এগিয়ে যাচ্ছে।’


সবমিলিয়ে স্কুল খোলার দাবি ঘিরে তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী চাপানউতোর।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.