WB News Live Updates: চন্দ্রকোণায় মাও নেতা আকাশের বাড়িতে গিয়ে পোস্টার ঝাড়খণ্ড পুলিশের

West Bengal News Live Updates: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বিধানসভা ভবনে বি আর অম্বেডকরকে শ্রদ্ধা জানাতে গিয়ে রাজ্যের কড়া সমালোচনা রাজ্যপাল জগদীপ ধনকড়ের।

abp ananda Last Updated: 26 Jan 2022 12:05 AM

প্রেক্ষাপট

কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সনৎ ঝা, কলকাতা ও শিলিগুড়ি: রাজ্যে গত প্রায় দু’বছর স্কুল বন্ধ। মাঝে দু’বার খুললেও, করোনার তৃতীয় ঢেউয়ের (Corona Third Wave) কারণে ফের বন্ধ হয়ে গেছে...More

WB News Live Updates: স্কুল খোলার অনুরোধ জানিয়ে গলায় প্ল্যাকার্ড হাতে বিয়ের পিঁড়িতে স্কুল শিক্ষক

মুখে মাস্ক, গলায় বরমালা, সঙ্গে স্কুল খোলার অনুরোধ জানিয়ে গলায় প্ল্যাকার্ড হাতে বিয়ের পিঁড়িতে স্কুল শিক্ষক। স্কুল খোলার দাবিতে আলিপুরদুয়ারের কুমারপাড়া মথুরা বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসীম দাসের অভিনব প্রতিবাদ এখন শিক্ষা মহলে চর্চার বিষয়। প্ল্যাকার্ডে তাঁর আর্জি, "করোনা বিধি মেনে আমরা বিয়ে করতে পারলে, অনুরোধ স্কুলগুলোও খোলা হোক।"