West Bengal News Live Updates: ১৩৭ নম্বর ওয়ার্ডে মেটিয়াবুরুজে বেআইনি বাড়ি ভাঙতে কাউন্সিলরেরই বাধা !
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন এক ক্লিকে।
বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে তৃণমূল কাউন্সিলরেরই রোষের মুখে পুর কর্মীরা ! ১৩৭ নম্বর ওয়ার্ডে মেটিয়াবুরুজে বেআইনি বাড়ি ভাঙতে কাউন্সিলরেরই বাধা ! পুরসভার ইঞ্জিনিয়াররা বেআইনি বাড়ি ভাঙতে গেলে কাউন্সিলরের 'বাধা'। লোকজন জুটিয়ে পুলিশের সামনে তৃণমূল কাউন্সিলর ওয়াসিম আনসারির হুমকি ! ভাইরাল ভিডিও দেখিয়ে ক্ষোভপ্রকাশ পুরসভার এমপ্লয়িজ ইউনিয়নের।
ফের অশান্তি, আতঙ্ক নিয়েই ভারত থেকে ফিরছেন বাংলাদেশিরা। চিকিৎসার জন্য ভারতে আসা বাংলাদেশিদের মধ্যেও আতঙ্ক
বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত, প্রতিবাদে এপার বাংলায় তীব্র প্রতিবাদ। কাকদ্বীপ, কৃষ্ণনগর, রানাঘাট--হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদ মিছিল
চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া না হলে ভিসা বন্ধের আর্জি শুভেন্দুর। সোমবার থেকে চেকপোস্টে বিক্ষোভের ডাক বিরোধী দলনেতার। বাংলাদেশগামী ট্রাক আটকানোর ডাক শুভেন্দু অধিকারীর। 'বাংলাদেশে তালিবান, আইএস-এর পদধ্বনি শোনা যাচ্ছে'। চিন্ময়কৃষ্ণকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রেফতার: শুভেন্দু।
ওপারে গ্রেফতার সন্ন্যাসী, এপারে প্রতিবাদ বিজেপির। শুভেন্দুর নেতৃত্বে বিজেপির বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতর অভিযান। রবীন্দ্র সদন থেকে বেক বাগান পর্যন্ত বিজেপি বিধায়কদের মিছিল। হাতে পোস্টার, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিজেপির মিছিল। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে পথে বিজেপি।
প্রেক্ষাপট
কলকাতা : ওপারে গ্রেফতার সন্ন্যাসী, এপারে প্রতিবাদ বিজেপির। শুভেন্দুর নেতৃত্বে বিজেপির বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতর অভিযান। রবীন্দ্র সদন থেকে বেক বাগান পর্যন্ত বিজেপি বিধায়কদের মিছিল। হাতে পোস্টার, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিজেপির মিছিল।
ইঁদুরে কেটে দিয়েছে বিদ্যুতের তার। তাই সকাল থেকে কাশীপুর মহাশ্মশানে সৎকারের কাজ বন্ধ। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে দুর্ঘটনা এড়াতে সিদ্ধান্ত। দুর্ঘটনার সম্ভাবনা এড়াতেই সন্ধে ৭টা পর্যন্ত কাশীপুর মহাশ্মশান বন্ধ রাখার সিদ্ধান্ত। প্রশ্নের মুখে শ্মশানের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা।
আবাস যোজনায় বঞ্চনার অভিযোগে কোচবিহারের তুফানগঞ্জে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা। প্রায় দেড়ঘণ্টা বন্ধ থাকল চিলাখানা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস। অভিযোগ, এই পঞ্চায়েতের ৮১ ও ৮২ নম্বর বুথের বাসিন্দারা আবাস যোজনায় ঘর পাননি। কেন বঞ্চিত করা হচ্ছে, এই প্রশ্ন তুলে আজ সকালে পঞ্চায়েত অফিসে তালা মেরে দেন গ্রামবাসীরা। প্রধানকে নিয়ে জয়েন্ট বিডিও হাজির হন পঞ্চায়েত অফিসে। প্রশাসনের আশ্বাসে পঞ্চায়েত অফিসের তালা খুলে দেন গ্রামবাসীরা।
পদ হারিয়ে এবার দলের উপর অভিমানী অরূপ চক্রবর্তী। খারাপ লাগা তো আছেই। কঠিন সময়ে দলকে ডিফেন্ড করেছি। কী কারণে মুখপাত্র পদ গেল, জানি না, জানলে ভাল হত। মমতার পর অভিষেক, এবার হুমায়ুনের সুর অরূপ চক্রবর্তীর।
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে বিজেপির প্রধানকে ৭ ঘণ্টা তালাবন্দি করে রাখলেন তৃণমূল নেতা, কর্মীরা। পঞ্চায়েত অফিসের বাইরে চলল অবস্থান-বিক্ষোভ। বিভিন্ন ইস্যু নিয়ে রায়দিঘি গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা দিতে যান তৃণমূল নেতা, কর্মীরা। বিজেপি প্রধানকে দোষারোপ করে পঞ্চায়েত অফিসের গেটে তালা লাগিয়ে দেন তাঁরা। দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত তালাবন্দি অবস্থায় ছিলেন প্রধান, কয়েকজন মহিলা পঞ্চায়েত সদস্যা ও পঞ্চায়েত অফিসের কর্মীরা। বিজেপি প্রধানের অভিযোগ, রায়দিঘি থানায় ফোন করেও পুলিশের সাহায্য মেলেনি। পরে জয়েন্ট বিডিও-র মধ্যস্থতায় প্রধান-সহ অন্যরা মুক্তি পান। প্রধান পঞ্চায়েতের কাজের হিসেব দিতে পারেননি বলেই আটকে রাখা হয়, সাফাই তৃণমূলের।
তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শো কজ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। শৃঙ্খলারক্ষা নিয়ে কড়া বার্তার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে আগের বক্তব্যে অনড় ছিলেন হুমায়ুন। ফিরহাদ কেন একাধিক পদে রয়েছে, গতকাল সে প্রশ্নও তুলেছিলেন হুমায়ুন। বিধানসভায় শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে শো কজের সিদ্ধান্ত, নোটিস পাঠানো হবে আজই। তিনদিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -