West Bengal News Live: গার্ডেনরিচকাণ্ডে ১১ জনের প্রাণহানি, তদন্ত কমিটি গড়ল কলকাতা পুরসভা
WB News Live Updates: এক জেলা থেকে আরেক জেলা, রাজ্যের গুরুত্বপূর্ণ সব খবরের লাইভ আপডেট।
পঞ্চায়েত ভোটে জেতার পর, বুথেই যান না পঞ্চায়েত সদস্যরা। ফলে বিধায়কদের কাজ কঠিন হয়ে যাচ্ছে। বাঁকুড়ার সারেঙ্গায় অরূপ চক্রবর্তীর সমর্থনে কর্মিসভায় গিয়ে দলীয় নেতৃত্বের একাংশকেই কাঠগড়ায় তুললেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি। মন্ত্রীর দাবি, নেতা হওয়ার জন্য অনেকেই ব্লক বা জেলা অফিসে পড়ে থাকছেন, অথচ এলাকায় যাচ্ছেন না। সেইসমস্ত নেতাদের এলাকায় গিয়ে জনসংযোগের পরামর্শ দেন মন্ত্রী। জ্যোৎস্না মাণ্ডির মন্তব্য নিয়ে বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর প্রতিক্রিয়া এখনও মেলেনি। পায়ের তলায় মাটি হারিয়ে এই উপলদ্ধি, কটাক্ষ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার।
গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ের পর নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। একের পর এক হেলে পড়া বাড়ি নজরে এসেছে। এমনই একটি বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে ফেলার জন্য এবার নোটিস পাঠাল পুরসভা। ২৮ মার্চ ওই অংশ ভেঙে ফেলা হবে বলে বাড়ির মালিককে জানানো হয়েছে। নোটিসে দেখা যাচ্ছে, পাহাড়পুর রোডের J474 নম্বর বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় ২০২৩-এর ৭ জুলাই। অথচ বাড়ির মালিক নোটিস হাতে পেয়েছেন চারদিন আগে, ১৯ মার্চ। প্রশ্ন উঠছে, অর্ডার থাকা সত্ত্বেও বিপজ্জনক অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিতে এত সময় লাগল কেন? বহুতল-বিপর্যয়ে ১১ জনের প্রাণহানির কারণেই কি এই তৎপরতা? বাড়ির মালিক জানিয়েছেন, হেলে পড়া বাড়ি লিফটিং করাতে চেয়ে পুরসভাকে চিঠি দেন। কিন্তু পাশের বাড়ির মালিকের সম্মতি না মেলায়, সেই কাজ সম্ভব হয়নি।
ক্রিকেটের ময়দান থেকে তৃণমূলে যোগ দিয়েই লোকসভার টিকিট পেয়েছেন ইউসুফ পাঠান। রাজনীতির আঙিনায় সড়গড় হয়ে ওঠার আগেই শুরু করেছেন প্রচার। আজ কান্দিতে কর্মিসভা করছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। তাঁর প্রতিপক্ষ পোড়-খাওয়া রাজনীতিবিদ কংগ্রেসের অধীর চৌধুরী।
গার্ডেনরিচকাণ্ডে ১১ জনের প্রাণহানি, তদন্ত কমিটি গড়ল কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে কমিটি গড়লেন পুর কমিশনার। গার্ডেনরিচে ভেঙে পড়া বহুতলের অনুমতি ছিল কিনা, খুঁজবে কমিটি। অনুমতি না থাকলে কীভাবে তৈরি হল বহুতল? কীভাবে বিদ্যুৎ সংযোগ দিল বিদ্যুৎ বণ্টন সংস্থা? যে জমির ওপর বাড়ি তৈরি হয়েছে তার প্রকৃতি বা চরিত্র কেমন? বাড়ি নির্মাণে কী ধরনের গুণমানের সামগ্রী ব্যবহার হয়েছিল? বাড়ির মালিক কে বা কারা? ১১ জনের মৃত্যুর পর খোঁজ করবে কলকাতা পুরসভার কমিটি। ৭ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ।
তমলুক লোকসভা কেন্দ্রে এবার সিপিএমের নতুন মুখ সায়ন বন্দ্যোপাধ্যায়। আদালতের আঙিনা থেকে সরাসরি ভোটের ময়দানে নেমেছেন আইনজীবী সায়ন। আজ কোলাঘাটের গোপালনগর বাজার থেকে মাছিনান বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পদযাত্রা করেন সিপিএম প্রার্থী। সঙ্গে ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি এবার দমদম থেকে লোকসভা ভোটে লড়ছেন। সায়নের সংসার-জীবনের সহযোদ্ধা তমশ্রীও পা মেলান আজকের মিছিলে।
লোকসভা ভোটের মুখে শহরে ফের CBI তৎপরতা। সূত্রের খবর, ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে মহুয়া মৈত্রর বিরুদ্ধে তদন্ত চলছে। সেই সূত্র ধরেই আলিপুরের একটি বহুতলের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে সিবিআই। আলিপুরের রত্নাবলী আবাসনের নিরাপত্তারক্ষীর দাবি, ফ্ল্যাটের মালিক ডি এল মৈত্র, মহুয়া মৈত্রর বাবা। ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগে সংসদ থেকে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকেই তাঁকে
ফের প্রার্থী করেছে তৃণমূল।
রাতে আমাকে দেখতে পাবেন টেলিভিশনের পর্দায়। আর দিনে সামনে থেকে দেখবেন। প্রচারে বেরিয়ে এভাবেই ভোট চাইছেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আজ জমি-আন্দোলনের আঁতুড়ঘর সিঙ্গুরের বে়ড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে হুডখোলা গাড়িতে চড়ে প্রচার শুরু করেন রচনা। সিদ্ধেশ্বরী কালীমন্দিরে পুজো দিয়ে আরতিও করেন। এরপর হরিমন্দিরে গিয়ে বাতাসা হরির লুঠ দেন। দলীয় কর্মীদের সঙ্গে একতা-ভোজের পর সরকারি প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে দেখা করবেন রচনা। বিকেলে সিঙ্গুরের আনন্দনগরে জনসভা করবেন হুগলির তৃণমূল প্রার্থী।
বাঁকুড়ার ইন্দাসে প্রচার করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। ভোট চাওয়ার পাশাপাশি, দোকানে বসে চপ ভাজতে দেখা গেল তাঁকে। গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগ সারলেন সুজাতা, করলেন কর্মিসভা। উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার পর ঢাকও বাজালেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।
তিনি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের চারবারের সাংসদ। পুরনো কেন্দ্র থেকেই এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতো এদিনও চণ্ডীতলা বিধানসভা এলাকার একটি চণ্ডী মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন প্রচার। সঙ্গে ছিলেন ঢাকিরা। কখনও হেঁটে, কখনও হুডখোলা গাড়িতে চড়ে এলাকায় ঘুরলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
দোলের দিন বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। আজ ও কাল দক্ষিণবঙ্গে আবহাওয়া শুকনো থাকলেও, আগামী সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। তবে আগামী কয়েকদিন ফের ঊর্ধ্বমুখী হবে পারদ।
৭১ ঘণ্টা পর শেষ হল মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে আয়কর-তল্লাশি। ১৫ দিনের মধ্যে নথি-সহ স্বরূপ বিশ্বাসকে আয়কর দফতরে তলব করা হয়েছে, জানিয়েছেন স্বরূপ বিশ্বাসের স্ত্রী ও তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস। এর আগে বুধবার সকালে স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে হানা দেন আয়কর আধিকারিকরা। ওই দিন ৮১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের অফিসেও চলে তল্লাশি। আজ ভোর পৌনে ৫টা নাগাদ স্বরূপের ফ্ল্যাট থেকে বেরিয়ে যান আয়কর আধিকারিকরা। টানা তিনদিনের এই আয়কর হানাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন স্বরূপ বিশ্বাস। অন্যদিকে জুঁই বিশ্বাসের দাবি, বিরোধী রাজনৈতিক দল করার কারণেই এজেন্সির এই তৎপরতা।
নিউটাউনে কারিগরি ভবনের পিছনে নালা থেকে উদ্ধার হল ট্রলি ব্যাগবন্দি দেহ। বাইরে খুন করে দেহ ট্রলি ব্যাগে পুরে এখানে ফেলা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। আজ সকালে নিউটাউনে কারিগরি ভবনের পিছনে লাল রঙের ট্রলিব্যাগ ভাসতে দেখে সন্দেহ হয় সাফাই কর্মীদের। তারা ১০০ ডায়ালে ফোন করে পুলিশকে খবর দেন। টেকনোসিটি থানার পুলিশ এসে নালা থেকে ট্রলিব্যাগ উদ্ধার করে। দেখা যায়, তালাবন্দি ট্রলিব্যাগের ভিতর থেকে রক্ত চুঁইয়ে পড়ছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে ৫০-৫৫ বছর বয়সী এক ব্যক্তির দেহ। ট্রলিব্যাগটি সদ্য কেনা হয়েছে বলে পুলিশের অনুমান।
লোকসভা ভোটের মুখে শহরে ফের সিবিআই তৎপরতা। সূত্রের খবর, ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে মহুয়া মৈত্রর বিরুদ্ধে তদন্ত চলছে। সেই সূত্র ধরেই আলিপুরের একটি ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে সিবিআই।
১৪ ঘণ্টা ধরে মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বাড়িতে তল্লাশিতে মিলেছে ৪১ লক্ষ টাকা নগদ, দাবি ইডি-র, খবর সূত্রের। টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হলে চন্দ্রনাথ সিন্হা সন্তোষজনক উত্তর দিতে পারেননি, দাবি ইডি-র। বোলপুরের নায়েক পাড়ায় চন্দ্রনাথ সিন্হার বাড়ি থেকে নগদ টাকা ছাড়াও মিলেছে গুরুত্বপূর্ণ নথি, খবর সূত্রের। চন্দ্রনাথ সিন্হার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। দুর্নীতি-যোগ অস্বীকার করে ইডি-র তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন মন্ত্রী।
ভারত-নেপাল সীমান্তে শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে আগুনে ভস্মীভূত হয়ে গেল ১২টি দোকান। আজ ভোর ৪টে নাগাদ আগুন লাগে। শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি ছাড়াও নেপালের মেচি থেকে মোট ৫টি দমকলের ইঞ্জিন আসে। পাশাপাশি, এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান। নেমে পড়েন SSB জওয়ানরাও।
বোলপুরে ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশি চালাল ED. এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষকে গ্রেফতারির আগে তাঁর বাড়িতে যখন তল্লাশি চালানো হয়েছিল, তখন উদ্ধার হয়েছিল একটি রেজিস্টার। সেই রেজিস্টারে মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার নাম পাওয়া যায়।
নিউটাউনে কারিগরি ভবনের পিছনে নালা থেকে উদ্ধার হল ট্রলি ব্যাগবন্দি দেহ। বাইরে খুন করে দেহ ট্রলি ব্যাগে পুরে এখানে ফেলা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। আজ সকালে নিউটাউনে কারিগরি ভবনের পিছনে লাল রঙের ট্রলিব্যাগ ভাসতে দেখে সন্দেহ হয় সাফাই কর্মীদের। তারা ১০০ ডায়ালে ফোন করে পুলিশকে খবর দেন।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত কত দিনের মধ্য়ে নেওয়া সম্ভব? ৩ এপ্রিলের মধ্য়ে রাজ্য়ের মুখ্য়সচিবকে রিপোর্ট দিতে নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি জয়মাল্য় বাগচী। অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া স্বয়ংক্রিয় পদ্ধতি, দেরি হওয়া দুঃখের, মন্তব্য় বিচারপতির।
টানা প্রায় ৭১ ঘণ্টা ধরে চলল আয়কর দফতরের তল্লাশি অভিযান। অবশেষে শনিবার ভোররাতে স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়লেন আয়কর আধিকারিকরা। আয়কর হানায় কিছুই পাওয়া যায়নি, দাবি স্বরূপের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পরিবারের সদস্যদের কাছে মূলত উপার্জনের উৎস নিয়ে জানতে চান আয়কর আধিকারিকরা। অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আয়কর হানা। স্বরূপের স্ত্রী কাউন্সিলর জুঁই বিশ্বাসের অভিযোগ, বিরোধী রাজনৈতিক দল করার কারণেই কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা। বুধবার ভোর থেকে স্বরূপের নিউ আলিপুরের ফ্ল্যাটে চলছিল তল্লাশি।
রাজ্য রাজনীতিতে কুকথার ধারাবর্ষণ। এবার চক্রান্তকারীদের ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। বিধায়কের হুঁশিয়ারির সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। বিরোধীদের উদ্দেশে নয়, আমার বক্তব্য ছিল চক্রান্তকারীদের বিরুদ্ধে। তবে এমন শব্দবন্ধ ব্যবহার করিনি - দাবি করলেন বিধায়ক।
প্রভাব খাটিয়ে বাতিল হয়ে যাওয়া প্য়ানেলের ভিত্তিতে স্ত্রীকে স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। স্কুল সার্ভিস কমিশনের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্য়ান শেখ সিরাজউদ্দিনকে গ্রেফতার করল সিআইডি। ফেব্রুয়ারিতে তাঁর স্ত্রীকেও গ্রেফতার করেছিল রাজ্য় গোয়েন্দা সংস্থা।
শুক্রবার সকালে বীরভূমের বোলপুরে ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বাড়িতে পৌঁছেছিল ইডি। চলেছে ম্য়ারাথন তল্লাশি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষকে গ্রেফতারির আগে তাঁর বাড়িতে যখন তল্লাশি চালানো হয়েছিল, তখন উদ্ধার হয়েছিল একটি রেজিস্টার। সেই রেজিস্টারে মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার নাম পাওয়া যায়।
আজ বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা। কংগ্রেসের সমর্থনে মুর্শিদাবাদে সম্ভাব্য সিপিএম প্রার্থী সেলিম। ডায়মন্ড হারবারে এখনও কাটেনি প্রার্থী-জট। বনগাঁ, বসিরহাট নিয়েও আলোচনা। মুর্শিদাবাদে লড়বেন সেলিম?
প্রেক্ষাপট
বিরোধী মুখ্যমন্ত্রীরাই টার্গেট, কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে আক্রমণে মমতা।
বাংলা থেকে দিল্লি, ভোটের আগে দুর্নীতি তদন্তে তোলপাড়। কমিশনে বিরোধীরা। গৃহবন্দি দিল্লির মুখ্যমন্ত্রীর পরিবারও, দাবি আপের। কেউ আইনের ঊর্ধেব নয়, পাল্টা অনুরাগ।
ইন্ডিয়া জোটে থাকায় জেলে কেজরিওয়াল, না থাকায় তৃণমূলকে ছাড়! কটাক্ষ অধীরের। সেটিং-তত্ত্বে আক্রমণে সেলিম। বাম-কংগ্রেসই বিজেপির বি টিম, পাল্টা কুণাল।
নিয়োগ দুর্নীতির তদন্তে এবার ইডি র্যাডারে রাজ্যের আরও এক মন্ত্রী। চন্দ্রনাথ সিন্হার বাড়িতে ম্যারাথন তল্লাশি। মুরারই থেকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ।
কুন্তলের বাড়িতে উদ্ধার রেজিস্টারে মন্ত্রীর নামের পাশেই ছিল ১০০ জন প্রার্থীর তালিকা, তাপসের বয়ানে উঠে আসে চন্দ্রনাথ প্রসঙ্গ, খবর ইডি সূত্রে।
নিয়োগ দুর্নীতির অন্যতম মডিউল বীরভূমেও সক্রিয়? তদন্তে ইডি। রাজনৈতিক চক্রান্ত, আক্রমণ শান্তনুর। কোর্টের নির্দেশে তদন্ত, পাল্টা বিজেপি। মাথা ধরা পড়বে কবে? প্রশ্ন বাম-কংগ্রেসের।
চন্দ্রনাথ সিন্হার বাড়িতে ইডির ম্যারাথন তল্লাশি। কাছেই তৃণমূল কর্মীদের জমায়েত। লাঠি উঁচিয়ে তাড়া করে হঠাল কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা থেকে জেলা, রাজ্যে ফের অলআউট অ্যাকশনে ইডি। বিরাটি-লেকটাউনে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি, চেতলায় তৃণমূল নেতার বাড়িতেও হানা কেন্দ্রীয় এজেন্সির।
৩ দিন পার, বিদ্যুৎমন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে আয়কর তল্লাশি। হাতে এসেছে ২টি রিয়েল এস্টেট কোম্পানির হিসাব সংক্রান্ত কিছু অনিয়মের তথ্য, দাবি ইডি সূত্রে।
সন্দেশখালিতে ৩ বিজেপি কর্মী খুনে মূল অভিযুক্ত সত্ত্বেও চার্জশিটে কেন বাদ শেখ শাহজাহানের নাম? তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা হাইকোর্টের। ১ এপ্রিলের মধ্যে জবাব তলব।
ইডির ওপর হামলাকাণ্ডে ফের সিবিআই হেফাজতে শেখ শাহজাহান। শিবু-উত্তমদের গ্রেফতারির পরেও থামেনি সন্ত্রাস! অনুগামীদের দিয়ে হুমকির অভিযোগ। জেলিয়াখালিতে বিক্ষোভ।
ইলেক্টোরাল বন্ডে সর্বাধিক আয় বিজেপির। শুধু হায়দরাবাদের সংস্থা মেঘা ইঞ্জিনিয়ারিংই দিয়েছে ৫৮৪ কোটি। যে সব সংস্থার বিরুদ্ধে তদন্তে এজেন্সি, টাকা দিয়েছে তারাও।
বন্ড প্রাপ্তিতে বিজেপির পরেই তৃণমূল। ১ হাজার ৬০৯ কোটি টাকার মধ্যে লটারি কিং স্যান্টিয়াগো মার্টিনের সংস্থাই দিয়েছে ৫৪২ কোটি! ডিএমকে-বিজেপিকেও টাকা।
নির্বাচনী চাঁদায় লক্ষ্মীলাভে বিজেপি-তৃণমূলের পরেই কংগ্রেস। তৃতীয় স্থানে থাকা হাত শিবিরের ঝুলিতে ১ হাজার ৪২১ কোটি টাকা।
বন্ডে তৃতীয় কংগ্রেস
আজ বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা। কংগ্রেসের সমর্থনে মুর্শিদাবাদে সম্ভাব্য সিপিএম প্রার্থী সেলিম। ডায়মন্ড হারবারে এখনও কাটেনি প্রার্থী-জট। বনগাঁ, বসিরহাট নিয়েও আলোচনা। মুর্শিদাবাদে লড়বেন সেলিম?
প্রথম দফার ভোটের জন্য রাজ্যে আসছেন ৩ জেনারেল অবজার্ভার ও ৩ পুলিশ পর্যবেক্ষক। পূর্ব মেদিনীপুর-ঝাড়গ্রাম-পূর্ব বর্ধমান-বীরভূমে ডিএম বদলে ৪ জনকে নিযুক্ত করল কমিশন।
কারও কাছে হাত পাততে হবে না, ৬ মাসে বাড়ির টাকার ব্যবস্থা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কাটোয়ায় আশ্বাস অভিষেকের।
গার্ডেনরিচে বেআইনি বহুতল বিপর্যয়ে মৃত বেড়ে ১১। পাঁচদিন পর ধ্বংসসতূপ থেকে উদ্ধার আরও একজনের দেহ। ধৃত প্রোমোটারের সহযোগী ছিলেন শেরু, দাবি স্থানীয়দের একাংশের।
পুরুলিয়ার কাশীপুরে যুবকের রহস্যমৃত্যু। মুখে কাপড় গোঁজা অবস্থায় দেহ উদ্ধার। দলীয় নেতা খুন, দাবি বিজেপির। রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা, পাল্টা তৃণমূল। তদন্তে পুলিশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -