West Bengal News Live: গার্ডেনরিচকাণ্ডে ১১ জনের প্রাণহানি, তদন্ত কমিটি গড়ল কলকাতা পুরসভা

WB News Live Updates: এক জেলা থেকে আরেক জেলা, রাজ্যের গুরুত্বপূর্ণ সব খবরের লাইভ আপডেট।

ABP Ananda Last Updated: 23 Mar 2024 03:18 PM

প্রেক্ষাপট

বিরোধী মুখ্যমন্ত্রীরাই টার্গেট, কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে আক্রমণে মমতা। বাংলা থেকে দিল্লি, ভোটের আগে দুর্নীতি তদন্তে তোলপাড়। কমিশনে বিরোধীরা। গৃহবন্দি দিল্লির মুখ্যমন্ত্রীর পরিবারও, দাবি আপের। কেউ আইনের ঊর্ধেব নয়, পাল্টা অনুরাগ।ইন্ডিয়া জোটে...More

West Bengal News Live Updates: বাঁকুড়ার সারেঙ্গায় অরূপ চক্রবর্তীর সমর্থনে কর্মিসভায় গিয়ে দলীয় নেতৃত্বের একাংশকেই কাঠগড়ায় তুললেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি

পঞ্চায়েত ভোটে জেতার পর, বুথেই যান না পঞ্চায়েত সদস্যরা। ফলে বিধায়কদের কাজ কঠিন হয়ে যাচ্ছে। বাঁকুড়ার সারেঙ্গায় অরূপ চক্রবর্তীর সমর্থনে কর্মিসভায় গিয়ে দলীয় নেতৃত্বের একাংশকেই কাঠগড়ায় তুললেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি। মন্ত্রীর দাবি, নেতা হওয়ার জন্য অনেকেই ব্লক বা জেলা অফিসে পড়ে থাকছেন, অথচ এলাকায় যাচ্ছেন না। সেইসমস্ত নেতাদের এলাকায় গিয়ে জনসংযোগের পরামর্শ দেন মন্ত্রী। জ্যোৎস্না মাণ্ডির মন্তব্য নিয়ে বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর প্রতিক্রিয়া এখনও মেলেনি। পায়ের তলায় মাটি হারিয়ে এই উপলদ্ধি, কটাক্ষ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার।