West Bengal News Live: মেদিনীপুর মেডিক্যালে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ও সিনিয়র চিকিৎসকদের সংগঠন

West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 17 Jan 2025 03:35 PM
West Bengal News Live: গোয়ালপোখরে পুলিশকে গুলি করে চম্পট, এখনও অধরা আসামি

গোয়ালপোখরে পুলিশকে গুলি করে চম্পট, এখনও অধরা আসামি। ২ দিন পরও এখনও কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ!হেফাজতে থাকা বন্দির কাছে অস্ত্র এল কীভাবে? কোথায় নজরদারি? এখনও অধরা ২০১৮-র খুনের মামলার আসামি সাজ্জাক আলম

Fake Saline: মেদিনীপুর মেডিক্যালে গিয়ে পৌঁছল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ও সিনিয়র চিকিৎসকদের সংগঠন


মেদিনীপুর মেডিক্য়ালে প্রসূতি মৃত্য়ুর ঘটনায় ১২ জন চিকিৎসককে সাসপেন্ড। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে FIR- এর প্রতিবাদে, পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত পরিবর্তন। পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত থেকে পিছু হটল মেদিনীপুর মেডিক্য়ালের জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালে চালু রয়েছে জরুরি পরিষেবা এবং ওপিডি। মেদিনীপুর মেডিক্যালে গিয়ে পৌঁছল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ও সিনিয়র চিকিৎসকদের সংগঠন। 

Kolkata Fire Incident: ফের অগ্নিকাণ্ড কলকাতায় !

ফের শহরে অগ্নিকাণ্ড। আগুনের জেরে ঘন জনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক। ৯ নং  হাঙ্গারফোর্ড স্ট্রিটে আবাসনে আগুন। আবাসনের ছাদে আগুন। আগুন নেভাতে লড়াই দমকলের ৮টি ইঞ্জিনের। এদিকে ঘটনাস্থল থেকে কয়েকহাত দূরেই শহরের নামী হাসপাতাল। স্কুল তার পাশেই দক্ষিণ কলকাতার একটি আবাসনের ছাদে ছড়িয়ে পড়ল আগুন। বলাইবাহুল্য, আগুনের জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আবাসন থেকে বের করা হচ্ছে বাসিন্দাদের।  

Saif Ali Khan Health Update: 'ভালো আছেন' শর্মিলা পুত্র সেফ আলি খান

'ভালো আছেন সেফ আলি খান। ICU থেকে বিশেষ কেবিনে সেফকে স্থানান্তরিত করা হয়েছে। আঘাতের কারণে সপ্তাহখানেক তিনি চলাফেরা করতে পারবেন না। দ্রুত সুস্থ হচ্ছেন সেফ। হাঁটানো হয়েছে সেফ আলি খানকে। রিলের মতো রিয়েলেও হিরো সেফ আলি খান। সপ্তাহখানেকের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া হবে সেফকে. হামলার পরে সেফ যখন হাসপাতালে আসেন, তখন তিনি শকড অবস্থায় ছিলেন।'

Saif Ali Khan Attack: হামলায় আহত সেফ আলি খানকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে

হামলায় আহত সেফ আলি খানকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেফকে পর্যবেক্ষণে রেখেছেন লীলাবতী হাসপাতালের চিকিৎসকদের টিম। ছেলেকে দেখতে হাসপাতালে পৌঁছলেন শর্মিলা ঠাকুর। হাসপাতালে এসে পৌঁছেছেন করিনা কপূরও. 

BSF: অনুপ্রবেশ ঠেকাতে BSF-এর নতুন কৌশল

অনুপ্রবেশ ঠেকাতে BSF-এর নতুন কৌশল। কাঁটাতারের বেড়ায় লাগানো হল কাচের বোতল। কোচবিহারের মেখলিগঞ্জে কাঁটাতারে লাগানো হল কাচের বোতল। ফুলকাডা বুড়ি ভারত বাংলাদেশ সীমান্তে কিছুদিন আগেই লাগানো হয় কাঁটাতার। BSF-এর সাহায্যে সেখানে কাচের বোতল লাগালেন স্থানীয় বাসিন্দারা। দুষ্কৃতীরা ওই তার কেটে নিলে সশব্দে ভাঙবে কাচের বোতল। তাতে সতর্ক হবে BSF, দাবি স্থানীয়দের

West Bengal News Live: ফের বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশের ছক বানচাল করল BSF

ফের বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশের ছক বানচাল করল BSF । মালদার হবিবপুরের লাঙ্গলভাঙ্গার কাছে কাঁটাতার ডিঙ্গিয়ে অবৈধভাবে ঢোকার চেষ্টা করে বেশ কয়েকজন বাংলাদেশের নাগরিক। আটকাতে তিন রাউন্ড শূন্যে গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। নদিয়ায় অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ওপারের আরেক বাসিন্দা।

Partha Chatterjee: জ্য়োতিপ্রিয় মল্লিকের জেলমুক্তির পরই প্য়ানিক অ্য়াটাক পার্থ চট্টোপাধ্য়ায়ের

জ্য়োতিপ্রিয় মল্লিকের জেলমুক্তির পরই প্য়ানিক অ্য়াটাক পার্থ চট্টোপাধ্য়ায়ের, প্রেসিডেন্সি জেল সূত্রে খবর। বালুর জামিনের পরই বুকে ব্য়থা শুরু হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর, খবর সূত্রের। পার্থ চট্টোপাধ্য়ায়কে পরীক্ষা করেছেন হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ। জেল কর্তৃপক্ষের তরফে চিকিৎসার জন্য় SSKM- এ চিঠি দিয়ে মেডিক্য়াল টিম গঠনের কথা বলা হয়েছে।

Midnapore Medical: অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে FIR- এর প্রতিবাদে, পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত পরিবর্তন

মেদিনীপুর মেডিক্য়ালে প্রসূতি মৃত্য়ুর ঘটনায় ১২ জন চিকিৎসককে সাসপেন্ড। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে FIR- এর প্রতিবাদে, পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত পরিবর্তন। পূর্ণ কর্মবরিতির সিদ্ধান্ত থেকে পিছু হটল মেদিনীপুর মেডিক্য়ালের জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালে চালু রয়েছে জরুরি পরিষেবা এবং ওপিডি। 'অধ্য়ক্ষের সঙ্গে কথা বলার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে,জানানো হল চিকিৎসকদের তরফে

Firhad Hakim: বহুতল বিপর্যয়ে ফিরহাদের নিশানায় বামেরা

বহুতল বিপর্যয়ে ফিরহাদের নিশানায় বামেরা। ফিরহাদ হাকিম বলেন, 'দায়িত্ববান পুরসরভার কর্মীদের তত্ত্বাবধানে বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। ধীরে ধীরে গোটা বাড়িটাই ভেঙে ফেলা হবে। সিনিয়র ইঞ্জিনিয়াররা ওখানে রয়েছেন। কলোনি এলাকায় অনেকেই নিজেরাই বাড়ি করে নিয়েছেন। কোনও প্ল্যান না করেই। এই পাপের বোঝা আমাদের নয়, বাম আমল থেকে চলছিল। এখন সেটা আমাদের বইতে হচ্ছে। বাম আমলে কিছু তো অনলাইন ছিল না। আমরা যখন ক্ষমতায় এসেছি তখন ওই সব ফাইলই কিছু পাচ্ছি না। আমরা দায় চাপাচ্ছি না। বামেরা ট্র্যাডিশনটা শুরু করেছিল। সেই অভ্যাস তো রয়ে গেছে। সেই সময় কঠোর হলে আজ এসব হত না। অনেক ভুল প্ল্যান মঞ্জুর হয়েছে। এখন এসব ন্যাকা সেজে কী হবে।' 

West Bengal News Live: ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যায় না : আসফাকুল্লা

আসফাকুল্লার অভিযোগ, আর জি কর কাণ্ডে সরব হয়েছিলেন বলেই এসব হচ্ছে। বিধাননগর থানার ২০ জনের বেশি পুলিশ আমার গ্রামের বাড়ি গিয়েছে। অথচ ২ কিলোমিটার দূরে আর জি করে আমি রয়েছি, সেখানে এল না। ১০০ কিলোমিটার দূরে গ্রামের বাড়িতে গেল। আজ আমি, কাল অন্য কেউ। আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। তাই বাড়িতে পুলিশ পাঠিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমার সামাজিক অবক্ষয়ের চেষ্টা করা হচ্ছে। আমাদের কণ্ঠস্বর রোধ করার জন্যই এসব করা হচ্ছে। এভাবে ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যায় না।  মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় সব দায় জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের ঘাড়েই চাপিয়েছে রাজ্য। অভিযোগ, যাঁদের হাজির থাকার কথা অস্ত্রোপচারের সময়, তাঁরা ছিলেন না। অপটু হাতে অস্ত্রোপচার করা হয়েছে, তাই এই ঘটনা ঘটেছে। 

Uttar Dinajpur News: এখনও অধরা বিচারাধীন বন্দি

দু'দিন কেটে গেলেও উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশের ওপর গুলি চালিয়ে পালানোর ঘটনায় এখনও অধরা বিচারাধীন বন্দি। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, গুলি চালিয়ে দু’-দু’জন পুলিশ কর্মীকে কাবু করে পালাচ্ছে ওই বন্দি। পলাতক বন্দি ও সাহায্যকারীর ছবি দিয়ে ২ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। পুলিশ পাহারায় থাকা বন্দির হাতে কীভাবে পৌঁছল অস্ত্র? পুলিশ তাহলে কী করছিল? তা নিয়ে প্রশ্ন উঠছে। গুলিবিদ্ধ পুলিশকর্মীদের দেখতে গিয়ে, গুলি চালানো নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্য় পুলিশের ডিজি রাজীব কুমার।

Fake Saline: বিক্ষোভ কর্মসূচি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের

আজ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যাবেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের প্রতিনিধিরা। বিকেল ৫টায় বিধাননগর কমিশনারেটের বাইরে বিক্ষোভ কর্মসূচি রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের। আগামীকাল শিয়ালদা আদালতে আর জি কর মামলার রায়দান। ওই দিন কোর্টের বাইরেও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।

Kolkata Building Collapse: বহুতল বিপর্যয়ে ফিরহাদের নিশানায় বামেরা

বাঘাযতীনে বহুতল বিপর্যয়ে অবশেষে গ্রেফতার করা হল অভিযুক্ত প্রোমোটারকে। হেলে পড়া বহুতল সোজা করা হচ্ছিল গাড়ি তোলার জগ দিয়ে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি এই বিপর্যয়ের দায় ঠেলেছেন বামেদের ঘাড়ে। পাল্টা জবাব দিয়েছে সিপিএম। 

Mamata On Saif Ali Khan: শর্মিলা পুত্র সেফ আলি খানের উপর হামলায় উদ্বেগপ্রকাশ মুখ্যমন্ত্রীর

শর্মিলা পুত্র সেফ আলি খানের উপর হামলার ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। পাশাপাশি দেশের আইনের প্রতি আস্থা রেখে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা এই ঘটনার জন্য দায়ী, তাঁদেরকে এর জবাব দিতেই হবে।  কঠিন পরিস্থিতিতে শর্মিলা ঠাকুর, করিনা কাপুর-সহ গোটা পরিবারের পাশে থেকে প্রার্থনা জানিয়েছেন মমতা।

Kolkata Building Collapse: বহুতল বিপর্যয়ে অধরা প্রোমোটার

২ দিন পার। বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে বহুতল বিপর্যয়ের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রোমোটার। হরিয়ানার ঠিকাদার সংস্থারও কেউ গ্রেফতার হয়নি। কটাক্ষ শুভেন্দুর।

Saif Ali Khan Attack: আক্রান্ত সেফ আলি খান

অভিনেতা সেফ আলি খানের উপর হামলা। গভীর রাতে সেফের মুম্বইয়ের বাড়িতে ছুরি নিয়ে ঢুকে চড়াও। লীলাবতী হাসপাতালে ভর্তি সেফ, আপাতত বিপন্মুক্ত, জানালেন চিকিৎসকরা।

Fake Saline: স্যালাইনকাণ্ডে তদন্তভার যাবে CBI-এর হাতে?

স্যালাইনকাণ্ডে CID-র কাছ থেকে তদন্তভার যাবে CBI-এর হাতে? জনস্বার্থ মামলায় আজ কী বলবে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ?

প্রেক্ষাপট

কলকাতা: অভিনেতা সেফ আলি খানের উপর হামলা। মালদায় তৃণমূলকর্মীকে নৃশংস খুন।স্যালাইনকাণ্ডে অসুস্থ প্রসূতি রেখা সাউয়ের সন্তানের মৃত্যু। স্যালাইনকাণ্ডে CID-র কাছ থেকে তদন্তভার যাবে CBI-এর হাতে? জনস্বার্থ মামলায় আজ কী বলবে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ? পুলিশকে গুলি করে পালাল আসামি! বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে বহুতল বিপর্যয়ের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রোমোটার। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.