West Bengal News Live: স্বামীর ‘নিখোঁজ’কাণ্ডে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব সরশুনার মহিলা

Latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Apr 2022 10:55 PM
West Bengal News Live Update: স্বামীর ‘নিখোঁজ’কাণ্ডে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব সরশুনার মহিলা

৬ মাস আগে কোনও কারণ না দেখিয়েই স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ! তারপর থেকেই নিখোঁজ স্বামী! পুলিশের বিরুদ্ধে অভিযোগই নেয়নি পুলিশ। চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বেহালার সরশুনার এক মহিলা। দাবি করেছেন সিবিআই তদন্তের। পুলিশের দাবি, পুরোটাই মিথ্যা অভিযোগ।

West Bengal News Live: গবেষকের রহস্যমৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তভার দেওয়ার দাবি তৃণমূল ছাত্র পরিষদের

IISER কলকাতার হরিণঘাটা ক্যাম্পাসে গবেষকের রহস্যমৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তভার দেওয়ার দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ! আজ হরিণঘাটা ক্যাম্পাসের সামনে বিক্ষোভ অবস্থান করে টিএমসিপি। অন্যদিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় একাধিক বাম ছাত্র সংগঠন।

West Bengal News Live Update: এবার তৃণমূল পরিচালিত ঝালদা পুরসভায় কংগ্রেস কাউন্সিলরের সঙ্গে বচসায় জড়ালেন পুরপ্রধান

এবার তৃণমূল পরিচালিত ঝালদা পুরসভায় কংগ্রেস কাউন্সিলরের সঙ্গে বচসায় জড়ালেন পুরপ্রধান। দু’পক্ষের বচসা হাতাহাতিতে গড়ায় বলে অভিযোগ। যদিও দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন।

West Bengal News Live: পলতায় ভর সন্ধেবেলায় খুন গৃহবধূ!

পলতার জহর কলোনিতে সন্ধেয় ঘর থেকে বায়ুসেনার সার্জেন্টের স্ত্রীর গলা কাটা দেহ উদ্ধার করল নোয়াপাড়া থানার পুলিশ। স্বামী ছেলেমেয়েদের নিয়ে পার্কে বেড়াতে গিয়েছিলেন বলে জানা যায়। ফিরে এসে দেখেন স্ত্রী মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। 

West Bengal News Live Update: পর্ণশ্রী এলাকার আবাসন থেকে বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে পর্ণশ্রী থানা এলাকার কার্তিক চন্দ্র দাস রোডের একটি আবাসনের গ্রাউন্ড ফ্লোরের ঘর থেকে সত্তরোর্ধ্ব বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে পর্ণশ্রী থানার পুলিশ। ওই বৃদ্ধা তাঁর ছোট মেয়ে ও জামাইয়ের কাছে থাকতেন ওই বাড়িতে। 

West Bengal News Live: গরুপাচার মামলায় বিকাশ মিশ্রকে গ্রেফতার করল সিবিআই

গরুপাচার মামলায় বিকাশ মিশ্রকে গ্রেফতার করল সিবিআই। আসানসোল কোর্টে হাজিরা দেওয়ার সময় গ্রেফতার। কয়লাপাচারকাণ্ডে আজ আসানসোল কোর্টে নিয়ে আসা হয় বিকাশকে। ১৮ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতে বিকাশ মিশ্র। 

West Bengal News Live Update: 'দুদিন কেটে গেল, কবে খুলবে স্কুল?', প্রশ্ন শহরের ৩ স্কুলের অভিভাবক-পড়ুয়াদের

'দুদিন কেটে গেল, কবে খুলবে স্কুল?' প্রশ্ন শহরের ৩ স্কুলের অভিভাবক-পড়ুয়াদের। স্কুলের গেটের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ। ফি দিয়েও তাঁদের সন্তান কেন উপেক্ষিত হবে? প্রশ্ন তুললেন অভিভাবকদের একাংশ। স্কুল খোলার ৩ দিন পরেই বন্ধ, উদ্বিগ্ন পড়ুয়ারা। কবে স্কুল খুলবে, চেষ্টা করেও প্রতিক্রিয়া মেলেনি কর্তৃপক্ষের। 

West Bengal News Live: মহিলাদের জন্য মাঠে থাকার সময় বেঁধে দিয়ে বিতর্কে জড়াল মেদিনীপুরের একটি ক্লাব

মহিলাদের জন্য মাঠে থাকার সময় বেঁধে দিয়ে বিতর্কে জড়াল মেদিনীপুরের একটি ক্লাব। মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত, সাফাই ক্লাব কর্তৃপক্ষের। নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত, একসুর তৃণমূল ও বিজেপির।

West Bengal News Live Update: 'সবাই জেলে ঢুকবে, চোর ধরা চলছে', ভাদু শেখ খুনে কটাক্ষ শুভেন্দুর

'সবাই জেলে ঢুকবে, চোর ধরা চলছে। চোর ধরো, জেল ভরো।' ভাদু শেখ খুনে সিবিআই তদন্ত নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর।

West Bengal News Live: খাস কলকাতায় পিটিয়ে খুন!

খাস কলকাতায় পিটিয়ে খুন। মৃতের নাম শেখ শামিম। নারকেলডাঙায় রেলের কারশেডের কাছে খালের পাশ থেকে দেহ উদ্ধার। ময়নাতদন্তের পর পিটিয়ে খুনের তথ্য উঠে আসে। 

West Bengal News Live Update: গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেল গৃহস্থ

গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ। অল্পের জন্য রক্ষা পেল গৃহস্থ। ঘটনা বাঁকুড়ার ইন্দপুর থানার গুন্নাথ গ্রামের। 

West Bengal News Live: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে ৫ পুলিশকর্মীকে নিয়ে ঘটনাস্থলে CBI

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে কর্তব্যে গাফিলতির অভিযোগে ক্লোজ করা পাঁচজন পুলিশকর্মীকে নিয়ে ঘটনাস্থলে সিবিআই। এর আগে ক্লোজড হওয়া পাঁচজন পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

West Bengal News Live Update: ভাদু শেখের খুনের তদন্ত করবে সিবিআই : কলকাতা হাইকোর্ট

ভাদু শেখের খুনের তদন্ত করবে সিবিআই। নির্দেশ কলকাতা হাইকোর্টের। স্বাগত জানিয়েছেন ভাদু শেখের স্ত্রী।

West Bengal News Live: বগটুইকাণ্ডে মুম্বইয়ে ধৃত ৪ জনকে আনা হল রামপুরহাটে

বগটুইকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার ৪ জনকে নিয়ে আসা হল রামপুরহাটে। সিবিআই তাঁদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে রামপুরহাট আদালতে পেশ করেছে। পাশাপাশি, আজই ভাদু শেখ খুনের তদন্তের কেস ডায়েরি পুলিশের থেকে নিতে পারে সিবিআই।  

West Bengal News Live Update: রামপুরহাট হত্যাকাণ্ডে পলিগ্রাফ টেস্টের আবেদনের শুনানি

‘যাঁর পলিগ্রাফ টেস্ট করতে হবে, তাঁর অনুমতি নিতে হয়। কোথায় পলিগ্রাফ টেস্ট হবে, সেই তথ্যও জানাতে হয়। এক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন মানেনি সিবিআই,' রামপুরহাট আদালতে দাবি ধৃত আনারুল হোসেনের আইনজীবীর। অভিযুক্তরা পলিগ্রাফ টেস্টে রাজি কিনা, সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানতে বললেন বিচারক। 

West Bengal News Live: রামপুরহাট হত্যাকাণ্ডে পলিগ্রাফ টেস্টের আবেদনের শুনানি

রামপুরহাট হত্যাকাণ্ডে পলিগ্রাফ টেস্টের আবেদনের শুনানি। আনারুল-সহ ৭ জনের পলিগ্রাফ টেস্টের আবেদনের শুনানি। সিবিআইয়ের আবেদনে ত্রুটি রয়েছে, দাবি আনারুলের আইনজীবীর। 

West Bengal News Live Update: ঝালদা পুরসভায় বচসা, হাতাহাতি দুই প্রতিনিধির

ঝালদায় পুরসভার ভিতরেই বচসায় জড়ালেন এক কংগ্রেস কাউন্সিলর ও তৃণমূল পরিচালিত বোর্ডের চেয়ারম্যান! অভিযোগ, দুই জন প্রতিনিধির বচসা হাতাহাতি পর্যন্ত গড়ায়। 

West Bengal News Live: উধাও স্কুল পড়ুয়া-সহ তিনটি বাস, খুদেরা বাড়ি পৌঁছেছে, জানাল স্কুল

মহিষবাথানে সল্ট লেক শিক্ষা নিকেতন স্কুলের পড়ুয়ারা ‘নিখোঁজ’। বেলা ১২টায় স্কুল ছুটি হয়েছে পড়ুয়াদের। অভিযোগ, ছুটির পর ৩টি বাসে করে স্কুল থেকে বেরিয়েছে পড়ুয়ারা। স্কুল বাস চালকদের প্রত্যেকের ফোন স্যুইচড অফ। বাড়ি ফেরেনি কেউ, দাবি অভিভাবকদের। স্কুলে গিয়ে বিক্ষোভ অভিভাবকদের, ঘটনাস্থলে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। করোনাকালের পর আজই প্রথম খুলেছে এই স্কুল। ‘বাড়িত পৌঁছে গেছে পড়ুয়ারা’, জানাল স্কুল কর্তৃপক্ষ। ভুল করে অন্য বাসে উঠে পড়েছিল।

West Bengal News Live Update: অনুব্রতর স্বাস্থ্য কেমন, এসএসকেএম কর্তৃপক্ষের কাছে জানতে চাইল সিবিআই

অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার বিষয়ে  জানতে চাইল সিবিআই। এসএসকেএম কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে জানতে চাইল সিবিআই। ‘অনুব্রত মণ্ডলের জন্য তৈরি মেডিকেল বোর্ডে কতজন। চিকিৎসক রয়েছেন ?’ ‘অনুব্রত মণ্ডলের কী ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে ?’‘এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা কী রকম ?’চিঠিতে জানতে চাইল সিবিআই। ‘অনুব্রত মণ্ডলের হার্টের সমস্যা রয়েছে, তিনি সম্পূর্ণ সুস্থ নন’। ‘এছাড়াও অনুব্রত মণ্ডলের একাধিক অসুখের চিকিৎসা চলছে’। ‘অনুব্রত মণ্ডলের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে’। মেল করে সিবিআইকে জানাল এসএসকেএম কর্তৃপক্ষ।

West Bengal News Live: টেটে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাত্‍

টেটে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাত্‍-এর অভিযোগ। রায়গঞ্জের ব্যবসায়ী গ্রেফতার, ১৪ দিনের সিআইডি হেফাজতের আবেদন। পিছনে থাকতে পারে বড় চক্র, আছেন প্রভাবশালী ব্যক্তিরাও, সন্দেহ পুলিশের।

West Bengal News Live Update: একের পর এক মামলায় সিবিআই, হালকা রসিকতা আদালতেও

'সবাই চাইছে সব মামলা আপনার এজলাসে হো', এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে হালকা মেজাজে মন্তব্য শান্তিপ্রসাদ সিন্হার আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যর। 'আমি তো শুনলাম, আমার ছবি নিয়ে লোকে জিজ্ঞাসা করছে, এই জজ কোথায় বসেন,' পাল্টা হেসে জবাব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'এটা অত্যন্ত দুঃখের যে বিচারপতি হওয়ার আগে কার সঙ্গে যোগাযোগ ছিল সেই সূত্র টেনে বিক্ষোভ দেখানো হচ্ছে।' এদিন এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট জমা দেয় সিবিআই। এফআইআর দায়েরের পাশাপাশি, এসএসসি-র উপদেষ্টা কমিটির সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তারা আদালতে জানায়। এছাড়া, এসএসসি-র নবম-দশমে শিক্ষক নিয়োগ মামলায় মামলাকারীরা বেআইনি নিয়োগের অভিযোগ তুলে যে ২৭ জন সহকারী শিক্ষকের নাম দিয়েছিলেন, তা নিয়েও তদন্ত করবে সিবিআই। নির্দেশ হাইকোর্টের। 

West Bengal News Live: মাওবাদীদের ডাকা বন‍্‍ধের প্রভাব পড়ল ঝাড়গ্রাম সংলগ্ন এলাকায়

মাওবাদীদের ডাকা বন‍্‍ধের প্রভাব পড়ল ঝাড়গ্রাম শহর-সহ বিনপুর ১ ও ২ নম্বর ব্লকে। বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, লালগড়, শিলদা, গিধনি, দহিজুড়ি-সহ বিস্তীর্ণ এলাকায় বন‍্‍ধে ভালোই সাড়া মিলেছে । চলছে না বেসরকারি বাস। বন্ধ দোকানপাট, বাজার। রাস্তাঘাট কার্যত জনশূন্য। আত্মসমর্পণ করে মূল স্রোতে ফিরে আসা মাওবাদীদের স্পেশাল হোমগার্ড হিসেবে চাকরি দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে আজ বাংলা বন‍্‍ধের ডাক দিয়েছে মাওবাদীরা। বাঁকুড়ার জঙ্গলমহলেও মাওবাদীদের ডাকা বন‍্‍ধের প্রভাব পড়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া লাগোয়া রানিবাঁধ, রাইপুর ও সারেঙ্গা - এই তিনটি ব্লকে ভালোই সাড়া মিলেছে। দোকানপাট, যান চলাচল বন্ধ। 

West Bengal News Live Update: রাস্তার উপর বালিবোঝাই ট্রাক্টর দাঁড় করানোয় প্রতিবাদ, দম্পতিকে বেধড়ক মারধর ট্রাক্টর চালকদের

রাস্তার উপর বালিবোঝাই ট্রাক্টর দাঁড় করানো নিয়ে প্রতিবাদ। প্রতিবাদী বাইক আরোহী দম্পতিকে বেধড়ক মারধর ট্রাক্টর চালকদের। ভাইরাল ফুটেজ ঘিরে চাঞ্চল্য। বাঁশ-লাঠি নিয়ে চড়াও ট্রাক্টর চালকরা।মাথা ফাটল প্রতিবাদীর। অভিযুক্ত ট্রাক্টর চালকদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ।

West Bengal News Live: হরিণঘাটা ক্যাম্পাসে গবেষকের রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের দাবি তৃণমূলের

IISER কলকাতা হরিণঘাটা ক্যাম্পাসে গবেষকের রহস্যমৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তভার দেওয়ার দাবি তৃণমূল ছাত্র পরিষদের। দোষীকে গ্রেফতারের দাবিতে গেটের সামনে প্রতীকী অবস্থান বিক্ষোভ শাসকদলের ছাত্র সংগঠনের। সোমবার হরিণঘাটা ক্যাম্পাসের ল্যাবরেটরি থেকে গবেষক শুভদীপ রায়ের মুখে প্লাস্টিক জড়ানো মৃতদেহ উদ্ধার হয়। মৃতের গবেষক-বন্ধুদের দাবি, সুইসাইড নোটে রিসার্চ গাইড চিরঞ্জীব মিত্রকে দায়ী করেছেন শুভদীপ। তার ভিত্তিতে মৃতের পরিবার থানায় অভিযোগ দায়ের করে। এই ঘটনায় অভিযুক্তকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করলে বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ।  এই ঘটনায় পুলিশ তার নিজস্ব পদ্ধতিতে তদন্ত চালাচ্ছে। এছাড়া অভ্যন্তরীন ফ্যাক্ট ফাইন্ডিম কমিটি তৈরি করা হয়েছে। কিছুদিনের মধ্যেই তারা রিপোর্ট দেবে। জানিয়েছেন আইসার কলকাতার অধিকর্তা সৌরভ পাল। 

West Bengal News Live Update: দু’দিনের সফরে ১৬ এপ্রিল রাজ্যে আসছেন অমিত শাহ

দু’দিনের রাজ্য সফরে ১৬ এপ্রিল আসছেন অমিত শাহ। রাজ্যে পৌঁছে যাবেন  তিনবিঘায়, অংশ নেবেন সরকারি কর্মসূচিতে। ১৬ এপ্রিল রাতেই পৌঁছনোর কথা কলকাতায়। ১৭ এপ্রিল রাজ্য নেতৃত্বর সঙ্গে অমিত শাহের সাংগঠনিক বৈঠক। ১৭ এপ্রিল রাতে বা ১৮-র সকালে দিল্লি উড়ে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

West Bengal News Live: জমি সংক্রান্ত বিবাদের জেরে বাড়ি ভাঙচুর, দুই মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

মহিষাদলের চকদ্বারিবেড়্যার পর নন্দীগ্রামের কেন্দামারী। জমি সংক্রান্ত বিবাদের জেরে এবার গ্রাম কমিটির সদস্যদের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, দুই মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। নির্যাতিতাদের বাড়ির সামনে বসানো হয়েছে পুলিশ পিকেট। 

West Bengal News Live Update: তৃণমূলের অঞ্চল সভাপতিকে পুলিশি নিগ্রহের অভিযোগে কোচবিহারে

তৃণমূলের অঞ্চল সভাপতিকে হেনস্থা ও পুলিশি নিগ্রহের অভিযোগে কোচবিহারে মাথাভাঙা-শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ। পুলিশ অবরোধ তুলতে যাওয়ায় কার্যত তেড়ে যান  অবরোধকারীরা। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বিক্ষোভস্থলে গিয়ে ক্ষমাপ্রার্থনা ও দোষী পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ২ ঘণ্টা পর অবরোধ ওঠে। পুলিশের দাবি, ভুল বোঝাবুঝির জেরে এই ঘটনা।


 

West Bengal News Live: আমি নির্দোষ, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে: আনারুল হোসেন

আমি নির্দোষ। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। ফের দাবি করলেন বগটুই হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেন। এদিন তাঁকে ফের আদালতে তোলা হয়। 

West Bengal News Live Update: স্বামীর খুনের তদন্তে সিবিআই, সিদ্ধান্তকে স্বাগত জানালেন ভাদুর স্ত্রী

ভাদু শেখের খুনের তদন্ত করবে সিবিআই। নির্দেশে  কলকাতা হাইকোর্টের। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভাদু শেখের স্ত্রী। 

West Bengal News Live: আসানসোলে ভোটের আগে বদলি আসানসোল দক্ষিণের আইসি অভিজিত্‍ চট্টোপাধ্যায়

আসানসোলে ভোটের আগে পুলিশ আধিকারিকদের বদলি। বদলি নিয়ে নির্দেশ দিল নির্বাচন কমিশন। আসানসোল দক্ষিণের আইসি অভিজিত্‍ চট্টোপাধ্যায়কে বদলি করার নির্দেশ। জামুড়িয়ার ওসি সঞ্জীব দে-কেও বদলি করার নির্দেশ।

West Bengal News Live Update: শোভাবাজারে মেট্রো বিশেষভাবে সক্ষম ব্যক্তির স্কুটারে আগুন

শোভাবাজার মেট্রো স্টেশনের পাশে বিশেষভাবে সক্ষম ব্যক্তির স্কুটারে আগুন। অল্পের জন্য রক্ষা। বেলগাছিয়ার বাসিন্দা মহম্মদ সেলিম আনসারি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্মী। পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৯টা নাগাদ অফিস যাওয়ার পথে, শোভাবাজার মেট্রো স্টেশনের ২ নম্বর গেটের কাছে ওই ব্যক্তির স্কুটার থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কোনওক্রমে স্কুটার থেকে নেমে পড়েন ওই ব্যক্তি। এরপরই স্কুটারে আগুন ধরে যায়। পরে দমকল গিয়ে আগুন নেভায়। এই ঘটনায় মেট্রো যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। 

West Bengal News Live: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে নিহতের ভাইপো, তিন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে নিহতের ভাইপো ও তিন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। এদিন সিবিআইয়ের ক্যাম্প অফিসে আসেন নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু ও তিন প্রত্যক্ষদর্শী প্রদীপ চৌরাসিয়া, সুভাষ গড়াই ও যাদব রজক। চারজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

West Bengal News Live Update: এসএসসি-র নবম-দশমে শিক্ষক নিয়োগ মামলায় এফআইআর দায়ের করল সিবিআই

কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এসএসসি-র নবম-দশমে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় এফআইআর দায়ের করল সিবিআই। শুরু তদন্ত প্রক্রিয়া। সিবিআই সূত্রে খবর, ডিএসপি পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে তদন্তকারী দল গঠন করা হয়েছে। এই সংক্রান্ত রিপোর্ট আজ কলকাতা হাইকোর্টে জমা দেবে সিবিআই।

West Bengal News Live: ভাদু শেখ খুনের তদন্ত সিবিআই-এর হাতে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভাদু শেখ খুনের দায়িত্বও এ বার হাতে পেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নামছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 

West Bengal News Live Update: এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদ সিন্হাকে তলব করল সিবিআই

এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলায় তলব সিবিআই-এর। উপদেষ্টা কমিটির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হাকে তলব। কমিটির চার সদস্যকেও তলব করল সিবিআইয়ের দুর্নীতিদমন শাখা। আজই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ।

West Bengal News Live: মা উড়ালপুলে বেপরোয়া মোটর সাইকেল, নীচে ছিটকে পড়ে মৃত্যু এক জনের

গভীর রাতে মা উড়ালপুলে দুর্ঘটনা। বেপরোয়া গতির কারণে বাইক থেকে উড়ালপুলের নীচে ছিটকে পড়ে মৃত্যু হল বাইক আরোহীর। বাইক চালকের অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ৩টে নাগাদ মা উড়ালপুল ও এজেসি বোস রোড উড়ালপুলের সংযোগস্থলে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সায়েন্স সিটির দিক থেকে এজেসি বোস রোড উড়ালপুলে যাওয়ার সময় গার্ডওয়ালে ধাক্কা মারে বাইক। ছিটকে নীচে পড়ে যান পিছনের আসনে বসে থাকা ব্যক্তি। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

West Bengal News Live Update: সালানপুর থানার চিতলডাঙায় বাড়ির ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবকের দেহ

সালানপুর থানার চিতলডাঙায় বাড়ির ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবকের দেহ । মৃতের নাম মনোজ পাতর । বয়স 27 । মৃতের বুকে গভীর ক্ষত রয়েছে ।  ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । সকালে সন্দেহের বশে এক যুবককে ধরে বেদম মার দেয় স্থানীয় বাসিন্দারা । পুলিশ কোনভাবে ঐ যুবককে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে ।

West Bengal News Live: মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে তৎপর এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, হাতিবাগানে অভিযান

জিনিসপত্রের লাগামছাড়া দাম। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে তৎপর এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। হাতিবাগানে চলছে অভিযান। 

West Bengal News Live Update: রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতারি

হত্যাকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতারি! মুম্বই থেকে বাপ্পা ও সাবু শেখ-সহ ৪ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, মোবাইল ফোনের টাওয়ার লোকেশন এবং অন্যান্য সূত্র ধরেই হদিশ মেলে ৪ অভিযুক্তর। ধৃতদের  ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে রাজ্যে।

West Bengal News Live: ঝালদায় ৪ কংগ্রেস নেতা-কাউন্সিলর এবং ২৫০ সমর্থকের বিরুদ্ধে মামলা

ঝালদা পুরসভার বোর্ড গঠনের দিন গন্ডগোলের ঘটনায় ৪ কংগ্রেস নেতা কাউন্সিলর, কর্মী ও আড়াইশো সমর্থকের বিরুদ্ধে মামলা রুজু করল ঝালদা থানার পুলিশ। ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়ালের বিরুদ্ধেও রুজু হয়েছে মামলা। ১৪৪ ধারা ভঙ্গ-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করেছে ঝালদা থানার পুলিশ। মঙ্গলবার ঝালদা পুরসভার বোর্ড গঠনের আগে কংগ্রেসের কালা দিবস পালন ঘিরে ধুন্ধুমার বাধে। পুলিশের ব্যারিকেড ভেঙে দেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। পাল্টা পুলিশি নিগ্রহের পাল্টা অভিযোগ তোলেন নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী। 

West Bengal News Live Update: তপন কান্দু খুনে আজ ঝালদা থানার আইসি-কে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর

ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে তত্পর সিবিআই। সূত্রের খবর, তপন কান্দু খুনের ঘটনায় আজ ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে তলব করা হয়েছে। তার আগে ঝালদায় আসছেন সিবিআইয়ের ডিআইজি। আইসি-কে থানাতেই জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। অন্যদিকে, তপন কান্দু খুনে পুলিশের হাতে গ্রেফতার হওয়া চার অভিযুক্তকে আজ হেফাজতে নিতে পারে সিবিআই। খবর সূত্রের।  

West Bengal News Live: উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন তৃণমূল বিধায়কের অনুগামীরা, অভিযোগ ডোমজুড়ে পঞ্চায়েত প্রধানের

পঞ্চায়েতের উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন তৃণমূল বিধায়কের অনুগামীরা! এমনই অভিযোগ উঠল হাওড়ার ডোমজুড়ে। এ নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। গোটা ঘটনাটি মুখ্যমন্ত্রীর দফতরকেও জানিয়েছেন তিনি। যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন বিধায়ক। এ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

West Bengal News Live Update: নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে একগুচ্ছ সিদ্ধান্ত মমতার

৫ রাজ্যে ভোটের ফল বেরনোর পর থেকেই, ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। ভয়ঙ্কর পরিস্থিতির জন্য কেন্দ্রকে ফের দুষেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অন্যদিকে, মূল্যবৃদ্ধির জন্য রাজ্যকেই দায়ী করেছে বিজেপি।>

West Bengal News Live: শনিবার কলকাতায় অপরিবর্তিত জ্বালানির দাম

শনিবার কলকাতা পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত। লিটার প্রতি পেট্রোলের দাম ১১৫ টাকা ১২ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ৯৯ টাকা ৮৩ পয়সা।


 

West Bengal News Live Update: 'এত বোমা-বন্দুক আছে যে ১০ মিনট লাগবে গুঁড়িয়ে দিতে', নেতার মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল

এত বোমা-বন্দুক আছে যে, একটা এলাকা গুড়িয়ে দিতে ১০ মিনিট লাগবে। চোপড়ায় তৃণমূলের পঞ্চায়েত উপ প্রধানের হুমকি ভাইরাল। পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। দাবি করলেন তৃণমূলেরই অঞ্চল কোর কমিটির চেয়ারম্যান। সমালোচনায় সরব বিজেপি।

West Bengal News Live: ২১৩ আসন জিতেছি, ৩৫৬ ধারা জারি হলে ২৫০ আসনে জিতব: অভিষেক

'বারবার বলছে ৩৫৬ জারি করবে, ২১৩টি জিতেছি, ৩৫৬ ধারা জারি করলে ২৫০টি আসনে জিতব', বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

প্রেক্ষাপট

কলকাতা: সাম্প্রতিক একের পর এক ইস্যুতে রাজ্য বিজেপি (BJP) যখন কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিতে সরব, বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) হয়ে প্রচারে নেমে এ নিয়ে পাল্টা সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং অধীর চৌধুরীর মধ্যে আঁতাঁতের অভিযোগও তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও, কংগ্রেস তাতে গুরুত্ব দিতে নারাজ।


পানিহাটি, ঝালদা, বগটুই, একের পর এক ঘটনায় বার বার বিজেপি যখন কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানাচ্ছে, রাজ্যে ৩৫৬ ধারা জারি করবে বলে হুঁশিয়ারি দিচ্ছে, সেই সময় অভিষেকের বক্তব্য, "৩৫৬ ধারা জারি করবে বলছে। ২১৩টি আসনে জিতেছি। ৩৫৬ ধারা জারি করলে ২৫০টা আসনে জিতব।"


সামনের সপ্তাহেই বালিগঞ্জ এবং আসানসোলে উপনির্বাচন। বৃহস্পতিবার প্রচারে নেমে, বিধানসভা ভোটে হারের কথা মনে করিয়ে বিজেপিকে খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে শুভেন্দু অধিকারীকেও নিশানা করেছেন তিনি। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবিরও।


তবে শুক্রবার ফের তৃণমূলকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন চোপড়ার তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধান। তিনি জানান, এত বোমা-বন্দুক আছে যে, একটা এলাকা গুড়িয়ে দিতে ১০ মিনিট লাগবে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে পুলিশকে আর্জি জানিয়েছেন তৃণমূলেরই অঞ্চল কোর কমিটির চেয়ারম্যান। 


এ দিকে, বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন। অমিত শাহর এই মন্তব্যের প্রতিবাদে এবার পথে নামল তৃণমূল। গিরিশপার্কে প্রতীকী অবরোধ করে তারা। ২০১৯-এ কলেজ স্ট্রিটে আক্রান্ত হননি অমিত শাহ, দাবি করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ঠিক কথাই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সমর্থন বঙ্গ বিজেপির।


SSC-র নবম-দশমে শিক্ষক নিয়োগ মামলায় আবার সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তাঁর নির্দেশে বলেছেন, SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা-সহ বাকি সদস্যদের আবারও জিজ্ঞাসাবাদ করবে CBI। মন্ত্রীর চেম্বারে উপদেষ্টা কমিটির কোনও বৈঠক হয়েছিল কিনা, বা বৈঠক সম্পর্কে মন্ত্রী কিছু জানতেন কি না, সেটা তদন্তসাপেক্ষ। CBI চাইলে তা খতিয়ে দেখতে পারে। কোনও রাজনৈতিক নেতাকে তদন্তের পরিধিতে আনতে CBI’র কোনও বাধা নেই।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.