West Bengal News Live Updates: কালো টাকা সাদা করার জন্য আয়কর দফতরের ডিসক্লোজার স্কিমের সুযোগ জ্য়োতিপ্রিয়র?

West Bengal News and Live Updates : জেলা থেকে শহর, রাজ্যের নানা কোণে কী ঘটে চলেছে? লাইভ আপডেটের জন্য চোখ রাখুন এখানে...

ABP Ananda Last Updated: 13 Nov 2023 11:13 PM
WB News Live: সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনায় বিভিন্ন জায়গায় ঘটেছে খুনের ঘটনা

জয়নগরে ফের গুলি করে খুন তৃণমূল নেতাকে। জয়নগর থেকে ক্যানিং, বিষণুপুর থেকে বাসন্তী। সাম্প্রতিককালে দক্ষিণ ২৪ পরগনায় বিভিন্ন জায়গায় ঘটেছে এমনই একের পর এক ঘটনা। শাসকদলের দ্বন্দ্বের প্রসঙ্গ তুলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 

WB News Live: সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনায় বিভিন্ন জায়গায় ঘটেছে খুনের ঘটনা

জয়নগরে ফের গুলি করে খুন তৃণমূল নেতাকে। জয়নগর থেকে ক্যানিং, বিষণুপুর থেকে বাসন্তী। সাম্প্রতিককালে দক্ষিণ ২৪ পরগনায় বিভিন্ন জায়গায় ঘটেছে এমনই একের পর এক ঘটনা। শাসকদলের দ্বন্দ্বের প্রসঙ্গ তুলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 

WB News Live: সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনায় বিভিন্ন জায়গায় ঘটেছে খুনের ঘটনা

জয়নগরে ফের গুলি করে খুন তৃণমূল নেতাকে। জয়নগর থেকে ক্যানিং, বিষণুপুর থেকে বাসন্তী। সাম্প্রতিককালে দক্ষিণ ২৪ পরগনায় বিভিন্ন জায়গায় ঘটেছে এমনই একের পর এক ঘটনা। শাসকদলের দ্বন্দ্বের প্রসঙ্গ তুলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 

West Bengal Live News: কালো টাকা সাদা করার জন্য আয়কর দফতরের ডিসক্লোজার স্কিমের সুযোগ জ্য়োতিপ্রিয়র?

বাকিবুর রহমানের কাছ থেকে ঋণ হিসেবে নেওয়া কালো টাকা সাদা করার জন্য আয়কর দফতরের ডিসক্লোজার স্কিমের সুযোগ নিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আদালতে এমনই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার আয়কর দফতরের দ্বারস্থ হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি।

WB News Live: নিউ মার্কেটের পর রায়গঞ্জ, ফের চাঁদার 'জুলুম'

নিউ মার্কেটের পর রায়গঞ্জ, ফের চাঁদার 'জুলুম'। ২০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় পুলিশ কর্মীকে বেধড়ক মার। হাসপাতালে ভর্তি আক্রান্ত পুলিশ কর্মী।

West Bengal Live News: খড়গপুরের পর ময়নাগুড়ি, ফের বাসে বিধ্বংসী আগুন

খড়গপুরের পর ময়নাগুড়ি, ফের বাসে বিধ্বংসী আগুন। জলপাইগুড়ির ময়নাগুড়িতে এনবিএসটিসির বাসে আগুন। কোনওক্রমে রক্ষা পেলেন বাসের যাত্রীরা।

WB News Live: তিলজলায় পরিত্যক্ত কাঠের গোডাউনে আগুন

একদিনে শহরে জোড়া অগ্নিকাণ্ড। মেডিক্যাল কলেজের পর তিলজলায় আগুন। তিলজলায় পরিত্যক্ত কাঠের গোডাউনে আগুন। আগুন নেভাতে গিয়ে দেওয়াল ধসে আহত ৩ দমকল কর্মী।

West Bengal Live News: তৃণমূল নেতা খুনে ৪ ঘণ্টা ধরে তাণ্ডব জয়নগরে

নিহত তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর বারুইপুর আদালতে মুহুরির কাজ করতেন। স্থানীয়দের দাবি, তিনি জয়নগর থানার ডাক মাস্টারও ছিলেন। সইফুদ্দিনের স্ত্রী শেরিফা বিবি লস্কর বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। এই বামনগাছিতেই খুন হন তাঁর স্বামী তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর। তিনি নিজেও বামনগাছি অঞ্চলের তৃণমূল সভাপতি। শাসক-নেতাকে খুনের পর ৫ কিলোমিটার দূরে দলুয়াখাকি গ্রামে ঘণ্টাচারেক ধরে তাণ্ডব চলে। জ্বালিয়ে দেওয়া হয় সিপিএম কর্মী, সমর্থকদের বাড়ি। এই দলুয়াখাকি গ্রামও বামনগাছি গ্রাম পঞ্চায়েতের মধ্যে। 

WB News Live: ৫ কিলোমিটার দূরের গ্রামে সিপিএম কর্মীদের বাড়ি বেছে বেছে আগুন, উঠছে প্রশ্ন

জোড়া খুনে অগ্নিগর্ভ হয়ে উঠল জয়নগর। তৃণমূলের অঞ্চল সভাপতিকে খুনের পর, খুন হলেন এক অভিযুক্ত। ৫ কিলোমিটার দূরের গ্রামে সিপিএম কর্মীদের বাড়ি বেছে বেছে আগুন ধরানো হল। তাদের সামনেই হামলার অভিযোগ উঠলেও, মানতে নারাজ পুলিশ।

West Bengal Live News: প্রয়াত সিপিএমের প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া

প্রয়াত সিপিএমের প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া। বয়স হয়েছিল ৮১ বছর। বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন বাম নেতা।  হায়দরাবাদের বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। আজ সকাল সোয়া ১২টা নাগাদ প্রাক্তন সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়ার জীবনাবসান হয়। ১৯৪২ সালে পুরুলিয়ার রঘুনাথপুরের বেড়ো গ্রামে জন্ম বাসুদেব আচারিয়ার। ১৯৮০ থেকে ২০১৪ সাল পর্যন্ত সিপিএমের টিকিটে বাঁকুড়া লোকসভার ৯ বারের সাংসদ। সিপিএমের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য এবং বাম শ্রমিক আন্দোলনের প্রাক্তন সর্বভারতীয় নেতা বাসুদেব আচারিয়া।

WB News Live: জেলে পার্থ চট্টোপাধ্যায়ের পড়শি জ্যোতিপ্রিয় মল্লিক

জ্যোতিপ্রিয় মল্লিক এখন পার্থ চট্টোপাধ্যায়ের পড়শি। প্রেসিডেন্সি জেলে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীর দুজনেই রয়েছেন একই ওয়ার্ডে। আদালতের নির্দেশে পার্থ খাট পেলেও, জেল সূত্রে খবর, মাটিতে শুতে হচ্ছে জ্য়োতিপ্রিয়কে। মন্ত্রী নিজেকে অসুস্থ বলে দাবি করলেও, জেলের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। 

West Bengal Live News: জয়নগরের ঘটনায় বগটুইয়ের হিংসার সঙ্গে তুলনা টানলেন সুজন

তৃণমূল নেতা ভাদু শেখ খুনের পর জ্বালিয়ে দেওয়া হয়েছিল বীরভূমের বগটুই গ্রাম। আগুনে ঝলসে মৃত্যু হয় শিশু-মহিলা সহ ১০ জনের। ২০২২-এর ২১ মার্চ, বগটুইয়ের সেই ঘটনার সঙ্গে তুলনা করে তৃণমূলকে নিশানা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। অন্তর্দ্বন্দ্বে তৃণমূল নেতা খুন হওয়ায় দুষ্কৃতীদের বাঁচাতে সিপিএম কর্মী-সমর্থকদের নিশানা করেছে শাসক দল, অভিযোগ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।

WB News Live: মেডিক্যাল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ে আগুন

মেডিক্যাল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ে আগুন। এইচআইভি চিকিৎসার আউটডোরে চারতলায় আগুন। বিকেল ৫.৩০ নাগাদ আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন।এমসিএইচ বিল্ডিংয়ে হেমাটোলজি, মেডিসিন, কার্ডিওলজি বিভাগও আছে।

West Bengal Live News: জয়নগরে হিংসার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন

তৃণমূল নেতা খুনের পাল্টা খুন ঘিরে রণক্ষেত্র জয়নগর, পরপর বাড়িতে আগুন। বীরভূমের বগটুইয়ের ছায়া এবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। ৪ ঘণ্টা ধরে তাণ্ডব, ১২ কিমি দূরে থানা, তাও কেন আটকাতে পারল না পুলিশ? 

WB News Live: শহরে চাঁদার জুলুম, 'মার' পুলিশকেও!

শহরে চাঁদার জুলুম। মার খেলো পুলিশ। গ্রেফতার ৩। বন্ধু মহল নামে একটি ক্লাবের কিছু সদস্য ট্রাক চালকের থেকে ৫ হাজার টাকা চাঁদা চায়। রাজি না হওয়ায়, গাড়ি আটকে ঝামেলা শুরু করা হয় বলে অভিযোগ। পুলিশ এলে পুলিশকর্মীর গায়েও হাত দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই জামিন অযোগ্য ধারায় মামলা করে ৩ জনকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা।

West Bengal Live News: গরুপাচার মামলায় তিহাড়ে কেষ্ট, বীরভূমে জেলা সভাপতি পদে বদল?

গরুপাচার মামলায় তিহাড়ে কেষ্ট, বীরভূমে জেলা সভাপতি পদে বদল? ৮ জেলায় সভাপতি বদল, বীরভূমের দায়িত্বে 'কোর কমিটি টু কমিটি'। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি পদে নাম নেই অনুব্রত মণ্ডলের। জেলা সভাপতির নামের জায়গায় লেখা শুধু কোর কমিটি টু কমিটি। বীরভূম জেলা সভাপতি পদে ধোঁয়াশা রেখেই তালিকা প্রকাশ তৃণমূলের।

WB News Live: গ্রাম ঘিরে আগুন ধরিয়ে প্রায় ৪ ঘণ্টা ধরে তাণ্ডব, অভিযোগ গ্রামবাসীদের

গ্রাম ঘিরে আগুন ধরিয়ে প্রায় ৪ ঘণ্টা ধরে তাণ্ডব চালানো হয়, কিন্তু তা সত্ত্বেও দমকল দেরিতে ঢুকেছে বলে অভিযোগ গ্রামবাসীদের। দমকলের গাড়িই ঢুকতে দেওয়া হয়নি, পাল্টা দাবি দমকল আধিকারিকের।

West Bengal Live News: তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে অভিযুক্তকেও পিটিয়ে খুন, মৃত্যুর আগের মুহূর্তের ছবি ভাইরাল

তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে অভিযুক্তকেও পিটিয়ে খুন। মৃত্যুর আগের মুহূর্তের ছবি ভাইরাল। আজ সকালে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে তৃণমূলের অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্করকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় এক দুষ্কৃতী। বেধড়ক মারধরের পর মৃত্যু হয় তাঁর। আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।

WB News Live: আয়কর দফতরের ডিসক্লোজার স্কিমের সুযোগ নিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক?

বাকিবুর রহমানের কাছ থেকে ঋণ হিসেবে নেওয়া কালো টাকা সাদা করার জন্য আয়কর দফতরের ডিসক্লোজার স্কিমের সুযোগ নিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক? তেমনটাই মনে করছে ED। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, জ্যোতিপ্রিয় দাবি করেন, ২০১৬ সালে আয়কর দফতরের ডিসক্লোজার স্কিমে ওই টাকা ডিসক্লোজ করে আয়কর জমা দিয়েছেন। কিন্তু ED-র দাবি, নিয়ম অনুযায়ী এভাবে ঋণের টাকা আয়কর দফতরের ডিসক্লোজার স্কিমে দেখানো যায় না। ED-র অনুমান, এই ডিসক্লোজার স্কিমের আড়ালেই বাকিবুরের থেকে পাওয়া কালো টাকা সাদা করেছেন মন্ত্রী। বিষয়টি জানতে এবার আয়কর দফতরের কাছ থেকে তথ্য চাইবে কেন্দ্রীয় এজেন্সি। খবর সূত্রের। 

West Bengal Live News: লোকসভা ভোটের আগে তৃণমূলের সংগঠনে ঝাঁকুনি

লোকসভা ভোটের আগে তৃণমূলের সংগঠনে ঝাঁকুনি। তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলার সভানেত্রী পদ থেকে সরানো হল শাওনি সিংহ রায়কে। শাওনি সিংহ রায়কে করা হল তৃণমূলের রাজ্য সম্পাদক। বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি করা হল অপূর্ব সরকারকে।

WB News Live: এথিক্স কমিটি সাংসদ পদ খারিজের সুপারিশ করলেও তৃণমূলে মহুয়া মৈত্রের পদোন্নতি

এথিক্স কমিটি সাংসদ পদ খারিজের সুপারিশ করলেও তৃণমূলে মহুয়া মৈত্রের পদোন্নতি। লোকসভা ভোটের আগে তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী করা হল মহুয়া মৈত্রকে।

প্রেক্ষাপট

এথিক্স কমিটি সাংসদ পদ খারিজের সুপারিশ করলেও তৃণমূলে মহুয়া মৈত্রের (Mahua Moitra) পদোন্নতি। লোকসভা ভোটের আগে তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী করা হল মহুয়া মৈত্রকে।


কাকভোরে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে (Joynagar Incident) জোড়া খুন। তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি। পাল্টা ১ দুষ্কৃতীকে পিটিয়ে খুনের অভিযোগ। গ্রেফতার আরেক দুষ্কৃতী।


জোড়া খুন ঘিরে অগ্নিগর্ভ জয়নগর। তৃণমূল নেতাকে খুনের ঘটনায় সিপিএম কর্মীদের বাড়িতে আগুন। একাধিক বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ। পুলিশের সামনেই হামলার অভিযোগ।


বগটুইয়ের (Bogtui) ছায়া জয়গনরে। তৃণমূল নেতা খুনের পরই দুষ্কৃতীদের বাঁচাতে গ্রাম ঘিরে একের পর বাড়িতে আগুন। দাবি সুজনের। জনরোষের যুক্তি তৃণমূলের।


জয়নগরে তৃণমূল (TMC) নেতাকে গুলি করে খুন। হামলা চালিয়েছে সিপিএম ও বিজেপি শাসিত দুষ্কৃতীরা, অভিযোগ শাসক দলের। বখরার লড়াই, মিথ্যে দোষারোপ, পাল্টা বিরোধীরা।


আয়কর দফতরের (IT Raid) ডিসক্লোজার স্কিমের সুযোগ নিয়ে বাকিবুরের থেকে ঋণ নেওয়া ৯ কোটি টাকা সাদা করেছিলেন জ্যোতিপ্রিয়। অনুমান ইডির। তথ্য চাওয়া হচ্ছে আয়কর দফতরে, খবর সূত্রের।


জ্যোতিপ্রিয় (Jyotipriya Mallick) এখন পার্থর পড়শি। প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডে পাশাপাশি সেলে তৃণমূলের দুই হেভিওয়েট। সুস্থ আছেন মন্ত্রী, আছেন জেলের ডাক্তারের তত্ত্বাবধানে, জানালেন জেল সুপার।


কালীপুজোকে (Kali Puja 2023) কেন্দ্র করে দুর্গাপুরের বেনাচিতিতে উত্তেজনা। দুই ক্লাবের বিবাদে ধুন্ধুমার। ইটবৃষ্টি, বাঁশ-লাঠি দিয়ে হামলা। গাড়ি ভাঙচুর, জখম পুলিশ কর্মী।


নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল। কালীপুজোর রাতে শব্দদানবের তাণ্ডব। রাতভর তল্লাশি চালিয়ে ৪১৪ কেজি বাজি বাজেয়াপ্ত। গ্রেফতার ৪৪৪। উঞ্ছৃখল আচরণের জন্য পাকড়াও আরও ১৭১।


কালীপুজোর রাতে গোপালনগরে পুলিশের গাড়ির ধাক্কায় ৩ যুবকের মৃত্যু। মত্ত ছিলেন তিনজনই, দাবি পুলিশের। সিবিআই দাবি বিজেপির। উলুবেড়িয়াতেও গাড়ির সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ২ বাইক আরোহীর।


সাতসকালে শহরে দুর্ঘটনা। বেলগাছিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু ব্যবসায়ীর। প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ স্থানীয়দের। লাঠি উঁচিয়ে তাড়া করল পুলিশ।


সকালের যাবতীয় খবরের আপডেট দেখুন এখানে

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.