West Bengal News Live Updates: 'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস', বললেন প্রদীপ ভট্টাচার্য

Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 05 Jan 2025 03:52 PM
Bangladesh News: প্রশিক্ষণ নিতে বাংলাদেশি বিচারকদের ভারত সফর বাতিল

ইতিহাস ভুলেছে বাংলাদেশ, ভারতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে ইউনূস সরকার। প্রশিক্ষণ নিতে বাংলাদেশি বিচারকদের ভারত সফর বাতিল। বাংলাদেশের ৫০ জন বিচারকের ভারত সফর বাতিল। ভোপালে জুডিশিয়াল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ কর্মসূচিতে আসছেন না বাংলাদেশি বিচারকরা। আগে অনুমতি দিয়েও এখন বিচারকদের ভারত সফরের অনুমতি প্রত্যাহার। বিচারকদের ভারত সফরের অনুমতি প্রত্যাহার বাংলাদেশের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রকের। 

pradeep bhattacharya: 'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস', বললেন প্রদীপ ভট্টাচার্য

"মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস", বিস্ফোরক মন্তব্য বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের। বললেন, "যেদিন মমতাকে দল থেকে বহিষ্কার করা হয়, তখন সোমেন মিত্র ফোনে জানান, সীতারাম কেশরী নির্দেশ দিয়েছেন। আমি সোমেন মিত্রকে বারণ করেছিলাম। সোমেনকে বাধ্য করা হয়েছিল। সেই প্রায়শ্চিত্ত আজও করতে হচ্ছে কংগ্রেসকে।"

pradeep bhattacharya: 'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও দিচ্ছে কংগ্রেস', বললেন প্রদীপ ভট্টাচার্য

'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও দিচ্ছে কংগ্রেস', বিস্ফোরক মন্তব্য বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের। বললেন, "যেদিন মমতাকে দল থেকে বহিষ্কার করা হয়, তখন সোমেন মিত্র ফোনে জানান সীতারাম কেশরির নির্দেশ দিয়েছেন। আমি সোমেন মিত্রকে বারণ করেছিলাম। সোমেনকে বাধ্য করা হয়েছিল। সেই প্রায়শ্চিত্ত আজও কংগ্রেসক।"

Sukanta Majumdar: 'ব্যর্থ মুখ্যমন্ত্রীর লজ্জা লুকানোর জায়গা নেই', পাসপোর্ট জালিয়াতি নিয়ে সুকান্ত

পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতার প্রাক্তন এসআই। মুখ্যমন্ত্রীকে নিশানা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। 'রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী প্রশাসনকে দুর্নীতিতে জড়িয়ে ফেলেছেন। সরকারি পৃষ্ঠপোষকতায় অনুপ্রবেশে মদত দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এবিষয়ে কর্ণপাত করেননি। চাপে পড়ে পুলিশ এখন প্রাক্তন কর্মকর্তাদের গ্রেফতার করতে বাধ্য হচ্ছে। মুখ্যমন্ত্রীর গোয়েন্দা সংস্থাগুলি হঠাৎ জেগে উঠেছে। অনুপ্রবেশের মাধ্যমে ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে চান মমতা দি। পুলিশকে কাজে লাগিয়ে ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখার মরিয়া প্রচেষ্টা চালানো হয়েছে। ব্যর্থ মুখ্যমন্ত্রীর লজ্জা লুকানোর জায়গা নেই!' মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের।

Passport Fraud: জোড়-বিজোড়ের খেলাতেই রাশি রাশি পাসপোর্ট জালিয়াতি?

জোড়-বিজোড়ের খেলাতেই রাশি রাশি পাসপোর্ট জালিয়াতি? জাল পাসপোর্ট চক্রে প্রাক্তন পুলিশ অফিসার গ্রেফতার। প্রাক্তন SI-এর গ্রেফতারির পরে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে: সূত্র। নিয়ম অনুুযায়ী বিজোড় তারিখে পাসপোর্ট ভেরিফিকেশনের ফাইল দেখে স্থানীয় থানা। জোড় তারিখে ফাইল এলে, ভেরিফিকেশন করে সিকিওরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের অফিসার। এই ক্ষেত্রে এনকোয়ারি অফিসার থাকতেন পাসপোর্ট জালচক্রে ধৃত আব্দুল হাই। পরিকল্পনা করেই পাসপোর্টের ফাইল জোড় তারিখে ফেলার চেষ্টা করত চক্র: সূত্র।

Assam News: অসমের কোকরাঝাড়ে ঘাঁটি গেড়ে, বড়সড় কোনও ছক কষছিল আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিরা!

পশ্চিমবঙ্গ থেকে মাত্র ৫১ কিলোমিটার দূরে, অসমের কোকরাঝাড়ে ঘাঁটি গেড়ে, বড়সড় কোনও ছক কষছিল আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিরা। নদীর চরকে কাজে লাগিয়ে, তৈরি হয়েছিল জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রথম, জঙ্গিদের সেই ঘাঁটির একেবারে ভিতরে পৌঁছল এবিপি আনন্দ। এখনও সেখানে রয়েছে বাঁশের কাঠামো, ত্রিপলের আচ্ছাদন। যেখানে আগ্নেয়াস্ত্র চালানো, IED-র ব্যবহার শেখানো হত বলে গোয়েন্দাদের অনুমান। 

Weather Updates: বাংলাদেশে খারাপ আবহাওয়া, ঢাকা ও চট্টগ্রাম থেকে চারটি বিমান নামল কলকাতায়

বাংলাদেশে খারাপ আবহাওয়া। ঢাকা থেকে ৩টি ও চট্টগ্রাম থেকে একটি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করল। 

Singur News: জাল শংসাপত্র দেখিয়ে পাসপোর্ট, হুগলির সিঙ্গুরে ২ জন গ্রেফতার

জাল শংসাপত্র দেখিয়ে পাসপোর্ট, হুগলির সিঙ্গুর থেকে ২ জনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। পাসপোর্টের
জন্য আবেদন করেন বর্ধমানের বাসিন্দা রিঙ্কা দাস। বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন করতেই জালিয়াতি ধরা পড়ে। 
জাল জন্ম-নথি দেওয়ার অভিযোগে গত ১৯ ডিসেম্বর রিঙ্কাকে গ্রেফতার করা হয়। তাঁকে জেরা করে গত ২৯ ডিসেম্বর বর্ধমান শহর থেকে গ্রেফতার হন স্বরূপ রায়। পুলিশের দাবি, এই স্বরূপই রিঙ্কাকে জাল বার্থ সার্টিফিকেট জোগাড় করে দেন। স্বরূপকে জেরা করে শুক্রবার রাতে সিঙ্গুর থেকে গ্রেফতার করা হয় গণেশ
চক্রবর্তী ও অনির্বাণ সামন্তকে। ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Murshidabad News: মুর্শিদাবাদ থেকে ধৃত দুই ABT জঙ্গি আব্বাস আলি ও মিনারুল শেখের বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল

মুর্শিদাবাদ থেকে ধৃত দুই ABT জঙ্গি আব্বাস আলি ও মিনারুল শেখের বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। দেখা করার কথা ছিল আনসারুল্লা বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানির সঙ্গে। এমনটাই দাবি অসম পুলিশের STF-এর। শুধু তাই নয়, 
খাগড়াগড় বিস্ফোরণে ধৃত JMB জঙ্গি তারিকুল ইসলাম ওরফে সাদেক সুমনের সঙ্গে জেলে আলাপ হয় আব্বাস আলির। প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গির কাছ থেকে জেলেই পাঠ নেওয়া শুরু হয় আব্বাসের। জেলমুক্তির পর শাদ রাডিকে সঙ্গে নিয়ে বেশ কয়েকবার তারিকুল ইসলামের সঙ্গে দেখাও করে আব্বাস। তদন্তে এমনটাই দাবি অসম পুলিশের STF-এর।


 

Raniganj News: শিশুর জন্মের পর মায়ের মৃত্যু ঘিরে রানিগঞ্জের বেসরকারি হাসপাতালে উত্তেজনা ছড়াল

শিশুর জন্মের পর মায়ের মৃত্যু ঘিরে রানিগঞ্জের বেসরকারি হাসপাতালে উত্তেজনা ছড়াল। মৃতের আত্মীয়দের নিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ বাউড়ি সমাজ শিক্ষা সমিতির সদস্যরা। পরিবার সূত্রে খবর, গতকাল দুপুরে সিজার করে সন্তানের জন্ম দেন অন্ডালের গোপালমাঠের বাসিন্দা মামনি বাউড়ি। অভিযোগ, তারপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সন্ধেয় মৃত্যু হয় ওই প্রসূতির। এরপরই হাসপাতালের সামনে উত্তেজনা ছড়ায়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে মৃতের পরিবার। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। শেষপর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ শিশুর ৬ মাস পর্যন্ত চিকিৎসা ও লালন-পালনের প্রস্তাবে রাজি হলে অবরোধ ওঠে।
হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। 


 

Forensic Fraud: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে কলকাতা পুলিশের স্ক্যানারে ৫টি মোবাইল ফোন

পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে কলকাতা পুলিশের স্ক্যানারে ৫টি মোবাইল ফোন। তদন্তকারীদের অনুমান, ধৃত চারজনের বাজেয়াপ্ত করা ৫টি মোবাইল ফোনে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। তাই আদালতের অনুমতি নিয়ে ফোনের ডিজিটাল তথ্য সংগ্রহ করতে চায় পুলিশ। পুলিশের অনুমান, পাসপোর্ট জালিয়াতির কিংপিন মনোজ গুপ্ত ও সমরেশ বিশ্বাস ছাড়াও ধীরেন ঘোষ ও প্রাক্তন SI আব্দুল হাইয়ের মোবাইল ফোন থেকে বেশ কিছু তথ্য ডিলিট করা
হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞের সাহায‍্য নিয়ে মোবাইল ফোনগুলি পরীক্ষা করা এবং মুছে ফেলা তথ‍্য উদ্ধার করতে চায় কলকাতা
পুলিশ। 


 

Passport Fraud Case: SI আব্দুল হাইয়ের অ্যাকাউন্টে গত ২ বছরে জমা পড়েছে প্রায় ১৫ লক্ষ টাকা! পাসপোর্ট জালিয়াতিতে নয়া তথ্য

পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের তদন্তে নতুন তথ্য পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, প্রাক্তন SI আব্দুল হাইয়ের অ্যাকাউন্টে গত
২ বছরে জমা পড়েছে প্রায় ১৫ লক্ষ টাকা। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের অন্যতম কিংপিন সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা যেত প্রাক্তন SI-এর কাছে। পাসপোর্ট ভেরিফিকেশনের রেট ছিল মাথা পিছু ২০-২৫ হাজার। পুলিশের দাবি, ৫১ জনের বেআইনি ভেরিফিকেশন হয়েছে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের তৎকালীন ভেরিফিকেশন অফিসার 
আব্দুল হাইয়ের মাধ্যমে। বেআইনিভাবে কাদের কাদের পাসপোর্ট
তৈরি করা হয়েছিল? তারা কোথায় রয়েছে? পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে এবার সেই বেআইনি পাসপোর্ট হোল্ডারদের সন্ধান পেতে চাইছে কলকাতা পুলিশ। 


 

Malda News: দুলাল সরকারের বাড়ি থেকে মেরেকেটে ২০ মিটার দূরে বসে খুনের ছক!

দুলাল সরকারের বাড়ি থেকে মেরেকেটে ২০ মিটার দূরে বসে খুনের ছক! পুলিশের দাবি, মালদার দাপুটে তৃণমূল নেতাকে খুনের
মাস্টারমাইন্ড ২ জন। একজন ইংরেজবাজারের রেলওয়ে
ব্যারাক কলোনির বাসিন্দা কৃষ্ণ রজক ওরফে রোহন, আরেক জন মহানন্দা পল্লির বাসিন্দা বাবলু যাদব। বিহারের বাসিন্দা বাবলুর বাড়ি দুলালের বাড়ি থেকে কার্যত ঢিল ছোড়া দূরত্বে। বাবলুর স্ত্রীর দাবি, স্বামী কিছুই করেন না, কিন্তু তৃণমূলের ঘনিষ্ঠ। এমনকী, দুলাল সরকারের পরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক ভাল বলে দাবি করেছেন ফেরার অভিযুক্তের স্ত্রী। বাবলুর স্ত্রী জানিয়েছেন, খুনের আগের দিন শেষবার বাড়িতে এসেছিলেন বাবলু। তারপর থেকেই তিনি ফেরার। 
এই বাবলু যাদব ও রোহন রজকের সন্ধান পেতে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে মালদা জেলা পুলিশ। যদিও রাজনৈতিক ফায়দার জন্য এই খুন, খুনের নেপথ্যে বড় মাথা এবং গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে নিহত তৃণমূল নেতার পরিবার। কে সেই বড় মাথা? বাবলু ও রোহনের খোঁজ পেলে মিলবে সেই বড় মাথার হদিশ? জানা যাবে তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের আসল কারণ? নিহত তৃণমূল নেতার পরিবার দাবি করেছে, কোনও কিছুর বিনিময়ে যেন আসল অপরাধীকে আড়াল করা না হয়। মিলবে সেই আসল অপরাধীর খোঁজ? 


 

Weather Updates: সকাল থেকেই ঘন কুয়াশা নদিয়া জুড়ে, কমেছে দৃশ্যমানতা

সকাল থেকেই ঘন কুয়াশা নদিয়া জুড়ে। কমেছে দৃশ্যমানতা। ১২ নম্বর জাতীয় সড়কে ধীর গতিতে যান চলাচল করছে। কুয়াশার কারণে বন্ধ নদিয়া-বর্ধমান সংযোগকারী নৃসিংহপুর ঘাটে ফেরি চলাচল। সকাল থেকে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছেন ফেরিঘাটে। 


 

Weather Updates: সকাল থেকেই ঘন কুয়াশা নদিয়া জুড়ে, বন্ধ নদিয়া-বর্ধমান ফেরি চলাচল

সকাল থেকেই ঘন কুয়াশা নদিয়া জুড়ে। কমেছে দৃশ্যমানতা। ১২ নম্বর জাতীয় সড়কে ধীর গতিতে যান চলাচল করছে। কুয়াশার কারণে বন্ধ নদিয়া-বর্ধমান সংযোগকারী নৃসিংহপুর ঘাটে ফেরি চলাচল। সকাল থেকে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছেন ফেরিঘাটে। 


 

Birbhum News: আশঙ্কা প্রকাশের ৩ দিনের মাথায় বাড়িতে বোমাবাজি, আতঙ্কিত বীরভূমের কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান

খুন হতে পারেন, এই আশঙ্কা প্রকাশের ৩ দিনের মাথায় বাড়িতে বোমাবাজি। আতঙ্কিত বীরভূমের কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মামন শেখ ও তাঁর পরিবার। শাসক-নেতার অভিযোগ, গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ ২ জন দুষ্কৃতী বাইকে 
করে এসে তাঁর বাড়ি লক্ষ্য করে পরপর ২টি বোমা ছোড়ে। এর
মধ্যে একটি বোমা ফাটলেও, আরেকটি ফাটেনি। সেই সময় মামন বোলপুরে জেলা পার্টি অফিসে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন থানার পুলিশ। 

Malda News: মালদায় তৃণমূল নেতা খুনে এখনও অধরা মূলচক্রী, পুরস্কার ঘোষণা পুলিশের

মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ৩ দিন। এখন অধরা মূল চক্রী। আরও ২ অভিযুক্তের সন্ধান পেতে এবার পুরস্কার ঘোষণা করল মালদা জেলা পুলিশ। ইংরেজবাজারের রেলওয়ে ব্যারাক কলোনির বাসিন্দা ও খুনের অন্যতম মাস্টারমাইন্ড কৃষ্ণ রজক ওরফে রোহন এবং মহানন্দা পল্লির বাসিন্দা বাবলু যাদবের হদিশ পাওয়ার জন্য ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। যদিও রাজনৈতিক ফায়দার জন্য এই খুন, খুনের নেপথ্যে বড় মাথা এবং গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে নিহত তৃণমূল নেতার পরিবার। কে সেই বড় মাথা? মালদার তৃণমূল সহ সভাপতি ও ইংরেজবাজার পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলর ও শাসকদলের দাপুটে নেতা দুলাল সরকারকে সরালে কার ফায়দা? খুনের মোটিভ নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। 


 

Murshidabad News: মালদার পর এবার মুর্শিদাবাদে শ্যুটআউট

মালদার পর এবার মুর্শিদাবাদে শ্যুটআউট। নওদার সর্বাঙ্গপুরে গুলি চালানোর অভিযোগ উঠল। বিজেপির দাবি, গুলি চালিয়েছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জখম যুবক ভর্তি রয়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। 

Kolkata News: শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা, আজ আদালতে পেশ

শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা। স্টেশন চত্বরে ঘোরাফেরা করায় সন্দেহ পুলিশের। দেখাতে পারেননি কোনও বৈধ পরিচয়পত্র, পাসপোর্ট। জিজ্ঞাসাবাদে নিজেকে বাংলাদেশি বলে দাবি মহিলার। ৩ দিন আগে শিয়ালদায় আসেন বলে পুলিশের কাছে দাবি ওই মহিলার। কীভাবে ভারতে অনুপ্রবেশ তা জানার চেষ্টায় পুলিশ। কোন পথ দিয়ে অনুপ্রবেশ, কাদের সাহায্যে অনুপ্রবেশ, ধৃতকে জিজ্ঞাসাবাদ লালবাজারের। আজ মহিলাকে আদালতে পেশ করা হবে। 

Malda News: মালদায় তৃণমূল নেতা খুনের ৩দিন, এখনও অধরা আরও ২ অভিযুক্ত, পুরস্কার ঘোষণা পুলিশের

মালদায় তৃণমূল নেতা খুনের ৩দিন, এখনও অধরা আরও ২ অভিযুক্ত। ২ অভিযুক্তের হদিশ পেতে পুরস্কার ঘোষণা মালদা জেলা পুলিশের। কৃষ্ণা রজক ও বাবলু যাদবের সন্ধান পেতে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা। রাজনৈতিক ফায়দার জন্যই খুন, দাবি পরিবারের। 
কে সেই বড় মাথা? উত্তর খুঁজছে পুলিশ।


 

Malda News: তৃণমূল নেতা খুনের ঘটনায় এবার নিরাপত্তা প্রত্যাহার নিয়ে প্রশ্ন তুলল পরিবার

মালদার তৃণমূল নেতা খুনের ঘটনায় এবার নিরাপত্তা প্রত্যাহার নিয়ে প্রশ্ন তুলল পরিবার। এর আগেও ওঁর ওপর হামলা হয়েছিল। সেই সময় নিরাপত্তা দিয়েছিল। কিন্তু নিরাপত্তা তুলে নেওয়া হল কেন? যাঁদের দরকার নেই, তাঁরা নিরাপত্তা পাচ্ছেন। অথচ ওঁর নিরাপত্তা তুলে নেওয়া হল বলে এই পরিণতি হল। আক্ষেপের পাশাপাশি ক্ষোভ উগরে দিলেন মালদার নিহত তৃণমূল নেতার স্ত্রী।

Malda News: রাজনৈতিক লোকই তো মাথা! বলছেন মালদায় নিহত তৃণমূল নেতার স্ত্রী

রাজনৈতিক লোকই তো মাথা। রাজনৈতিকভাবে আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল। দলীয় নেতৃত্বকে জানিয়েওছিলাম। আশা করব, কোনও কিছুর বিনিময়ে আসল অপরাধীকে আড়াল করা হবে না। মালদায় নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রীর কথায় গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত। পরিবারের দাবি, রাজনৈতিক ফায়দা লোটার জন্যই এই খুন। প্রশ্ন উঠছে, কে সেই বড় মাথা? খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

প্রেক্ষাপট

১। অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে মমতার আক্রমণ (Mamata Banerjee)। পাল্টা ৫ পাতার খোলা চিঠি শুভেন্দুর। ভোট ব্যাঙ্কের স্বার্থে সীমান্ত রক্ষী বাহিনীর অবমাননার অভিযোগ। (Suvendu Adhikari)

২। অনুপ্রবেশকারীদের ভিড়ে ABT জঙ্গি! শ্রমিকের আড়ালে অসম থেকে বাংলায় ঢুকে শুরু সন্ত্রাসবাদী কার্যকলাপ। এক জঙ্গিকে জেরা করে বড় নেটওয়ার্কের হদিশ পেল অসম এসটিএফ। (Bangladeshi Infiltrators) 

৩। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সর্ষের মধ্যেই ছিল ভূত! উত্তর ২৪ পরগনায় পুলিশের তল্লাশি, পাসপোর্ট সেকশনে ভেরিফিকেশনের দায়িত্বে থাকা প্রাক্তন অফিসার গ্রেফতার! (Passport Fraud)

৪। কলকাতা পুলিশের সিকিওরিটি কন্ট্রোল অফিসে বসেই পাসপোর্ট জালচক্র? জোড়-বিজোড়ের তারিখের সুযোগ নিয়ে বেছে বেছে ভেরিফিকেশনের নামে জালিয়াতি। (Kolkata Police)

৫। জন্মের জাল শংসাপত্র দিয়ে পাসপোর্টের ছক। বর্ধমানে ২জনকে গ্রেফতারির সূত্র ধরে হুগলির সিঙ্গুর থেকে আরও ২জন গ্রেফতার। নেপথ্যে আর কারা? তদন্তে পুলিশ।

৬। ২দিন পার, মোটিভ কী? মাস্টারমাইন্ডও বা কে? মালদায় তৃণমূল নেতা খুনে আরও ২জনের গ্রেফতারিতেও রহস্য। স্ত্রী বলছেন, বড় মাথা আছে। আসল অপরাধীদের যেন আড়াল না করা হয়। (Malda News)

৭। তৃণমূল নেতার বাড়ির কাছেই আততায়ীদের ঘাঁটি, জানতেই পারল না কেউ! আশ্রয় থেকে রুটম্যাপ-সাহায্যের অভিযোগে ২জন গ্রেফতার। কোর্ট-নজরদারিতে সিবিআই চান শুভেন্দু। (TMC News)

৮। মালদার পর এবার মুর্শিদাবাদ, ফের শ্যুটআউট। কর্মসূচিতে যাওয়ার সময় যানজটে তৃণমূলকর্মীদের বাস, বচসার সময় হঠাৎ গুলি। 


৯। মালদা, মুর্শিদাবাদের পর বীরভূম। এবার খুনের আশঙ্কা করার পরই বীরভূমে কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে বোমা।


১০। মুর্শিদাবাদে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ, বোমার ভাণ্ডার। টার্গেট ছিলেন পুরসভার চেয়ারম্যান? 


১১। দ্বিতীয় হুগলি সেতুতে প্রকাশ্যে বেনজির সংঘাতে বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। (Babul Supriyo) (Abhijit Gangopadhyay)


১২। আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুন। দেহ সৎকারে তাড়াহুড়ো থেকে সিবিআই-পুলিশের তদন্ত। ৩৫টি প্রশ্ন তুলে ফের তদন্তের আবেদন পরিবারের। (RG Kar Case)

১৩। নিট পিজির কাউন্সেলিং নিয়ে কেন্দ্রের নির্দেশিকা ঘিরে বিতর্ক। কমল জেনারেল ক্যাটিগরির জন্য কাট অফ মার্কস। ন্যূনতম ১৫ শতাংশ নম্বর পেলেই মিলবে সুযোগ। (NEET PG)

১৬। হঠাৎ ভাঙল উত্তর সিকিমের লাচুংয়ে লোহার সেতু। গ্যাংটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আটকে থাকা পর্যটকদের উদ্ধার। ঘুরপথে যাতায়াত। (Sikkim News)

১২। সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই ভারত-বাংলাদেশে আটক মৎস্যজীবী আদানপ্রদান। ওপার বাংলা থেকে এপারে ফিরবেন ৯৫জন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.