West Bengal News Live Updates: তাজপুরে গভীর সমুদ্র বন্দর নিয়ে প্রশ্ন তুলল বিজেপি

West Bengal News and Live Updates : জেলা থেকে শহর, রাজ্যের সব খবরের লাইভ আপডেটের জন্য চোখ রাখুন এখানে...

ABP Ananda Last Updated: 22 Nov 2023 11:59 PM
WB News Live: তাজপুরে গভীর সমুদ্র বন্দর নিয়ে প্রশ্ন তুলল বিজেপি

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মধ্যেই এবার তাজপুরে গভীর সমুদ্র বন্দর নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। বঙ্গ বিজেপি দাবি করল, রাজ্য সরকার নয়, চুক্তি বাতিল করেছে আদানি গোষ্ঠীই। এনিয়ে বিজেপির তরফে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 

West Bengal News Live: উত্তর ২৪ পরগনার সমবায় ধান ক্রয় কেন্দ্রে দালাল চক্রের রমরমা

রেশন দুর্নীতির তদন্ত চলাকালীনই ফের উত্তর ২৪ পরগনার সমবায় ধান ক্রয় কেন্দ্রে দালাল চক্রের রমরমা। দেগঙ্গার পর এবার স্বরূপনগর। অভিযোগ পেয়েই তৎপর প্রশাসন। অভিযোগ ওঠে, স্বরূপনগর সমবায় ধান ক্রয় কেন্দ্রে সক্রিয় দালাল চক্র। ভুয়ো নাম ঢুকিয়ে কৃষকদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর চেষ্টা করছে দালালরা। গতকাল স্বরূপনগরের বিডিও-র নেতৃত্বে তদন্তে যায় একটি দল। সমবায় ধান ক্রয় কেন্দ্র থেকে ১৫৫ বস্তা ধান বাজেয়াপ্ত করেন সরকারি আধিকারিকরা। সরকারি সূত্রে খবর, ধান ক্রয় কেন্দ্রের তালিকায় বেশ কিছু ভুয়ো নাম ধরা পড়েছে। এ নিয়ে জেলা প্রশাসনকে বিস্তারিত রিপোর্ট দিতে চলেছে ব্লক প্রশাসন। এর আগে দেগঙ্গাতেও একই ধরনের অভিযোগ ওঠে। 

WB News Live: ফের কলকাতায় কুড়ির ঘরে নামল পারদ

ফের কলকাতায় কুড়ির ঘরে নামল পারদ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন শীতের আমেজ বাড়বে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১৫ ডিগ্রিতে নামবে পারদ। ইতিমধ্যেই পুরুলিয়ার তাপমাত্রা পনেরোর ঘরে। বাঁকুড়াতেও পারদ নেমেছে ১৬ ডিগ্রিতে। আগামী ৩-৪দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহান্তে আরও নামবে পারদ। 

West Bengal News Live: আক্রান্ত বিজেপি, রাজ্যকে ক্ষতিপূরণের নির্দেশ জাতীয় মানবাধিকার কমিশনের

আক্রান্ত বিজেপি, রাজ্যকে ক্ষতিপূরণের নির্দেশ জাতীয় মানবাধিকার কমিশনের। ৮ অক্টোবর, ২০২০: বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযানে পুলিশি নিগ্রহের অভিযোগ।
জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ একাধিক বিজেপি কর্মী। অভিযোগকারীদের আর্থিক ক্ষতিপূরণ দিতে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ।

WB News Live: ধর্মতলায় বিজেপির সভার বিরোধিতায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্য

ধর্মতলায় বিজেপির সভার বিরোধিতায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি। দ্রুত শুনানির সম্ভাবনা। গত সোমবার বিজেপিকে ধর্মতলায় সভার অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিধিনিষেধ আরোপ করে বিজেপিকে জানাতে পুলিশকে নির্দেশ দেন বিচারপতি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছে রাজ্য। ২৯ নভেম্বর, ধর্মতলায় বিজেপির সভায় থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-র। 

West Bengal News Live: DA-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন পড়ল ৩০০ দিনে

DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন আজ ৩০০ দিনে পড়ল। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। পেন ডাউন কর্মসূচি, মিছিল, নানা ভাবে নিজেদের দাবিদাওয়া তুলে ধরার চেষ্টা করেছেন DA-আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্টে গিয়েছে DA-মামলা। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ।

WB News Live: জেল হেফাজতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক SSKM হাসপাতালে ভর্তি

জেল হেফাজতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক SSKM হাসপাতালে ভর্তি। সূত্রের খবর, নানা ধরনের সমস্যায় ভুগছেন মন্ত্রী। তাই তাঁর চিকিৎসার জন্য় তৈরি করা হয়েছে মাল্টি ডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড। বিশেষজ্ঞ চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন, কীভাবে মন্ত্রীর চিকিৎসা হবে। এর মধ্যেই আজ স্নায়ু রোগের চিকিৎসকরা জ্যোতিপ্রিয়কে পরীক্ষা করেন।

West Bengal News Live: কেন জগদ্দলে তৃণমূল কর্মী খুন? শাসকের মুখেই ভিন্ন সুর

কেন জগদ্দলে তৃণমূল কর্মী খুন? শাসকের মুখেই ভিন্ন সুর। রাজনীতির লড়াই নয়, সবই ব্যক্তিগত, দাবি অর্জুন সিংহের। রাজনৈতিক কারণেই পরিকল্পনা করে খুন, ভিন্নসুরে দাবি সোমনাথ শ্যামের। রাস্তা থেকে সরানোর চক্রান্ত হয়েছিল, দাবি জগদ্দলের তৃণমূল বিধায়কের। 'সব শিল্পাঞ্চলেই সমাজবিরোধীদের দাপট থাকে, কেন বাড়ল দেখতে হবে'
জগদ্দলে তৃণমূল কর্মী খুনে মন্তব্য দলীয় সাংসদ সৌগত রায়ের।

WB News Live: কোলাঘাটে নিহত ব্যবসায়ীর বাড়িতে গেলেন শুভেন্দু, সিবিআই চায় পরিবার

২দিন পার, কোলাঘাটে স্বর্ণ ব্যবসায়ী খুনে দুষ্কৃতীরা এখনও অধরা। নিহত ব্যবসায়ীর বাড়িতে গেলেন শুভেন্দু, সিবিআই চায় পরিবার। জাতীয় সড়কে ব্যবসায়ীকে গুলি করে খুন! টাকা, গয়না নিয়ে কোথায় পালাল দুষ্কৃতীরা? 'আগেও দুবার হামলা হয়েছে স্বর্ণ ব্যবসায়ী সমীর পড়িয়ার উপর', পুলিশকে জানিয়েও লাভ হয়নি, সিবিআই চেয়ে দাবি নিহত ব্যবসায়ীর বাবা।

West Bengal News Live: জগদ্দলে তৃণমূল কর্মী খুনে ১ দিন পার, এবার বিস্ফোরক বিধায়ক

জগদ্দলে তৃণমূল কর্মী খুনে ১ দিন পার, এবার বিস্ফোরক বিধায়ক। জনবহুল এলাকায় বাইকে চেপে হানা, হাতে ফুটেজ, তাও অধরা!  'দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছে মেঘনা জুটমিল, মেঘনা জুটমিলের কুলিলাইন থেকে বেরিয়েছিল দুষ্কৃতীরা, আগেও মেঘনা লাইন থেকে বেরিয়ে বারবার হামলা', মেঘনা জুটমিল অর্জুন সিংহের এলাকা, দাবি সোমনাথ শ্যামের। 'সাংসদ আরও সক্রিয় হলে হয়তো এই ঘটনা আটকানো যেত', জগদ্দলের দুষ্কৃতী তাণ্ডব নিয়ে অর্জুন সিংহকেও কটাক্ষ সোমনাথ শ্যামের।

WB News Live: ফরাক্কার হাউসনগরে বোমা ফেটে আহত ৩ শিশু

পঞ্চায়েত ভোটের ৪ মাস পরেও বোমা-বিদ্ধ শৈশব! ফরাক্কার হাউসনগরে বোমা ফেটে আহত ৩ শিশু। বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ। আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।

West Bengal News Live: ৬টি অর্থনৈতিক করিডর তৈরির জন্য রাজ্য প্রস্তুত, বললেন মুখ্যমন্ত্রী

৬টি অর্থনৈতিক করিডর তৈরির জন্য রাজ্য প্রস্তুত, বললেন মুখ্যমন্ত্রী।  ১৮৮টি মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, '৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটির টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। বাংলা-ই গন্তব্য, সুযোগ কিন্তু বারবার আসে না।'

WB News Live: প্রায় দেড় দিন পার, কোলাঘাটে স্বর্ণ ব্যবসায়ী খুনে দুষ্কৃতীরা এখনও অধরা

প্রায় দেড় দিন পার, কোলাঘাটে স্বর্ণ ব্যবসায়ী খুনে দুষ্কৃতীরা এখনও অধরা। জাতীয় সড়কের উপর ব্যবসায়ীকে গুলি করে খুন! টাকা, গয়না নিয়ে কোথায় পালাল দুষ্কৃতীরা? 'আগেও দুবার হামলা হয়েছে স্বর্ণ ব্যবসায়ী সমীর পড়িয়ার উপর', পুলিশকে জানিয়েও লাভ হয়নি, সিবিআই চেয়ে দাবি নিহত ব্যবসায়ীর বাবার।

West Bengal News Live: তাজপুরে আদানিদের গভীর সমুদ্র বন্দরের বরাত নিয়ে চাঞ্চল্যকর দাবি বিজেপির

তাজপুরে আদানিদের গভীর সমুদ্র বন্দরের বরাত নিয়ে চাঞ্চল্যকর দাবি বিজেপির। 'মুখ্যমন্ত্রী তাজপুর নিয়ে মিথ্যাচার করছেন, তাজপুরে নয়, মন্দারমণিতে বন্দর করতে চেয়েছিল আদানি গোষ্ঠী, গভীর সমুদ্র বন্দর নয়, হলদিয়ার ধাঁচে বন্দর তৈরির পরিকল্পনা মন্দারমণিতে, আদানি গোষ্ঠীর প্রস্তাব মতো বিপুল জমি অধিগ্রহণের জন্য এলাকা চিহ্নিত করে রাজ্য প্রশাসন,  মন্দারমণিতে আদানি গোষ্ঠীর প্রস্তাবিত বন্দর দ্রুত শেষ করতে চেয়ে জাহাজ মন্ত্রককে চিঠি দিয়েছে রাজ্য, তাজপুরে প্রস্তাবিত প্রকল্প থেকে আদানি সরার আগেই কীভাবে অন্য শিল্পগোষ্ঠীকে আহ্বান করেন মুখ্যমন্ত্রী?' আদানিরা তাজপুর থেকে আগ্রহ হারানোর পর গভীর সমুদ্র বন্দর নিয়ে রাজ্যের পরিকল্পনা কী?, প্রশ্ন বিজেপির

WB News Live: শিল্পপতিদের গলা টিপে ধরছে এজেন্সি, আক্রমণে মুখ্যমন্ত্রী

শিল্পপতিদের বিরুদ্ধে এজেন্সির অভিযান নিয়ে আক্রমণে মমতা। শিল্পপতিদের গলা টিপে ধরছে এজেন্সি, আক্রমণে মুখ্যমন্ত্রী। তিনি বলেন, '৬টি অর্থনৈতিক করিডর তৈরির জন্য আমরা প্রস্তুত। ১৮৮টি মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটির টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। বাংলা-ই গন্তব্য, সুযোগ কিন্তু বারবার আসে না।'

West Bengal News Live: 'ভারতে কমেছে কর্মসংস্থান, বাংলায় বেড়েছে কর্মসংস্থান'

'ভারতে কমেছে কর্মসংস্থান, বাংলায় বেড়েছে কর্মসংস্থান', বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

WB News Live: সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শিল্পপতিদের বিরুদ্ধে এজেন্সির অভিযান নিয়ে আক্রমণে মমতা 

শিল্পপতিদের বিরুদ্ধে এজেন্সির অভিযান নিয়ে আক্রমণে মমতা 

West Bengal News Live: সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়

সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত প্রথম সারির বহু শিল্পপতি। 

WB News Live: এবার তৃণমূল বিধায়ক সওকত মোল্লার পুলিশকে ধমকের ছবি ভাইরাল

। ভাঙড়ে এমএলএ কাপের উদ্বোধনে সওকতের রোষে পুলিশ। বাজি ফাটাতে নিষেধ করায় পুলিশের উদ্দেশে হুঙ্কার।এবার তৃণমূল বিধায়ক সওকত মোল্লার পুলিশকে ধমকের ছবি ভাইরাল

প্রেক্ষাপট

 


BJP Meeting in Kolkata: ২৯ নভেম্বর ধর্মতলায় বিজেপির (BJP) সভার বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে (High Court) রাজ্য। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ। সভায় থাকার কথা অমিত শাহের (Amit Shah)। 


TMC vs BJP: ধর্মতলায় বিজেপির সভা নিয়ে সংঘাত তুঙ্গে। গণতন্ত্রকে স্বৈরতন্ত্রে পরিণত করার চেষ্টা। রাজ্য সরকারকে নিশানা গেরুয়া শিবিরের। বিজেপির (BJP) সভা মানেই বিশৃঙ্খলা। পাল্টা তৃণমূল। 


Crime News: বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ। ফরাক্কায় বোমা ফেটে আহত ৩ শিশু। হরিহরপাড়াতেও উদ্ধার বোমা।


TMC Murder: জগদ্দলে তৃণমূল কর্মী (TMC Worker Murder) খুনে চাঞ্চল্যকর তথ্য। ভিকিকে নাম জিজ্ঞাসা করে পরপর গুলি। বিহার থেকে আনা হয়েছে সুপারি কিলার। চিহ্নিত একাধিক সন্দেহভাজন, দাবি পুলিশ সূত্রে। ভাটপাড়ার তৃণমূল কর্মী আকাশ যাদব খুনের সাক্ষী ছিলেন ভিকি। প্রমাণ লোপাট করতেই কী সুপারি কিলার দিয়ে খুন? উঠছে প্রশ্ন। 


Gold Dacoity: দেড়দিন পার। কোলাঘাটে (Kolaghat) স্বর্ণ ব্যবসায়ী খুনে দুষ্কৃতীরা এখনও অধরা। পুলিশের ভূমিকায় ক্ষোভে ফুঁসছে পরিবার। 


Kolkata Metro: রবীন্দ্র সরোবর ও টালিগঞ্জ মেট্রোর (Tollygunje Metro) সুড়ঙ্গে ব্যক্তির দেহ উদ্ধার। ঘণ্টাখানেক ব্যাহত হয় পরিষেবা। সুরক্ষা বলয় এড়িয়ে কীভাবে সুড়ঙ্গে ঢুকলেন ওই ব্যক্তি? প্রশ্নে মেট্রোর নিরাপত্তা?  


West Bengal Business Summit: আজ বিশ্ব বঙ্গ বাণিজ্য (BGBS) সম্মেলনের দ্বিতীয় দিন। ৩ বছরে বাংলায় আরও ২০ হাজার কোটি টাকা লগ্নির ঘোষণা আম্বানির (Mukesh Ambani)। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.