WB News Live: বেলুড় মঠে অত্যন্ত ভক্তি-নিষ্ঠা সহকারে পালিত হল যীশু পুজো
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
বড়দিনের আগে ঘূর্ণাবর্তে ঘায়েল শীত। এক ধাক্কায় ঊর্ধ্বমুখী হল তাপমাত্রার পারদ, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কুয়াশার দাপটে ব্যাহত হল বিমান চলাচল থেকে ফেরি পরিষেবা।
ক্রিস মাস উপলক্ষে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ।
কাল ক্রিসমাস। আজ রাতে বড়বাজারের পর্তুগিজ চার্চে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শ্রীভূমি স্পোর্টিংয়ের উদ্যোগে লেক টাউনে ক্রিসমাস ও পৌষ উৎসবের আয়োজন করা হয়েছে।
শীতের আমেজের সঙ্গে উৎসবের উষ্ণতা। ক্রিসমাসের সাজে সেজে উঠেছে কলকাতা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে পার্ক স্ট্রিটে। গির্জায় গির্জায় ক্রিসমাস ক্যারলের প্রস্তুতি।
মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের কাছে সান্তা ক্লজ। এই সান্তা ক্লজ কন্যাশ্রী, রূপশ্রী দেয়। ক্রিসমাস কার্নিভালের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রীকে সান্তা ক্লজ বললেন ফিরহাদ হাকিম।
'বড় বড় কথা বলছেন, আমার কাছে একটা হলুদ ফাইল আছে। সেই ফাইল খুললে পালাবার জায়গা পাবেন না। সাদ্দাম হুসেনের মতো লুকানোর জায়গা তৈরি রাখুন। আপনার থেকে বড় চোর কে আছে? চাকরির নামে টাকা নিয়েছেন, ভাটপাড়া পুরসভাকে লুঠ করেছেন। রাবণের পেটেও এতকিছু যায়নি, যা আপনার পেটে গেছে, ওই পেট চিরে সব বের করব', অর্জুন সিংহের নাম না করে হুঙ্কার তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের।
শ্যাম-অর্জুনের যুদ্ধে 'কুরুক্ষেত্র' ব্যারাকপুর। ব্যারাকপুরের সাংসদকে নাম না করে এবার 'ফাইল' হুঁশিয়ারি জগদ্দলের বিধায়কের।
ফের বিস্ফোরক বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। 'গীতা পাঠে যোগ দেওয়ার জন্যেও টাকা তোলা হয়েছে। ১ হাজার টাকার বিনিময়ে ভিআইপি কার্ড বিক্রি হয়েছে', বীরভূমের বিজেপি নেতৃত্বকে নিশানা অনুপম হাজরার।
মিমিক্রি বিতর্কে নিজের অবস্থানে অনড় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 'মিমিক্রি আমার অধিকার, কেউ এটা ধ্বংস করতে পারে না। জেলে ভরলেও আমার প্রতিবাদের ভাষা আপনি বন্ধ করতে পারবেন না', শ্রীরামপুরের কর্মিসভা থেকে হুঙ্কার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
টেট চলাকালীন প্রশ্নপত্রের প্রতিলিপি বাইরে আসার অভিযোগ। সোশাল সাইটে প্রশ্নপত্রের প্রতিলিপি ছড়িয়ে দেওয়ার অভিযোগ। '১২টায় পরীক্ষা শুরু হয়েছে, দুপুর ১টায় বিষয়টি সামনে এসেছে। বোর্ডকে কালিমালিপ্ত করার চেষ্টা অসাধু ব্যক্তিদের', গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে, জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
'মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের পাশে, কিন্তু তাঁকে অহেতুক আক্রমণ করছে সংগ্রামী যৌথ মঞ্চ। লাল পতাকা, পদ্ম-পতাকা ছেড়ে এবার মুখ্যমন্ত্রীর পাশে থেকে বাংলার উন্নতিতে সামিল হোন। শক্তিশালী নেতাদের নিয়ে যন্তরমন্তরে অবস্থান করুন, রাজ্যের পাওনা আদায় করে আনুন', ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার।
'অনেক চিৎকার করেছেন, এবার ১৫ দিন বাড়িতে বিশ্রাম করুন', ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার।
আশা-আশঙ্কার দোলাচলের মধ্যেই হল আরও একটি টেট। এদিকে, পরীক্ষার্থীদের অনেকেরই বক্তব্য, আগে কয়েকবার পরীক্ষা দিয়ে পাস করেও অনেকে চাকরি পাননি। এই পরিস্থিতিতে পরীক্ষা দিলেও অনেক টেট পরীক্ষার্থীর মনেই প্রশ্নটা থেকেই যাচ্ছে।
কলকাতায় পরীক্ষা দিলেন ২ হাজারের বেশি চাকরিপ্রার্থী। টেটের জন্য রাস্তায় নামানো হয় অতিরিক্ত বাস, চালানো হয় বাড়তি মেট্রো।
রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষক নিয়োগের এই পরীক্ষায় বসলেন তিন লক্ষের বেশি পরীক্ষার্থী।
আশা-আশঙ্কার দোলাচলের মধ্যেই হল প্রাথমিক টেট। রাজ্যের ৭৭৩টি কেন্দ্রে নেওয়া হল পরীক্ষা।
প্রেক্ষাপট
কলকাতা: ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা (Geeta) পাঠ। এক থাকার বার্তা দ্বারকার শঙ্করাচার্যের। প্রশংসনীয় উদ্যোগ, বার্তা প্রধানমন্ত্রীর। হাজির শুভেন্দু-সুকান্তরা।
গীতা পাঠে ব্রিগেডে জমায়েত নিয়ে বিজেপি-তৃণমূল (BJP) তরজা (TMC) জারি। শুভেন্দু (Suvendu Adhikari) বলছেন, লক্ষাধিক জমায়েত, সফল কর্মসূচি। কুণাল (Kunal Ghosh) বলেছেন, ৩ হাজার ৭৫০ জন, শ্রদ্ধানন্দ পার্কই যথেষ্ট ছিল।
রাজ্যপালের অপসারণ-নির্দেশ অগ্রাহ্য করে যাদবপুরের সমাবর্তনের দায়িত্বে বুদ্ধদেবই। রাজ্যের হাতিয়ার সুপ্রিম কোর্টের নির্দেশ। আচার্য-রাজ্যপালকে ছাড়াই সমাবর্তন।
বেনিয়মের জন্যই সরানো হয়েছে বুদ্ধদেবকে। যাদবপুরে স্বনিয়োজিত অন্তর্বর্তী উপাচার্যর অপসারণ নিয়েই অভিমত আনন্দ বোসের। রাজ্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে বেআইনি হস্তক্ষেপের অভিযোগ।
সমাবর্তনেও নজিরবিহীন যাদবপুর। উপস্থিত থাকলেও উপাচার্যর পরিবর্তে পড়ুয়াদের ডিগ্রি প্রদান করলেন সহ উপাচার্য। কলকাতায় থেকেও এলেন না ইউজিসি-র চেয়ারম্যান।
সমাবর্তন চলাকালীনই অশান্ত যাদবপুর। স্থায়ী উপাচার্যর দাবিতে বিক্ষোভে একাধিক ছাত্র সংগঠন। কালো পতাকা নিয়ে স্লোগান।
যত কাণ্ড যাদবপুরে!
নিয়োগ দুর্নীতির মধ্যেই শেষ প্রাথমিকে টেট। কবে হবে চাকরি, জানেন না প্রার্থীরা। (বাইট- পরীক্ষা ভাল হয়েছে, কবে চাকরি পাব জানি না)
টেটের নামে টাকা তোলার বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর।
এবার বর্ধমানে খুন তৃণমূল কর্মী। রাস্তায় ফেলে কোপানোর অভিযোগ। অসামাজিক কাজের প্রতিবাদ করায় হামলা, অভিযোগ পরিবারের।
জাতীয় কুস্তির আখড়ায় নতুন নাটক। ভারতীয় কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড করল ক্রীড়ামন্ত্রক। সরানো হল নতুন সভাপতি সঞ্জয় সিংহকে।
বড়দিনের আগে ঘূর্ণাবর্তে ঘায়েল শীত। এক ধাক্কায় ঊর্ধ্বমুখী পারদ। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কুয়াশার দাপটে ব্যাহত যান চলাচল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -