West Bengal News Live: খাস কলকাতায় অস্ত্রভাণ্ডারের হদিশ, আতঙ্কে শহরবাসী

West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 10 Nov 2024 02:59 PM
WB News Live Updates: কোচবিহারের সিতাইয়ে বাম প্রার্থীর সমর্থনে সভায় হামলার অভিযোগ

কোচবিহারের সিতাইয়ে বাম প্রার্থীর সমর্থনে সভায় হামলার অভিযোগ
হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

West Bengal News Live: খাস কলকাতায় অস্ত্রভাণ্ডারের হদিশ, আতঙ্কে শহরবাসী

খাস কলকাতায় অস্ত্রভাণ্ডারের হদিশ, আতঙ্কে শহরবাসী। শিয়ালদার বৈঠকখানা বাজারে বিপুল অস্ত্র উদ্ধার। 

WB News Live Updates: রাজ্যে ফের ডেঙ্গি-উদ্বেগ, ৪ নভেম্বর পর্যন্ত মোট আক্রান্ত বেড়ে ২৩২২৭ জন

রাজ্যে ফের ডেঙ্গি-উদ্বেগ
৪ নভেম্বর পর্যন্ত মোট আক্রান্ত বেড়ে ২৩২২৭ জন, স্বাস্থ্য দফতর সূত্রে খবর
সরকারি হাসপাতালে পরীক্ষা করানোর পর ডেঙ্গি পজিটিভ রিপোর্ট ১৮১৩৩ জনের
বেসরকারি হাসপাতাল ও ল্যাব থেকে ডেঙ্গি পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ ৫০৯৪ জনের

West Bengal News Live: আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস CID-র, NGO-র সাহায্যে ফাঁদ পেতে হাতেনাতে পাকড়াও পাচারকারী দম্পতি

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস CID-র, NGO-র সাহায্যে ফাঁদ পেতে হাতেনাতে পাকড়াও পাচারকারী দম্পতি

WB News Live Updates: শিয়ালদার বৈঠকখানা বাজারে অস্ত্র বোঝাই ব্যাগ হাতে দুষ্কৃতী, আতঙ্কিত স্থানীয়রা

শিয়ালদার বৈঠকখানা বাজারে অস্ত্র বোঝাই ব্যাগ হাতে দুষ্কৃতী। আতঙ্কিত স্থানীয়রা।

West Bengal News Live: মুঙ্গের থেকে খাস কলকাতায় বিপুল অস্ত্র, নেপথ্যে কারা? উদ্দেশ্য কী?

মুঙ্গের থেকে খাস কলকাতায় বিপুল অস্ত্র। নেপথ্যে কারা? উদ্দেশ্য কী? রাজ্যের রাজধানী কি অপরাধের মুক্তাঞ্চল? প্রশ্ন বিরোধীদের। 

WB News Live Updates: রাজ্যে সক্রিয় আন্তঃরাজ্য শিশুপাচার চক্র

রাজ্যে সক্রিয় আন্তঃরাজ্য শিশুপাচার চক্র। ২ দিনের শিশুকে পাচারের চেষ্টার অভিযোগ। ভিনরাজ্য থেকে সদ্যোজাতকে এনে পাচারের চেষ্টার অভিযোগে পাকড়াও ২। শালিমার স্টেশনের বাইরে থেকে ২ জনকে গ্রেফতার করল সিআইডি। ধৃতদের নাম মানিক হালদার ও মুকুল সরকার। সদ্যোজাতকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাওড়া হাসপাতালে। 

West Bengal News Live: ডোমজুড়ে হাসপাতালে খাটালের পর এবার খানাকুলে হাসপাতালে ধানের গুদাম!

ডোমজুড়ে হাসপাতালে খাটালের পর এবার খানাকুলে হাসপাতালে ধানের গুদাম!

WB News Live Updates: সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ

সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ

West Bengal News Live: গতকাল তৃণমূলের শাসানি, আজ দিনহাটা হাসপাতালের দুই ডাক্তারকে শোকজ

গতকাল তৃণমূলের শাসানি, আজ দিনহাটা হাসপাতালের দুই ডাক্তারকে শোকজ

WB News Live Updates:'রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হচ্ছে আন্দোলন', ফের শাসক নেতার নিশানায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন

ফের শাসক নেতার নিশানায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন
'রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হচ্ছে আন্দোলন'
'১৪ অগাস্টের পরই আন্দোলন রিমোট দ্বারা পরিচালিত হয়ে যায়'
'আন্দোলনের রিমোট রয়েছে আলিমুদ্দিন স্ট্রিট বা মুরলীধর সেন লেনে'
আর জি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নিশানা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর

West Bengal News Live: আজ জগদ্ধাত্রী পুজোর নবমী, চন্দননগরে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড়

আজ জগদ্ধাত্রী পুজোর নবমী। চন্দননগরে রীতিমতো জাঁকজমক করে হয় জগদ্ধাত্রী পুজো। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড়। 

WB News Live Updates: আবাস সমীক্ষা শুরু হতেই জেলায় জেলায় ক্ষোভ-বিক্ষোভ

আবাস সমীক্ষা শুরু হতেই জেলায় জেলায় ক্ষোভ-বিক্ষোভ। এর মধ্যেই পূর্ব বর্ধমানের কেতুগ্রামে তালিকা থেকে নাম কেটে দেওয়ার আবেদন জানালেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। 

West Bengal News Live: আতঙ্কের রেল সফর, বারবার দুর্ঘটনা, ফের প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

আতঙ্কের রেল সফর, বারবার দুর্ঘটনা, ফের প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

WB News Live Updates: লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের উপর বক্তব্য রাখতে, নরওয়েতে আমন্ত্রণ জানানো হল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের উপর বক্তব্য রাখতে, নরওয়েতে আমন্ত্রণ জানানো হল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভারতের নরওয়ে দূতাবাস ও রাষ্ট্রপুঞ্জের লিঙ্গ সমতা ও নারী ক্ষমতায়ন শাখার তরফে একটি এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। ১৭ থেকে ২২ নভেম্বর, ওসলোতে এই অনুষ্ঠান হবে। সেখানেই আমন্ত্রণ জানানো হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নরওয়ে দূতাবাসের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে বলা হয়েছে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন সংক্রান্ত বিষয়ে মত বিনিময়ের জন্য, ভারতীয় সাংসদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই অনুষ্ঠানে আমন্ত্রিতরা নরওয়ের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, তাঁদের প্রতিনিধি এবং শিক্ষাবিদদের সঙ্গে মত বিনিময় করবেন। 

West Bengal News Live: তিন জেলায় তিন দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের

তিন জেলায় তিন দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের। কোথাও ট্রাকের চাকার পিষ্ঠ  হয়ে মৃত্যু হল দুই যুবকের। কোথাও পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল তিন ব্যক্তির। কোথাও আবার দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন। যদিও পাল্টা সাফাই দিয়েছে পুলিশ।

WB News Live Updates: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু। উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে অধ্যাপকের রহস্যমৃত্যু। হোটেলের বন্ধ ঘর থেকে অধ্যাপক মৈনাক পালের দেহ উদ্ধার

প্রেক্ষাপট

শিয়ালদায় 7MM পিস্তল, ৯০ রাউন্ড গুলির হদিশ! মুঙ্গের থেকে এনে হাত বদলের আগেই কলকাতা পুলিশের এসটিএফের অভিযান। গ্রেফতার ঝাড়খণ্ডের বাসিন্দা । 


উত্তরাখণ্ডের আলমোড়া বেড়াতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু। হোটেলের বন্ধ ঘরের দরজা ভেঙে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। 


বিচারের দাবিতে ৯০ দিন। আর জি কর-কাণ্ডের প্রতিবাদ ফের রাজপথে। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা মিছিল।


এক হাতে সংবিধান, আরেক হাতে ন্যায়ের প্রতীক। ইউ ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে জুনিয়র ডাক্তারদের ডাকে ফের নাগরিক সমাজ।


আন্দোলনের ৩ মাস পার। দ্রোহের কার্নিভালের পর এবার দ্রোহের গ্যালারি, জনতার চার্জশিট। 


আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই ফের শাসকের রোষানলে ডাক্তাররা। দিনহাটা হাসপাতালে ঢুকে হুঁশিয়ারি।


থ্রেট কালচারের অভিযোগের মধ্যেই দিনহাটা হাসপাতালে চিকিৎসকদের থ্রেট। নেতাদের সামনেই পাঠ দিলেন সুপার। ২জনকে শোকজ। 


আর জি কর-কাণ্ডের প্রতিবাদ করায় উস্তিতে বিজেপি নেতাকে খুনের অভিযোগ। বন্ধ পার্টি অফিসেই রক্তাক্ত দেহ। প্রণয়ঘটিত কারণ, দাবি পুলিশের। গ্রেফতার ১ মহিলা।


ওরা আমায় বাঁচতে দেবে না। ফোন করার পরেই কালনা স্টেশনের পাশে রেল লাইন থেকে উদ্ধার দ্বাদশ শ্রেণির ছাত্রীর দেহ। খুনের অভিযোগ পরিবারের। পিছনে কার চাপ? বাড়ছে রহস্য।
'কারা বাঁচতে দিল না?'


পূর্ব মেদিনীপুরের পর মালদা, বনগাঁ। দেড়শোরও বেশি পড়য়ার ট্যাবের টাকা উধাও! হবিবপুরে ক্লার্কের বিরুদ্ধে থানায় নালিশ। প্রধান শিক্ষকদের বিরুদ্ধে থানায় ডিআই।


শোক স্তম্ভের অবমাননার অভিযোগে সুকান্তর বিরুদ্ধে কমিশনে তৃণমূল। 


নারীর ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখতে নরওয়েতে আমন্ত্রিত অভিষেক। রাষ্ট্রপুঞ্জের সঙ্গে নরওয়ে দূতাবাসের আলোচনাসভা। ১৭ নভেম্বর ওসলোতে সাংসদদের আমন্ত্রণ


বিহারে ইঞ্জিনের কাপলিং খোলার সময় মর্মান্তিক দুর্ঘটনা। বারাউনি জংশনে বগিতে পিষে রেলকর্মীর মৃত্যু। কার গাফিলতিতে দাঁড়িয়ে থাকা ট্রেনে দুর্ঘটনা? তদন্তের নির্দেশ। 


বড় দুর্ঘটনা থেকে রক্ষা সেকন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের। হাওড়ার নলপুরে লাইনচ্যুত। এক লাইনে ইঞ্জিন, অন্য লাইনে ৪ কামরা। যান্ত্রিক ত্রুটি না গাফিলতি? তদন্তে রেল। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.