West Bengal News Live: ফের হাসপাতালে ঢুকে তৃণমূলের শাসানি
West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
ফের হাসপাতালে ঢুকে তৃণমূলের শাসানি
এবার শাসকের রোষে বেলদা হাসপাতালের ঠিকাদার সংস্থার কর্মীরা
হাসপাতালে অবৈধ ভাবে ঠিকা শ্রমিক নিয়োগের অভিযোগ
BMOH-এর সামনেই হুঁশিয়ারি ঠিকাদার সংস্থার কর্মীদের
টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগে হাসপাতালে বিক্ষোভ
নিয়োগে বেনিয়মের বিষয়ে জানা নেই, দাবি হাসপাতাল কর্তৃপক্ষর
পুরুলিয়ায় ফের ট্যাবের টাকা না পাওয়ার অভিযোগ
লটারি-কেলেঙ্কারির তদন্তে কাল থেকে রাজ্যে লাগাতার অভিযানে ইডি। তল্লাশি লেক মার্কেটের একটি আবাসনেও। উদ্ধার হয়েছে ৩ কোটি।
ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও গ্রেফতার মাত্র ১
বাকি অভিযুক্তদের খোঁজ চলছে
NIA তদন্তের দাবি জানাল ভাটপাড়ায় নিহত তৃণমূল নেতার পরিবার
নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে আগুন। হাসপাতালের ফার্মাসি বিভাগে আগুন লাগায় উত্তেজনা ছড়ায়। হাসপাতালের কর্মীরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর যায় দমকলে। হাসপাতালে আগুনের জেরে আতঙ্ক ছড়ায় রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে। সিলিং ফ্যানে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে বলে অনুমান।
'ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার উত্তর দিনাজপুর' এমনটাই মনে করছে লালবাজার
জেলায় জেলায় ট্যাব প্রতারণা। হাজারো পড়ুয়ার টাকা গায়েব। একই ছবি কলকাতাতেও। স্পেশাল ইনভেস্টিগেশন টিম গড়ল লালবাজার। বালুরঘাটে পুরসভার অ্যাকাউন্ট থেকে উধাও ১৪ লক্ষ টাকা।
ট্যাব কেলেঙ্কারিতে এবার মালদা থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্ণধার গ্রেফতার
অশোকনগর স্টেশনে রেল অবরোধ, ব্যাপক লাঠিচার্জ পুলিশের
বীরভূমের কীর্ণাহারে এবার নাম বিভ্রাটের জেরে ট্যাব কেলেঙ্কারি
একজনের টাকা ঢুকেছে ওই নামেরই ৩ বছর আগের স্কুুলছুট ছাত্রীর অ্যাকাউন্টে
কাজের দিন অফিস টাইমে শিয়ালদা-বনগাঁ শাখার অশোকনগর স্টেশনে রেল অবরোধ
ট্যাব-কেলেঙ্কারির এপিসেন্টার কি মালদা ও উত্তর দিনাজপুর? চোপড়া থেকে গ্রেফতার আরও ১। কমিশনের ভিত্তিতে ভাড়া দেওয়া হয় অ্যাকাউন্ট, মনে করছে পুলিশ।
মালদায় ট্যাব কেলেঙ্কারিতে নাম জড়াল তৃণমূল নেতার ছেলের। বাজেয়াপ্ত পেন ড্রাইভ, ল্যাপটপ, হার্ড ডিস্ক, পঞ্চায়েত প্রধানের রাবার স্ট্যাম্প। অস্বীকার শাসক নেতার।
ফের পথ দুর্ঘটনা ঘটল কলকাতায়। বৃহস্পতিবার সকালে প্রগতি ময়দান থানা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কন্টেনারের ধাক্কা মারে একটি পুলকার। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ি চালক ও এক স্কুল ছাত্রী।
ভাটপাড়ায় শ্যুটআউট, মৃত্যু। বাম আমলের প্রশংসা করে পুলিশের তীব্র সমালোচনা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের।
দলের একাংশ দুর্নীতিতে ডুবে, অস্বস্তি বাড়ালেন মদন মিত্র।
প্রেক্ষাপট
দলের একাংশ দুর্নীতিতে ডুবে, অস্বস্তি বাড়ালেন মদন মিত্র।
রাশিয়া থেকে আনা হয়েছে রাসায়নিক। জিজ্ঞাসাবাদের সময় রাসায়নিক স্প্রে করে তাঁকে ও শুভেনদুকে খুনের চক্রান্ত করছে পুলিশ। দুর্নীতি মামলায় ভবানীভবনে হাজিরা দিয়ে বিস্ফোরক অর্জুন সিংহ।
কোন কেমিক্যাল মানুষ মারার জন্য আসে, রাশিয়ার কোন কেমিক্যাল পাওয়া যায়, বিজেপি নেতা অর্জুনের প্রচুর অভিজ্ঞতা। কটাক্ষ কুণালের। মমতা কী করতে পারেন, অর্জুন জানেন। পাল্টা সুকান্ত।
ভাটপাড়ায় শ্যুটআউট, মৃত্যু। বাম আমলের প্রশংসা করে পুলিশের তীব্র সমালোচনা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের।
ভাটপাড়ায় তৃণমূল নেতাকে ৫ মিনিটের অপারেশনে খুন। চায়ের দোকানে ঘিরে ধরে ৯ থেকে ১০ রাউন্ড গুলি। বদলা লে লিয়া বলে চম্পট দুষ্কৃতীদের। ধৃতের পুলিশ হেফাজত।
জেলে বসেই তৃণমূল নেতা অশোক সাউকে খুনের ছক? তিনমাস আগে জেল থেকে ছাড়া পায় কউসর ও সুজল। আকাশ-খুনের বদলা নিতেই ভাড়াটে খুনিদের বরাত, পুলিশ সূত্রে দাবি।
অশোক সাউ খুনের নেপথ্যে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ভাগ্নে রাজ পাণ্ডের, অভিযোগ নিহত তৃণমূল নেতার পরিবারের। কেউ উস্কানি দিচ্ছে, পাল্টা মনোজ পাণ্ডে।
দুষকৃতীদের সঙ্গে পুলিশের আঁতাঁত, জানিয়েছে মৃতের পরিবারের, দাবি বিজেপি নেতা অর্জুন সিংহের। অর্জুন ঘনিষ্ঠই জড়িত, পাল্টা জগদ্দলের তৃণমূল বিধায়ক।
জেলায় জেলায় ট্যাব প্রতারণা। কয়েক হাজার পড়ুয়ার টাকা গায়েব, গেছে অন্য অ্যাকাউন্টে। একই ছবি কলকাতাতেও। সিট গড়ল লালবাজার। উত্তর দিনাজপুরে গ্রেফতার এক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -