West Bengal News Live: এন্টালির কনভেন্ট রোডে পরিত্যক্ত কারখানা ভেঙে মৃত ২
West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
এন্টালির কনভেন্ট রোডে পরিত্যক্ত কারখানা ভেঙে মৃত ২
পুরনো অ্যাসিডের কারখানা ভেঙে বিপত্তি
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ২ নিরাপত্তারক্ষীর মৃত্যু
এবার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে আক্রমণ শ্রীরামপুরের তৃণমূল সাংসদের
আর জি করকাণ্ডে টিএমসিপি সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
'এতগুলো টিএমসিপির ছেলে সাসপেন্ড, এক্সপেল হয়ে গেল, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির মুখে কোনও কথা নেই'
'কার আশীর্বাদ এর মাথায় আছে যে এখনও সে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে'
'দলের কোনও কর্মীর ওপর অন্যায় হতে দেব না'
তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
শুনেও কোনও মন্তব্য করতে চাননি তৃণাঙ্কুর ভট্টাচার্য
জায়গা দখলের বদলা নিতেই কি কসবায় তৃণমূল কাউন্সিলেরর ওপর হামলা? মূল চক্রী আফরোজ খান ধরা পড়ার পর তা দাবি করলেও, মানতে নারাজ সুশান্ত ঘনিষ্ঠ হায়দর আলি। আফরোজ ওরফে গুলজারের মুখে শোনা যায় হায়দরের নাম। যদিও হায়দরের দাবি, গুলজার দাবার বোড়ে, সুশান্তর ওপর হামলার নেপথ্যে বড় কোনও মাথা রয়েছে।
কসবা থেকে মুকুন্দপুর, পর পর ঘটনায় তোলপাড়ের মধ্যেই ফের অস্ত্র উদ্ধার
ঘাটালে কলকাতা পুলিশের STF-এর অভিযান, অস্ত্র-সহ গ্রেফতার ১৩
ধৃতদের কাছ থেকে উদ্ধার ৩টি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি, ছুরি
ধৃতদের অধিকাংশই ভিন রাজ্যের বাসিন্দা, পুলিশ সূত্রে খবর
পরীক্ষা না দিয়েই সরকারি চাকরির পক্ষে সওয়াল করলেন শাসক দলেরই নেতা? সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে আজব দাবি করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। যা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী শিবির।
মালদায় ট্যাব-প্রতারণা কাণ্ডে পুলিশের জালে এবার সিতাইয়ের প্রাথমিক শিক্ষক। সরকারি পোর্টাল হ্যাক করে হবিবপুরের স্কুল থেকে পড়ুয়াদের টাকা হাতানোর অভিযোগ। ১৫টি অ্যাকাউন্টের হদিশ।
হঠাৎ অসুস্থ এসএসকেএম মেডিক্যাল কলেজের এক হাউস স্টাফ। আজ সকালে প্রায় অচৈতন্য অবস্থায় হোস্টেল থেকে উদ্ধার করা হয় ওই জুনিয়র চিকিৎসককে। তারপর তাঁকে এসএসকেএম-এরই সিসিইউ-তে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বিকেলের দিকে তাঁর অবস্থা স্থিতিশীল হয়েছে।
কসবা থেকে মুকুন্দপুর, একের পর এক ঘটনায় প্রশ্নে কলকাতার নিরাপত্তা
মেয়রের হুঁশিয়ারির পর পুলিশের নাকা চেকিং
শহরের বিভিন্ন জায়গায় পুলিশের নাকা চেকিং
ট্যাব কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার আরও ৫
ইসলামপুরে নাকা চেকিংয়ে পাকড়াও ৪
সরকারি বাস থেকে গ্রেফতার ৪ অভিযোগ
ইসলামপুর আদালতের এক মুহুরিকেও গ্রেফতার করল পুলিশ
পূর্ব মেদিনীপুরের ট্যাব কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার ৫
আর জি কর-কাণ্ডের ১০০ দিন। বিচার চেয়ে সাইকেল র্যালি, মোমের আলোয় প্রতিবাদ।
হাওড়ার ফোরশোর রোডে বিয়েবাড়ির প্যান্ডেলে ভয়াবহ আগুন
প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুদ থাকায় ছড়িয়ে পড়েছে আগুন
দমকলের ২টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে
পরীক্ষা না দিয়েই সরকারি চাকরির পক্ষে সওয়াল শাসক-নেতার?
আর জি কর কাণ্ডের ১০০ দিন। বিচার ছিনিয়ে আনার অঙ্গীকার মৃতার মা-বাবার।
সুশান্ত-ঘনিষ্ঠ হায়দরের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ। হামলার মাস্টারমাইন্ড গুলজার নয়, নেপথ্যে বড় মাথা। পাল্টা দাবি হায়দরের।
আজ আর জি কর-কাণ্ডে ১০০ দিন, এখনও মেলেনি বিচার
অগ্রহায়ণের শুরুতেই শীতের আমেজ। অবাধ উততুরে হাওয়া, আরও নামল পারদ।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
কসবাকাণ্ডের মধ্যেই এবার মুকুন্দপুরে হামলা। ভরা বাজারে সোনার দোকানে লুঠের চেষ্টা। বাধা দিলে মালিককে ধারালো অস্ত্রের কোপ। পাকড়াও ২ দুষকৃতী।
প্রেক্ষাপট
কসবাকাণ্ডের মধ্যেই এবার মুকুন্দপুরে হামলা। ভরা বাজারে সোনার দোকানে লুঠের চেষ্টা। বাধা দিলে মালিককে ধারালো অস্ত্রের কোপ। পাকড়াও ২ দুষকৃতী।
মুকুন্দপুরে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে সোনার দোকানে লুঠের চেষ্টা। ক্রেতা সেজে দোকানে চড়াও ২ দুষকৃতী। আতঙ্কে এলাকাবাসী।
সুশান্ত-ঘনিষ্ঠ হায়দরের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ। হামলার মাস্টারমাইন্ড গুলজার নয়, নেপথ্যে বড় মাথা। পাল্টা দাবি হায়দরের।
হামলাকারীদের কাছে নিজেকে ইকবাল বলে পরিচয় দেয় গুলজার। মুঙ্গের থেকে আনা হয় ২টি নাইন এমএম পিস্তল। অপারেশন শেষে হামলাকারীদের সঙ্গে নিয়েই ছিল পালানোর ছক। অপেক্ষায় ছিল ট্যাক্সি।
আগেও ২ বার সুশান্তকে খুনের ছক। বাইরে থেকে আনা হয়েছিল শার্প শ্যুটার। ভিড়ের জন্য ভেস্তে যায় অপারেশন। জেরায় স্বীকার ধৃত গুলজারের, দাবি পুলিশ সূত্রে।
রিজেন্ট পার্কে দুই গোষ্ঠীর সংঘর্ষ, মার খেল পুলিশ! ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসিকে মারধরের অভিযোগ। পুলিশকে কাজে বাধা ও মারধরের ধারায় মামলা, গ্রেফতার ৩
মুম্বইয়ে ভোট প্রচারে অনুপ্রবেশ নিয়ে শুভেনদুর নিশানায় তৃণমূল সরকার।
পরীক্ষা না দিয়েই সরকারি চাকরির পক্ষে সওয়াল শাসক-নেতা সওকতের।
মুর্শিদাবাদের বেলডাঙায় গোষ্ঠী সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন পুলিশ বাহিনী। জেলাজুড়ে বন্ধ ইন্টারনেট। শান্তি ফেরাতে প্রশাসনকে আবেদন সুকান্তর। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, প্রতিক্রিয়া তৃণমূলের।
মালদায় ট্যাব-প্রতারণা কাণ্ডে পুলিশের জালে এবার সিতাইয়ের প্রাথমিক শিক্ষক। সরকারি পোর্টাল হ্যাক করে হবিবপুরের স্কুল থেকে পড়ুয়াদের টাকা হাতানোর অভিযোগ। ১৫টি অ্যাকাউন্টের হদিশ।
আজ আর জি কর-কাণ্ডে ১০০ দিন, এখনও মেলেনি বিচার। ফের পথে নাগরিক সমাজ। বিচারের দাবিতে জ্বলল মোমবাতি।
অগ্রহায়ণের শুরুতেই শীতের আমেজ। অবাধ উততুরে হাওয়া, আরও নামল পারদ।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -