West Bengal News Live: রানাঘাটে ভেঙে পড়ল ক্লাবের একাংশ, গুরুতর জখম ৫

West Bengal All News Updates Live: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে, দেখে নিন এই নজরে

ABP Ananda Last Updated: 19 Jan 2025 02:58 PM
West Bengal News Live: আর জি কর-কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, কাল সাজা ঘোষণা

আর জি কর-কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, কাল সাজা ঘোষণা
'সঞ্জয় রায়ের অপরাধ প্রমাণিত, সর্বোচ্চ শাস্তি ফাঁসি, সর্বনিম্ন যাবজ্জীবন' 
কাল সাজা ঘোষণা করবেন শিয়ালদা কোর্টের বিচারক

WB News Live Updates: রানাঘাটে ভেঙে পড়ল ক্লাবের একাংশ, গুরুতর জখম ৫

রানাঘাটে ভেঙে পড়ল ক্লাবের একাংশ
ঢালাইয়ের সময় ভেঙে পড়ল ক্লাবের ছাদ 
ছাদ ভেঙে গুরুতর জখম ৫, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

West Bengal News Live: কোচবিহারে ফের প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব

কোচবিহারে ফের প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব
সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার নিশানায় দলেরই একাংশ
নাম না করে রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতিম রায়কে আক্রমণ 
দলের দুই নেতাকে দলছুট হাতি বলে আক্রমণ সাংসদের
যদিও এনিয়ে মন্তব্য করতে চাননি রবীন্দ্রনাথ ঘোষ 
'যখন তোমায় কেউ গালমন্দ করবে, জানবে তোমার চলার পথ সঠিক'
নাম না করে পাল্টা জবাব পার্থপ্রতিম রায়ের 
তৃণমূল কংগ্রেসে এখন মহাভারত চলছে, কটাক্ষ বিজেপির 

WB News Live Updates: প্রসূতি-মৃত্যুকাণ্ডে সাসপেনশনের প্রতিবাদ, মেদিনীপুর মেডিক্যালে অবস্থান

প্রসূতি-মৃত্যুকাণ্ডে সাসপেনশনের প্রতিবাদ, মেদিনীপুর মেডিক্যালে অবস্থান
মেদিনীপুর মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের অবস্থান

West Bengal News Live: এবার দলীয় কাউন্সিলরদেরই নিশানা মদন মিত্রর

এবার দলীয় কাউন্সিলরদেরই নিশানা মদন মিত্রর

WB News Live Updates: এবার পুরুলিয়ায় বাঘের হানা

এবার পুরুলিয়ায় বাঘের হানা
বান্দোয়ান থেকে মানবাজার, জঙ্গলে ঘুরছে রয়্যাল বেঙ্গল
গতকাল বান্দোয়ানে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে বাঘের ছবি

West Bengal News Live: গোয়ালপোখরে এনকাউন্টারে নিহত পলাতক বন্দি, এখন ফেরার ডোমকলের আসামি

গোয়ালপোখরে এনকাউন্টারে নিহত পলাতক বন্দি, এখন ফেরার ডোমকলের আসামি

WB News Live Updates: গোয়ালপোখর কাণ্ডে গ্রেফতার সাজ্জাকের এক সহযোগী

গোয়ালপোখর কাণ্ডে গ্রেফতার সাজ্জাকের এক সহযোগী

West Bengal News Live: জাল নথি-চক্রের রহস্য ভেদে নুরুলকে হেফাজতে নিল বারাসাত থানার পুলিশ

কীভাবে ওপারের নুরুল এপারের নারায়ণ? 
জাল নথি-চক্রের রহস্য ভেদে নুরুলকে হেফাজতে নিল বারাসাত থানার পুলিশ
আরেক অনুপ্রবেশকারী শেখ রফিকুল ইসলামেরও ৫ দিনের পুলিশ হেফাজত
'বাংলাদেশের নাগরিকদের নিয়েই জাল নথি-চক্রের কারবার সমীর দাসের'
সমীরের সহযোগী ধৃত ৭ জনই বাংলাদেশের বাসিন্দা
নুরুলের জাল নথি তৈরি করে দিয়েছিল ধৃত সমীর, পুলিশ সূত্রে দাবি

WB News Live Updates: প্রসূতি-মৃত্যুকাণ্ডে সাসপেনশনের প্রতিবাদ, মেদিনীপুর মেডিক্যালে অবস্থান

প্রসূতি-মৃত্যুকাণ্ডে সাসপেনশনের প্রতিবাদ, মেদিনীপুর মেডিক্যালে অবস্থান
মেদিনীপুর মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের অবস্থান
অধ্যক্ষের অফিসের সামনে গতকাল রাত থেকে অবস্থান
প্রসূতি-মৃত্যুকাণ্ডে সাসপেন্ড ৭ জুনিয়র ডাক্তার-সহ ১৩ জন চিকিৎসক

West Bengal News Live: পুলিশের গুলিতে বাংলাদেশ সীমান্তে নিহত হল উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পলাতক বন্দি

পুলিশের গুলিতে বাংলাদেশ সীমান্তে নিহত হল উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পলাতক বন্দি। পুলিশের দাবি, বাংলাদেশে পালানোর সময় সাজ্জাক আলম ধরা পড়ে। আত্মসমর্পণ করতে বলায় গুলি চালায় সাজ্জাক। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। এখনও অধরা নিহত বন্দির সাহায্যকারী। কীভাবে বিচারাধীন বন্দির হাতে অস্ত্র? সাসপেন্ড করা হয়েছে ৪ পুলিশ কর্মীকে।

WB News Live Updates: কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তেও উস্কানি অব্যাহত

কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তেও উস্কানি অব্যাহত। কিছুদিন আগে কাঁটাতার দিতে বাধা দেয় BGB ও বাংলাদেশি নাগরিকরা। তবে চাপের মুখে শেষমেশ পিছু হঠতে বাধ্য হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। বাধা উপেক্ষা করেই সীমান্তের বেশ খানিকটা অংশে কাঁটাতার লাগান স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, অনুপ্রবেশ, গরুপাচার করতে পারবে না বলেই বাধা দিচ্ছে বিজিবি। অশান্তির আশঙ্কায় রাতেও পাহারা দিচ্ছেন স্থানীয়রা।

West Bengal News Live: দোষী সাব্যস্ত সঞ্জয় রায়

দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ১৬২ দিনের মাথায় রায় দিলেন শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস। সোমবার সাজা ঘোষণা করবে আদালত। বিচারক অনির্বাণ দাস জানিয়ে দেন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সর্বনিম্ন শাস্তি ২৫ বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। 

WB News Live Updates: ত্রিপুরা সীমান্তে জিরো পয়েন্টের গা ঘেঁষে বাঁধ তৈরি করছে বাংলাদেশ

ত্রিপুরা সীমান্তে জিরো পয়েন্টের গা ঘেঁষে বাঁধ তৈরি করছে বাংলাদেশ। ওপারে বাঁধ তৈরি হলে বন্যায় ভাসবে কৈলাশহর। আশঙ্কায় এপারের বাসিন্দারা। বাঁধ তৈরির বিষয়টি বিধানসভা অধিবেশনে উল্লেখ করেন কংগ্রেস বিধায়ক। এরপরই সীমান্তে বাঁধ পরিদর্শনে যান ঊনকোটির জেলাশাসক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে বলে তিনি জানান। 

West Bengal News Live: গড়িয়ার বোড়ালে ট্রাকে পিষ্ট হয়ে একজনের মৃত্যু

গড়িয়ার বোড়ালে ট্রাকে পিষ্ট হয়ে একজনের মৃত্যু
ঘাতক ট্রাককে আটক করে স্থানীয়দের বিক্ষোভ
ক্ষতিপূরণের দাবিতে ট্রাক আটক করে বিক্ষোভ

WB News Live Updates: মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যু কাণ্ডে সাসপেন্ড আরও ১ PGT

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যু কাণ্ডে সাসপেন্ড আরও ১ PGT। আর এরই প্রতিবাদে দিনভর তেতে রইল মেদিনীপুর মেডিক্যাল কলেজ। শাস্তি প্রত্যাহার চেয়ে অধ্যক্ষকে চিঠি দিলেন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। ঘেরাও করে রাখা হল অধ্যক্ষ, সুপার সহ আধিকারিকদের। বিক্ষোভকারীদের দাবি, অধ্যক্ষের মতামত সম্বলিত তাঁদের চিঠি পাঠানো হয়েছে স্বাস্থ্য দফতরে। 

West Bengal News Live: আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুন দোষী সাব্যস্ত সঞ্জয় রায়

আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুন দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। ১৬২ দিনের মাথায় রায় ঘোষণা শিয়ালদা কোর্টের। 

প্রেক্ষাপট

আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুন দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। ১৬২ দিনের মাথায় রায় ঘোষণা শিয়ালদা কোর্টের।


কী সাজা হবে দোষী সাব্যস্ত সঞ্জয়ের? অপরাধ প্রমাণিত। সর্বোচ্চ শাস্তি ফাঁসি, সর্বনিম্ন যাবজ্জীবন। জানিয়ে দিলেন বিচারক অনির্বাণ দাস। সোমবার আর জি কর মামলায় সাজা ঘোষণা।


১২ মিনিটেই দোষী সাব্যস্ত সঞ্জয়। ফাঁসানো হয়েছে, রায় শুনে চিৎকার সঞ্জয়ের। CBI যা প্রমাণ দিয়েছে, তাতে আপনিই দোষী, শাস্তি পেতেই হবে, যা বলার সোমবার বলবেন। মন্তব্য বিচারকের। 


IPS যা বলেছেন করেছি, আমি কিছু করিনি। ধর্ষণ করলে রুদ্রাক্ষের মালা ছিড়ল না কেন! বাঁচতে কোর্টে কাকুতি-মিনতি দোষী সঞ্জরের।


রায়ে সন্তুষ্ট হলেও CBI তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ফের রাজপথে মিছিল। একা সঞ্জয় নয়, বাকিদেরও শাস্তি চাই, সরব নির্যাতিতার পরিবার থেকে চিকিৎসকরা। 


প্রসূতির মৃত্যুতে ১৩ চিকিৎসক সাসপেন্ড, অনিচ্ছাকৃত খুনের মামলা। প্রতিবাদে এবার মেদিনীপুর মেডিক্যালে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তারদের একাংশ। 


ভোররাতে গোয়ালপোখরে এনকাউন্টার। ডিজির হুঁশিয়ারির পরেই পুলিশকে গুলি করে ফেরার সাজ্জাকের মৃত্যু। বাংলাদেশে পালানোর সময় পুলিশের গুলি।


পুলিশের উপর গুলি চালিয়ে ফেরার সাজ্জাক নিহত এনকাউন্টারে, কোথায় শাগরেদ আব্দুল? উত্তর দিনাজপুরের বিহার-নেপাল-বাংলাদেশ সীমান্তে তল্লাশি। 


পুলিশের মারে মহিলার মৃত্যুর অভিযোগে তপ্ত কোচবিহার। পুলিশের গাড়ি চালকের সঙ্গে বচসা। সবক শেখাতে পুলিশকে নিয়ে বাড়িতে চড়াওয়ের অভিযোগ। প্রতিবাদে অবরোধ। পদক্ষেপের আশ্বাস DSP-র।


সীমান্তে ফের বাংলাদেশের উস্কানি। আবার মালদার বৈষ্ণবনগরে উত্তেজনা। ওপার থেকে বোমাবাজি। ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশকারী। BSF-র তাড়ায় পালাল বাংলাদেশিরা। 


ত্রিপুরার পর এবার মালদা। ফের আক্রান্ত BSF। কাঁটাতার লাগাতে BGB-র বাধার পর এবার ওপার থেকে বোমা, পাথরবৃষ্টি। আহত ২ জওয়ান।


বাঙ্কারের পর এবার বাঁধ। ত্রিপুরা সীমান্তে রাতের অন্ধকারে ৩ কিলোমিটার বাঁধ তৈরি ঢাকার। তৈরি রাস্তাও। নজরদারির চেষ্টা? বাঁধ তৈরি হলে বন্যায় ভাসবে কৈলাশহর, আশঙ্কা স্থানীয়দের।


শিয়ালদা স্টেশনে গ্রেফতার ৩ রোহিঙ্গা। দুই নাবালিকা-সহ ৩ জন পাকড়াও।ধৃতরা মায়ানমারের বাসিন্দা। ত্রিপুরায় জালে ১০ রোহিঙ্গা। জলপাইগুড়িতে ধৃত ৭ বাংলাদেশি।


ট্রাকে পিষ্ট হয়ে একজনের মৃত্যুতে উত্তপ্ত গড়িয়ার বোড়াল। ঘাতক ট্রাককে আটক করে ক্ষতিপূরণের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ।


যে পঞ্চায়েতের প্রধানকে বোমা মেরে খুন করা হয়, সেই আমডাঙা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের কাছে মিলল বোমা-আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান। তৃণমূল নেতা-সহ ধৃত ২।


কোচবিহারে তৃণমূল বনাম তৃণমূল! নাম না করে ২ নেতাকে দলছুট হাতি বলে কটাক্ষ সাংসদের। কেউ গালি দিলে বুঝবে তোমার পথ সঠিক, পাল্টা পার্থপ্রতিম।


এবার খাস কলকাতায় দুষকৃতী-রাজ। কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ। চোখে স্প্রে করে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ব্যবসায়ীর। কয়েকজনকে 


ভোটের প্রচারে উত্তপ্ত দিল্লি। বিজেপি প্রার্থীর টাকা বিলি, প্রতিবাদ করায় কেজরিওয়ালের উপর হামলার অভিযোগ। পাল্টা হামলার অভিযোগ গেরুয়া শিবিরের। 


সেফের ওপর হামলার ঘটনায় ছত্তীসগঢ়ে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে আটক ১। ভারসোভার CCTV ফুটেজ থেকে চিহ্নিত। সেই কি হামলাকারী? খতিয়ে দেখছে পুলিশ। করিনার বয়ান রেকর্ড। 


বার্ষিক সাধারণ সভা ঘিরে মোহনবাগানে তুলকালাম। প্রাক্তন সচিব প্রশ্ন তুলতেই মারমুখী বিরুদ্ধ গোষ্ঠী। হাতাহাতিতে আহত এক মহিলা সদস্য। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.