West Bengal News Live:কলকাতা লেদার কমপ্লেক্সে হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে তলিয়ে গেলেন KMDA-র ৩ শ্রমিক

West Bengal All News Updates Live: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে, দেখে নিন এই নজরে

ABP Ananda Last Updated: 02 Feb 2025 03:26 PM
West Bengal News Live: কলকাতা লেদার কমপ্লেক্সে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে মৃত ৩

কলকাতা লেদার কমপ্লেক্সে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে মৃত ৩
ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে মৃত্যু KMDA-র ৩ শ্রমিক

WB News Live Updates: বাগদেবীর আরাধনায় মাতলেন সেলেবরা

পরিবারে সৌরভ থেকে গায়িকা অদিতি মুন্সি, অভিনেত্রী অপরাজিতা-স্বাগতা থেকে পরিচালক রাজ চক্রবর্তী, বাগদেবীর আরাধনায় মাতলেন সেলেবরা।

West Bengal News Live: হাওড়ার লিলুয়া স্টেশন থেকে নিখোঁজ ডাউন সিনড্রোমে আক্রান্ত এক যুবক, এবিপি আনন্দে খবর দেখানোর পর উদ্ধার

হাওড়ার লিলুয়া স্টেশন থেকে নিখোঁজ ডাউন সিনড্রোমে আক্রান্ত এক যুবক। সিসিটিভি ফুটেজে তাঁকে এক যুবকের সঙ্গে ট্রেনে উঠতে দেখা যায়। এবিপি আনন্দে খবর দেখানোর পর উদ্ধার। 

WB News Live Updates: নিজের কলেজে এই ঘটনায় শিক্ষামন্ত্রীর রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী, খবর সূত্রের

নিজের কলেজে এই ঘটনায় শিক্ষামন্ত্রীর রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী, খবর সূত্রের। আজ কলেজ ক্যাম্পাসে যাচ্ছেন ব্রাত্য বসু। 

West Bengal News Live: 'পুজোয় থাকুন সজাগ, রাত পাহারা দিন', মালদার পুখুরিয়ায় পুলিশের দাওয়াই ঘিরে বিতর্ক

'পুজোয় থাকুন সজাগ, রাত পাহারা দিন'
মালদার পুখুরিয়ায় পুলিশের দাওয়াই ঘিরে বিতর্ক
'দিকে দিকে সরস্বতী পুজোয় তৃণমূল নেতাদের বাধা'
'পরিস্থিতি প্রতিকূল বুঝে দায়িত্ব এড়ানোর চেষ্টা পুলিশের'
সরস্বতী পুজো নিয়ে তৃণমূলের সঙ্গে পুলিশকে আক্রমণে শুভেন্দু

WB News Live Updates: কুম্ভমেলায় গিয়ে নিখোঁজ পুণ্যার্থী ফিরেছেন বাড়িতে

কুম্ভমেলায় গিয়ে নিখোঁজ পুণ্যার্থী ফিরেছেন বাড়িতে। ২৫ জানুয়ারি, ৫৮ জনের দলের সঙ্গে প্রয়াগরাজে গেছিলেন পূর্ব পুটিয়ারির চাকদা বন্দিপুর রোডের বাসিন্দা সুবীর নস্কর। পদপিষ্টকাণ্ডের জেরে হুড়োহুড়িতে সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান বছর বাহান্নর ওই ব্যক্তি। রিজেন্ট পার্ক থানায় নিখোঁজ ডায়েরি করে তাঁর পরিবার। অবশেষে গতকাল বাড়ি ফিরেছেন কুম্ভ ফেরত ওই পুণ্যার্থী। 


 

West Bengal News Live: নৈহাটিতে তৃণমূলকর্মীকে পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে খুনের ঘটনায় একজন গ্রেফতার 

নৈহাটিতে তৃণমূলকর্মীকে পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে খুনের ঘটনায় একজন গ্রেফতার 
নতুন পুলিশ কমিশনার দায়িত্ব নেওয়ার দিনেই গ্রেফতার
ধৃত অক্ষয় গোন্ড মূল অভিযুক্ত রাজেশ সাউয়ের শ্যালক
FIR-এ অক্ষয় গোন্ডের নাম আছে
যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত রাজেশের খোঁজ এখনও মেলেনি


'নৈহাটিতে খুনের পরে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকরা'
বেশ কয়েকজনের বাড়ি-দোকান ভাঙচুর, অভিযোগ বিজেপির
অর্জুনকে নিয়ে এলাকায় গেলেন সুকান্ত মজুমদার

WB News Live Updates: কলকাতা লেদার কমপ্লেক্সে হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে তলিয়ে গেলেন KMDA-র ৩ শ্রমিক

কলকাতা লেদার কমপ্লেক্সে হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে তলিয়ে গেলেন KMDA-র ৩ শ্রমিক
ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে নেমে প্রথমে একজন তলিয়ে যান
দীর্ঘক্ষণ তিনি উঠছেন দেখে বাকি ২ জন তাঁর খোঁজে হাইড্রেনে নামেন
সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে
ঘটনাস্থলে রয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ

West Bengal News Live: অ্যাকাডেমিক ক্যালেন্ডার নিয়ে বৈঠকে তৃণমূল নেতা ও সহকর্মীদের মারধর; পা ভাঙল প্রধান শিক্ষকের

অ্যাকাডেমিক ক্যালেন্ডার নিয়ে বৈঠকে তৃণমূল নেতা ও সহকর্মীদের মারধর
পা ভাঙল প্রধান শিক্ষকের, অভিযোগ উঠল মুর্শিদাবাদের ফরাক্কা হাইস্কুলে
এই ঘটনায় ১ জন শিক্ষককে গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিশ
FIR-এ নাম রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটির সদস্য তারিফ হোসেনের
আহত প্রধান শিক্ষক মালদা মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন
ফরাক্কা থানায় তৃণমূল নেতা ও স্কুল পরিচালন সমিতির সভাপতি-সহ ৫ জনের বিরুদ্ধে 
অভিযোগ দায়ের 

WB News Live Updates: এবার মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িতে হামলার অভিযোগ

তৃণমূল নেতা, কর্মীকে খুনের পর এবার মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িতে হামলার অভিযোগ
বিধায়কের দাবি, তাঁর প্রাণনাশের চেষ্টা হয়েছে
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে সাবিত্রী মিত্রর গাড়িকে ধাক্কা মারে একটি গাড়ি
বিধায়কের গাড়ি চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়
অভিযোগ, সন্দেহজনক গাড়িটি ফের ঘুরে এসে বিধায়কের গাড়িকে ধাওয়া করে
আতঙ্কিত তৃণমূল বিধায়ক এরপর ইংরেজবাজারের জনবহুল এলাকায় গাড়ি থামিয়ে পুলিশকে ফোন করেন
কে বা কারা, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটাল, খতিয়ে দেখছে মানিকচক ও ইংরেজবাজার থানার পুলিশ

West Bengal News Live: হাওড়ার লিলুয়া স্টেশন থেকে নিখোঁজ এক কিশোর

হাওড়ার লিলুয়া স্টেশন থেকে নিখোঁজ এক কিশোর
গতকাল রাত সাড়ে ৮টা থেকে রোহন চন্দ নামে ওই কিশোরের খোঁজ মিলছে না
ওই সময়ে লিলুয়া স্টেশন থেকে বর্ধমান মেন লাইনের একটি লোকালে ওঠে ওই কিশোর
তারপর থেকেই তার খোঁজ পাচ্ছেন না বাড়ির লোক
যে ট্রেনে রোহন উঠেছিল, তার নম্বর 37853 
ওই কিশোরের সন্ধান পেলে লিলুয়া থানার সঙ্গে যোগাযোগ করুন
যোগাযোগ করতে পারেন নিখোঁজ কিশোরের বাবা সঞ্জীব চন্দর সঙ্গেও
সঞ্জীববাবুর মোবাইল নম্বর 9836651348

WB News Live Updates: সকাল থেকে ঘন কুয়াশা, আজ কেমন রাজ্যের আবহাওয়া?

সকাল থেকে ঘন কুয়াশা। কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা তলানিতে ঠেকায় ২ ঘণ্টারও বেশি বন্ধ ছিল বিমান চলাচল। ভোর ৫টা ৪০-এ বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। কুয়াশার কারণে কলকাতা থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার ১০টি বিমান দেরিতে ছাড়ে। সকাল ৮টার পর উড়ান চালু হলেও দিনভর কলকাতা থেকে বিমান ছাড়ায় প্রভাব পড়ার আশঙ্কা। 

West Bengal News Live: আয়করের সর্বস্তরেই ঢালাও ছাড়

আয়করের সর্বস্তরেই ঢালাও ছাড়। প্রবীণ নাগরিকদের সুদে ছাড় বেড়ে ৫০ হাজার থেকে ১ লক্ষ। সাধারণের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫ হাজার। 

WB News Live Updates: নৈহাটিতে তৃণমূলকর্মীকে পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে খুনের ২ দিন পরেও অধরা দুষ্কৃতীরা

নৈহাটিতে তৃণমূলকর্মীকে পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে খুনের ২ দিন পরেও অধরা দুষ্কৃতীরা। দায়িত্বভার নিয়েই নৈহাটি থানায়
গেলেন ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার অজয় ঠাকুর। তদন্তের অগ্রগতি জানতে বৈঠক করেন পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে। তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে খুনের ঘটনায় একজনকে আটক করেছে নৈহাটি থানার পুলিশ।

West Bengal News Live: কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের ঊর্ধ্বসীমা বাড়াল কেন্দ্রীয় সরকার

কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের ঊর্ধ্বসীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল ঊর্ধ্বসীমা। এর ফলে উপকৃত হবেন বলে মত প্রান্তিক কৃষকদের।  

WB News Live Updates: শনির বাজেটে মধ্য়বিত্তের মঙ্গল

শনির বাজেটে মধ্য়বিত্তের মঙ্গল। প্রত্যাশার থেকেও বেশি প্রাপ্তি। ১২ লক্ষ পর্যন্ত আয় করমুক্ত। সাশ্রয় সাড়ে একাত্তর হাজার। ১৫ লক্ষে সাড়ে বত্রিশ হাজার। ২৫ লক্ষ বার্যিক আয়ে লক্ষাধিক টাকার সাশ্রয়। 

West Bengal News Live: সরস্বতী পুজোর আগে মধ্যবিত্তের লক্ষ্মী লাভ

সরস্বতী পুজোর আগে মধ্যবিত্তের লক্ষ্মী লাভ। আয়করে বেনজির ছাড়। নতুন কাঠামোয় ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত। প্রবীণদের সুদেও ছাড় বেড়ে দ্বিগুণ। 

প্রেক্ষাপট

সরস্বতী পুজোর আগে মধ্যবিত্তের লক্ষ্মী লাভ। আয়করে বেনজির ছাড়। নতুন কাঠামোয় ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত। প্রবীণদের সুদেও ছাড় বেড়ে দ্বিগুণ। 

শনির বাজেটে মধ্য়বিত্তের মঙ্গল। প্রত্যাশার থেকেও বেশি প্রাপ্তি। ১২ লক্ষ পর্যন্ত আয় করমুক্ত। সাশ্রয় সাড়ে একাত্তর হাজার। ১৫ লক্ষে সাড়ে বত্রিশ হাজার। ২৫ লক্ষ বার্যিক আয়ে লক্ষাধিক টাকার সাশ্রয়।


আয়করের সর্বস্তরেই ঢালাও ছাড়। প্রবীণ নাগরিকদের সুদে ছাড় বেড়ে ৫০ হাজার থেকে ১ লক্ষ। সাধারণের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫ হাজার।


মধ্যবিত্ত থেকে প্রবীণ। বাজেটে কল্পতরু কেন্দ্র। জনতা জনার্দনের বাজেট। বললেন প্রধানমন্ত্রী।


বিমায় বাড়ল বিদেশি বিনিয়োগ। ৭৪ শতাংশ থেকে বেড়ে বিমায় FDI ১০০ শতাংশ করার প্রস্তাব। আগামী সপ্তাহে নতুন আয়কর বিল আনছে কেন্দ্র।

বাজেটে ক্যান্সার-সহ ৩৬টি জীবনদায়ী ওষুধ শুল্কমুক্ত করার ঘোষণা। জেলায় জেলায় সরকারি হাসপাতালে ডে কেয়ার ক্যান্সার সেন্টার।

আগামী বছর মেডিক্যাল কলেজগুলিতে আরও ১০ হাজার আসন। IIT-তে সাড়ে ৬ হাজার আসন বৃদ্ধি। ১০ বছরে IIT-র আসন দ্বিগুণ করার প্রস্তাব। দেশে ৩টি AI এক্সেলেন্স সেন্টার, বরাদ্দ ৫০০ কোটি।

দাম কমছে চিকিৎসা সরঞ্জাম থেকে সাইকেল, টিভি, মোবাইল, বৈদ্যুতিন গাড়ি, ব্যাটারি, চামড়ার জিনিসের। সস্তা হবে গাড়ির যন্ত্রাংশ, পণ্য ও যাত্রীবাহী গাড়ি, দেশে তৈরি পোশাক, স্টিলের ফার্নিচার।


কিষাণ ক্রেডিট কার্ডের লিমিট ৩ লক্ষ থেকে বেড়ে ৫ লক্ষ টাকা।ক্ষুদ্র-মাঝারি শিল্পে ১০ কোটি পর্যন্ত ঋণ। ডেয়ারি-ফিশারিতে মিলবে ৫ লক্ষ পর্যন্ত ঋণের ঘোষণা।

অনলাইন ক্যাব-বাইক চালক থেকে ফুড ডেলিভারি বয়। বাজেটে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, গিগ ওয়ার্কারদের জন্য স্বাস্থ্য বিমা ও সামাজিক সুরক্ষা যোজনার ঘোষণা।

দেশের ৫০ ট্যুরিস্ট স্পটের উন্নয়ন থেকে হোম স্টে-র জন্য মুদ্রা লোন। ভিসায় সরলীকরণ। বৌদ্ধবিহারগুলির পর্যটনে জোর। স্টার্টআপেও বরাদ্দ বৃদ্ধি।

মধুবনি শাড়ি পরে বাজেটে ভোটমুখী বিহারের জন্য ঢালাও বরাদ্দ নির্মলার। ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফুড টেকনোলজি থেকে ৪ গ্রিন ফিল্ড এয়ারপোর্টে সবুজ সঙ্কেত।


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.