West Bengal News Live:সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার

West Bengal All News Updates Live: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে, দেখে নিন এই নজরে

ABP Ananda Last Updated: 21 Jan 2025 03:01 PM
West Bengal News Live: সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার

সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার
ডিভিশন বেঞ্চে আবেদন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর
দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে মামলা দায়ের রাজ্যের
হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা

WB News Live Updates: সেফ আলি খানের ওপর হামলাকারীকে নিয়ে বিস্ফোরক তথ্য

সেফ আলি খানের ওপর হামলাকারীকে নিয়ে বিস্ফোরক তথ্য
'বাংলাদেশে খুন করে ভারতে পালিয়ে এসেছিল মহম্মদ শরিফুল'
'ঢাকা ও নলছিটি থানায় খুন-ছিনতাইয়ের একাধিক মামলা'
২০১৭: বাংলাদেশে বাইক চালক খুনে অভিযুক্ত শরিফুল
গ্রেফতারি এড়াতে বাংলাদেশ ছাড়ে শরিফুল, দাবি মুম্বই পুলিশের

West Bengal News Live: এবার জলপাইগুড়ি মেডিক্যালে প্রসূতি শারীরিক অবস্থার অবনতি ঘিরে বিতর্ক

এবার জলপাইগুড়ি মেডিক্যালে প্রসূতি শারীরিক অবস্থার অবনতি ঘিরে বিতর্ক

WB News Live Updates: স্যালাইনকাণ্ডের প্রতিবাদে মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর মিছিল

স্যালাইনকাণ্ডের প্রতিবাদে মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর মিছিল। 

West Bengal News Live: সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার

সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার

WB News Live Updates: দুলাল সরকারের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

দুলাল সরকারের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

West Bengal News Live: বেহালা, যাদবপুরের পর এবার গড়িয়া ঢালাই ব্রিজ, ফের শহরে পথ দুর্ঘটনা

বেহালা, যাদবপুরের পর এবার গড়িয়া ঢালাই ব্রিজ, ফের শহরে পথ দুর্ঘটনা
বেপরোয়া ম্যাটাডোরের ধাক্কায় উল্টে গেল যাত্রী বোঝাই অটো
দুর্ঘটনার কবলে আরও ৩ অটো

অটো চালক সহ আহত ৬, আশঙ্কাজনক ১
ঘাতক ম্যাটাডোরের চালক পলাতক

WB News Live Updates: বাসন্তীতে নাবালিকা ধর্ষণ-খুনের অভিযোগে ২ তরুণকে গ্রেফতার করল পুলিশ

বাসন্তীতে নাবালিকা ধর্ষণ-খুনের অভিযোগে ২ তরুণকে গ্রেফতার করল পুলিশ। অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব ছিল ধৃতদের। 
ত্রিকোণ প্রেমের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।৯ দিন ধরে নিখোঁজ ছিল বাসন্তীর নাবালিকা। পুলিশের দাবি, ১২ জানুয়ারি নিখোঁজ হওয়ার দিনই খুন হয় ১৫ বছরের কিশোরী। গতকাল বাড়ির কাছে চাষের জমি থেকে তার বিবস্ত্র দেহ উদ্ধার হয়। ধর্ষণ করে খুনের অভিযোগ তোলে নাবালিকার পরিবার। এই ঘটনায় নাবালিকার দুই বন্ধুকে গ্রেফতার করেছে বাসন্তী থানার
পুলিশ।

West Bengal News Live: সেফ আলি খানের ওপর হামলাকারীর বাংলা-যোগ!

সেফ আলি খানের ওপর হামলাকারীর বাংলা-যোগ! ধৃত বাংলাদেশির বঙ্গ-যোগ আরও স্পষ্ট

WB News Live Updates: সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার

সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার
ডিভিশন বেঞ্চে আবেদন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর
দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে মামলা দায়ের রাজ্যের
হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা

West Bengal News Live: ফের হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল

বাঘাযতীনকাণ্ডের ছায়া কামারহাটিতে। ফের হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল। কামারহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে ধোবিয়াবাগান এলাকায় গতকাল হেলে পড়া বহুতল যন্ত্রের সাহায্যে সোজা করার কাজ করছিল। তার জেরে আরও হেলে পড়ে নির্মীয়মাণ বহুতল। খবর পেয়ে পুরসভার কর্মীরা গিয়ে কাজ বন্ধ করেন। প্রোমোটার পলাতক। স্থানীয়দের অভিযোগ, পুকুর ভরাট করে বছর খানেক ধরে ওই বহুতল তৈরি হচ্ছিল। নিষেধ করলে কর্ণপাত করেননি প্রোমোটার। ঘিঞ্জি এলাকায় একাধিক বাড়ি ও সরকারি স্কুল রয়েছে। আতঙ্কিত বাসিন্দারা। কামারহাটি
পুরসভার চেয়ারম্যানের দাবি, প্রোমোটারকে নোটিস দেওয়া হলেও, নির্মাণ চলছিল। ঘটনার পর টনক নড়েছে পুরসভার। প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 

WB News Live Updates: সঞ্জয় রায়ের আমৃত্য়ু কারাদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে, হাইকোর্টে যাওয়ার ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী

সঞ্জয় রায়ের আমৃত্য়ু কারাদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে, হাইকোর্টে যাওয়ার ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী। যদিও তাতে সায় নেই তিলোত্তমার পরিবারের। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে, এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তিলোত্তমার মা-বাবা।

West Bengal News Live: মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় বাসের ধাক্কায় মায়ের মৃত্যু

ফের শহরে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু
মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় বাসের ধাক্কায় মায়ের মৃত্যু
সরকারি বাসের ধাক্কায় বাইক পড়ে মৃত্যু মহিলার
গুরুতর আহত শিশুর বাবা, অল্পের জন্য রক্ষা শিশুকন্যার
স্বামীর বাইকে চড়ে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাঘাযতীনের বাসিন্দা বছর দেবশ্রী মণ্ডল
বাইকে ধাক্কা মারে S-31 রুটের সরকারি বাস
বাইক ছিটকে পড়ায় সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মহিলার মৃত্যু

WB News Live Updates: বেহালায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী মহিলার

ফের রাতের শহরে দুর্ঘটনা। বেহালায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী মহিলার। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ পর্ণশ্রী পলিটেকনিক কলেজের সামনে দুর্ঘটনা ঘটে। বাজার সেরে স্বামীর সাইকেলে চড়ে ফিরছিলেন প্রভাবতী গন্দ। পিছন থেকে বেপরোয়া গাড়ি সাইকেলে ধাক্কা মারে। চাকায় পিষ্ট হয়ে যান বছর পঞ্চাশের মহিলা। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মহিলার স্বামীও গুরুতর জখম হন। তাঁকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বেপরোয়া গাড়ির চালককে আটক করেছে পর্ণশ্রী থানার পুলিশ। 

West Bengal News Live: ফের পার্ক সার্কাসে অগ্নিকাণ্ড

ফের পার্ক সার্কাসে অগ্নিকাণ্ড। রাত ১২টা নাগাদ পার্ক সার্কাস সেভেন পয়েন্টে পার্ক প্যালেসের দোতলায় বন্ধ অফিসে আগুন লাগে। ওই বাড়িতে রেসিডেন্সিয়াল ফ্ল্যাটও রয়েছে। আতঙ্কিত হয়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। নিজেরাই তালা ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলের ৬টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই বন্ধ অফিসে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। গতকাল পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন আগে। তারপর রাতে ফের পার্ক সার্কাসের পার্ক প্যালেসে বন্ধ অফিসে আগুন। 

WB News Live Updates: আর জি কর-কাণ্ডে শিয়ালদা কোর্টের রায়ে সন্তুষ্ট নন চিকিৎসকরা

 আর জি কর-কাণ্ডে শিয়ালদা কোর্টের রায়ে সন্তুষ্ট নন চিকিৎসকরা। বিচারের নামে প্রহসনের অভিযোগে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি। 

West Bengal News Live: কর্মস্থলেই ধর্ষণ-খুন, এটা না হলে কোনটা বিরলতম? প্রশ্ন ক্ষুব্ধ নির্যাতিতার পরিবারের

কর্মস্থলেই ধর্ষণ-খুন, এটা না হলে কোনটা বিরলতম? প্রশ্ন ক্ষুব্ধ নির্যাতিতার পরিবারের। 

WB News Live Updates: ফাঁসি নয়, আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনে সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড

ফাঁসি নয়, আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনে সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড। বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, বললেন বিচারক।

প্রেক্ষাপট

ফাঁসি নয়, আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনে সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড। বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, বললেন বিচারক।


কর্মস্থলেই ধর্ষণ-খুন, এটা না হলে কোনটা বিরলতম? প্রশ্ন ক্ষুব্ধ নির্যাতিতার পরিবারের।


আর জি কর-কাণ্ডে শিয়ালদা কোর্টের রায়ে সন্তুষ্ট নন চিকিৎসকরা। বিচারের নামে প্রহসনের অভিযোগে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি।


কর্মস্থলে চিকিৎসককে ধর্ষণ-খুন. সরকারকে ১৭ লক্ষ আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ আদালতের। ক্ষতিপূরণ নয়, বিচার চাই, বিচারককে বলল অভয়ার পরিবার। 


হাসপাতালেই চিকিৎসককে ধর্ষণ-খুন। ১৬৪দিনের মাথায় সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড। 


৫ মাসে রাজ্যের হাতে থাকা ধর্ষণ-খুনের ৫ মামলায় মৃত্যুদণ্ড। আর জি কর-কাণ্ডে আমৃত্যু জেল। মানতে নারাজ মুখ্যমন্ত্রী। চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছে রাজ্য। 


কোর্টের রায়ে হতাশ মমতা। ফাঁসি চেয়ে হাইকোর্টে যাওয়ার ঘোষণা। কাকে আড়ালে সক্রিয়তা? উদ্দেশ্য নিয়েই প্রশ্ন চিকিৎসক-পরিবারের। রায় চ্যালেঞ্জে নারাজ। 


আর জি করকাণ্ডে সিভিক ভলান্টিয়ারের আমৃত্যু কারাদণ্ডে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী। 


করদাতাদের টাকা নষ্ট করে সঞ্জয়ের মতো ধর্ষককে বন্দি রাখা অর্থহীন। আর জি কর-কাণ্ডে চড়া সুর অভিষেকের। কার্যত একই সুর শুভেন্দুরও। 


তদন্তে ব্যর্থ সিবিআই। রাজ্যের হাতে থাকলে বিচার পেত পরিবার। সঞ্জয়ের মৃত্যুদণ্ড না হতেই দাবি তৃণমূলের। প্রমাণ লোপাটে অভিযুক্তরা কোথায়? পাল্টা শমীক। 


আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনে যাবজ্জীবন, কেরলে প্রেমিক খুনে প্রেমিকার মৃত্যুদণ্ড। বিরলের মধ্যে বিরলতম অপরাধ, বলল তিরুঅনন্তপুরমের আদালত। 


অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত বাসন্তী। ১২দিন নিখোঁজ থাকার পরে বাড়ির কাছে মাঠে দেহ উদ্ধার। ৩জন আটক। 


 বিষ স্যালাইনকাণ্ডে কাকে বাঁচাতে চিকিৎসকদের উপর কোপ? আন্দোলনে মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনে বিজেপির বিক্ষোভ। 


একে একে দুর্নীতির মামলায় সতীর্থদের জামিন, ফের অসুস্থ পার্থ। প্রেসিডেন্সি জেলেই শ্বাসকষ্টের সমস্যা, আনা হল এসএসকেএমে। ভর্তি অবজার্ভেশন ওয়ার্ডে। 


দাপুটে নেতা খুনে তৃণমূল নেতাই গ্রেফতার। মুর্শিদাবাদ থেকে মালদায় পরিবারের সঙ্গে দেখা করলেন মমতা। 


এবার ভাঙড়ে আক্রান্ত পুলিশ। তৃণমূলের বুথ সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ। পাল্টা পুলিশের বিরুদ্ধেই মেলায় তোলাবাজির অভিযোগ শাসক দলের। 


গোয়ালপোখরে পুলিশকে গুলি করে এনকাউন্টারে নিহত সাজ্জাক, অবশেষে জালে শাগরেদ। করণদিঘি দিয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় পাকড়াও। 


ডোমকলে পুলিশ হেফাজত থেকে পালানো বন্দি সোহেল রানা গ্রেফতার। গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়ায় সোহেলের পরিচিতর বাড়িতে হানা পুলিশের।


৫৬দিন ধরে বিনা বিচারে বাংলাদেশের জেলে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ। হাইকোর্টে দ্রুত শুনানির আর্জিও খারিজ। তালিকায় ২৪৯ নম্বরে থাকায় ফের আগামী সপ্তাহের অপেক্ষা।  


ফের নদিয়ায় অনুপ্রবেশকারীর হদিশ। হাঁসখালি থেকে ২ বাংলাদেশি ও এক ভারতীয় দালাল গ্রেফতার। আগরতলা স্টেশনে জালে ২ বাংলাদেশি মহিলা।


কলকাতায় ফের বিধ্বংসী আগুন। পার্ক সার্কাস স্টেশনের পাশে কেকের কারখানা, রাবারের গুদাম পুড়ে ছাই। কর্ড লাইনে ট্রেন চলাচল ব্যাহত। 


হাওড়ার বন্ধ বার্ন স্ট্যান্ডার্ড কারখানায় আগুন। গুদামে মজুত দাহ্য বস্তুতে আগুন। ঘটনাস্থলে দমকল। বন্ধ কারখানায় কীভাবে আগুন? এখনও রহস্য। 


বিদায় বাইডেন, মার্কিন মসনদে ফের ট্রাম্প। শপথ নিলেন আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে। ভারত থেকে গেলেন জয়শঙ্কর, হাজির মুকেশ অম্বানি।


অন্য দেশের যুদ্ধে আর যাবে না মার্কিন সেনা। বাড়বে বৈদেশিক ট্যাক্স। দ্বিতীয়বার শপথ নিয়েই কড়া বার্তা ট্রাম্পের। স্বীকৃতি নয় থার্ড জেন্ডারকেও। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.