West Bengal News Live:এবার অভয়ার নামে রাস্তার দাবি, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে প্রস্তাব ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের
West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
বড়দিনের রাতে বেপরোয়া গতির বলি ২
পূর্ব বর্ধমানের গুসকরায় গাড়ির ধাক্কায় মৃত ২, আহত ৫
দোকান, বাইক, সাইকেলে পর পর ধাক্কা বেপরোয়া গাড়ির
পথচারীকেও ধাক্কা বেপরোয়া গাড়ির
শিয়ালদায় রমরমিয়ে চলছে বেআইনি পানীয় জলের কারবার। বিনা অনুমতিতে ভূগর্ভস্থ জল তুলে জারে ভরে করা হচ্ছে বিক্রি। এই অভিযোগ তুলে মেয়রের কাছে নালিশ ঠুকলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে বলে পাল্টা দাবি করেছেন অভিযুক্ত ব্যবসায়ীর দাদা। বিতর্কের মুখে বেআইনি কারবারের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মেয়র
পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার আরও ১। দত্তপুকুরের বাড়ি থেকে ভোররাতে পাকড়াও। উদ্ধার একাধিক ব্যক্তির প্যান কার্ড, এটিএম কার্ড।
পর পর জালে জঙ্গি, উৎসবের মরসুমে বাংলায় আশঙ্কার মেঘ! ক্য়ানিং ধৃত জঙ্গিকে পাঠিয়েছিল লস্কর হ্য়ান্ডলার। পাকিস্তান থেকে অস্ত্র পাচারের রুট দেখতে এসেছিল,
গোয়েন্দা সূত্রে দাবি।
৪ মাস পার, আর জি কর কাণ্ডে এখনও মেলেনি বিচার
দাবিপূরণ না হওয়া পর্যন্ত ধর্না চালিয়ে যেতে যান চিকিৎসকরা
পুলিশের অনুমতি না পেয়ে ফের হাইকোর্টে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের
ধর্নার দিন বাড়ানোর আর্জি জানিয়ে সিপি-কে চিঠি ও ইমেল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের
হাইকোর্টের নির্দেশের কথা স্মরণ করিয়ে অনুমতি দিল না পুলিশ
বাংলাদেশে টার্গেট হিন্দুরা, চট্টগ্রামে রাষ্ট্রপুঞ্জ অনুমোদির মানবাধিকার সংগঠনের প্রতিনিধি দল
পুরুলিয়ার বান্দোয়ানে তার উপস্থিতির কথা জানা গেলেও এখনও দেখা দেয়নি ওড়িশার সিমলিপাল থেকে পালিয়ে আসা বাঘিনী। তবে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ দেখা দিল রয়্যাল বেঙ্গল টাইগারের। কুড়েখালি নদীতে বাঘের দেখা পেলেন পর্যটকরা।
ক্যানিংয়ে ধৃত কাশ্মীরি জঙ্গিকে নিয়ে বিস্ফোরক তথ্য
লস্কর, হিজবুল মুজাহিদিনকে লজিস্টিক সাপোর্ট দিত জাভেদ আহমেদ মুন্সি!
পাসপোর্ট জালিয়াতি মামলায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ
এবার অভয়ার নামে রাস্তার দাবি
'ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে হোক অভয়া ক্রসিং'
মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে প্রস্তাব ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের
কলকাতা পুরসভার মেয়রের কাছেও আবেদন
পাসপোর্ট-কাণ্ডে আন্তর্জাতিক মানব পাচার চক্রের যোগ? আদালতে বিস্ফোরক সরকারি আইনজীবী
পাসপোর্ট-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। জাল পাসপোর্ট চক্রের সঙ্গে আন্তর্জাতিক মানব পাচার চক্রের যোগ থাকতে পারে। আদালতে বিস্ফোরক দাবি সরকারি আইনজীবীর।
এখনও অধরা বাঘিনী, প্রহর গুনছে বন দফতর
বান্দোয়ানের রাইকা পাহাড়ের কেশরার জঙ্গলেই ঘাঁটি গেড়েছে বাঘিনী
সান্টা-কেক-ক্যারল থেকে ক্রিসমাস ট্রি। বৃষ্টিভেজা বড়দিনে আনন্দে মাতোয়ারা গোটা শহর। কলকাতা থেকে জেলা, উৎসবের মুডে রাজ্যবাসী।
বিচার মেলেনি আর জি কর কাণ্ডের। দাবিপূরণ না হওয়া পর্যন্ত ধর্না চালাতে চেয়ে কলকাতার সিপি-কে চিঠি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের। খারিজ হওয়ায় ফের হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত।
প্রেক্ষাপট
অসম এসটিএফের 'অপারেশন প্রঘাত'। কোকড়াঝাড় থেকে পাকড়াও আনসারুল্লা বাংলা টিমের আরও ২ জঙ্গি। উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক।
ধৃত ২ জঙ্গিকে দিয়ে ভারতের মাটিতে বড়সড় নাশকতার ছক। ওপার বাংলা থেকে ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লা বাংলা টিম। গোপন সূত্রে পেয়ে রাতেই হানা অসম এসটিএফের।
অসম STF-এর হাতে ধৃত ৮ জঙ্গির আরও একজনের বাংলা যোগ। আনসারুল্লা বাংলা টিমের হয়ে বারবার মুর্শিদাবাদ, ফালাকাটায় বৈঠক নুর ইসলামের। কার কার সঙ্গে যোগাযোগ, খতিয়ে দেখছে গোয়েন্দারা।
লস্কর ই তৈবা, হিজবুল মুজাহিদিনকে লজিস্টিক সাপোর্ট দিত ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ। করাচিতে জঙ্গি প্রশিক্ষণ, হাত পাকায় IED তৈরিতে। চালাত জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র।
বাংলাদেশ বিরোধী মন্তব্যের জের। ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারীর ওপর হামলার পরিকল্পনা বাংলাদেশি জঙ্গি সংগঠনের। রাজ্য ও কলকাতা পুলিশকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী।
পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার আরও ১। দত্তপুকুরের বাড়ি থেকে ভোররাতে পাকড়াও। উদ্ধার একাধিক ব্যক্তির প্যান কার্ড, এটিএম কার্ড।
মঙ্গলকোটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে শাঁখের করাতে পুলিশ! নপুংসক বলে আক্রমণ বিধায়কের। চুড়ি পরানোর হুঁশিয়ারি অঞ্চল সভাপতির। (অ্যাম্বি..)
বিচার মেলেনি আর জি কর কাণ্ডের। দাবিপূরণ না হওয়া পর্যন্ত ধর্না চালাতে চেয়ে কলকাতার সিপি-কে চিঠি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের। খারিজ হওয়ায় ফের হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত।
পুরুলিয়ার রাইকা পাহাড় লাগোয়া এলাকাতেই রয়েছে বাঘিনী। খাঁচার পাশ দিয়ে ঘুরলেও খাচ্ছে না টোপ। জাল দিয়ে ঘেরা হচ্ছে জঙ্গল। অপেক্ষায় বন দফতর।
সান্টা-কেক-ক্যারল থেকে ক্রিসমাস ট্রি। বৃষ্টিভেজা বড়দিনে আনন্দে মাতোয়ারা গোটা শহর। কলকাতা থেকে জেলা, উৎসবের মুডে রাজ্যবাসী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -