West Bengal News Live: নদিয়ার কৃষ্ণগঞ্জে ক্রমশ ঘনীভূত হচ্ছে বাঙ্কার রহস্য

West Bengal All News Updates Live: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে, দেখে নিন এই নজরে

ABP Ananda Last Updated: 26 Jan 2025 11:33 PM
West Bengal News Live: নদিয়ার কৃষ্ণগঞ্জে ক্রমশ ঘনীভূত হচ্ছে বাঙ্কার রহস্য

নদিয়ার কৃষ্ণগঞ্জে ক্রমশ ঘনীভূত হচ্ছে বাঙ্কার রহস্য। বাংলাদেশ সীমান্ত ঘেঁসে কীসের জন্য তৈরি করা হয়েছিল বাঙ্কারগুলি? শুধুই কি বেআইনি কাফ সিরাপ মজুত করার জন্য? খতিয়ে দেখতে রবিবার সকালে এলাকায় যান বিএসএফ ও এনসিবি আধিকারিকরা। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ জানিয়েছেন, কাশির এই সিরাপগুলো তৈরি হয় হিমাচল প্রদেশে। কী করে সেগুলি এখানে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

WB News Live Updates: সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে সোমবার হাইকোর্টে জোড়া আবেদনের শুনানি

সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে সোমবার হাইকোর্টে জোড়া আবেদনের শুনানি। রাজ্য সরকার ও সিবিআইয়ের আবেদনের একত্রে শুনানি হবে আদালতে। কারও তরফে জানানো না হলেও, শুনানির সময় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অভয়ার মা-বাবা। অভয়ার পরিবারকে না জানিয়ে রাজ্য সরকারের তাড়াহুড়ো করে হাইকোর্টে যাওয়ার বিষয়টিকে সন্দেহের চোখেই দেখছেন জুনিয়র চিকিৎসকরা। 

West Bengal News Live: কলকাতায় এসে বিমানবন্দরের ফ্লাইওভার থেকে ঝাঁপ

কলকাতায় এসে বিমানবন্দরের ফ্লাইওভার থেকে ঝাঁপ
কলকাতা বিমানবন্দরের ডিপার্চার ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা মনিপুরের বাসিন্দার
হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা
কলকাতা বিমানবন্দরে নেমে টার্মিনাল থেকে বেরিয়ে ঝাঁপ
নেপথ্যে কি কারণ, খতিয়ে দেখছে NSCBIA থানার পুলিশ

WB News Live Updates: জিরো পয়েন্টে নিজেদের জমিতে কাজে গিয়ে বাংলাদেশিদের হামলার শিকার দুই ভারতীয়

এবার জিরো পয়েন্টে নিজেদের জমিতে কাজে গিয়ে বাংলাদেশিদের হামলার শিকার দুই ভারতীয়

West Bengal News Live: সাধারণতন্ত্র দিবসে রেড রোডে দর্শকাসনের নজর কাড়ল রোবট কুকুর

সাধারণতন্ত্র দিবসে রেড রোডে দর্শকাসনের নজর কাড়ল রোবট কুকুর। কুচকাওয়াজে প্রদর্শিত হল কার্গিলে ব্যবহৃত পিনাক মিসাইলের অত্যাধুনিক সংস্করণও। এদিকে পুলিশ ব্যান্ডকে রাজভবনে ঢুকতে না দেওয়ায় চা চক্রে কাটল ছন্দ। পরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজভবনে পারফর্ম করল পুলিশ ব্যান্ড। 

WB News Live Updates: কাল আত্মপ্রকাশ করছে তৃণমূল প্রভাবিত সংগঠন ‘প্রোগ্রেসিভ হেল্থ অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল’

কাল আত্মপ্রকাশ করছে তৃণমূল প্রভাবিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নতুন সংগঠন ‘প্রোগ্রেসিভ হেল্থ অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল’। যার শীর্ষ পদে থাকছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। ইতিমধ্যেই এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে শীর্ষ পদাধিকারীদের কথা হয়েছে বলে সূত্রের খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে, তৃণমূলের চিকিৎসক সংগঠন থাকা সত্ত্বেও নতুন করে সংগঠন তৈরির প্রয়োজন হল কেন? 

West Bengal News Live: এবার রাজ্য পুলিশের ব্যান্ডকে রাজভবনে ঢুকতে 'বাধা' 

প্রজাতন্ত্র দিবসেও এড়ানো গেল না বিতর্ক
এবার রাজ্য পুলিশের ব্যান্ডকে রাজভবনে ঢুকতে 'বাধা' 
রাজভবনের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধেই বাধা দেওয়ার অভিযোগ
কেন রাজভবনে ঢুকতে পারবে না রাজ্য পুলিশের ব্যান্ড ? 
এই প্রশ্ন তুলে সরব হন স্বয়ং মুখ্যমন্ত্রী
অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই রাজভবনে ঢুকতে পারল রাজ্য পুলিশের ব্যান্ড

WB News Live Updates: এবার মুকুন্দপুরে হেলে পড়া বহুতলের হদিশ

শহরে দিকে দিকে 'তাসের ঘর'
এবার মুকুন্দপুরে হেলে পড়া বহুতলের হদিশ
বিপজ্জনকভাবে পরস্পরের দিকে হেলে জোড়া বহুতল
বিপজ্জনক বহুতলেই প্রাণ হাতে নিয়ে থাকছেন বাসিন্দারা

West Bengal News Live: ৪ জন সরকারি চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের রাজ্য মেডিক্যাল কাউন্সিলের

এবার ৪ জন সরকারি চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের রাজ্য মেডিক্যাল কাউন্সিলের
বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশনে ৪ জন সরকারি চিকিৎসকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের
সুবর্ণ গোস্বামী, উৎপল বন্দ্যোপাধ্যায়, রঞ্জন ভট্টাচার্য, মানস গুমটার বিরুদ্ধে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে রেজিস্ট্রারের লিখিত অভিযোগ
'রাজ্য মেডিক্যাল কাউন্সিলের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি করা হচ্ছে', অভিযোগ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের
চলতি মাসের প্রথম সপ্তাহে লিখিত অভিযোগ দায়ের

WB News Live Updates: বাংলাদেশের উস্কানির মধ্যেই নদিয়া সীমান্তে রহস্যময় বাঙ্কার!

বাংলাদেশের উস্কানির মধ্যেই নদিয়া সীমান্তে রহস্যময় বাঙ্কার!
সীমান্ত থেকে ৩ কিমি দূরে নদিয়ায় পর পর বাঙ্কারের হদিশ! 
কৃষ্ণগঞ্জে মাটির নীচে বড় লোহার কন্টেনার, জানতেই পারল না কেউ! 
টিনের ঘরের নীচে ঘর: ৪ ফুট বাই ৫ ফুট, ৬ ফুট গভীর বাঙ্কার! 
মাটির নিচে লোহার কন্টেনার: ১০ ফুট বাই ১৫ ফুট, ২০ ফুট গভীর! 
মাটির নিচে কংক্রিটের বাঙ্কার: ৮ ফুট বাই ১২ ফুট, ৮ ফুট গভীর! 
বাঙ্কার থেকে উদ্ধার রাশি রাশি নিষিদ্ধ কাফ সিরাপের বোতল

West Bengal News Live: শাসকের লাগাতার আক্রমণের মুখেও অবস্থানে অনড় অভয়ার পরিবার

শাসকের লাগাতার আক্রমণের মুখেও অবস্থানে অনড় অভয়ার পরিবার

WB News Live Updates: তৃণমূল কংগ্রেসের বিধায়ক, কাউন্সিলরকে আক্রমণ আর জি করকাণ্ডে মৃতের বাবার

এবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল ঘোষ ও তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে-কে আক্রমণ আর জি করকাণ্ডে মৃতের বাবার

West Bengal News Live: পদ্ম সম্মান পাচ্ছেন ৯জন বঙ্গ সন্তান

পদ্ম সম্মান পাচ্ছেন ৯জন বঙ্গ সন্তান 

WB News Live Updates: ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের দিন রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়

৭৬ তম প্রজাতন্ত্র দিবসের দিন রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ দিলেন চা চক্রে।

West Bengal News Live: পানিহাটিতে প্রকাশ্য জনসভা থেকে ফের মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি

আর জি করের চিকিৎসকের পরিবারকে কুণালের বেলাগাম আক্রমণ। পানিহাটিতে প্রকাশ্য জনসভা থেকে ফের মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি।

WB News Live Updates: কুণালের পর ফিরহাদ, ফের শাসকের নিশানায় অভয়ার পরিবার

কুণালের পর ফিরহাদ, ফের শাসকের নিশানায় অভয়ার পরিবার।

প্রেক্ষাপট

কুণালের পর ফিরহাদ, ফের শাসকের নিশানায় অভয়ার পরিবার। 

আর জি করের নিহত চিকিৎসকের মা-বাবা তীব্র আক্রমণ কুণালের।


আর জি করের চিকিৎসকের পরিবারকে কুণালের বেলাগাম আক্রমণ। পানিহাটিতে প্রকাশ্য জনসভা থেকে ফের মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি। 

সোমবার হাইকোর্টে আর জি কর মামলার শুনানি। থাকবেন মৃতার মা-বাবা।


আসফাকুল্লার পর স্ক্যানারে কিঞ্জল নন্দ! PGT হিসেবে কত স্টাইপেন্ড? ৮০% উপস্থিতি আছে? অভিনয় করতে অনুমতি নিয়েছিলেন? নবান্ন ও RG Kar কর্তৃপক্ষের কাছে জানতে চাইল মেডিক্যাল কাউন্সিল।

ফের প্রাণ কাড়ল বেপরোয়া গতি। কাশীপুরে চিকিৎসকের গাড়ির ধাক্কায় মৃত্যু ভ্যান চালকের। পালাতে গিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা। গাড়ি ফেলেই চম্পট। পরে গ্রেফতার চিকিৎসক।

কাশীপুরে হিট অ্যান্ড রান। চিকিৎসকের হাতে স্টিয়ারিং। ভ্যান চালককে পিষে মেরে গাড়ি ফেলে চম্পট। ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা, দাবি ধৃত ডাক্তারের।

হাওড়ায় লাইনচ্যুত তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস। পাশের লাইন দিয়ে যাওয়া পার্সেল ভ্যানের সঙ্গে ধাক্কা। ট্রেন ফাঁকা থাকায় অল্পের জন্য রক্ষা। দক্ষিণ-পূর্ব শাখায় বিঘ্নিত পরিষেবা।

শহরে দিকে দিকে 'তাসের ঘর'। এবার মুকুন্দপুর। বিপজ্জনকভাবে পরস্পরের দিকে হেলে জোড়া বহুতল। প্রাণ হাতে নিয়ে রয়েছেন বাসিন্দারা।

অরিজিৎ, মমতাশঙ্কর, পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ থেকে কার্তিক মহারাজ, অরুন্ধতী ভট্টাচার্য। পদ্মশ্রী পাচ্ছেন ৯ বঙ্গ সন্তান। বিবেক দেবরায়কে মরণোত্তর পদ্মভূষণ।

৭৬তম প্রজাতন্ত্র দিবস। কর্তব্য পথে জাতীয় পতাকা উত্তোলন রাষ্ট্রপতির।ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর। কর্তব্য পথে কুচকাওয়াজ। প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।


এবার প্রজাতন্ত্র দিবসের থিম ‘স্বর্ণালী ভারত'। ব্রহ্মোস থেকে পিনাক, প্রলয়, কর্তব্যপথে মিসাইলের সারি। আকাশপথে MI-17 থেকে পুষ্পবৃষ্টি।
বিভিন্ন রাজ্যের ৩১টি ট্যাবলো প্রদর্শন।

রেড রোডে প্রজাতন্ত্র দিবস উদযাপন। জাতীয় পতাকা উত্তোলন রাজ্যপালের। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বর্ণাঢ্য় কুচকাওয়াজ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.