West Bengal News Live: বাংলায় পর পর জালে জঙ্গি, উদ্বেগ বাড়াচ্ছে কাঁটাতারহীন সীমান্ত

West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 27 Dec 2024 11:02 PM
WB News Live Updates: বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার টার্গেট পশ্চিমবঙ্গ?

বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার টার্গেট পশ্চিমবঙ্গ? জোর কদমে চলছিল স্লিপার সেল তৈরির কাজ। মুর্শিদাবাদে মাদ্রাসার আড়ালে মগজধোলাই? গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য। 

West Bengal News Live: পূর্ব বর্ধমানের ভাতারে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল

পূর্ব বর্ধমানের ভাতারে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল
তৃণমূল কার্যালয়ের সামনে অস্থায়ী শেড তৈরিকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব
পুলিশের সামনেই দু-পক্ষের বচসা, ধস্তাধস্তি

WB News Live Updates: ফের মুম্বইয়ে গ্রেফতার বাংলাদেশি

ফের মুম্বইয়ে গ্রেফতার বাংলাদেশি
ঠানে, নবি মুম্বই, সোলাপুর থেকে গ্রেফতার ১৩ জন বাংলাদেশি
ধৃত ১৩ জনের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন মহিলা
মুম্বইয়ে অবৈধভাবে থাকার অভিযোগ, মহারাষ্ট্র এটিএসের স্পেশাল অভিযানে গ্রেফতার ১৩ জন বাংলাদেশি

West Bengal News Live: ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

 ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তুলে দেবেন সরকারি পরিষেবা। ৬ জানুয়ারি যাবেন গঙ্গাসাগরে। খতিয়ে দেখবেন মেলা-প্রস্তুতি।

WB News Live Updates: মুর্শিদাবাদে ধৃত জঙ্গির বাংলাদেশ-যোগ আরও জোরালো

 মুর্শিদাবাদে ধৃত জঙ্গির বাংলাদেশ-যোগ আরও জোরালো। ধৃত আব্বাস আলির হরিহরপাড়ার বাড়িতে মিলল জঙ্গি সংগঠন, আনসারুল্লা বাংলার প্রধান জসিমুদ্দিন রহমানির বই। 

West Bengal News Live: এবার প্রাথমিকে চালু হচ্ছে সেমিস্টার ব্যবস্থা

এবার প্রাথমিকে চালু হচ্ছে সিমেস্টার ব্যবস্থা
আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে ক্রেডিট বেসড সিমেস্টার ব্যবস্থা
প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বছরে ২টি করে সিমেস্টার
জুনে প্রথম সিমেস্টার, ডিসেম্বরে দ্বিতীয় সিমেস্টার
প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া প্রশ্নেই হবে পরীক্ষা
মার্কশিটে থাকবে ক্রেডিট পয়েন্ট

WB News Live Updates: এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী-যোগে গ্রেফতার তৃণমূল কর্মী

এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী-যোগে গ্রেফতার তৃণমূল কর্মী

West Bengal News Live: ক্যানিংয়ে ধৃত জঙ্গি জাভেদ মুন্সি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য

ক্যানিংয়ে ধৃত জঙ্গি জাভেদ মুন্সি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য

WB News Live Updates: বাংলায় পর পর জালে জঙ্গি, উদ্বেগ বাড়াচ্ছে কাঁটাতারহীন সীমান্ত

বাংলায় পর পর জালে জঙ্গি, উদ্বেগ বাড়াচ্ছে কাঁটাতারহীন সীমান্ত
ভারত-বাংলাদেশ সীমান্তের ৯৬৩ কিমি এলাকাতেই নেই কাঁটাতার

West Bengal News Live: বান্দোয়ান থেকে মানবাজারে চলে এসেছে বাঘিনী

লেজে খেলাচ্ছে বাঘিনী, ফের ডেরা বদল
বান্দোয়ান থেকে মানবাজারে চলে এসেছে বাঘিনী

WB News Live Updates: শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস সওকত মোল্লার

শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস সওকত মোল্লার
'বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজির মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে, ক্যানিং হয়ে, এই দুটো রাস্তা জঙ্গিদের হাতে চলে গেছে'
'ও জঙ্গিদের লুকিয়ে রেখেছিল, জাভেদ মুন্সি ধরা পড়ার পর ও নিজে আতঙ্কিত, সওকত মোল্লাও আর একটা জঙ্গি'
'আমার বিশ্বাস, আশ্রয় দেওয়ার অপরাধে সওকত মোল্লাকেও একদিন কাশ্মীর পুলিশ হয়তো তুলে নিয়ে যাবে'
বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী
এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতাকে আইনি নোটিস ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের

West Bengal News Live: অভিষেকের অফিসের আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ, ধৃত ৩

অভিষেকের অফিসের আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ, ধৃত ৩

WB News Live Updates: আজ জগদ্দল থানায় হাজিরা দিলেন না অর্জুন সিংহ

আজ জগদ্দল থানায় হাজিরা দিলেন না অর্জুন সিংহ, আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠালেন ব্যারাকপুরের বিজেপি নেতা

West Bengal News Live: অভিষেকের অফিসের আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ, ধৃত ৩

অভিষেকের অফিসের আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ, ধৃত ৩। MLA হস্টেলের বুকিং রেজিস্টার বাজেয়াপ্ত করল পুলিশ। MLA হস্টেলের সুপারের কাছে আরও তথ্য তলব। 

প্রেক্ষাপট

৩০ ডিসেম্বর জগদ্দল থানায় হাজিরা দিচ্ছেন না অর্জুন সিংহ। আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠালেন ব্যারাকপুরের বিজেপি নেতা। 


প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি করা হয়েছিল দিল্লির এইমসে।


একজন গুরুকে হারালাম, পোস্ট রাহুলের। তাঁর সততা প্রেরণা, পোস্ট প্রিয়ঙ্কার। গভীর শোকপ্রকাশ নরেন্দ্র মোদির। ভারতের অর্থনৈতিক সংস্কারে অবদান অসামান্য। পোস্ট মমতার।


আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংহের শেষকৃত্য। আজ সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল। ৭ দিন ধরে জাতীয় শোক পালন। আজ সকাল এগারোটায় বৈঠক কেন্দ্রীয় মন্ত্রিসভার। 


অভিষেকের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানকে ফোনে ৫ লক্ষ টাকা দাবির অভিযোগ। অভিষেকের অফিস থেকে থানায় অভিযোগ। কিড স্ট্রিটের MLA হস্টেল থেকে গ্রেফতার ৩।


আইপ্যাক কর্তার নাম করে কাটোয়া পুরসভার চেয়ারম্যানের কাছ থেকেও টাকা দাবি। এমএলএ হস্টেলের ৩১৭ নম্বর ঘর থেকে ফোন, দাবি পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতির।


এমএলএ হস্টেলে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের অ্যালট করা ঘর থেকে গ্রেফতার। শেখ ইমরানের নামে ঘর বুক, দাবি পুলিশের। তৃণমূল কংগ্রেসের চক্রান্ত, পাল্টা নিখিল রঞ্জন দে।


ইউনূস-শাসনে বাংলাদেশে ফের অত্যাচারের শিকার সংখ্যালঘুরা। বান্দারবনে খ্রীস্টানদের ১৭টি বাড়িতে আগুন মৌলবাদীদের। কেউ সুরক্ষিত নয়, পোস্ট আওয়ামি লিগের।


বাংলাদেশে ৬৬৫৩টি সংখ্যালঘু নির্যাতন, সঙ্কটে মানবাধিকার। আসামি বানানো হয়েছে চিন্ময়কৃষ্ণকে। আন্তর্জাতিক আইন মানছে না ইউনূস সরকার। সরব রবীন্দ্র ঘোষ।


এক মাস জেলে বন্দি সন্ন্যাসী। বিচার ছাড়া চিন্ময়কৃষ্ণকে জেলে রাখার পরিকল্পনা ইউনূস সরকারের। ২ জানুয়ারি শুনানি। 


আমাদের পাসপোর্ট তৈরিতে বারবার ভেরিফিকেশন, ৭৩ জনের ক্ষেত্রে কিছুই নয়। ভেরিফিরেশন পিওনরা করেছিল? ভুয়ো পাসপোর্ট মামলায় পুলিশকে তুলোধোনা বিচারকের।


গল্প শোনাবেন না। যাঁরা ভেরিফাই করেছিল তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা ? প্রশ্ন বিচারকের। সহকর্মী বলে আড়াল, সওয়াল অভিযুক্তদের আইনজীবীর। কী পদক্ষেপ দেখব, বললেন বিচারক।


ব্যবসায়ী ছদ্মবেশে নেপালে ছিল জাভেদ, যুক্ত ছিল অস্ত্রপাচারে। ভারতে নাশকতার জন্য জঙ্গিদের পাঠাত অস্ত্র। ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি নিয়ে তদন্তে চাঞ্চল্যকর তথ্য।


বাংলাদেশ থেকে জলপথে বাংলা হয়ে কীভাবে অস্ত্র আনা যায় ভারতে ? রেকি করতেই ক্যানিংয়ে কাশ্মীরি জঙ্গি জাভেদকে পাঠিয়েছিল পাক জঙ্গি সংগঠনগুলি। দাবি গোয়েন্দা সূত্রে।


অসমে ধৃত আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিদের টার্গেট ছিল পশ্চিমবঙ্গ? বাংলায় নাশকতার জন্য কোকড়াঝাড়ে মজুত  হয়েছিল বিপুল অস্ত্র? অসম পুলিশের সঙ্গে তদন্তে রাজ্য পুলিশের STF-ও।


মুখ্যমন্ত্রীর সঙ্গে জেহাদিদের যোগসাজসের অভিযোগ, অর্জুন সিংহর বিরুদ্ধে এফআইআর তৃণমূলের। আজ ভাটপাড়া থানায় তলব। বক্তব্যে অনড় প্রাক্তন বিজেপি সাংসদ।


ধর্মতলায় ধর্নামঞ্চে চিকিৎসকদের আরও পাঁচ দিনের অবস্থানের অনুমতি হাইকোর্টের। বাঁধা হল সময়সীমা। ৩১ ডিসেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুমতি।


বারোদিন পরেও অধরা তোলাবাজিতে অভিযুক্ত বিধাননগরের তৃণমূল কাউন্সিলর। পুলিশি তদন্তের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ প্রোমোটারের। হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি।


৩০ ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তুলে দেবেন সরকারি পরিষেবা। ৬ জানুয়ারি যাবেন গঙ্গাসাগরে। খতিয়ে দেখবেন মেলা-প্রস্তুতি।


এবার মুখ্যমন্ত্রীর অধীনে হিডকো। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ছিলেন হিডকোর চেয়ারম্যান। এবার হিডকোর কাজ সরাসরি দেখবে মুখ্যমন্ত্রীর অধীনে থাকা বিভাগ।


সব জেলা সদরে তৈরি হবে বড় শপিং মল। জমি দেবে সরকার। দুটি তল থাকবে স্বনির্ভর গোষ্ঠীর জন্য। নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রীর।


পুরুলিয়ায় বাঘিনীকে খাঁচাবন্দি করতে নাজেহাল বনদফতর। এখনও রাইকা পাহাড় লাগোয়া জঙ্গলেই বাঘিনী। আলিপুরদুয়ারে চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.