West Bengal News Live Updates : 'বাংলায় বিজেপির সরকার গঠন করতে হলে ২০২৪-এ মোদিকে প্রধানমন্ত্রী করতে হবে' : শাহ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
'বামেদের সরিয়ে তৃণমূলকে ক্ষমতায় আনার পর কি দুর্নীতি বন্ধ হয়েছে ? ২০২৬ সালে বাংলায় বিজেপির সরকার গঠন করতে হলে ২০২৪-এ মোদিকে প্রধানমন্ত্রী করতে হবে। ভোট-হিংসা সবথেকে বেশি হয় বাংলায়। অনুপ্রবেশ বন্ধ করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়।' মন্তব্য শাহের।
'জ্যোতিপ্রিয়, অনুব্রত, পার্থ চট্টোপাধ্য়ায় দুর্নীতির দায়ে জেলে। ক্ষমতা থাকলে এদের সাসপেন্ড করুন দল থেকে।' মন্তব্য অমিত শাহের।
ধর্মতলায় সভাস্থলে পৌঁছলেন অমিত শাহ। ৯ বছর পর আবার ধর্মতলায় সভা শাহর। তাঁকে স্বাগত জানান বিজেপি নেতৃত্ব।
নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। জামিন দিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। 'তদন্তে সহযোগিতা করতে হবে, থাকতে হবে কলকাতা পুরসভা এলাকায়'। 'বিধাননগর কমিশনারেট এবং পার্ক স্ট্রিট থানা এলাকায় প্রবেশ করতে পারবেন না কল্যাণময়'। 'পাসপোর্ট থাকলে জমা করতে হবে নিম্ন আদালতে'। নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের।
আজ ধর্মতলায় কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যে বঞ্চিতদের নিয়ে অমিত শাহর হাইভোল্টেজ সভা। তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে প্রায় ৫১ হাজার চিঠি পাঠাল যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ ( TMCP ) ।
চিঠিতে তাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে। ১০০ দিনের কাজের বকেয়া বাংলার মানুষের ন্যায্য পাওনা, তা দিচ্ছে না কেন্দ্র। ২০১৪ সালে প্রতিবছর ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। কিন্তু, দেশে বেকারত্বের হার ক্রমশ বাড়ছে। সঙ্গে জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। অমিত শাহর উদ্দেশে খোলা চিঠি লিখেছেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যও।
কলকাতায় মেগা সভার আগে এক্স হ্যান্ডলে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কী বলেছেন তিনি? এদিন এক্স হ্যান্ডলে অমিত শাহ লিখেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে বিজেপি এখন বাংলার মানুষের প্রথম পছন্দের রাজনৈতিক দল। আগামী নির্বাচনে বিজেপি-র জয় এবং মমতা দিদির তৃণমূলের পরাজয় নিশ্চিত। আজ কলকাতায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখার দিকেই এখন তাকিয়ে আছি।'
আজ বিজেপির মেগা ইভেন্ট । অমিত শাহের সভা ঘিরে কর্মব্যস্ততা মহানগরে। আর বিজেপির মহাসভা ঘিরে ইতিমধ্যেই দলের কর্মী-নেতারা জড়ো হয়েছেন। আর তাঁদের জন্য হাওড়া স্টেশনের বাইরে বিজেপির কর্মীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খাবার টেবিল রেডি করা হয়েছে। প্রচুর পরিমাণে শালপাতা জোগাড় করা হয়েছে। সবজি রান্নার জন্য আলু, পটল কাটা শুরু। ডেচকিতে করে ধোয়া হচ্ছে সেই তরি তরকারি। ডাল রান্না করে ছড়িয়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কাও। নীল রঙের বড় ড্রামগুলিতে করা হচ্ছে স্টক। সব মিলিয়ে মহাযজ্ঞ। বড় সভার সঙ্গে কর্মীদের পেটপুজোতেও খেয়াল রাখছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব।
কলকাতায় আজ 'দুর্নীতি' বনাম 'বঞ্চনা'র লড়াই । কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে আজ ধর্মতলায় অমিত শাহ। অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধানসভা চত্বরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। আজ বিজেপির মেগা ইভেন্টে প্রধান বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সভা শুরু হবে বেলা ১২টায়। অমিত শাহ সভাস্থলে পৌঁছবেন দুপুর পৌনে ২টো নাগাদ। জেলা থেকে ট্রেন-বাসে কলকাতায় আসছেন বিজেপির কর্মী-সমর্থকরা।
আজ শহরে আসছেন অমিত শাহ। তার আগে শহরের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে হোর্ডিং টাঙানো হল তৃণমূলের আইটি সেলের তরফে। শ্যামবাজার থেকে শুরু করে উল্টোডাঙা, সল্টলেক, শিয়ালদা সহ একাধিক জায়গায় নজরে পড়ল এই হোর্ডিং। তৃণমূলের তরফে দাবি, বিজেপির জনসমর্থন নেই, তাই বিজেপি নেতাদের ডেলি প্যাসেঞ্জারি করে লাভ নেই।
বিজেপির হাইভোল্টেজ সভার আগের দিন দলের তরফে মিউজিক ভিডিও লঞ্চ করা হল। বিজেপির অভিযোগ, রেকর্ডিং-এর জন্য মেলেনি সটুডিও। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের অভিযোগ, নেপথ্যে রয়েছে তৃণমূলের হুমকি। ওদের গান কেউ গাইতে চাইছেন না, পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।
ধর্মতলায় (Esplanade) বিজেপির (BJP Meeting) মেগা ইভেন্ট। সভা ঘিরে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি ধর্মতলার সভামঞ্চে। মঙ্গলবার মাঝরাত থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসছেন বিজেপির কর্মী-সমর্থকরা।
হাইভোল্টেজ বুধবার। আজ রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে ধর্মতলায় অমিত শাহের মেগা প্রতিবাদ সভা।
আজ বিজেপির (BJP Meeting) মেগা ইভেন্ট। শিয়ালদা-হাওড়া স্টেশন (Howrah Station) থেকে বিজেপি কর্মীদের মিছিল যাবে ধর্মতলার দিকে। কলকাতাজুড়ে (Kolkata) যানজটের আশঙ্কা। বিকল্প রুট ব্যবহারের কথা জানাল লালবাজার।
বোর্ড গঠনের পর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রথম সাধারণ সভায় উত্তেজনা। বিরোধী দলনেতার হাত থেকে জোর করে মাইক কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের জেলা পরিষদ সদস্য়ের বিরুদ্ধে। প্রতিবাদে সভা বয়কট করল বিজেপি। যা নিয়ে তুঙ্গে উঠল তরজা।
উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কিয়ারা-বারাকোট সুড়ঙ্গের (Uttarakhand Tunnel Rescue) মাঝে আটকে পড়া ৪১ জন শ্রমিকের মধ্যে ৩ জন ছিলেন বাংলার। তাঁদের মধ্যে ২ জনের বাড়ি হুগলির (Hooghly) পুরশুড়ায়। এই দুই যুবকের মধ্যে একজন হলেন পুরশুড়ার হরিণাখালি গ্রামের বাসিন্দা সৌভিক পাখিরা। অপরজন ছিলেন নিমডাঙ্গির বাসিন্দা জয়দেব প্রামাণিক। সঙ্গে ছিলেন কোচবিহারের বলরামপুরের মানিক তালুকদার। বাকিদের সঙ্গে উদ্ধার হয়েছেন তাঁরাও। পাশাপাশি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। সকলেই সুস্থ রয়েছেন। খুশির আবহ বাংলার তিন ঘরে।
প্রেক্ষাপট
নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) প্রতিবাদ করায়, প্রায় ৭ হাজার চাকরিপ্রার্থীর বিরুদ্ধে পুলিশ মামলা করেছে বলে অভিযোগ। এনিয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন চাকরিপ্রার্থীররা (Job Seekers)। সেই মামলায়, রাজ্যের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন করে, ৫ই ডিসেম্বরের মধ্যে কেস ডায়েরি তলব করল হাইকোর্ট।
ফের রাজ্য সরকারের বিরুদ্ধে প্রকল্পের নাম বদলের অভিযোগ। কেন্দ্রের 'কমন সার্ভিস সেন্টার' প্রকল্পের নাম পরিবর্তন করে 'বাংলা সহায়তা কেন্দ্র' করার অভিযোগ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি। ১২ ই ডিসেম্বরের মধ্যে হলফনামা না দিলে, রাজ্য সরকারকে জরিমানা করার হুঁশিয়ারি প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের।
উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কিয়ারা-বারাকোট সুড়ঙ্গের (Uttarakhand Tunnel Rescue) মাঝে আটকে পড়া ৪১ জন শ্রমিকের মধ্যে ৩ জন ছিলেন বাংলার। তাঁদের মধ্যে ২ জনের বাড়ি হুগলির (Hooghly) পুরশুড়ায়। এই দুই যুবকের মধ্যে একজন হলেন পুরশুড়ার হরিণাখালি গ্রামের বাসিন্দা সৌভিক পাখিরা। অপরজন ছিলেন নিমডাঙ্গির বাসিন্দা জয়দেব প্রামাণিক। সঙ্গে ছিলেন কোচবিহারের বলরামপুরের মানিক তালুকদার। বাকিদের সঙ্গে উদ্ধার হয়েছেন তাঁরাও। পাশাপাশি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। সকলেই সুস্থ রয়েছেন। খুশির আবহ বাংলার তিন ঘরে।
রাজ্যজুড়ে সক্রিয় জামতাড়া গ্যাং (Jamtara Gang)। ভিনরাজ্যে বসে এজেন্টদের মাধ্যমে গোটা দেশে চলছে অপারেশন। জামতাড়া গ্যাংয়ের দুই এজেন্টকে এবার গ্রেফতার করল নিউ ব্যারাকপুর থানার পুলিশ। ধৃতরা ট্যাংরা ও মানিকতলা এলাকার বাসিন্দা। অভিযোগ, গত ৭ জুন, নিউ ব্যারাকপুরের একটি সোনার দোকান থেকে ডেবিট কার্ড ব্যবহার করে ৩৮ হাজার টাকা সোনা কেনেন অভিযুক্ত অনুজ সাউ। এরপরই ওই স্বর্ণ ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, গত ১৪ অক্টোবর সুনীল পাটোয়া নামে আরেক জনকে নিয়ে সোনা কিনতে এসে পুলিশের হাতে ধরা পড়ে যায় দুই প্রতারক। এরপর নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, বাগুইআটি-সহ বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর ডেবিট ও ক্রেডিট কার্ড, প্যান কার্ড, ব্যবহার করা সিমকার্ড, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, নোটারি সার্টিফিকেট, বিভিন্ন সংস্থার নেমপ্লেট। এমনকী মিলেছে, আধার কার্ড তৈরি ও থাম্ব ইম্প্রেশন তৈরির যন্ত্রও। জামতাড়া গ্যাং বাংলা ছাড়াও, অসমে ভুয়ো কল সেন্টারের মাধ্যমে প্রতারণার জাল বিছিয়েছে বলে পুলিশের দাবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -