West Bengal News Live: আজ সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি
West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ বেড়ে হল ১৮ নভেম্বর। এই ২ জন প্রসঙ্গে গতকাল শিয়ালদা আদালতে সিবিআই জানিয়েছে, চার্জশিট দেওয়া হয়েছে মানে এই নয় যে তদন্ত শেষ হয়েছে। ২ জনকেই জেল হেফাজতে রাখা হোক। ডিজিটাল এভিডেন্স থেকে জানা যাচ্ছে অভিজিৎ মণ্ডলকে ফোন করেছিলেন সন্দীপ ঘোষ। তাও FIR করতে দেরি হয়েছে। এর পিছনে কী রহস্য আছে জানার চেষ্টা চলছে। ২ জনকে এখনই ক্লিনচিট দেওয়া হচ্ছে না। দেখা হচ্ছে ষড়যন্ত্রে তাঁরা আছেন কি না। নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবীর তরফে কেন দেরি করে এফআইআর দায়ের করা হল, সেই প্রশ্ন আদালতে তোলা হয়। চার্জশিটে সন্দীপ ঘোষের নামই তো নেই, দাবি তাঁর আইনজীবীর। সন্দীপ ঘোষের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন অভিজিৎ মণ্ডল। কীভাবে বলা হচ্ছে তিনি ষড়যন্ত্রে যুক্ত, প্রশ্ন টালা থানার তৎকালীন ওসির আইনজীবীর।
‘দ্রোহের আলো’ কর্মসূচি চলাকালীন মাত্র ১০০ মিটার দূরে পথচলতি তরুণীকে ইভটিজিংয়ের অভিযোগ। বাইকে যেতে যেতে তরুণীকে কটূক্তি, প্রতিবাদ করায় চড়াও হয়ে তরুণীর বন্ধুকে মারধরের অভিযোগ উঠল বাইক আরোহীদের বিরুদ্ধে। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। অভিযোগ, গতকাল সন্ধেয় বাইকে যেতে যেতে পথচারী তরুণীকে কটূক্তি করে মত্ত অবস্থায় থাকা চার যুবক। রুখে দাঁড়ানোয় তরুণীর বন্ধুকে মারধর করা হয়। তরুণীর চিৎকারে স্থানীয়রাই
অভিযুক্তদের ধরে ফেলেন। ২ জন পালিয়ে যায়। বাকি ২ জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে অশোকনগর থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।
ইচ্ছেমতো বৈঠক ডাকা হচ্ছে,বিরোধীদের বলার সুযোগ দেওয়া হচ্ছে না। অভিযোগ ওয়াকফ বিল নিয়ে গঠিত জেপিসি-র চেয়ারম্যানের বিরুদ্ধে। লোকসভার অধ্যক্ষকে চিঠি ইন্ডিয়া জোটের ৭ সাংসদের।
ফের কলকাতায় সরকারি হাসপাতালে মুমূর্ষু রোগীর হয়রানির অভিযোগ, পরে মৃত্যু। উত্তেজনা SSKM-এ। কেন্দ্রীয় রেফারেল সিস্টেম পুরোপুরি চালু না হওয়ায় গুণতে হল মাশুল, উঠছে প্রশ্ন।
এবার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ। হবিবপুরে ফাঁকা বাড়িতে ঢুকে বধূকে ধর্ষণের অভিযোগ। প্রতিবাদ করায় পরিবারকে মারধর, অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকিরও অভিযোগ।
ফের কলকাতায় বেপরোয়া গতির বলি। মত্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে মৃত্যু হল বছর ২৮-এর যুবকের। মৃত বিশাল ঠাকুর নাকতলার বাসিন্দা। তাঁর সঙ্গীও আহত হন। পুলিশ সূত্রে খবর, আজ ভোর ৪টে নাগাদ যাদবপুরের দিক থেকে গড়িয়ার দিকে যাওয়ার সময়, বাঘাযতীন মোড়ে রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মারেন মত্ত অবস্থায় থাকা বাইক চালক। ওই যুবক ও তাঁর সঙ্গীর মাথায় হেলমেট ছিল না। বাইক চালকের মাথায় গুরুতর আঘাত লাগে। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত বলে ঘোষণা করা হয়।
গড়িয়ার নবগ্রামে কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা থেকে বোমা ছোড়ার অভিযোগ। ভেঙে যায় দোতলা বাড়ির জানলার কাচ। রাজপুর-সোনারপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, গতকাল বিসর্জনের শোভাযাত্রা থেকে বোমা জাতীয় কিছু ছোড়া হয়। তার জেরে জানলার কাচ ভেঙে পড়ার পাশাপাশি কেঁপে ওঠে গোটা বাড়ি। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। পুলিশ এসে ঘটনাস্থল থেকে দড়ি ও সুতলি উদ্ধার করে। অভিযোগকারীর দাবি, খোঁজ নিয়ে ক্লাবের নাম জানাতে বলে চলে যায় পুলিশ। পরে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়।
ফের আক্রান্ত প্রতিবাদী। এন্টালি, লেকটাউনের পর আড়িয়াদহ। কালীপুজোর বিসর্জনে শব্দবাজি ও তারস্বরে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করায় মারধরের অভিযোগ। এক মহিলা-সহ ৩ জনকে গ্রেফতার করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ।
ফের সরকারি হাসপাতালের বিরুদ্ধে মুমুর্ষু রোগীকে হয়রানির অভিযোগ
পুজো মিটতেই ডেঙ্গির দাপট মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনায়
আজ সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে স্টেটাস রিপোর্ট পেশ করবে সিবিআই 'হাসপাতাল, স্কুলের মতো জায়গায় সিভিক ভলান্টিয়ার নিয়োগ আটকাতে কী পদক্ষেপ রাজ্য সরকারের?'
আজ তা সুপ্রিম কোর্টে জানাতে হবে রাজ্য সরকারকে
সিভিকের নিয়োগ পদ্ধতি, কোন আইনে নিয়োগ, যোগ্যতামান কী, সেই সব প্রশ্নেরও জবাব দিতে হবে রাজ্যকে
নিয়োগ করার আগে এই সিভিকদের পূর্ব অপরাধের কোনও ইতিহাস যাচাই করা হয় কি না, তারও জবাব দিতে হবে রাজ্যকে
তৃণমূলে যোগ দিতে পারেন জন বার্লা?
মাদারিহাট উপনির্বাচনের আগে বিজেপিতে বার্লা-অস্বস্তি
জল্পনা বাড়িয়ে প্রাক্তন বিজেপি সাংসদের জলপাইগুড়ির বানারহাটের বাড়িতে গেল তৃণমূল নেতৃত্ব
গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত চলল বৈঠক
বৈঠক-শেষে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গার বিরুদ্ধে নাম না করে তোপ বার্লার মাদারিহাট উপনির্বাচনের আগে জন বার্লার সঙ্গে দেখা করাকে সৌজন্য় সাক্ষাৎ বলে দাবি করেছে তৃণমূল
আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনের ৮৭ দিনের মাথায় চার্জ গঠন। ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে খুন, ধর্ষণের ধারা। ১১ নভেম্বর থেকে শুরু বিচার, রোজ চলবে শুনানি।
শীতের মুখে ফের বৃষ্টির কাঁটা
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা
এর ফলে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ
উপকূলবর্তী জেলায় আজ ও কাল হালকা বৃষ্টির সম্ভাবনা
হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে
আগামী ৪-৫ দিন নামবে না তাপমাত্রা, খবর আবহাওয়া দফতর সূত্রে
আজ সুপ্রিম কোর্টে ফের আর জি কর মামলার শুনানি। তার আগের দিন দ্রোহের আলো কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপর এক্সাইড মোড়ে হামলা। মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ।
রাজ্য় সরকারের আবাস প্রকল্প বাংলার বাড়ি-তে দুর্নীতির অভিযোগ তুলে, এবার ED তদন্ত দাবি করল রাজ্য় বিজেপি। এনিয়ে একেবারে প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে চলেছে তারা। সোমবার নতুন নথি সামনে এনে তৃণমূল সরকারকে চ্য়ালেঞ্জ ছুড়েছেন রাজ্য় বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায়। পাল্টা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল।
আর জি কর-কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের নিশানা করতে গিয়ে, দলেরই একাংশের সমালোচনা করলেন সৌগত রায়। একদিকে যেমন - ডাক্তারদের আন্দোলনের ভবিষ্য়ৎ নেই বলে কটাক্ষ করলেন, তেমনি নিজের দলের একাংশের প্রতি বললেন - দায়বদ্ধতা না থাকার জন্য়ই, লোকে পদ পেতে উদ্য়োগী হয়।
জেলবন্দি, তাও আঙুল উঁচিয়ে হুঙ্কার সঞ্জয়ের!
আর জি কর কাণ্ডের ৮৭ দিন পার, এখনও মেলেনি বিচার
প্রেক্ষাপট
আর জি কর কাণ্ডের ৮৭ দিন পার, এখনও মেলেনি বিচার। আজ সুপ্রিম কোর্টে শুনানির আগে ফের পথে নেমে প্রতিবাদ। শহর থেকে জেলা, দিকে দিকে দ্রোহের আলো জ্বালো কর্মসূচি।
আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই। স্লোগান তুলে ফের সিজিও অভিযান। দ্রুত তদন্তের দাবিতে পথে নামলেন মহিলারা। কেন্দ্রীয় এজেন্সিকে স্মারকলিপি পেশ।
জেলবন্দি, তাও আঙুল উঁচিয়ে হুঙ্কার সঞ্জয়ের!
সঞ্জয়ের দাবি থেকেই স্পষ্ট, কীভাবে সত্য ধামাচাপা দেওয়া হয়েছে। অপরাধীদের আড়ালের চেষ্টা মুখ্যমন্ত্রীর। সরব সুকান্ত। তদন্তের দায়িত্বে তো সিবিআই, পাল্টা কুণাল।
আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনের ৮৭ দিনের মাথায় চার্জ গঠন। ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে খুন, ধর্ষণের ধারা। ১১ নভেম্বর থেকে শুরু বিচার, রোজ চলবে শুনানি।
ঘটনার কথা জানাতেই ওসিকে ফোন আর জি কররের তৎকালীন অধ্যক্ষের। দাবি সন্দীপের আইনজীবীর। ফোন করার পরও কেন FIR-এ দেরি? পাল্টা প্রশ্ন সিবিআই ও অভয়ার পরিবারের আইনজীবী।
আর জি কর কাণ্ডে দুর্নীতির মামলার শুনানিতে ফের গভীর ষড়যন্ত্রের তত্ত্ব সিবিআইয়ের। ধর্ষণ-খুনের তদন্তে এগোতে না পেরে ফাঁসানোর চেষ্টা, পাল্টা দাবি ধৃত বিপ্লব সিংহর আইনজীবীর।
শুধু আর জি কর নয়, একাধিক সরকারি হাসপাতালে সরঞ্জাম সরবরাহ মা তারা ট্রেডার্সের। বিস্ফোরক দাবি ধৃত বিপ্লব সিংহর আইনজীবীর। টেন্ডার ছাড়াই বরাত, দাবি CBI-এর।
বঙ্গ ফুটবলে বেনজির! শাসকের হয়ে প্রচারে ৩ প্রধান কর্তা, IFA সচিব। বিচারের দাবিতে একজোট হয়ে প্রতিবাদের পর, নৈহাটির তৃণমূলপ্রার্থীর সমর্থনে লালহলুদ-বাগান-মহমেডানের কর্তারা!
তৃণমূলের হয়ে ময়দানে ৩ প্রধানের কর্তা। ফুটবল আর রাজনীতি এক নয়। রুখে দাঁড়ানোর ডাক সুব্রতর।
ক্লাব কর্তাদের দিয়ে ভোট প্রচার। তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের নালিশ শুভেনদুর। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠি। জার্সি পরেও তো প্রতিবাদ হয়েছিল, পাল্টা কুণাল।
তৃণমূলে নবীন-প্রবীণ বিতর্কের মধ্যেই অভিষেকের হয়ে ব্যাটিং সৌগতর।
নৈহাটিতে উপনির্বাচনের আগের দিন অর্জুনকে CID সমন। ভাটপাড়া পুরসভায় দুর্নীতি মামলা। ১২ নভেম্বর তৎকালীন পুর চেয়ারম্যানকে ভবানী ভবনে তলব। আগের সমনে না আসায় তলব, খবর CID সূত্রে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -