West Bengal News Live: সুপ্রিম কোর্টে শুরু হল আর জি কর মামলার শুনানি

West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 07 Nov 2024 02:57 PM
West Bengal News Live: ২ দিনে ৩ বার পিছোনোর পর সুপ্রিম কোর্টে শুরু হল আর জি কর মামলার শুনানি

২ দিনে ৩ বার পিছোনোর পর সুপ্রিম কোর্টে শুরু হল আর জি কর মামলার শুনানি

WB News Live Updates: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের মুখ অভিষেকই' মন্তব্য কল্যাণের

'মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের মুখ অভিষেকই'
'কিন্তু মমতার পর কে মুখ্যমন্ত্রী হবেন, সেটা ঠিক করবে দল ও দলনেত্রী'
অভিষেককে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী পদে দেখতে চেয়ে কুণাল ঘোষের পোস্ট নিয়ে মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
'রাজনীতিতে বয়স ফ্যাক্টর নয়'
ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রসঙ্গ টেনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কল্যাণের
সময়ের নিয়মে মমতার পর মুখ্যমন্ত্রী হবে অভিষেকই, সোশাল মিডিয়ায় পোস্ট করেন কুণাল 

West Bengal News Live: কলকাতা মেডিক্যালে ক্রিটিক্যাল কেয়ার ও জেনারেল বেড বিক্রির অভিযোগ, তথ্য প্রমাণ পেল না  হাসপাতাল গঠিত তদন্ত কমিটি

কলকাতা মেডিক্যালে ক্রিটিক্যাল কেয়ার ও জেনারেল বেড বিক্রির অভিযোগ
অভিযোগের সপক্ষে কোনও তথ্য প্রমাণ পেল না  হাসপাতাল গঠিত তদন্ত কমিটি
১১ সদস্যের তদন্ত কমিটিতে ছিলেন ৪ জুনিয়র ডাক্তারও
তবে বেড বিক্রি ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপের সুপারিশ
রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় ও টিএমসি-র কর্মী ইউনিয়নের নেতা জয়ন্ত ঘোষের বিরুদ্ধেও অভিযোগ
সুদীপ্ত ও জয়ন্তর বিরুদ্ধে হাসপাতালের ল্যাব-কিট বেসরকারি ল্যাবে পাচারের অভিযোগ
সোমবার হাসপাতালে তদন্ত রিপোর্ট জমা দেবে পৃথক তদন্ত কমিটি

WB News Live Updates: দুপুর ২টোয় নয়, মধ্যাহ্নভোজনের পর তালিকায় দ্বিতীয় মামলা 'আর জি কর'

দুপুর ২টোয় নয়, মধ্যাহ্নভোজনের পর তালিকায় দ্বিতীয় মামলা 'আর জি কর'

West Bengal News Live: খড়গপুরে হোটেলের আড়ালে মধুচক্র!

খড়গপুরে হোটেলের আড়ালে মধুচক্র!

WB News Live Updates: অভয়ার বিচারের দাবিতে পথে কংগ্রেস

অভয়ার বিচারের দাবিতে পথে কংগ্রেস
অ্যাকাডেমি চত্বর থেকে নিজাম প্যালেস পর্যন্ত মিছিল
দ্রুত ও স্বচ্ছ বিচারের দাবিতে মিছিল কংগ্রেস কর্মী-সমর্থকদের
মিছিল নিজাম প্যালেসের সামনে পৌঁছলে তা আটকানো হয়
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মী- সমর্থকদের

West Bengal News Live: ফের পথে জুনিয়র ডাক্তাররা, আরও এক নাগরিক মিছিলের ডাক

'বিচারহীন ৯০ দিন', প্রতিবাদে ফের পথে জুনিয়র ডাক্তাররা। আরও এক নাগরিক মিছিলের ডাক। 

WB News Live Updates: ফের মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে জোড়াসাঁকো থানায় ডেপুটেশন

ফের মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে জোড়াসাঁকো থানায় ডেপুটেশন
উস্কানিমূলক বক্তৃতার অভিযোগ, মিঠুনের বিরুদ্ধে ডেপুটেশন স্থানীয়দের
২৭ অক্টোবর: সল্টলেকে EZCC-তে অমিত শাহের অনুষ্ঠানে উস্কানিমূলক বক্তৃতার অভিযোগ 
গতকাল বিধাননগর দক্ষিণ থানায় মিঠুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়
FIR করে তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের

West Bengal News Live: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ

প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ
ক্যানিং ১ নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের ঘটনা
মামলাকারী ৫ জনের টাকাই ভুল অ্যাকাউন্টে গিয়েছে, রিপোর্ট দিয়ে জানাল রাজ্য

WB News Live Updates: 'বিচারহীন ৯০ দিন', প্রতিবাদে ফের পথে জুনিয়র ডাক্তাররা

'বিচারহীন ৯০ দিন', প্রতিবাদে ফের পথে জুনিয়র ডাক্তাররা

West Bengal News Live: সন্দেশখালি নিয়ে ফিরহাদের কটাক্ষ, তীব্র আক্রমণে শুভেন্দু

সন্দেশখালি নিয়ে ফিরহাদের কটাক্ষ, তীব্র আক্রমণে শুভেন্দু

WB News Live Updates: ২ দিনে ৩ বার পিছোনোর পর আজ ফের সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি

২ দিনে ৩ বার পিছোনোর পর আজ ফের সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি

West Bengal News Live: দাবির কথা স্মরণ করিয়ে ফের মুখ্যসচিবকে ইমেল ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের।

দাবির কথা স্মরণ করিয়ে ফের মুখ্যসচিবকে ইমেল ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের। 

WB News Live Updates: মিঠুন চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি

মিঠুন চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি

West Bengal News Live: কটূক্তি ও অশালীন আচরণের প্রতিবাদ করায় ক্যানিংয়ে একই পরিবারের দুই মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল

কটূক্তি ও অশালীন আচরণের প্রতিবাদ করায় ক্যানিংয়ে একই পরিবারের দুই মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। গতকাল রাতে ক্যানিংয়ের কৃ্ষ্ণকালী কলোনিতে এই ঘটনা ঘটে।মহিলাদের দাবি, তাঁরা ওষুধ কিনতে যাচ্ছিলেন। সেই সময় রাস্তা আটকে আড্ডা মারছিল ৩ যুবক। সরে যেতে বলায় এক যুবক মহিলাদের মুখে মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে আলো ফেলে, শুরু হয় কটূক্তি। প্রতিবাদ করায় লাঠি নিয়ে মহিলাদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে আরেক যুবক। আক্রান্তদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। ক্যানিং থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। 

WB News Live Updates: এই আন্দোলন আর শুনানির কোনও ভবিষ্যত নেই, মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের

এই আন্দোলন আর শুনানির কোনও ভবিষ্যত নেই, মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। শুনানি পিছোনর সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, এর পিছনে রাজনীতি নেই, মন্তব্য কুণাল ঘোষের।

West Bengal News Live: ছট পুজো নিষিদ্ধ রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে

আজ ও কাল ছটপুজো। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, ছট পুজো নিষিদ্ধ দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর এবং পূর্ব কলকাতার সুভাষ সরোবরে। দূষণ রুখতে তৎপর KMDA। দুটি সরোবরের গেটের সামনে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। সরোবর লাগোয়া রাস্তায় বসানো হয়েছে গার্ডরেল। সরোবরে 
ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে প্রতিটা গেটে টাঙানো হয়েছে ফ্লেক্স।মোতায়েন রয়েছে পুলিশ। গতকাল রাত ৮টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের সমস্ত গেট। আগামীকাল বেলা ১২টা পর্যন্ত গেট বন্ধ থাকবে। বিকল্প হিসাবে ছটপুজোর জন্য শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়।

WB News Live Updates: সন্দেশখালি নিয়ে ফিরহাদের কটাক্ষ, তীব্র আক্রমণে শুভেন্দু

সন্দেশখালি নিয়ে ফিরহাদের কটাক্ষ, তীব্র আক্রমণে শুভেন্দু
'সন্দেশখালির পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রকে কটাক্ষ'
'একজন মহিলাকে নিয়ে কুরুচিকর শব্দ ব্যবহার করেছেন ফিরহাদ হাকিম'
'শুধু একজন নন, পুরো সম্প্রদায়কেই অপমান করেছেন মমতা-মন্ত্রিসভার মন্ত্রী'
প্রধানমন্ত্রীকেও অসম্মান করার অভিযোগে ট্যুইট শুভেন্দু অধিকারীর 

West Bengal News Live: এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে

এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে

WB News Live Updates: আবাস যোজনার সমীক্ষাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে সংঘর্ষে জড়াল তৃণমূল ও আইএসএফ

আবাস যোজনার সমীক্ষাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে সংঘর্ষে জড়াল তৃণমূল ও আইএসএফ। অভিযোগ, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে তালিকায় তৃণমূল কর্মীদের নাম থাকার প্রতিবাদ করায় আইএসএফ কর্মীদের মারধর করা হয়। এক আইএসএফ কর্মী আহত হন। আবাস-তালিকায় স্বজনপোষণ ও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

West Bengal News Live: সুপ্রিম কোর্টে ফের পিছোল শুনানি, হতাশ নিহত নির্যাতিতার পরিবার

সুপ্রিম কোর্টে ফের পিছোল শুনানি, হতাশ নিহত নির্যাতিতার পরিবার

WB News Live Updates: পরপর ২দিন, ফের পিছোল আর জি কর-শুনানি

পরপর ২দিন। ফের পিছোল আর জি কর-শুনানি। আজ মামলা শুনবেন, দেখবেন CBI-এর স্টেটাস রিপোর্ট। জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

প্রেক্ষাপট

পরপর ২দিন। ফের পিছোল আর জি কর-শুনানি। আজ মামলা শুনবেন, দেখবেন CBI-এর স্টেটাস রিপোর্ট। জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।


সুপ্রিম কোর্টে ফের পিছোল শুনানি, হতাশ নিহত নির্যাতিতার পরিবার।


আর জি কর-কাণ্ডের প্রায় ৩ মাস পার, অধরা বিচার। 


বারবার পিছোচ্ছে শুনানি, হতাশ দিলীপও। 


নিরাপত্তা থেকে টাস্ক ফোর্সের বৈঠক। এখনও অনেক প্রতিশ্রুতিই পূরণ হয়নি। দাবির কথা স্মরণ করিয়ে ফের মুখ্যসচিবকে ইমেল ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের।


এবার বাঁকুড়ার কোতুলপুরে টিউশন থেকে ফেরার পথে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। পুরুলিয়ায় শ্লীলতাহানির অভিযোগে ধৃত পুরকর্মী।  


অক্টোবরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হল নভেম্বরে! জেলাশাসকের কাছে নালিশ পুরাতন মালদার মৌলপুর হাসপাতালের রোগীর। ভুল স্বীকার সিএমওএইচের। তদন্তে বিএমওএইচ। 


লেকটাউনে তরুণীকে কটূক্তির অভিযোগ। প্রতিবাদ করায় বনধুকে মার, বাঁচাতে গিয়ে আক্রান্ত তরুণী। হোটেলে গিয়ে অভিযুক্তদের মার তৃণমূল কাউন্সিলরের। গ্রেফতার ২, আদালতে জামিন।


বিজেপিকে ফের কোকিল বলে খোঁচা মমতার। ওদের ভোট দিলেও পাশে থাকি আমরাই। রাজ্যে বসবসকারী অবাঙালিদেরও বাংলাকে আপন করে নেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর। 


সৌগতর পর এবার অভিষেকের হয়ে ব্যাটিং কুণালের। আমার নেতা, পরের মুখ্যমন্ত্রী বলে পোস্ট। একই সুর সওকতেরও। সুযোগ পাবে না, খোঁচা শমীকের। 


অভিষেকের হয়ে সওয়াল সৌগতর। কটাক্ষ মদনের।


বিজেপি ছেড়ে তৃণমূলের পথে প্রাক্তন সাংসদ জন বার্লা? জল্পনা বাড়িয়ে ফের একের পর এক তৃণমূল নেতার সঙ্গে বৈঠক। প্রার্থীর সঙ্গেও কথা। 


মিঠুনের বিরুদ্ধে ফের FIR। ২৭ অক্টোবর, EZCC-র অনুষ্ঠানে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। বিধাননগর দক্ষিণ থানায় নালিশ। FIR রুজু করে তদন্তে পুলিশ।


সন্দেশখালি নিয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কে জড়ালেন ফিরহাদ।মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে ভিডিও পোস্ট করে আক্রমণে শুভেন্দু।


বিডিও থেকে সমীক্ষক দল। আবাস-প্রকল্পে ভুরিভুরি দুর্নীতির অভিযোগে ফের বিক্ষোভ। ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ।


২দিন পরে রেশন নিতে বলায় ডিলারকে পিটিয়ে খুন! চাঞ্চল্য উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে। পলাতক অভিযুক্ত ২ গ্রাহক।


অন্যের অ্যাকাউন্টে পডুয়াদের ট্যাবের টাকা! পূর্ব মেদিনীপুরে ৪ প্রধান শিক্ষকের বিরুদ্ধে FIR। এটাও থ্রেট কালচার, FIR না তুললে আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষক সংগঠনের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.