West Bengal News Live: রেখা পাত্র সম্পর্কে বিতর্কিত মন্তব্যের সাফাই দিলেন ফিরহাদ হাকিম
West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
তালডাংরায় দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়ে হুঁশিয়ারি অরূপ চক্রবর্তীর
তৃণমূল কংগ্রেসের সংগঠনে কি এবার বড়সড় রদবদল হতে চলেছে? ১০-এর বেশি জেলা সভাপতি বদলের সুপারিশ দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কলকাতা পুরসভা বাদে সমস্ত পুরসভা স্তরেও দেদার বদলের প্রস্তাব দিলেন তিনি। সূত্রের খবর, চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
খাবারের টাকা জমিয়ে যন্ত্র কিনুন। চোখে চোখ রাখলে, চোখ তুলে নিতে হবে। নাম না করে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি বাঁকুড়ার বিজেপি বিধায়কের। এটাই ওদের সংস্কৃতি, পাল্টা তৃণমূল।
রেখা পাত্র সম্পর্কে বিতর্কিত মন্তব্যের সাফাই দিলেন ফিরহাদ হাকিম
এবার নন্দীগ্রামে বিরোধী দলনেতার গড়েই বিজেপির কোন্দল প্রকাশ্যে এল। দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে প্রায় ৬৫ লক্ষ টাকা নয়ছয় ও দুর্নীতির অভিযোগে নন্দীগ্রাম থানার দ্বারস্থ হলেন
নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ থেকে শুরু করে বিজেপির নেতা, পদাধিকারীরা। সেপ্টেম্বর মাসে নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে এলাকা উন্নয়ন প্রকল্প-সহ প্রায় ৬৫ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে। পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি প্রধান দীনবন্ধু মণ্ডল। পাল্টা প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেন পঞ্চায়েত
সচিব নীলকমল দাস। গত ১৯ অক্টোবর পুলিশ পঞ্চায়েত সচিবকে গ্রেফতার করে। বিজেপি প্রধানকে গ্রেফতার নয় কেন, এই প্রশ্ন তুলে গতকাল থানায় যান তাঁরই দলের নেতারাই। এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
বাঁকুড়ার তালডাংরা বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের
বাঁকুড়ার তালডাংরা বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের
আবাস-তালিকা নিয়ে দিকে দিকে ক্ষোভ। বাংলার বাড়ি প্রকল্পে এবার সমীক্ষার কাজ শুরু করল নামখানা থানার পুলিশ। গতকাল নামখানা পঞ্চায়েত এলাকায় তালিকা খতিয়ে দেখলেন নামখানা থানার OC বিভাস সরকার। দেখা গেল, তালিকায় নাম থাকা ২ জনের পাকা বাড়ি রয়েছে। তাদের দাবি, আবেদনের সময় কাঁচা বাড়ি থাকলেও, প্রাকৃতিক দুর্যোগ এড়াতে ধারদেনা করে পাকা বাড়ি তৈরি করেছেন। অন্যদিকে, কাঁচা বাড়ির বাসিন্দাদের অনেকেরই নাম নেই আবাস-তালিকায়। ঘটনার কথা স্বীকার করেছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। কাকদ্বীপের মহকুমা শাসক জানিয়েছেন, এখন ২০২২-এর তালিকা খতিয়ে দেখা হচ্ছে।নতুন আবেদন করারও সুযোগ রয়েছে।
বারুইপুরে আক্রান্ত তৃণমূল নেতা
পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
ঝাড়গ্রামে চিকিৎসকের রহস্যমৃত্যুতে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে নতুন তথ্য
'সিরিঞ্জ মারফত শরীরে কিছু ঢোকে, তারপর মাল্টি অর্গান ফেলিওর, যার জেরে মৃত্যু'
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমন সম্ভাবনার কথা উল্লেখ, খবর সূত্রের
ওই চিকিৎসকের শরীরের বাইরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, উল্লেখ রিপোর্টে, খবর সূত্রের
একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে
পূর্ব বর্ধমানের কাটোয়ায় আবাস তালিকায় ভূতুড়ে নাম, একজনেরই নাম উঠেছে ৫ বার
তৃণমূলের সংগঠনে বড়সড় রদবদল? মমতা বন্দ্যোপাধ্যায়কে একগুচ্ছ সুপারিশ অভিষেকের
বয়সসীমা বেঁধে দেওয়া নিয়ে, ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের উল্টো সুর তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়। নবীন-তত্ত্ব খারিজ করতে গিয়ে তিনি টেনে এনেছেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে, আটাত্তর বছর বয়সী ট্রাম্পের জয়ের প্রসঙ্গ।
তৃণমূলের সংগঠনে বড়সড় রদবদল? আনুগত্য নয়, পারফরম্যান্সই শেষ কথা, বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একগুচ্ছ সুপারিশ করেছেন অভিষেক। দশের বেশি জেলা সভাপতিকে বদলের সুপারিশ যেমন আছে, তেমনই পুরসভা স্তরেও বিস্তর রদবদলের প্রস্তাব দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অনুব্রত মণ্ডল তিহাড় থেকে ফেরার পর, বীরভূমের কোর কমিটির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। অভিষেক ব্যক্তিগতভাবে
কোর কমিটির পক্ষে। মমতাকে করা অভিষেকের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল।
বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে কমবে তাপমাত্রা। ১৫ নভেম্বরে থেকে বইবে উততুরে হাওয়া, আসবে শীতের আমেজ। রবিবার পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনা, দার্জিলিংয়ে হাল্কা বৃষ্টির পূর্বাভাস।
এবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের প্রশংসায় তৃণমূলের আরেক প্রবীণ সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। তবে কুণাল ঘোষ, সৌগত রায়ের মতো এখনই অভিষেককে ভাবী মুখ্য়মন্ত্রী হিসেবে ভেবে নিতে নারাজ তিনি। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পর মুখ্য়মন্ত্রী কে হবেন, সেটা ঠিক করবে দল। তবে কল্য়াণের অভিষেক-স্তূতি
নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।
আর জি করকাণ্ডের আবহেই ঝাড়গ্রাম মেডিক্যালের ডাক্তারের রহস্যমৃত্যু
প্রেক্ষাপট
আর জি করকাণ্ডের আবহেই ঝাড়গ্রাম মেডিক্যালের ডাক্তারের রহস্যমৃত্যু। বেসরকারি লজে উদ্ধার অ্যানাস্থেশিষ্ট দীপ্র ভট্টাচার্যের দেহ। দেহের পাশে উদ্ধার সিরিঞ্জ, ওষুধ।
মৃত্যুর আগে স্ত্রীকে পাঠানো মেসেজে মানসিক টানাপোড়েন, ডাক্তারদের গ্রুপে থ্রেট কালচারের উল্লেখ। স্বজনপোষণে বিশ্বাসীরা সন্দীপ ঘোষের থেকে কম নয়। মেসেজে উল্লেখ দীপ্রর।
আর জি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের। ৪ সপ্তাহের মধ্যে সপ্তম স্টেটাস রিপোর্ট তলব। বাংলা থেকে মামলা সরানোর আর্জি খারিজ প্রধান বিচারপতির।
পুলিশ যা বলেছিল, সিবিআই চার্জশিটে একই উল্লেখ, সওয়াল ফিরোজ এডুলজির। আরও তদন্ত প্রয়োজন মনে করলে নিম্ন আদালতের বিচারকের ক্ষমতা আছে, মন্তব্য সুপ্রিম কোর্টের।
হাসপাতালে নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী রিপোর্ট পেশ জাতীয় টাস্ক ফোর্সের। যৌন হেনস্থা ও শারীরিক হিংসা বন্ধে সব রাজ্যকে প্রস্তাব গ্রহনের পরামর্শ, জানালেন প্রধান বিচারপতি।
'বিচারহীন ৯০ দিন', প্রতিবাদে ফের পথে জুনিয়র ডাক্তাররা। শনিবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক মিছিলের ডাক। জনতার চার্জশিট কর্মসূচি পালনের ডাক অভয়া মঞ্চের।
প্রশ্নফাঁস থেকে নম্বরে কারচুপি। স্নাতক ও স্নাতকোত্তরে ডাক্তারি পরীক্ষায় বেনিয়ম রুখতে এবার উত্তরপত্রে পরীক্ষার্থীর নামের বদলে থাকবে কোড। পরীক্ষাকেন্দ্রের লাইভ স্ট্রিমিং হবে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে।
প্রসূতির মৃত্যু ঘিরে লালবাগে ধুনধুমার। ভুল চিকিৎসায় মৃত্যু, অভিযোগ পরিবারের। পাল্টা কম্পাউন্ডারের বিরুদ্ধে মারধরের অভিযোগ মৃতের পরিবারের।
হাওড়ার ডোমজুড় গ্রামীণ হাসপাতালের একাংশে খাটাল। পরিত্যক্ত ঘরে ও বাইরে বাঁধা রয়েছে গরু। জানেই না হাসপাতাল কর্তৃপক্ষ। গরু রাখর কথা স্বীকার খাটাল মালিকের।
ক্যানিং ১ নম্বর ব্লকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। হাইকোর্টে মানল রাজ্য। উপভোক্তার টাকা গেছে অন্যের অ্যাকাউন্টে, জানাল রাজ্য। ইচ্ছাকৃত জালিয়াতি, মন্তব্য বিচারপতির।
ক্যানিংয়ে আবাসের একজনের টাকা অন্যের অ্যাকাউন্টে। বিডিও এবং পঞ্চায়েত প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তলব। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের।
বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে কমবে তাপমাত্রা। ১৫ নভেম্বরে থেকে বইবে উততুরে হাওয়া, আসবে শীতের আমেজ। রবিবার পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনা, দার্জিলিংয়ে হাল্কা বৃষ্টির পূর্বাভাস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -