West Bengal News Live Updates: ধাপায় পুরসভার গ্যারেজে আগুন

West Bengal News Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর

ABP Ananda Last Updated: 03 Sep 2023 11:45 PM
West Bengal Live Update:  কালীঘাটে ফের বিক্ষোভ দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরি প্রার্থীদের

 কালীঘাটে ফের বিক্ষোভ দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরি প্রার্থীদের। মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ধর্মতলাতেও অব্যাহত আন্দোলন। 

West Bengal News Update: বিশ্ববিদ্যালয়ের রাশ কার হাতে ? তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত

বিশ্ববিদ্যালয়ের রাশ কার হাতে ? তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত। আচার্যের পরই উপাচার্য, রাজ্যের নির্দেশ মানতে বাধ্য নন বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা। বিবৃতি জারি রাজভবনের।

West Bengal Live Update: কামারহাটি পুরসভার রাস্তা তৈরিতেও ২ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ

কামারহাটি পুরসভার রাস্তা তৈরিতেও ২ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। প্রতিবাদ করায় আক্রান্ত খোদ শাসক কাউন্সিলর। থানায় অভিযোগ দায়ের। অধরা দুষ্কৃতীরা।

West Bengal News Update: গয়নার দোকানে ডাকাতির কিনারার আগেই ফের ডাকাতির চেষ্টা পুরুলিয়ায়

গয়নার দোকানে ডাকাতির কিনারার আগেই ফের ডাকাতির চেষ্টা পুরুলিয়ায়। হুড়ায় এসবিআইয়ের এটিএমে হানা। ব্যাঙ্কের শাটার ভেঙে, গ্রিল কেটে ভিতরে ঢুকল দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
কোথায় গয়নার দোকানে ডাকাতির দুষ্কৃতীরা? অন্ধকারে 

West Bengal Live Update: নেশা করতে টাকা না দেওয়ায় মাকে 'খুনের চেষ্টা' ছেলের!

নেশা করতে টাকা না দেওয়ায় মাকে 'খুনের চেষ্টা' ছেলের!
লিলুয়ায় মাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার ছেলে
নেশা করতে টাকা না দেওয়ায় মাকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ
গ্রেফতার অভিযুক্ত ছেলে, উদ্ধার রক্তমাখা ছুরি
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মহিলা

West Bengal News Update: ধাপায় পুরসভার গ্যারেজে আগুন

ধাপায় পুরসভার গ্যারেজে আগুন
সন্ধে ৭ নাগাদ আগুন লাগে
গ্যারেজের একাংশ ভস্মীভূত, জমা করা গাড়ির টায়ার থেকে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন
আগুন নিয়ন্ত্রণে দমকলের ৩টি ইঞ্জিন

West Bengal Live Update: ২০০৯-এর প্রাথমিকে দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীদের কর্মসূচি ঘিরে ফের উত্তেজনার পরিস্থিতি

শনিবার নবান্ন অভিযানের পর, রবিবার কালীঘাটে মুখ্য়মন্ত্রীর বাড়ি যাওয়ার চেষ্টা। ২০০৯-এর প্রাথমিকে দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীদের কর্মসূচি ঘিরে ফের উত্তেজনার পরিস্থিতি তৈরি হল। হাজরা মোড়ে ধরপাকড়, পুলিশের সঙ্গে ব্য়াপক ধস্তাধস্তি হয় চাকরিপ্রার্থীদের। 

West Bengal News Update:পুরসভার রাস্তা তৈরিতেও তোলাবাজির অভিযোগ

পুরসভার রাস্তা তৈরিতেও তোলাবাজির অভিযোগ। আর সেই অভিযোগ পেয়ে প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত হলে হল তৃণমূলেরই কাউন্সিলরকে। এমনই অভিযোগ উঠেছে কামারহাটির ৭ নম্বর ওয়ার্ডে রাস্তা তৈরিকে ঘিরে। গোষ্ঠীদ্বন্দ্ব বলে পাল্টা তোপ দেগেছে সিপিএম। 

West Bengal Live Update: ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের শেষ দিনে তৃণমূলে ভাঙন ধরাল বিজেপি

ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের শেষ দিনে তৃণমূলে ভাঙন ধরাল বিজেপি। গেরুয়া শিবিরে যোগ প্রাক্তন তৃণমূল বিধায়কের। দল যোগাযোগ করেনি, কাজেও লাগায়নি। প্রতিক্রিয়া মিতালির।

West Bengal News Update: সদ্যোজাতকে মৃত বলে অন্যের কাছে বিক্রির অভিযোগ, গ্রেফতার নার্সিংহোমের মালিক-সহ ৪

সদ্যোজাতকে মৃত বলে অন্যের কাছে বিক্রির অভিযোগ, গ্রেফতার নার্সিংহোমের মালিক-সহ ৪

West Bengal Live Update: কামারহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে নিগ্রহের অভিযোগ

কামারহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে নিগ্রহের অভিযোগ
২৮ তারিখ পুরসভার কাজের সময় কিছু দুষ্কৃতী তোলা চায় বলে অভিযোগ
২ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ দুষ্কৃতীদের
প্রতিবাদ করায় কাউন্সিলরকে হেনস্থার অভিযোগ
দলেরই একটি অংশ এই ঘটনার সঙ্গে জড়িত, অভিযোগ তৃণমূল কাউন্সিলরের
থানায় অভিযোগ দায়ের তৃণমূল কাউন্সিলরের
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, কটাক্ষ সিপিএমের

West Bengal News Update:দেগঙ্গায় প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে পদ্মা নদীর খালের ওপর চলছে বেআইনি নির্মাণ

উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে পদ্মা নদীর খালের ওপর চলছে বেআইনি নির্মাণ। এমনই অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। তৃণমূলের মদতেই এই কাজ চলছে বলে দাবি বিজেপির। পঞ্চায়েত ভোটে হারের দুঃখ সহ্য করতে না পেরেই মিথ্যা দোষারোপ, পাল্টা আক্রমণ শানিয়েছে শাসকদল। 

West Bengal Live Update: ভারত-পাক ম্যাচ চলাকালীন অভিনব বেটিং চক্রের পর্দাফাঁস

ভারত-পাক ম্যাচ চলাকালীন অভিনব বেটিং চক্রের পর্দাফাঁস

West Bengal News Update: কামারহাটি পুরসভার রাস্তা তৈরিতেও ২ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ

কামারহাটি পুরসভার রাস্তা তৈরিতেও ২ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। প্রতিবাদ করায় আক্রান্ত খোদ শাসক কাউন্সিলর। থানায় অভিযোগ দায়ের। অধরা দুষ্কৃতীরা।

West Bengal Live Update: ধূপগুড়ি উপনির্বাচনের ৪৮ ঘণ্টা আগে তৃণমূলে ধাক্কা

ধূপগুড়ি উপনির্বাচনের ৪৮ ঘণ্টা আগে তৃণমূলে ধাক্কা
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালি রায়

West Bengal News Update: ধনেখালিতে ২ বছরের বেশি তালাবন্ধ পার্টি অফিস পুনরুদ্ধার করল বিজেপি

ধনেখালিতে ২ বছরের বেশি তালাবন্ধ পার্টি অফিস পুনরুদ্ধার করল বিজেপি

West Bengal Live Update: অনুপম হাজরার ফেসবুক পোস্ট ঘিরেই বঙ্গ রাজনীতিতে শুরু জল্পনা

দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল। অনুপম হাজরার এই ফেসবুক পোস্ট ঘিরেই বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। 
দুষ্টু গরু বলে কাদের বোঝাতে চাইলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক? উত্তরও দিয়েছেন তিনি নিজেই। অনুপমের মন্তব্য ঘিরে কটাক্ষের সুর তৃণমূলের গলায়।

West Bengal News Update: বেহাল রাস্তা, ঝুরি-কোদাল নিয়ে নিজেই মেরামতির কাজে হাত লাগালেন শালতোড়ার বিজেপি বিধায়ক

বেহাল রাস্তা, ঝুরি-কোদাল নিয়ে নিজেই মেরামতির কাজে হাত লাগালেন শালতোড়ার বিজেপি বিধায়ক

West Bengal Live Update: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ, নির্বাচন কমিশনে বিজেপি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ, নির্বাচন কমিশনে বিজেপি

West Bengal News Update:রাজভবনের নতুন বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

রাজভবনের নতুন বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। 'আচার্যের পর উপাচার্যই সব, সরকারকে মানতে বাধ্য নয় বিশ্ববিদ্যালয়গুলি', রাজভবনের নতুন বিজ্ঞপ্তি ঘিরে ফের বিতর্ক। 

West Bengal News Update: ১৯ বছর পর ডুরান্ড ফাইনালে ডার্বি

১৯ বছর পর ডুরান্ড ফাইনালে ডার্বি। ফাইনালের ডার্বি ঘিরে ফিরল বাঙালির উন্মাদনা। শেষ হাসি ইস্টবেঙ্গলের? না কি সবুজ-মেরুনের বদলা? সুপার সানডে-তে ডুরান্ড কাপ কার? সেই নিয়েই আজ আমাদের আলোচনা ডার্বি দামামা। 

West Bengal News Update: ভারত-পাক ম্যাচ চলাকালীন অভিনব বেটিং চক্রের পর্দাফাঁস

ভারত-পাক ম্যাচ চলাকালীন অভিনব বেটিং চক্রের পর্দাফাঁস। পুলিশের চোখে ধুলো দিতে গাড়িতে বসেই চলছিল বেটিং। লোকেশন ট্র্যাক লালবাজারের, পাকড়াও ২। অন্যদিকে, ডুরান্ড কাপের ফাইনালের আগে টিকিট ব্ল্যাক করার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে লালবাজারের গুন্ডাদমন শাখার পুলিশ।

West Bengal News Update: সবুজ মেরুণ না লাল হলুদ। ডুরান্ড কাপের রঙ কী?

সবুজ মেরুণ না লাল হলুদ। ডুরান্ড কাপের রঙ কী? ১৯ বছর পর ডুরান্ড ফাইনালে ফের ডার্বি। ফুরফুরে ইস্টবেঙ্গলের সামনে বাগানের বদলার ম্যাচ। সুপার সানডের মেগা ফাইনাল ঘিরে উত্তেজনায় কাঁপছে গোটা বাংলা। 

West Bengal News Update: 'খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত'। ২০২৪-এর ভোটের আগে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

'২০৪৭ সালে ভারত হয়ে উঠবে উন্নত দেশ'। 'খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত'। ২০২৪-এর ভোটের আগে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। 'দুর্নীতি, জাতিবাদ, সাম্প্রদায়িকতার কোনও স্থান নেই এই দেশে'। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে দাবি প্রধানমন্ত্রীর। 'বিশ্বের কল্যাণেও সব কা সাথ, সব কা বিকাশ দিকনির্দেশ করবে'। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে দাবি প্রধানমন্ত্রীর

West Bengal News Update: ধূপগুড়ি উপনির্বাচনে প্রচারের আজ শেষদিন, ভোটের ৪৮ ঘণ্টা আগে ভোট পাল্টে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বিধায়ক মিতালি রায়

ধূপগুড়ি উপনির্বাচনে প্রচারের আজ শেষদিন। ভোটের ৪৮ ঘণ্টা আগে ভোট পাল্টে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বিধায়ক মিতালি রায়। এই পরিস্থিতিতে ভোটপ্রচারে রোড শো মন্ত্রী ফিরহাদ হাকিম ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর।

WB News Live: বিরোধী জোটে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন অমিত মালব্যর

মিতালি রায়ের বিজেপিতে যোগদান, বিরোধী জোটে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন অমিত মালব্যর। 'তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালি রায় ধূপগুড়ি উপনির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছেন, এতেই স্পষ্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্য়ায় দলের নিয়ন্ত্রণ হারাচ্ছেন। এই কারণেই জোটে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে গুরুত্ব দেওয়া হচ্ছে না', এক্স হ্যান্ডেলে পোস্ট বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর

West Bengal News Update: রাজভবনের নতুন বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

রাজভবনের নতুন বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক।'আচার্যের পর উপাচার্যই সব, সরকারকে মানতে বাধ্য নয় বিশ্ববিদ্যালয়গুলি'। রাজভবনের নতুন বিজ্ঞপ্তি ঘিরে ফের বিতর্ক। 'আধিকারিকদের সরকারি নির্দেশ মেনে চলার পরিবর্তে উপাচার্যর নির্দেশ মানতে হবে'। 'উপাচার্যই বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্তা, তাঁর নির্দেশ মেনে চলতে হবে সহ উপাচার্য ও রেজিস্ট্রারকে'। রাজভবনের নতুন বিজ্ঞপ্তি ঘিরে ফের বিতর্ক। রাজভবনের বিজ্ঞপ্তি ঘিরে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। 

West Bengal News Update: সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে UGC-র টিম, তার আগে রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি চিঠি ঘিরে শোরগোল!

সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে UGC-র টিম। তার আগে রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি চিঠি ঘিরে শোরগোল! বিষয়টি নিয়ে মামলা রুজু করেছে পুলিশ। ঠিক এই পরিস্থিতিতে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে অন্তর্বর্তী উপাচার্যকে পাঠানো রেজিস্ট্রারের চিঠিও প্রকাশ্যে এসেছে।

West Bengal News Update: সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে UGC-র টিম, তার আগে রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি চিঠি ঘিরে শোরগোল!

সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে UGC-র টিম। তার আগে রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি চিঠি ঘিরে শোরগোল! বিষয়টি নিয়ে মামলা রুজু করেছে পুলিশ। ঠিক এই পরিস্থিতিতে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে অন্তর্বর্তী উপাচার্যকে পাঠানো রেজিস্ট্রারের চিঠিও প্রকাশ্যে এসেছে।

West Bengal News Update: সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে UGC-র টিম, তার আগে রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি চিঠি ঘিরে শোরগোল!

সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে UGC-র টিম। তার আগে রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি চিঠি ঘিরে শোরগোল! বিষয়টি নিয়ে মামলা রুজু করেছে পুলিশ। ঠিক এই পরিস্থিতিতে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে অন্তর্বর্তী উপাচার্যকে পাঠানো রেজিস্ট্রারের চিঠিও প্রকাশ্যে এসেছে।

West Bengal News Update: সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে UGC-র টিম, তার আগে রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি চিঠি ঘিরে শোরগোল!

সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে UGC-র টিম। তার আগে রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি চিঠি ঘিরে শোরগোল! বিষয়টি নিয়ে মামলা রুজু করেছে পুলিশ। ঠিক এই পরিস্থিতিতে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে অন্তর্বর্তী উপাচার্যকে পাঠানো রেজিস্ট্রারের চিঠিও প্রকাশ্যে এসেছে।

West Bengal News Update: সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে UGC-র টিম, তার আগে রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি চিঠি ঘিরে শোরগোল!

সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে UGC-র টিম। তার আগে রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি চিঠি ঘিরে শোরগোল! বিষয়টি নিয়ে মামলা রুজু করেছে পুলিশ। ঠিক এই পরিস্থিতিতে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে অন্তর্বর্তী উপাচার্যকে পাঠানো রেজিস্ট্রারের চিঠিও প্রকাশ্যে এসেছে।

West Bengal Live Update: রাজভবনের নতুন বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

রাজভবনের নতুন বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। 'আচার্যের পর উপাচার্যই সব, সরকারকে মানতে বাধ্য নয় বিশ্ববিদ্যালয়গুলি'। রাজভবনের নতুন বিজ্ঞপ্তি ঘিরে ফের বিতর্ক। 'আধিকারিকদের সরকারি নির্দেশ মেনে চলার পরিবর্তে উপাচার্যর নির্দেশ মানতে হবে'। 'উপাচার্যই বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্তা, তাঁর নির্দেশ মেনে চলতে হবে সহ উপাচার্য ও রেজিস্ট্রারকে'। রাজভবনের নতুন বিজ্ঞপ্তি ঘিরে ফের বিতর্ক। রাজভবনের বিজ্ঞপ্তি ঘিরে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত।

West Bengal Live Update: গতকালও তৃণমূলের উন্নয়নের খতিয়ান দিতে গিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে আসে মিতালি রায়ের প্রসঙ্গ

গতকালও তৃণমূলের উন্নয়নের খতিয়ান দিতে গিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে আসে মিতালি রায়ের প্রসঙ্গ। কী বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন।

West Bengal News Update: ধূপগুড়ি উপনির্বাচনের ৪৮ ঘণ্টা আগে তৃণমূলে ধাক্কা, বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালি রায়

ধূপগুড়ি উপনির্বাচনের ৪৮ ঘণ্টা আগে তৃণমূলে ধাক্কা। বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালি রায়। সুকান্ত মজুমদারের হাত থেকে বিজেপির পতাকা নিলেন মিতালি। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত তৃণমূলের বিধায়ক ছিলেন মিতালি। গতকাল অভিষেকের সভাতেও হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক মিতালি রায়

West Bengal Live Update: পুরুলিয়ায় গয়নার দোকানে ডাকাতির কিনারার আগেই ফের ডাকাতির চেষ্টা

পুরুলিয়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ডাকাতির কিনারা হওয়ার আগেই, এবার হুড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি ও ব্যাঙ্ক লাগোয়া ATM-এ ঢুকে লুঠের চেষ্টা চালাল দুষকৃতীরা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৯টা নাগাদ প্রথমে ATM-এ হানা দেয় ডাকাতদল। লুঠের চেষ্টা ব্যর্থ হওয়ায়, এরপর ব্যাঙ্কের শাটার ভেঙে, গ্রিল কেটে ভিতরে ঢুকে পড়ে কয়েকজন ডাকাত। স্থানীয়দের দাবি, দুষকৃতীরা সংখ্যায় ৪-৫ জন ছিল। ব্যাঙ্কের বিপদ ঘণ্টি বেজে ওঠায় শেষে ডাকাতরা পালিয়ে যায়। 
এর আগে ২৯ অগাস্ট, পুরুলিয়া শহরে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ৮ কোটি টাকার গয়না লুঠ হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি। ৪ দিন পরেও দুষকৃতীরা অধরা। তার মধ্যেই হুড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির চেষ্টায় নিরাপত্তা নিয়ে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। 


 

West Bengal Live Update: পুলিশের চোখে ধুলো দিতে এবার গাড়িতে বসে বেটিং। কলকাতায় অভিনব বেটিং চক্রের পর্দাফাঁস করল লালবাজারের গোয়েন্দা পুলিশ

পুলিশের চোখে ধুলো দিতে এবার গাড়িতে বসে বেটিং। কলকাতায় অভিনব বেটিং চক্রের পর্দাফাঁস করল লালবাজারের গোয়েন্দা পুলিশ। এশিয়া কাপে গতকাল ভারত-পাকিস্তানের ম্যাচ চলাকালীন পুলিশ বুঝতে পারে, বুকিদের লোকেশন বারবার বদল হচ্ছে। লোকেশন ট্র্যাক করে একটি গাড়ির হদিশ পায় পুলিশ। দেখা যায়, গাড়িতেই তৈরি করা হয়েছে বেটিং চক্র চালানোর সাজ-সরঞ্জাম। সেখান থেকেই ২ বুকিকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা পুলিশ।

West Bengal News Update: বীরভূমের মল্লারপুরের টিএমসিপি নেতার হুমকির অডিও ভাইরাল

শিক্ষাঙ্গনে টিএমসিপি নেতার দাদাগিরি!'কলেজে একটাই পতাকা উড়বে, সেটা তৃণমূল ছাত্র পরিষদের'। 'বিজেপি, এসএফআইয়ের কোনও গ্রুপে থাকবে না, ভালভাবে বলছি বুঝে নাও'।বীরভূমের মল্লারপুরের টিএমসিপি নেতার হুমকির অডিও ভাইরাল

West Bengal Live Update: 'ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম হবে ৫০০ টাকা', প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

West Bengal Live Update: 'ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম হবে ৫০০ টাকা'। 'তৃণমূল কংগ্রেস কথা দিলে কথা রাখে'। ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

West Bengal News Update: সিঙ্গুরের বেড়াবেড়ির ১৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের, ভোট বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

West Bengal News Update: সিঙ্গুরের বেড়াবেড়ির ১৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের, ভোট বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, সিসি ক্যামেরার ফুটেজ দেখে বালি-জগাছায় পুনর্নির্বাচনের আর্জি খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিন্হা।  মামলাকারী আদালতে উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি।

West Bengal News Update: সিঙ্গুরের বেড়াবেড়ির ১৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের, ভোট বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

West Bengal News Update: সিঙ্গুরের বেড়াবেড়ির ১৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের, ভোট বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, সিসি ক্যামেরার ফুটেজ দেখে বালি-জগাছায় পুনর্নির্বাচনের আর্জি খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিন্হা।  মামলাকারী আদালতে উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি।

West Bengal News: সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে UGC-র টিম।

সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে UGC-র টিম। তার আগে রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি চিঠি ঘিরে শোরগোল! বিষয়টি নিয়ে মামলা রুজু করেছে পুলিশ। ঠিক এই পরিস্থিতিতে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে অন্তর্বর্তী উপাচার্যকে পাঠানো রেজিস্ট্রারের চিঠিও প্রকাশ্যে এসেছে।

প্রেক্ষাপট

মুম্বই-এ ইন্ডিয়া জোটের বৈঠক থেকে ফিরে ধূপগুড়িতে উপনির্বাচনের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের  (Abhishek Banerjee) মুখে শোনা গেল না সিপিএম-কংগ্রেসের নাম! অধীর চৌধুরি- মহম্মদ সেলিমরা ধূপগুড়িতে (Dhupguri) গিয়ে তৃণমূলকে (TMC) কড়া ভাষায় নিশানা করলেও, জোট-বার্তা দিতেই কি সিপিএম-কংগ্রেসকে আক্রমণ করলেন না অভিষেক? জল্পনা রাজনৈতিক মহলে। 


বিরোধীদের 'INDIA' জোটের তরফে কি এখনই প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা উচিত? এই জোটের নেতাদের মধ্য়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সবথেকে পছন্দের কে? কী ভাবছেন ভোটাররা? তার আভাস পেতেই সমীক্ষা চালিয়েছে সি ভোটার। দেখে নেব কী উঠে এল সেই সমীক্ষায়।


সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে( Jadavpur University) আসছে UGC-র টিম। তার আগে রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি চিঠি ঘিরে শোরগোল! বিষয়টি নিয়ে মামলা রুজু করেছে পুলিশ। ঠিক এই পরিস্থিতিতে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে অন্তর্বর্তী উপাচার্যকে পাঠানো রেজিস্ট্রারের চিঠিও প্রকাশ্যে এসেছে।


শিক্ষাঙ্গনে টিএমসিপি (TMCP) নেতার দাদাগিরি! 'কলেজে একটাই পতাকা উড়বে, সেটা তৃণমূল ছাত্র পরিষদের'। 'বিজেপি, এসএফআইয়ের কোনও গ্রুপে থাকবে না, ভালভাবে বলছি বুঝে নাও'। বীরভূমের (Birbhum) মল্লারপুরের টিএমসিপি নেতার হুমকির অডিও ভাইরাল।


সিঙগুরের বেড়াবেড়ির ১৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের, ভোট বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, সিসি ক্যামেরার ফুটেজ দেখে বালি-জগাছায় পুনর্নির্বাচনের আর্জি খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিন্হা (Amrita Sinha)।  মামলাকারী আদালতে উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি।


মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ফোনে হল মানভঞ্জন। পদত্যাগ করছেন না তারক সিং (Tarak Singh)। গতকাল কলকাতায় জমা জল নিয়ে ক্ষোভপ্রকাশ করেন ফিরহাদ হাকিম। এরপরই পদত্যাগের কথা বলেন মেয়র পারিষদ নিকাশি তারক সিং। পরে, মেয়রের ফোন পেয়ে ইস্তফার সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি।


আদিত্য এল ওয়ানের উৎক্ষেপণ ঘিরে শনিবার সকাল থেকে দেশজুড়ে ছিল উন্মাদনা। সবার চোখ ছিল সোশাল মিডিয়ার লাইভ স্ট্রিমিং-এ। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছিল কলকাতার BITM। চাঁদের কোলে যখন ঘুমের দেশে পাড়ি দেবে ল্যান্ডার ও রোভার, তখন নিদ্রাহীনভাবে সূর্যের দিকে পাড়ি দেবে আদিত্য।


সবুজ মেরুণ না লাল হলুদ। ডুরান্ড কাপের রঙ কী? ১৯ বছর পর ডুরান্ড ফাইনালে ফের ডার্বি। ফুরফুরে ইস্টবেঙ্গলের সামনে বাগানের বদলার ম্যাচ। সুপার সানডের মেগা ফাইনাল ঘিরে উত্তেজনায় কাঁপছে গোটা বাংলা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.