কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ফের মর্মান্তিক দুর্ঘটনা রাজ্যে। এই প্রথমবার নয়, ফের নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস! আহত প্রায় ৪০ জন। ১৫ জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান হাসপাতালে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-নবদ্বীপ রোডের ভান্ডারডিহি এলাকায়। ঘটনাস্থলে দেওয়ানদিঘী থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বামুনপাড়া-বর্ধমান-তেঁতুলিয়া রুটের যাত্রীবাহি বাসটি বর্ধমান থেকে কুসুমগ্রামের দিকে যাওয়ার সময় ভান্ডারডিহি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায়।ঘটনায় আহত হয় প্রায় ৪০ জন বাসযাত্রী।স্থানীয়দের সহযোগিতায় পুলিশ, তাঁদের উদ্ধার করে কুড়মুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ১৫ জনকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কী কারণে দুর্ঘটনা ? খতিয়ে দেখছে দেওয়ানদিঘী থানার পুলিশ। 

কিছু দিন আগেই মর্মান্তিক দুর্ঘটনার মুখোমুখী হয়েছিল বাঁকুড়া। বোলারো পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে, উল্টে গিয়েছিল পর্যটকবাহি বাস। আহত হয়েছিলেন অন্তত ১৫ জন পর্যটক। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল ইন্দপুরের বাগডিহা এলাকায়। স্থানীয় সূত্রে খবর এসেছিল, কলকাতা থেকে ৬৫ জন পর্যটককে নিয়ে মুকুটমণিপুরের দিকে যাচ্ছিল ওই পর্যটকবাহী বাস। বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে ইন্দপুরের বাগডিহার কাছে উল্টে যায় বাসটি। এই ঘটনায় কমবেশি আহত হয়েছিলেন অন্তত ১৫ জন পর্যটক। প্রত্যেকেই কলকাতার রুবি এলাকার বাসিন্দা ও রিক্সা চালক ইউনিয়নের সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল ইন্দপুর থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ইন্দপুর ব্লক হাসপাতালে নিয়ে গিয়েছিল। এদের মধ্যে গুরুতর আহত তিন জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।

আরও পড়ুন, পূর্ব মেদিনীপুরের সংখ্যালঘু আধিকারিকের সই 'জাল' করে ৩ শিক্ষক নিয়োগ !  এবার মাদ্রাসাতেও দুর্নীতি ?

সম্প্রতি তিন  জেলায় তিনটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পাঁচজনের। কোথাও ট্রাকের চাকার পিষ্ঠ  হয়ে মৃত্যু হয়েছিল দুই যুবকের। কোথাও পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছিল তিন ব্যক্তির। কোথাও আবার দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। যদিও পাল্টা সাফাই দিয়েছিল পুলিশ। মালদার হরিশচন্দ্রপুরে মর্নিং ওয়াকে বেরিয়ে বেপরোয়া পিক আপ ভ্য়ানের ধাক্কায় মৃত্য়ু হয়েছিল তিনজনের।  উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার জয়পুর কালিবাড়ি মোড় এলাকাতেও ঘটেছিল একটা মর্মান্তিক ঘটনা।  রাতে ২ যুবক মোটরবাইকে করে যাওয়ার সময় একটি ভ্য়ানের সঙ্গে সংঘর্ষ হয়েছিল তাঁদের। সেই সময় রাস্তা দিয়ে পেট্রাপোলের দিকে যাচ্ছিল একটি ট্রাক। ছিটকে সেই ট্রাকের চাকার নীচে চলে আসেন ২ জন। এরপরই চাকায় পিষ্ট হয়ে মৃত্য়ু হয়েছিল তাঁদের।