West Bengal News Live: আজ থেকেই কলকাতা পুলিশের হাতে এল ভাঙড়
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
আজ থেকেই কলকাতা পুলিশের হাতে এল ভাঙড়। আলিপুরের ধনধান্য অডিটোরিয়াম থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে কলকাতা পুলিশের আওতায় এল ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট ও চন্দনেশ্বর থানা।
'এবার তো চুরি করা আটকানো যাবে না বলে দুর্নীতিগ্রস্তরা মামলা করতে পারেন', অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল মুখপাত্রের চিঠি, জবাব বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের।
বিজেপির 'অনুপম'-অস্বস্তি অব্যাহত। হাতিয়ার ডিওয়াইএফআইয়ের ব্রিগেড, দলকে আত্মসমীক্ষার পরামর্শ অনুপমের।
রাজভবনে এসে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। পূর্ব পরিচিত, আগেই আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল, গোটাটাই সৌজন্য সাক্ষাৎ, রাজভবন থেকে বেরিয়ে বললেন কাঁথির সাংসদ।
তৃণমূলে বয়স বিতর্কের মধ্যেই আমলাদের প্রসঙ্গ টেনে ফের প্রবীণদের হয়ে ব্যাটিং মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'আমরা যোগ্য লোকদের ৬০ বছরে বিদায় দিই না। আমরা তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগাই'। হরিকৃষ্ণ দ্বিবেদী, আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বার্তা মুখ্যমন্ত্রীর। বয়স হলে কর্মক্ষমতা কমে যায়, এটা ধ্রুবসত্য়, গতকাল মন্তব্য করেন অভিষেক। অভিষেকের বক্তব্যের পরদিনই গঙ্গাসাগরের অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতার।
'যিনিই আইন ভাঙুন না কেন, কড়া পদক্ষেপ নেব'। যেই হোক না কেন, কড়া পদক্ষেপ, আশ্বাস রাজ্য পুলিশের ডিজির।
'পশ্চিমবঙ্গে কোনও সরকার চলছে না, জঙ্গলরাজ চলছে। এখানকার মানুষের উপর অত্যাচার চলছে। এই সরকারের বিরুদ্ধে মানুষকে লড়তেই হবে। আগামী ভোটে এর জবাব পাবে তৃণমূল', কলকাতায় এসে হুঁশিয়ারি কেন্দ্রীয় বন্দর ও জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের।
পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ভয়াবহ দুর্ঘটনা। বুড়িশোলের জঙ্গলে বাসের সঙ্গে ধাক্কা লেগে গাড়িতে আগুন। একাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা।
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সমালোচনার জবাব মুখ্যমন্ত্রীর। 'অনেকে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে মিথ্যা-অপপ্রচার করে। আমাকে গালাগালি দিলে আপত্তি নেই, কিন্তু বাংলাকে গালাগালি দিলে আপত্তি আছে। আইনশৃঙ্খলা ভাল না হলে কলকাতা কীভাবে দেশের মধ্যে সুরক্ষিত শহর হিসেবে ঘোষিত হল?' ধনধান্য অডিটোরিয়ামে পড়ুয়াদের অনুষ্ঠানে মন্তব্য মুখ্যমন্ত্রীর।
সংঘাতের মধ্যেই অবশেষে কোর কমিটির বৈঠকে শ্যাম-অর্জুন। বক্সীর বৈঠক এড়ালেও, কোর কমিটির বৈঠকে সোমনাথ শ্যাম।
তৃণমূলে বয়স বিতর্কের মধ্যেই আমলাদের প্রসঙ্গ টেনে ফের প্রবীণদের হয়ে ব্যাটিং মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'আমরা যোগ্য লোকদের ৬০ বছরে বিদায় দিই না। আমরা তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগাই', হরিকৃষ্ণ দ্বিবেদী, আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বার্তা মুখ্যমন্ত্রীর।
'সন্দেশখালির ২ মহিলা আমার কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছেন। আমি ২ পরিবারের ৯ জনকে নিরাপদে রাখার ব্যবস্থা করেছি। এনআইএ কিংবা সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন', বলেন শুভেন্দু অধিকারী।
'শুধু রেশন কেলেঙ্কারি নয়, ৩ জনের দেহ লোপাটেও অভিযুক্ত শাহজাহান। ৩টি পরিবার বিচার পায়নি, পুলিশ মামলা থেকে শাহজাহানকে নিষ্কৃতি দিয়েছে', অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
'ওঁর একটি উপন্যাস আমাকে পাঠিয়েছেন। বেশ ভাল লিখেছেন, লেখার হাত খুব ভাল। যদিও আমাকে গালাগাল করতে ছাড়ছেন না। আমাকে টুল নিয়ে বাইরে বসতে বলেছেন', কুণাল ঘোষ সম্পর্কে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
'কুণাল ঘোষের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গেছে', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'একদিন আমার চেম্বারে এসেছিলেন, আমি তো বেশ অবাক হয়ে গেছিলাম। মানুষটা খারাপ না, আমি একটি অনুষ্ঠানে গেছিলাম, উঠে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বললেন। ভদ্র মানুষ, ভাল ব্যবহার করলেন, আমিই বা কেন খারাপ ব্যবহার করব?' কুণাল ঘোষ সম্পর্কে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান কোথায়? 'তৃণমূল নেতার ভাই ও স্থানীয় তৃণমূল বিধায়কের দাবি ঘিরে ধোঁয়াশা। ঘটনার দিন বাড়িতে ফোন রেখে পরিবারকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন দাদা। জানি না কোথায়', দাবি তৃণমূল নেতার ভাইয়ের।
প্রেক্ষাপট
ইডি-র (ED) উপর হামলার ৩ দিন পরেও ধরাছোঁয়ার বাইরে শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। জানি না কোথায়, দাবি তৃণমূল নেতার (TMC Leader) ভাইয়ের। এলাকাতেই আছেন, ধোঁয়াশা বাড়িয়ে দাবি, শাসক বিধায়কের।
হাতের বাইরে শেখ শাহজাহান। সিজিও কমপ্লক্সে (CGO Complex) ইডি-র নিরাপত্তা বাড়ল দ্বিগুণ। পরের অভিযানে জওয়ানদের জন্য হেলমেট, বডি প্রোটেক্টর জ্যাকেট বাধ্যতামূলক।
আদালতের নির্দেশে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালি (Sandeshkhali) ও বনগাঁয় (Bongaon) আক্রান্ত ইডি। হাইকোর্টে জনস্বার্থ মামলা বিজেপির (BJP)। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। বৃহস্পতিবার শুনানি।
অনেকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অপপ্রচার করেন, কলকাতা দেশের সুরক্ষিত শহর হল কী করে, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। রাজ্যের আইনশৃঙ্খলার নমুনা শাহজাহানের বাড়ির গেটে মানুষ দেখেছেন, পাল্টা বিজেপি।
গ্রেফতারির পরেই সুরবদল, জ্যোতিপ্রিয়র সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার শঙ্কর আঢ্যর।
SSKM-এ বসে চিঠি লেখার কথা স্বীকার করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick), দাবি ইডির। বয়ান বদলানোর আশঙ্কায় হাতের লেখা মেলাতে সাহায্য নেওয়া হচ্ছে হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞদের, খবর সূত্রের।
আপনারা যে ওয়ার্ডে জেতেন সেখানে আমি হারি কেন? নিজেদের বেলায় যে গুরুত্ব দেন, আমার বেলায় দেন না? লোকসভা ভোটে পিছিয়ে থাকা দুবরাজপুরে দলীয় কর্মিসভায় নেতাদের প্রশ্ন সাংসদ শতাব্দীর।
৩ দিন আগেই সুকান্ত মজুমদারের সঙ্গে ধর্নায়, আজ তৃণমূলে প্রত্যাবর্তন কোচবিহারের বিজেপি জেলা সম্পাদকের। মামলার ভয়, প্রতিক্রিয়া গেরুয়া শিবিরের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -