West Bengal News Live: সিউড়িতে আবাস যোজনায় বেনিয়মের অভিযোগ, তদন্তে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা
West Bengal News : জেলা থেকে জেলা, রাজ্য থেকে দেশ, বাংলার খবর এক নজরে।
জমি বিবাদের জেরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও তাঁর ছেলের খুনিদের ফাঁসির দাবিতে সরব হলেন সহকর্মী ও তার স্কুলের ছাত্ররা। এদিন বাঁকুড়া শহরের রাস্তায় মৌন মিছিল করেন তাঁরা।
দাহ করে বাড়ি ফেরার পথে শনিবার রাতে পাথর বোঝাই ট্র্যাক্টরের সঙ্গে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল তিন জনের। মৃতদের বাড়ি বীরভূমের নলহাটির পাইকপাড়ায়।
বীরভূমের সিউড়িতে আবাস যোজনায় বেনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে একশো দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা দ্রুত দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে উত্তর ২৪ পরগনার আমডাঙা ও হাবড়াতেও যান কেন্দ্রীয় প্রতিনিধিরা।
দুর্নীতির প্রতিবাদ, অবিলম্বে নিয়োগের দাবি থেকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, একাধিক ইস্যুতে তেসরা নভেম্বর কোচবিহার থেকে শুরু হয়েছে ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা। আজ সেই যাত্রার ৩৭তম দিন। কোলাঘাট হয়ে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে আজ হাওড়ায় পৌঁছয় ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা। কোলাঘাটে ডিওয়াইএফআই কর্মী-সমর্থকদের সম্বর্ধনা দেয় বাগনান লোকাল কমিটি ও হাওড়া জেলা কমিটি।
৩৭ দিনে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ইনসাফ যাত্রা। হাওড়াতে পৌঁছল মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ইনসাফ যাত্রা।
ধান কেনায় অনিয়মের অভিযোগে, পথে নেমেছিলেন কৃষকরা। আর সেই অবরোধ তুলতে গিয়ে, আন্দোলনরত কৃষকদের অকথ্য় ভাষায় গালিগালাজ করলেন গোঘাট থানার ওসি।
অসময়ের বৃষ্টিতে কৃষক রূপ সনাতন ঘোষের আলুর জমিতে জল দাঁড়িয়ে গিয়েছিল। গতকাল কিছু খাননি ওই কৃষক, দাবি মৃতের পরিবারের। রাতে বাড়ি থেকে বেরিয়ে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী ওই কৃষক। আজ মৃতদেহ উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
অসময়ে বৃষ্টি, ঋণ করে চাষ করা আলু পচে যাওয়ার আশঙ্কায় আত্মঘাতী কৃষক। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা।
আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কাজ খতিয়ে দেখতে আজ উত্তর ২৪ পরগনার আমডাঙার বেড়াবেড়িয়ায় কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা।
এবার ডোমজুড়ে সরকারি আটার প্যাকেটে মিলল পোকা! স্থানীয়দের একাংশের অভিযোগ, রেশন দোকান থেকে আনা আটার প্যাকেট খুলতেই নজরে পড়ে পোকা। প্যাকেটগুলির বেশিরভাগ মেয়াদ দেড়মাস আগেই শেষ হয়ে গেছে, অভিযোগ স্থানীয়দের।
সাংসদ দানিশ আলিকে সাসপেন্ড করল বিএসপি। দল বিরোধী আচরণের অভিযোগে দানিশ আলি সাসপেন্ড। ক্যাশ ফর কোয়েশ্চন-বিতর্কে মহুয়ার হয়ে সরব হওয়ায় সাসপেন্ড দানিশ? সংসদ থেকে তৃণমূল সাংসদ মহুয়ার সঙ্গে সরব হওয়ার পরেই সাসপেন্ড।
'কালীঘাটের কাকু'র ওপর নজরদারি চালাতে এসএসকেএম হাসপাতালের আইসিসিইউ-র দরজায় মোতায়েন সিআইএসএফ। বৃহস্পতিবার রাতে, হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন সুজয়কৃষ্ণ ভদ্র। রাত সাড়ে বারোটা নাগাদ তড়িঘড়ি তাঁকে আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয়।
এসএসকেএম-এর কার্ডিওলজি বিভাগে বেড না পেয়ে রোগিণীর মৃত্যুর অভিযোগ। অভিযোগ, হাসপাতালের বিভাগের বাইরে পড়ে থেকে মৃত্যু হাওড়া থেকে আসা রোগিণীর। মৃতার নাম আকলিমা বেগম, মৃতার বয়স ৬৫।
কুণাল ঘোষের সঙ্গে আইনজীবী কৌস্তভ বাগচী। বিজেপি, বাম, কংগ্রেসের পর এবার চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে তৃণমূল কংগ্রেস। আপনাদের সঙ্গে বসব, প্রতিক্রিয়া কুণাল ঘোষের। 'চাকরিপ্রার্থী চুল কেটে ফেলছেন, টেলিভিশনে দেখলাম, এ দৃশ্য দেখতে পারছি না', ধর্নামঞ্চে গিয়ে প্রতিক্রিয়া কুণাল ঘোষের। ১ হাজার দিন ধরে আন্দোলন চালাচ্ছেন এসএলএসটি-র চাকরিপ্রার্থীরা।
এসএলএসটি-র ধর্না মঞ্চে কুণাল ঘোষ। কুণাল ঘোষকে ঘিরে চাকরিপ্রার্থীদের ভিড়। কুণাল ঘোষ ধর্না মঞ্চে পৌঁছতেই চোর স্লোগান চাকরিপ্রার্থীদের একাংশের।
প্রেক্ষাপট
১০০ দিনের (100 Days Work) বকেয়া নিয়ে এবার দিল্লিতে (Delhi) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর (Prime Minister) সঙ্গে দেখা করতে সময় চাইলেন মুখ্যমন্ত্রী (Chief Minister)।
ধর্মতলায় (Dharmatala) এক হাজার দিনে এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীদের আন্দোলন। দীর্ঘ অপেক্ষার পরেও হকের চাকরি না পেয়ে প্রতিবাদে মাথা কামালেন একের পর এক চাকরিপ্রার্থী।
আগামী সোমবার থেকে কৃষকদের নিয়ে আন্দোলনে নামছে বিজেপির (BJP) কিষাণ মোর্চা। জেলায় জেলায় মহকুমাশাসকদের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি।
অসময়ের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি আলু চাষের। বস্তাপিছু দাম বাড়ল দেড়শ টাকা, বাড়বে আরও, আশঙ্কা ব্যবসায়ীদের। অভিযোগ, আলুর বীজের দাম দ্বিগুণ বাড়িয়ে চলছে কালোবাজারি।
এখনও ইডি-র কাছে অধরা সুজয়কৃষ্ণর কন্ঠস্বরের নমুনা। 'কালীঘাটের কাকু'র উপর নজর রাখতে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ-র দরজায় সিআইএসএফ জওয়ান।
শীতের শুরু বাংলায়। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৬। আজ রাতে পারদ নামবে ৩ থেকে ৫ ডিগ্রি। পশ্চিমাঞ্চলে বাড়বে কুয়াশা। দার্জিলিঙে হালকা বৃষ্টির পূর্বাভাস।
সকালের সমস্ত গুরুত্বপূর্ণ খবর জানতে ক্লিক করুন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -