West Bengal News Live:হকের চাকরি চেয়ে মাথা কামালেন একের পর এক চাকরিপ্রার্থী
West Bengal News : জেলা থেকে জেলা, রাজ্য থেকে দেশ, বাংলার খবর এক নজরে।
LIVE
Background
- ক্যাশ ফর কোয়েশ্চেনকাণ্ডে সংসদ থেকে বহিষকৃত মহুয়া মৈত্র ( Mahua Moitra expelled as MP) । লোকসভায় ধ্বনিভোটে খারিজ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের পদ। এথিক্স কমিটির সুপারিশেই সিলমোহর অধ্যক্ষের।
- 'এটাই ওদের শেষ, বিনাশ যখন আসন্ন, তখন নষ্ট হয় মনুষ্যত্ব' , প্রতিক্রিয়া মহুয়ার
- ভোটে হারাতে না পেরে মহুয়ার সাংসদ পদ খারিজ, গণতন্ত্রের লজ্জা। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ব্যবস্থা। বিজেপিকে তীব্র আক্রমণ মমতার ( Mamata Banerjee ) ।
- বাংলার মেয়ের অপরাধের বিচার না করে, বলতে না দিয়ে ফাঁসি দিয়ে দেওয়া হল। আক্রমণ অধীরের ( Adhir Ranjan Chowdhury ) । গাঁধী ও অম্বেদকরের আত্মা কাঁদছে, আক্রমণ বিএসপি সাংসদ দানেশ আলির।
- মহুয়ার পাশে বিরোধীরা। বহিষ্কারের পরেই সংসদ চত্বরে মহুয়ার পাশে সনিয়া, রাহুল সহ বিরোধীরা।
- মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার দাবিতে উত্তাল লোকসভা। সরব সুদীপ-কল্যাণ, সময় চাইলেন অধীর-মণীশ। পাল্টা সোমনাথ চট্টোপাধ্যায়ের বহিষ্কার প্রসঙ্গ হাতিয়ার বিজেপির।
- পাহাড়ের জন্য আলাদা স্কুল সার্ভিস কমিশন ( SSC ) । দার্জিলিং-কালিম্পয়ের জন্য তৈরি হবে পৃথক স্কুল বোর্ড। পাহাড়ের সঙ্গে রক্তের সম্পর্ক, হবে আরও উন্নয়ন, প্রতিশ্রুতি মমতার।
- নজরে '২৪, পাহাড়ে উন্নয়নের জন্য জিটিএ-কে আরও ৭৫ কোটি। সংশোধন করা হবে জিটিএ কর্মীদের বেতন, ৫৯০টি শূন্যপদে শিক্ষক নিয়োগ। কার্শিয়ঙে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর।
- উডবার্ন ওয়ার্ডে আচমকা শ্বাসকষ্ট, খিঁচুনি মদনের। বেড থেকে পড়ে যাওয়ার সময় ধরলেও, সরল কাঁধের হাড়। স্থানান্তর সিসিইউ-তে। ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন এসএসকেএমের।
- নদিয়ার বাদকুল্লায় শ্যুটআউট, বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে খুন। ব্যবসায়িক বিবাদ, নাকি অন্য কারণ? ঘনীভূত রহস্য, দুষকৃতীদের খোঁজে তাহেরপুর থানার পুলিশ।
West Bengal News Live : দার্জিলিঙে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিঙে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে হালকা শিলাবৃষ্টি ও তুষারপাত হতে পারে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতরের।
Kolkata News Live : ফের ঊর্ধ্বমুখী হল ডিমের দাম
এবার মিগজাউমের প্রভাব পড়ল ডিমের দামে। ফের ঊর্ধ্বমুখী হল ডিমের দাম। কলকাতায় এক পিস ডিম বিক্রি হচ্ছে সাড়ে ৭ টাকায়। আর এতে পকেটে টান পড়ছে মধ্যবিত্ত ক্রেতাদের।
WB News Live : মৈপীঠের জন্তুর পায়ের ছাপ ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য
কুলতলিতে ছড়াল বাঘের আতঙ্ক। মৈপীঠের ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় জন্তুর পায়ের ছাপ ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বনদফতরের আধিকারিকরা। সুন্দরবনের জঙ্গল থেকে নদী পেরিয়ে সত্যিই কি বাঘ লোকালয়ে সংলগ্ন জঙ্গলে এসেছিল, নাকি অন্য কোনও বন্য জন্তুর পায়ের ছাপ খতিয়ে দেখছেন বনদফতরের আধিকারিকরা।
WB News Live : টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন আলু চাষিরা
টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন আলু চাষিরা। নতুন করে বীজ কিনতে গিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। শুরু হয়েছে ব্য়াপক কালোবাজারি। সূত্রের খবর, ইতিমধ্যেই পূর্ব বর্ধমানে ৫১ হাজার হেক্টরের বেশি জমিতে আলু চাষ করা হয়েছিল। কিন্তু, টানা বৃষ্টিতে ৪৬ হাজার হেক্টরের বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তৈরি হয়েছে আলুর বীজের আকাল।
WB News Live : বিজেপিকে লাঠিপেটা করে রাজ্যছাড়া করার হুঁশিয়ারি দিলেন আবদুর রহিম বক্সীর
এবার বিজেপিকে লাঠিপেটা করে রাজ্যছাড়া করার হুঁশিয়ারি দিলেন আবদুর রহিম বক্সীর। গিরিরাজ সিংহ ও নরেন্দ্র মোদিকেও আক্রমণ করেন মালতিপুরের তৃণমূল বিধায়ক। কেন্দ্রের টাকা চুরি করেছে তৃণমূল, ধরা পড়ে গিয়েছে। পাল্টা কটাক্ষ বিজেপি সাংসদের