West Bengal News Live : আজ দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের মামলার শুনানি

West Bengal News Live : জেলা জেলার খবর একনজরে ।

ABP Ananda Last Updated: 09 Jan 2023 10:59 PM
WB News Live : বীরভূমের সমবায় ব্যাঙ্কে কীভাবে এত বেনামি অ্যাকাউন্ট?

বীরভূমের সমবায় ব্যাঙ্কে কীভাবে এত বেনামি অ্যাকাউন্ট? প্রশ্ন তুলে সিউড়িতে ব্যাঙ্কে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা। ব্যাঙ্ক কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও পাল্টা তাঁদেরকেই মারধরের করা হয়েছে অভিযোগ করেছে বিজেপি। 

West Bengal News Live : ভাটপাড়ায় পার্ক তৈরি নিয়ে বেঁধেছে বিতর্ক

ভাটপাড়ায় পার্ক তৈরি নিয়ে বেঁধেছে বিতর্ক। অভিযোগ, পার্ক তৈরির জন্য, পাঁচিল তুলে আটকে দেওয়া হয়েছে স্থানীয় এক বাসিন্দার জমিতে ঢোকার রাস্তা। এনিয়ে স্থানীয় তৃণমূল বিধায়ককে অভিযোগ জানালে, তিনি দুর্ব্য়বহার করেন বলে অভিযোগ। ৬ লক্ষ টাকা চান বলেও দাবি। অগত্য়া, আদালতের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী। অবিলম্বে কাজ বন্ধের নির্দেশ দিয়েছে আদালত।

WB News Live : প্রতি বিষয়ে ২টির বদলে এবার উচ্চমাধ্যমিকে একটাই প্রশ্নপত্র

প্রতি বিষয়ে ২টির বদলে এবার উচ্চমাধ্যমিকে একটাই প্রশ্নপত্র, একটাই উত্তরপত্র। সমস্যা এড়াতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্ত। 

West Bengal News Live : বেনজির আক্রমণের মুখে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা

বেনজির আক্রমণের মুখে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। যোধপুর পার্কে বিচারপতির বাড়ির সামনে পোস্টার, এজলাসের বাইরে আইনজীবীদের একাংশের বিক্ষোভ। 

WB News Live : জুতোপেটার হুঁশিয়ারি সৌমিত্র খাঁর

পঞ্চায়েত ভোটে কারচুপির চেষ্টা করলে জুতোপেটার হুঁশিয়ারি সৌমিত্র খাঁর। বিষ্ণুপুর বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে পুলিশ-তৃণমূলকে হুঁশিয়ারি সৌমিত্র খাঁর। 

West Bengal News Live : দেবের পর এবার সৌজন্যের বার্তা অভিনেতা-বিধায়ক চিরঞ্জিতের

দেবের পর এবার সৌজন্যের বার্তা অভিনেতা-বিধায়ক চিরঞ্জিতের। 'শিল্পীদের মধ্যে রাজনীতি থাকা একদমই ঠিক নয়। মিঠুন আমার ভীষণ প্রিয় বন্ধু। মিঠুন যেহেতু অন্য দলের সদস্য, তাই সেই দলের কথা বলতে চাইবে। কিন্তু সেই কথা হবে রাজনীতির ময়দানে, সিনেমার জগতে নয়', মন্তব্য তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীর।

WB News Live : মিড ডে মিলে ডালের বালতিতে সাপ

মিড ডে মিলে ডালের বালতিতে সাপ! বীরভূমের ময়ূরেশ্বরে তোলপাড়। বীরভূমের ময়ূরেশ্বরে মিড ডে মিলে ডালের বালতিতে সাপ! মিড ডে মিলের খাবার খাওয়ার পরেই কয়েকজন ছাত্র অসুস্থ। ১৬জন শিশুকে ভর্তি করা হল রামপুরহাট মেডিক্যালে। কীভাবে ডালের মধ্যে সাপ? স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। মি়ড ডে মিলে সাপ, প্রতিবাদে স্কুলের প্রধান শিক্ষকের বাইক ভাঙচুর। 

WB News Live : জি ২০ উদ্বোধনী মঞ্চ থেকে বামেদের বিঁধলেন মুখ্যমন্ত্রী

জি ২০ উদ্বোধনী মঞ্চ থেকে বামেদের বিঁধলেন মুখ্যমন্ত্রী। 'যখন ক্ষমতায় এসেছিলাম, তখন রাজ্য ঋণে জর্জরিত ছিল। উন্নয়ন বলে কিছুই ছিল না। এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। করোনাকালেও রাজ্যে জিডিপি বেড়েছে ৪ গুণ', উদ্বোধনী অনুষ্ঠানে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

WB News Live : চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভের আজ ২০০তম দিন

২০১৪ সালের আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিত চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভের আজ ২০০তম দিন। মুকাভিনয়ের মাধ্যমে চাকরি না পাওয়ার যন্ত্রণা তুলে ধরার চেষ্টা চাকরিপ্রার্থীদের

WB News Live : ভুয়ো অ্যাকাউন্ট খুলে কালো টাকা সাদা করার অভিযোগ

ভুয়ো অ্যাকাউন্ট খুলে কালো টাকা সাদা করার অভিযোগ, সিউড়ি সমবায় ব্যাঙ্কে বিক্ষোভ সিউড়ির সমবায় ব্যাঙ্কে বিজেপি নেতা-কর্মীদের বিক্ষোভ
'১৭৭ ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে

WB News Live : ২০১৪-র প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় কোনও মন্তব্য় করল না সুপ্রিম কোর্ট

২০১৪-র প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় কোনও মন্তব্য় করল না সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের আবেদন খারিজ করে মামলা হাইকোর্টে ফেরত পাঠালেন বিচারপতি। ২০১৪ সালের প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। 

WB News Live : বিশ্বভারতীতে আজ ক্লাস বয়কটের ডাক দিয়েছে আন্দোলনরত ছাত্রছাত্রীরা

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ, ৭ পড়ুয়ার ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার ও অধ্যাপককে বেআইনিভাবে বরখাস্ত করার অভিযোগে বিশ্বভারতীতে আজ ক্লাস বয়কটের ডাক দিয়েছে আন্দোলনরত ছাত্রছাত্রীরা। শিক্ষা ভবনের সামনে নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি হয়। এ নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB News Live : সিবিআইয়ের আতস কাচের নিচে অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচারক

গরু পাচার মামলায়, এবার সিবিআইয়ের আতস কাচের নিচে অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচারক ও তাঁর মেয়ে সুকন্যার গাড়ি চালক।  মঙ্গলবার, নিজাম প্যালেসে ডাকা হয়েছে পরিচারক বিজয় রজক ও গাড়ি চালক তুফানকে।

WB News Live : নির্ধারিত সূচি মেনে আজ থেকে রাজ্যে হাম ও রুবেলার টিকাকরণ

নির্ধারিত সূচি মেনে আজ থেকে রাজ্যে হাম ও রুবেলার টিকাকরণ শুরু হল। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের এই টিকা দেওয়া হবে। সরকারি ও বেসরকারি, দুই স্কুলের পড়ুয়াদেরই দেওয়া হবে হাম ও রুবেলার টিকা। 

WB News Live : গরুপাচারকাণ্ডে তদন্ত চলাকালীনই বদলি করা হল CBI-এর দুর্নীতিদমন শাখার SP রাজীব মিশ্রকে

কয়লা ও গরুপাচারকাণ্ডে তদন্ত চলাকালীনই বদলি করা হল CBI-এর দুর্নীতিদমন শাখার SP রাজীব মিশ্রকে। কলকাতা থেকে তাঁকে পাঠানো হল পাটনায়। নিজাম প্যালেসে CBI-এর দুর্নীতিদমন শাখার দায়িত্ব নিলেন DIG জয়দেবন।  

WB News Live : রাজশেখর মান্থার বাড়ির আশেপাশে লাগানো হল পোস্টার

দক্ষিণ কলকাতায় বিচারপতি রাজশেখর মান্থার বাড়ির আশেপাশে লাগানো হল পোস্টার। যোধপুর পার্ক এলাকা পোস্টারে ছয়লাপ।পোস্টারে বিচারপতি রাজশেখর মান্থার নামে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে। তবে কারা এই পোস্টার লাগিয়েছে, তার উল্লেখ নেই।

WB News Live : হোমগার্ড নিয়োগ নিয়ে ট্যুইটে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

৬ মাসের জন্য দৈনিক ৫৬৫ টাকায় কয়েক হাজার অস্থায়ী হোমগার্ড নিয়োগ করছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। কোনও ঘোষণা ছাড়াই পঞ্চায়েত ভোটের আগে চলছে নিয়োগ। তৃণমূল ক্যাডারদের পঞ্চায়েত ভোটের আগে কাজে লাগানো হচ্ছে। নয়তো,
ঘুষের বিনিময়ে এই সমস্ত পদ বিক্রি করা হচ্ছে। ট্যুইটে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

West Bengal Live : গঙ্গার ধারে সেলফি তুলতে গিয়ে নিখোঁজ শ্যামবাজারের মণীন্দ্রচন্দ্র কলেজের ছাত্র

গঙ্গার ধারে সেলফি তুলতে গিয়ে নিখোঁজ শ্যামবাজারের মণীন্দ্রচন্দ্র কলেজের ছাত্র। তিনদিন পেরিয়ে গেলেও মেলেনি খোঁজ। প্রতিবাদে এদিন উত্তর বন্দর থানায় বিক্ষোভ দেখায় নিখোঁজ ছাত্রের পরিবার। শুক্রবার বন্ধুদের নিয়ে বাগবাজার লক গেটে যায়। 

West Bengal News Live : হাসপাতালের গেট বন্ধ করে বিক্ষোভ দেখালেন অন্তঃসত্ত্বারা

পরীক্ষা করাতে এসে হয়রানির অভিযোগে ক্যানিং মহকুমা হাসপাতালের গেট বন্ধ করে বিক্ষোভ দেখালেন অন্তঃসত্ত্বারা। 

WB News Live : কাঁথি থানার IC-কে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই

কাঁথির রাঙামাটি শ্মশানে টেন্ডার দুর্নীতি মামলায়, আজ কাঁথি থানার IC-কে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, তার আগে গত শুক্রবার অভিযোগকারিণী কাকলি পণ্ডার বাড়িতে গিয়ে তাঁর বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা। এরপরই কাঁথি থানার IC অমলেন্দু বিশ্বাসকে আজ তলব
করে সিবিআই।

WB Weather News Live : তাপমাত্রা সামান্য বাড়লেও দক্ষিণবঙ্গে আরও দু’দিন জাঁকিয়ে শীত

মালদা ও দুই দিনাজপুর, উত্তরবঙ্গের এই ৩ জেলায় আজ শীতল দিন, সঙ্গে ঘন কুয়াশা। এদিকে, তাপমাত্রা সামান্য বাড়লেও দক্ষিণবঙ্গে আরও দু’দিন জাঁকিয়ে শীত থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও হাড়কাঁপানো ঠান্ডা। তবে বুধবার থেকে বাড়বে তাপমাত্রা।

West Bengal News Live : সোনালি রোদে ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা

সোনালি রোদে ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা। আর তাই দেখতে ভিড় জমেছে পর্যটকদের। গতকালও কুয়াশায় মোড়া ছিল পাহাড়।

West Bengal News Live : সাতসকালে চেতলায় ঝুপড়িতে ভয়াবহ আগুন

সাতসকালে চেতলায় ঝুপড়িতে ভয়াবহ আগুন। দুই শিশু-সহ মা ও বাবা জখন হন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল ৭টা নাগাদ ৬২/২ চেতলা হাট রোডের ওই ঝুপড়িতে আগুন লাগে। তা ছড়িয়ে পড়ে পাশের ঘরেও।

West Bengal News Live : সাতসকালে চেতলায় ঝুপড়িতে ভয়াবহ আগুন

সাতসকালে চেতলায় ঝুপড়িতে ভয়াবহ আগুন। দুই শিশু-সহ মা ও বাবা জখন হন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল ৭টা নাগাদ ৬২/২ চেতলা হাট রোডের ওই ঝুপড়িতে আগুন লাগে। তা ছড়িয়ে পড়ে পাশের ঘরেও।

WB News Live : আজ কলকাতায় শুরু হতে চলেছে, এ বছরের G-20 সম্মেলনের প্রথম বৈঠক

আজ কলকাতায় শুরু হতে চলেছে, এ বছরের G-20 সম্মেলনের প্রথম বৈঠক। সোম, মঙ্গল ও বুধবার, এই ৩ দিন ধরে বৈঠক চলবে। সূত্রের খবর, ৩ দিনের বৈঠকের মূল আলোচ্য বিষয় ডিজিটাল ফিনান্সিয়াল সিস্টেম।

প্রেক্ষাপট

 


এক নজরে আজকের শিরোনাম  ( Headlines ) 


১।' ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল গাঁধীর (Rahul Gandhi) ভূয়সী প্রশংসা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার।ব্যক্তিগত মত, আগে কংগ্রেসের (Congress) নিজের ঘর সামলাক, পরে ভারত জুড়বে' বললেন শান্তনু সেন (Shantanu Sen)। 


২। ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথর হামল। বিহারের বারসই স্টেশন ছাড়ার পরই ট্রেনে পাথর। বন্দে ভারত এক্সপ্রেসে তিনবার হামলা। কেন বারবার বিহারে ? উঠছে প্রশ্ন। আতঙ্কে যাত্রীরা।


৩। আর আহমেদ ডেন্টাল কলেজে অধ্যক্ষকে আঙুল উঁচিয়ে হুমকি তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতার।


৪। তিনদিন পর কাটল জট। হস্টেলে থাকার লিখিত প্রতিশ্রুতি মেলায় আর আহমেদ ডেন্টাল কলেজ থেকে অবস্থান তুললেন ইন্টার্নরা। ঘেরাও মুক্ত অধ্যক্ষ। 


৫। আবাসে দুর্নীতির প্রতিবাদ করায় রামনগরে বিজেপি নেতাকে বাড়িতে ঢুকে মার, রেহাই নেই মা-বাবারও! অভিযুক্ত তৃণমূল, বিজেপি-র দ্বন্দ্ব, পাল্টা শাসক দল। ' এখনও কাঁচা বাড়ি কেন? দিদির দূতদের গাছে বেঁধে রাখুন।' আবাস-দুর্নীতি নিয়ে আক্রমণে দিলীপ। ভয় পাচ্ছেন দিদির দূতকে, কটাক্ষ তৃণমূলের।

৬। ধৃত দুই সন্দেহভাজন IS জঙ্গিকে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য। দুবছর ধরে আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ ছিল সাদ্দামের। টেলিগ্রামে সাঙ্কেতিক ভাষায় চলত কথা। মিলেছে পাক যোগও।


৭। সাদ্দামের মোবাইল ফোন ও ল্যাপটপে মিলেছে IS জঙ্গিদের নৃশংস খুনের ভিডিয়ো। সুইসাইড স্কোয়াড সম্পর্কে তথ্য অনুসন্ধান করছিল সাদ্দাম। কোথায় হামলার ছক ছিল? জানতে চাইছে এসটিএফ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.