WB News LIVE Updates: ‘তৃণমূলকে চোর বললে বিজেপিকে ঝাঁটাপেটা করুন’, হুঁশিয়ারি বাগদার বিধায়কের
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন দিনভর কোথায় কী ঘটছে।
বন্ধু-বান্ধবদের নিয়ে কাতারে বিশ্বকাপ দেখতে গেছেন সঙ্গীতশিল্পী উপল, অনিন্দ্য, উজ্জ্বয়িনী। কেউ ব্রাজিলের কট্টর সমর্থক তো কেউ আর্জেন্টিনার। হলে কী হবে, ফুটবলই যোগসূত্র হয়ে তাঁদের সবাইকে এক সুতোয় বেঁধেছে।
বিজেপিকে সামাজিকভাবে বয়কটের ডাক তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের। ‘বিজেপি কাদার দল, অসামাজিক দল, দুষ্কৃতীদের আশ্রয় দেয়। সমাজকে বাঁচাতে হলে বিজেপিকেই বয়কট করতে হবে’, হুঙ্কার তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের
‘তৃণমূলকে চোর বললে বিজেপিকে ঝাঁটাপেটা করুন। রাজ্যে বিজেপিকে ঝাঁটাপেটা করা শুরু হবে বাগদা থেকেই। হিংসা ছড়ানোর চেষ্টা করলে ঠ্যাং খুলে হাতে ধরিয়ে দেবেন’, প্রকাশ্য সভায় বিজেপিকে হুঁশিয়ারি বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের
বৃহস্পতিবার একই দিনে, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন, সুকান্ত মজুমদার, ফিরহাদ হাকিম ও ব্রাত্য বসু। এদিন রাজভবনে গিয়ে, বাংলার আর্থিক, রাজনৈতিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তেষট্টি পাতার পুস্তিকা দিয়ে আসেন বিজেপির রাজ্য সভাপতি। এনিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।
নার্সিং ট্রেনিং এর ছাত্র উদ্ভব সরকারের খুনের ঘটনায় তার সহপাঠী বিক্রম সরকারকে গ্রেফতার করলে অশোকনগর থানার পুলিশ। গতকাল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে বিক্রম সরকারকে গ্রেফতার করে পুলিশ।
পঞ্চায়েত ভোটের আগে অভিনব উদ্যোগ নিল বারাকপুর পুলিশ কমিশনারেট। সেনসিটিভ জোন ভাগ করে প্রত্যেকটি এলাকায় নিয়োগ করা হয়েছে বিট অফিসার। এলাকায় কোনও অপরাধ ঘটলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়,তাই এই উদ্যোগ। জানিয়েছে বারাকপুর পুলিশ কমিশনারেট।
নানুরের পাকুড়হাস গ্রাম থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার। নানুর থানার পুলিশ আজ গোপন সূত্রে খবর পেয়ে সফিক শেখকে গ্রেফতার করে।
গেঁয়োখালির সমবায় সমিতির ভোটে, কংগ্রেস ও তৃণমূল সমর্থিতদের জোট বেঁধে জয়ের পরই, সামনে চলে এল দুই শিবিরের মতানৈক্য। কংগ্রেসের দাবি, মহিষাদলের তৃণমূল বিধায়কের উপস্থিতিতে এক বৈঠকে, এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। যদিও, একথা মানতে চাননি ওই তৃণমূল বিধায়ক। অন্যদিকে, এই জোট নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম-কংগ্রেস।
প্রাইভেট ট্রেনিং কলেজের পর, বেসরকারি ল’ ও ফার্মাসি কলেজের অনুমোদনেও পার্থ-মানিক যোগ! অনুমোদনে কলেজপিছু নেওয়া হয়েছে ১২ লক্ষ পর্যন্ত টাকা, খবর ইডি সূত্রের।
করোনা পরবর্তী সময়ে ফের পুরনো নিয়মে দিল্লি বোর্ডের পরীক্ষা। বছরে একবারই আইসিএসই, আইএসসি পরীক্ষা। জোড়া পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ বোর্ডের। ২৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইসিএসই পরীক্ষা। পরীক্ষা চলবে ২৯ মার্চ পর্যন্ত। আইএসসি শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি, পরীক্ষা চলবে ৩১ মার্চ পর্যন্ত । বিজ্ঞপ্তি দিয়ে জানালো আইসিএসই বোর্ড
দেশে বিজেপি শাসিত একটা রাজ্য দেখান, যেখানে ক্যামেরার সামনে প্রশাসনিক বৈঠক হয়। এসব ওঁরা বুঝতে পারবেন না। সুন্দরবনে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে মঞ্চে শীতবস্ত্র না থাকায় মুখ্যমন্ত্রীর উষ্মা নিয়ে বিরোধী দলনেতার কটাক্ষের জবাব শান্তনু সেনের।
ডিএলএড কলেজের পর, এবার বেসরকারি আইন ও ফার্মাসি কলেজের অনুমোদনেও পার্থ-মানিক যোগ। ইডি সূত্রে দাবি, একাধিক বেসরকারি আইন ও ফার্মাসি কলেজের নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে তত্কালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সুপারিশ এসেছে মানিক ভট্টাচার্যর থেকে। NOC বা অনুমোদন দিতে কলেজ পিছু নেওয়া হয়েছে ১০-১২ লক্ষ টাকা। মিলেছে মধ্যস্থতাকারীর উপস্থিতিও।
অবশেষে প্রকাশ্যে এল অযোগ্য শিক্ষকদের তালিকা। ১৮৩ জনের নাম প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। ২০১৬-র এসএসসি নবম-দশমের ১৮৩ জনের তালিকা প্রকাশ। ২৪ ঘণ্টার মধ্যেই অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করার নির্দেশ দেয় হাইকোর্ট । কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইটে তালিকা প্রকাশ কমিশনের
পুলিশ সেজে ডাকাতি! দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে ইঞ্জিনিয়ারের বাড়িতে ডাকাতির অভিযোগ। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ইঞ্জিনিয়ারের বাড়িতে ডাকাতির অভিযোগ। সোনার গয়না, নগদ মিলিয়ে লক্ষাধিক টাকা লুঠের অভিযোগ।
কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ বাংলাদেশি নাগরিক। নিউ মার্কেটে একটি হোটেলে মঙ্গলবার ধর্ষণের অভিযোগ। ধৃত ৩ জনকেই হেফাজতে নিয়েছে পুলিশ
শুভেন্দু অধিকারীকে আলিপুর আদালতে হাজিরার নির্দেশ। ১৯ ডিসেম্বর আলিপুর আদালতে সশরীরে হাজিরার নির্দেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার করা মানহানি মামলায় হাজিরার নির্দেশ। অভিষেকের বাবার সংস্থার সম্পত্তি নিয়ে মন্তব্য করেন শুভেন্দু । সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মানহানির মামলা দায়ের হয়।
‘মুখ্যমন্ত্রীর সভা থেকে শীতবস্ত্র বিতরণের কোনও পরিকল্পনাই ছিল না। মুখ্যমন্ত্রী আচমকা সিদ্ধান্ত বদল করায়, তার বলি হতে হয়েছে ডিএম, বিডিওকে। মঞ্চে উনি নাটক করেছেন পঞ্চায়েত ভোটের আগে নিজের গরিব দরদী ভাবমূর্তি তৈরির জন্য’, ট্যুইট শুভেন্দু অধিকারীর।
পাঁশকুড়া থানার সামনে মজুত করে রাখা বাজিতে বিস্ফোরণ। আশঙ্কাজনক এক সিভিক ভলান্টিয়ার। তাঁকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তদন্তে সহযোগিতা করছেন না সুবীরেশ ভট্টাচার্য, আদালতে দাবি সিবিআইয়ের। ‘সুবীরেশ ভট্টাচার্যকে জেলে গিয়ে জেরা করা হয়েছে, আবার জেরা করা হবে। সেজন্যই সম্প্রতি সুবীরেশ ভট্টাচার্যর জামিনের আবেদন খারিজ হয়েছে’, অন্য মামলায় যুক্ত আছেন কিনা, খোঁজ করা হচ্ছে, জানাল সিবিআই। ‘গ্রুপ ডি মামলায় ৫৪২ চাকরি বাতিল, ৩৩০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি যদি সহযোগিতা না করেন, তাহলে তাঁকে হেফাজতে চেয়ে আবেদন করুন’, সিবিআইকে বললেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।
মুর্শিদাবাদের বড়ঞায় পথ দুর্ঘটনাকে ঘিরে উত্তেজনা। ট্রাকের ধাক্কায় কুলি চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকায় সাইকেল আরোহীর মৃত্যু। দেহ আটকে রেখে হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ স্থানীয়দের। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল ধস্তাধস্তি। রাস্তা খারাপের জন্যই ঘটেছে দুর্ঘটনা, দাবি স্থানীয়দের। দেহ মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।
পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে বোমার কারখানার হদিশ! ভাঙড়ের নাটাপুকুরে পুলিশি অভিযানে বোমার কারখানার হদিশ! উদ্ধার ৫টি সকেট বোমা, পাইপগান, গুলি, ১৫ কেজি বোমা তৈরির মশলা গ্রেফতারের আগে ফেসবুকে গুলি-বোমা হাতে নিয়ে ছবি পোস্ট ধৃতের! সেই সূত্র ধরেই পুলিশি অভিযানে ভাঙড়ে বোমার কারখানার হদিশ! উদ্ধার বোমা তৈরির মশলা অত্যাধুনিক বোমা তৈরিতে ব্যবহার হয়, পুলিশ সূত্রে খবর।
কাঁথিতে তৃণমূলের সভায় ছাড়পত্র আদালতের। শান্তিপূর্ণভাবে সভা করার পরামর্শ বিচারপতি রাজশেখর মান্থার। শব্দবিধি মেনে করতে হবে সভা, নির্দেশ আদালতের। আইন-শৃঙ্খলা যাতে বজায় থাকে তা নিশ্চিত করবেন এসপি ও কাঁথি থানার ওসি।
নিউটাউনের বলাকা আবাসনে আগুন। বি ব্লকের ফ্ল্যাটের দোতলার একটি ফ্ল্যাটে আগুন। এসি থেকে আগুন লাগে বলে অনুমান। আগুন নেভানোর কাজ চলার সময় আচমকা গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। আগুনের জেরে আবাসনে আতঙ্ক।
মুর্শিদাবাদের বড়ঞায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার। দেহ আটকে রেখে মৃতের পরিবার ও স্থানীয়রা হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়ক অবরোধ করেন। বড়ঞা থানার পুলিশ অবরোধ হঠাতে গেলে খণ্ডযুদ্ধ বেধে যায়। কান্দি থেকে বিশাল পুলিশ বাহিনী এনে পরিস্থিতি সামাল দিতে হয়। ঘটনার সূত্রপাত সকাল সাড়ে ৯টায়। কুলি চৌরাস্তা মোড়ে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহী ৬৫ বছরের সানাই শেখের। ট্রাক চালক পলাতক। স্থানীয়দের অভিযোগ, হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়ক বেহাল। রাস্তা খারাপ থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
একদিকে পানিহাটি, উল্টোদিকে উত্তরপাড়া। মাঝ গঙ্গা থেকে দিনে-দুপুরে বালি চুরির অভিযোগ উঠল। নৌকা দাঁড় করিয়ে তোলা হচ্ছে বালি। সেই বালি নিয়ে যাওয়া হচ্ছে কামারহাটিতে। কামারহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে বালি নামানোর কাজ চলে নিয়মিত। সেই ছবি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়। উত্তরপাড়া-কোতরং পুরসভার তরফে শ্রীরামপুরের মহকুমা শাসকের কাছে বালি চুরির অভিযোগ জমা পড়েছে। পোর্ট ট্রাস্ট, সেচ দফতর, ভূমি ও ভূমি রাজস্ব দফতর, ব্যারাকপুর ও চন্দননগর কমিশনারেটে বিষয়টি জানানো হয়েছে। বালি-চুরির তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন শ্রীরামপুরের মহকুমা শাসক।
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে পুলিশ পরিচয় দিয়ে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ইঞ্জিনিয়ারের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠল। গতকাল রাতে এই ঘটনা ঘটে। অভিযোগ, রাত পৌনে ২টো নাগাদ পুলিশ পরিচয় দিয়ে দরজা ভিতরে ঢোকে কাপড়ে মুখ বাঁধা ১৫ জনের ডাকাতদল। কিছু বুঝে ওঠার আগেই বাড়ির সদস্যদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুঠপাট শুরু করে তারা। সোনার গয়না ও নগদ মিলিয়ে লক্ষাধিক টাকা লুঠ হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, বিষ্ণুপুরের তপনার মোড়ে সিসি ক্যামেরা লাগানো থাকলেও, সেগুলি দীর্ঘদিন ধরে অকেজো। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
প্রাথমিকভাবে কর্মীর ভুলেই দুর্ঘটনা, চালক পেরিয়ে গিয়েছিলেন ফাউলিং মার্ক। শিয়ালদা স্টেশনের কাছে দুটি ট্রেনের ধাক্কায় ঘটনায় সাসপেন্ডেড চালককে জিজ্ঞাসাবাদে তথ্য। খালি ট্রেনের চালকের অতিরিক্ত আত্মবিশ্বাসকেই দায়ী করছে রেলের ৪ সদস্যের তদন্ত কমিটি। গতকাল যাত্রী বোঝাই রানাঘাট লোকালের সঙ্গে পাশাপাশি ধাক্কা লাগে কারশেডমুখী খালি ট্রেনের। দুর্ঘটনার পরে বেশ কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায়, চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা ।
পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে বোমার কারখানার হদিশ! ভাঙড়ের নাটাপুকুরে পুলিশি অভিযানে বোমার কারখানার হদিশ! উদ্ধার ৫টি সকেট বোমা, পাইপগান, গুলি, ১৫ কেজি বোমা তৈরির মশলা। গ্রেফতারের আগে ফেসবুকে গুলি-বোমা হাতে নিয়ে ছবি পোস্ট ধৃতের! সেই সূত্র ধরেই পুলিশি অভিযানে ভাঙড়ে বোমার কারখানার হদিশ! উদ্ধার বোমা তৈরির মশলা অত্যাধুনিক বোমা তৈরিতে ব্যবহার হয়, পুলিশ সূত্রে খবর। উদ্ধার মশলা দিয়ে তৈরি করা যেত প্রায় ৫০০ অত্যাধুনিক বোমা, পুলিশ সূত্রে খবর। ভাঙড়ে বোমার কারখানার হদিশ, গ্রেফতার বাবা-ছেলে। পলাতক আরও ৪ অভিযুক্তের খোঁজে পুলিশের তল্লাশি। পুলিশ দেখেই বোমা তৈরির কাজ থামিয়ে পালায় ৪ জন, পুলিশ সূত্রে খবর। উদ্ধার সকেট বোমা নিষ্ক্রিয় করতে ডাকা হল সিআইডির বম্ব স্কোয়াডকে
শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ি থেকে ১০০ মিটারের মধ্যে আগামী ৩ তারিখ তৃণমূলের সভা। পরিবারকে হেনস্থা করার পরিকল্পনা, অভিযোগ শুভেন্দু অধিকারীর। পুলিশ সুপার, ওসি-কে বলে কোনও লাভ হয়নি, অভিযোগ বিরোধী দলনেতার। বিচারপতির দৃষ্টি আকর্ষণ, মামলা দায়েরের অনুমতি বিচারপতি রাজশেখর মান্থার। এ নিয়ে হবে শুনানি দুপুর ২ টোয়।
পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। রামপুরহাট, নলহাটি, দুবরাজপুর, বোলপুরের পর সদাইপুরে উদ্ধার আগ্নেয়াস্ত্র। বারুদ ফ্যাক্টরির পাশে জঙ্গলে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার যুবক। ধৃতের কাছ থেকে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড কার্তুজ
ফের দক্ষিণ ২৪ পরগনা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রচুর বোমা বানানোর সামগ্রী উদ্ধার। ভাঙড়ের নাটাপুকুরে অভিযান চালিয়ে উদ্ধার অস্ত্র, বোমা, ১৫ কেজি বারুদ। উদ্ধার পাঁচটি সকেট বোমা, একটি একনলা বন্দুক, একটি কার্তুজ। উদ্ধার ১৫ কেজি বোমা বানানোর বারুদ, বোমা বানানোর নানা সামগ্রী ও যন্ত্রপাতি। তল্লাশি অভিযানে গ্রেফতার ২। বোমা বানানোর সময়েই হাতেনাতে এদের ধরা হয়েছে, দাবি কাশীপুর থানার। ধৃত ২ জনকে বারুইপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করবে পুলিশ।
কয়লা পাচার মামলায় ইডি-র তলবে দিল্লিতে হাজিরা দিলেন পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি ও তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়। ইডি সূত্রে দাবি, কয়লা পাচার মামলায় অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার ডায়েরিতে বেশ কয়েকজনের নাম পাওয়া যায়। অভিযোগ, সেই সমস্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হত প্রোটেকশন মানি। সেই সূত্রেই, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতির ভূমিকা ইডি-র স্ক্যানারে।
গরুপাচার মামলায় এনামুল হককে জেরা করতে দিল্লি পৌঁছল সিআইডি। আগামীকাল এনামুলকে জেরার সম্ভাবনা। সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর, বর্তমানে তিহাড় জেলে বন্দি এনামুল। গরুপাচারে অভিযুক্ত এনামুলের তিন ভাগ্নেও। তাদের বিরুদ্ধে চার্জশিটও জমা দিয়েছে সিআইডি, ওই তিনজনই পলাতক।
ফের দক্ষিণ ২৪ পরগনা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ভাঙড়ের নাটাপুকুরে অভিযান চালিয়ে উদ্ধার অস্ত্র, বোমা, ১৫ কেজি বারুদ। উদ্ধার পাঁচটি সকেট বোমা, একটি একনলা বন্দুক, একটি কার্তুজ। তল্লাশি অভিযানে গ্রেফতার ২। বোমা বানানোর সময়েই হাতেনাতে এদের ধরা হয়েছে, দাবি কাশীপুর থানার।
পানিহাটি-উত্তরপাড়ার মাঝখানে গঙ্গা থেকে দিনে-দুপুরে বালি চুরির অভিযোগ উঠল। মাঝ নদীতে নৌকা দাঁড় করিয়ে তোলা হচ্ছে বালি। সেই বালি নিয়ে যাওয়া হচ্ছে কামারহাটিতে। ৯ নম্বর ওয়ার্ডের বটতলা ঘাটে বালি নামানোর কাজ চলছে নিয়মিত। সেই ছবি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়
নন্দকুমারের পাল্টা এবার মহিষাদল মডেল। বাম-বিজেপিকে হারাতে জোট বাধল তৃণমূল ও কংগ্রেস। মহিষাদলের গেঁওখালি সমবায় সমিতির ভোটে নতুন সমীকরণ। এবার হাত মেলালেন কংগ্রেস ও তৃণমূল সমর্থিত প্রার্থীরা! মহিষাদলের গেঁওখালি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট আসন ৪৯। তার মধ্যে তৃণমূল ও কংগ্রেস সমর্থিতদের জোট পেয়েছে ৩১টি আসন। এছাড়া সিপিএম ৯টি ও বিজেপি ৯টি করে আসন পেয়েছে। নন্দকুমারে জিতেছিল সিপিএম-বিজেপি ‘জোট’। মহিষাদলে জয়ী হল কংগ্রেস-তৃণমূল ‘জোট’। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি ও সিপিএম।
হুগলির খানাকুলে আক্রান্ত তৃণমূল কর্মী। স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠল মারধরের অভিযোগ। আক্রান্তের দাবি, কিশোরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিভিন্ন অসামাজিক কাজের প্রতিবাদ করায় প্রাণে মারার হুমকি দেওয়া হয়। এমনকী, প্রধানের নিরাপত্তা রক্ষী বেধড়ক মারধর করে বলেও অভিযোগ তৃণমূল কর্মীর। খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত তৃণমূল কর্মী।
অভিনব কায়দায় সোনার দোকানে চুরির পর্দাফাঁস। কাটোয়া থানার পুলিশের জালে অভিযুক্ত মহিলা। পুলিশ সূত্রে খবর, কাটোয়ার একটি সোনার দোকানে নকল গয়না পরে গিয়ে কায়দা করে আসল গয়না বদলে নেন মুর্শিদাবাদের ওই বাসিন্দা। দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে কাটোয়া স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের থেকে বাজেয়াপ্ত প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের সোনার গহনা-সহ নগদ ৩৩ হাজার টাকা।
পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় অস্ত্র উদ্ধারের ঘটনায় বাড়ছে আতঙ্ক। বুধবার মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান থেকে শুরু করে বারুইপুর, কুলতলি, একাধিক জায়গা থেকে উদ্ধার হয় বোমা ও আগ্নেয়াস্ত্র। শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধীরা। জবাব দিয়েছে তৃণমূল।
প্রেক্ষাপট
কলকাতা: নিউটাউনের (Newtown) বলাকা আবাসনে আগুন (Fire)। বি ব্লকের ফ্ল্যাটের (Flat) দোতলার একটি ফ্ল্যাটে আগুন। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল তিনতলাতেও। আবাসনে কোনও অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। এসি (Air Conditioner) থেকে আগুন লাগে বলে অনুমান। আগুন নেভানোর কাজ চলার সময় আচমকা বিস্ফোরণ। আগুনের জেরে আবাসনে আতঙ্ক। আগুন নেভাতে লড়াই দমকলের (Fire Engine) ৫টি ইঞ্জিনের।
মোটা টাকা নিয়ে বেসরকারি আইন-ফার্মাসি কলেজকে ছাড়পত্র দিয়েছিলেন পার্থই। কোর্টে বিস্ফোরক দাবি ইডির। মানিকের (Manik Bhattacherjee) সঙ্গে আঁতাঁতের অভিযোগ।
নবম-দশমে ৯৫২ জনকে ভুয়ো সুপারিশপত্র! চাকরি করছেন বেশিরভাগই। কম জনই ওয়েটিং লিস্টে, হাইকোর্টে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের।
রাজ্যের উচিত নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে কোর্টকে সাহায্য করা। স্থগিতাদেশ জোগাড় করতে, সুপ্রিম কোর্টে যাওয়া বিস্ময়কর। মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
কর্মশিক্ষা-শারীরশিক্ষায় শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি। অতিরিক্ত শূন্যপদ মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের।
হয় গ্রামের স্কুলে যান, নয় চাকরি ছাড়ুন। নীতি নির্ধারণ করুক রাজ্য। অতিরিক্ত শূন্যপদ মামলায় মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর।
হাইকোর্টের নির্দেশে গিয়েছে এসএসসি গ্রুপ-ডি’র চাকরি। সিবিআই-তলবে নিজাম প্যালেসে হাজিরা। কীভাবে মেলে নিয়োগপত্র? প্রভাবশালী-যোগ ছিল? তদন্তে সিবিআই।
অল্পের জন্য শিয়ালদায় ব্যস্ত সময়ে বড় দুর্ঘটনা থেকে রক্ষা। রানাঘাট লোকালের সঙ্গে পাশাপাশি কারশেডগামী ট্রেনের ধাক্কা।
শিয়ালদা কারশেডের কাছে ২টি লোকালের ধাক্কা। দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বিপর্যস্ত। ঝুঁকি নিয়েই রেল লাইনে হাঁটা দিলেন যাত্রীরা।
পাশাপাশি ২ লোকালের ধাক্কা, লাইনচ্যুত কারশেডগামী ট্রেন। দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধে দীর্ঘক্ষণ চূড়ান্ত দুর্ভোগ।
সিগন্যালিংয়ে ছিল না ত্রুটি। নির্দেশ না মেনে কারশেডগামী ট্রেনকে এগিয়ে নিয়ে যাওয়ায় দুর্ঘটনা, দাবি রেলের। খালি ট্রেনের চালক সাসপেন্ড।
পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাসের আতঙ্ক বাড়িয়ে ফের জেলায় জেলায় অস্ত্র ভাণ্ডারের হদিশ। একদিনে ৪ জেলার ৫ জায়গায় অস্ত্র-বোমার হদিশ।
চাষবাসের আড়ালে অস্ত্রের কারবার! বোলপুর স্টেশনে রাজ্য পুলিশের এসটিএফের অভিযান। আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ নানুরের বাসিন্দা গ্রেফতার।
পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই এবার কোচবিহারে তৃণমূল নেতার হুমকি।
নন্দকুমারের উলটপুরাণ গেঁওখালিতে। বিজেপি-সিপিএমকে রুখতে সমবার ভোটে এবার কংগ্রেস-তৃণমূল ‘জোট’! ভয় পেয়েছে, পাল্টা কটাক্ষ বিজেপির।
নিশীথের বিরুদ্ধে তৃণমূলের প্রচারের পাল্টা প্রচারে বিজেপি। কোচবিহার তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে প্রচার।
অধ্যাপককে হেনস্থার অভিযোগে তপ্ত যাদবপুর। অভিযুক্ত তৃণমূলের কর্মী ইউনিয়নের নেতা। অধ্যাপকদের চাপের মুখে শোকজ কর্তৃপক্ষের।
বাম-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র ত্রিপুরার সিপাহিজলা। সিপিএম কর্মী খুন, আহত প্রাক্তন মন্ত্রী। অশান্তি ছড়িয়েছে সিপিএমই, পাল্টা দাবি বিজেপির।
ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। বরানগরে এনআইএলডি হাসপাতালের গেট আটকে ছাত্র বিক্ষোভ অব্যাহত। চিকিত্সা না পেয়েই ফিরলেন অনেকে।
হরিদেবপুরে কুখ্যাত বাংলাদেশি দুষ্কৃতীর রহস্যমৃত্যু। বাংলাদেশ থেকে কাতার হয়ে ডানলপের পরে হরিদেবপুরে গা ঢাকা। ঘরেই দেহ উদ্ধার। বাংলাদেশি দুষ্কৃতীর রহস্যমৃত্যু
সরকারি অনুষ্ঠানে ক্ষোভের পরের দিন অন্য মুডে মমতা। হাসনাবাদের সীমান্তবর্তী গ্রামে ঢুকে ভাত খেলেন ওল-ট্যাংরা দিয়ে। বসলেন লঞ্চের চালকের আসনে।
বড়দিন এবার রবিবার। ২৬ ডিসেম্বরও ছুটি রাজ্য সরকারি কর্মীদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -