West Bengal News Live Updates : বাসন্তীতে গুলি, তৃণমূলকর্মী খুন, মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু রাজ্যে
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
ফের অশান্ত ভাঙড়, তৃণমূলকর্মীকে ধারাল অস্ত্রের কোপ। ভাঙড়ের দঃ বামুনিয়ায় আক্রান্ত তৃণমূল কর্মী । আইএসএফের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের । এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি আইএসএফের ।
বাসন্তীতে গুলি, তৃণমূলকর্মী খুন । বাসন্তীর ফুলমালঞ্চয় গুলি, তৃণমূলকর্মী খুন। তৃণমূলকর্মী জিয়ারুল মোল্লার মাথায় গুলি। পঞ্চায়েত ভোটের ১ সপ্তাহ আগে ফের খুন! মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত ১৩জনের মৃত্যু। বাড়ি ফেরার সময় তৃণমূলকর্মীকে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু।
পশ্চিম মেদিনীপুরের বেলদা ১ গ্রাম পঞ্চায়েতে এবার বিজেপির নির্দল কাঁটা। প্রকাশ্য়ে টিকিট কোন্দল। ১০৬ নম্বর বুথে বিজেপিরকে টক্কর দিতে, গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের ছবি দিয়ে নৌকা চিহ্নে প্রচারে নেমেছেন নির্দল প্রার্থী সঞজুলা রানী দাস। নির্দল প্রার্থীর বিরুদ্ধে ইতিমধ্য়েই রাজ্য নির্বাচন কমিশন ও থানায় অভিযোগ দায়ের করেছেন এই বুথে বিজেপি প্রার্থী।
কলকাতায় শিশুদের মধ্যে ফের বাড়ছে অ্য়াডিনো ভাইরাসের সংক্রমণ। বিভিন্ন হাসপাতালের আউটডোরে জ্বর, সর্দি, কাশির উপসর্গ নিয়ে আসা অধিকাংশ শিশুর শরীরে মিলছে অ্য়াডিনো ভাইরাস। বর্ষায় সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
ভোটের আগে লাগামহীন সন্ত্রাস, এবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। ভোট প্রচারে সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ। হাসপাতালে ভর্তি আহত ৩ সিপিএম কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সিপিএমের। অভিযোগ অস্বীকার শাসক দলের ।
ভোটের মুখে ফের হুমকি, করণদিঘির ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। 'নির্দল, সিপিএম, কংগ্রেসকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। সাগরদিঘিতে বায়রন জেতার পর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে তৃণমূলে যোগ দিয়েছেন বায়রন বিশ্বাস', করণদিঘির তৃণমূল বিধায়কের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক ।
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার। থানায় নিয়ে গিয়ে বেধড়ক মার। অপমানে ২৪ বছর বয়সী যুবকের আত্মহত্য়ার অভিযোগ। বাগুইআটি থানা এলাকার এই ঘটনায়, পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মৃতের পরিবার। যদিও গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিধাননগর পুলিশ কমিশনারেট।
কাঁচালঙ্কার দামের ঝাঁঝে চোখে জল। কেজি প্রতি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে লঙ্কা। গড়িয়াহাট বাজারে সব সবজিরই দামই এখন একশোর আশেপাশে। ১০০ পেরিয়েছে বেগুন। টম্যাটো ১২০ টাকা কেজি। উচ্ছে, করলা, বরবটি ১০০ টাকা। ঢেঁড়শ, শশা, পটল সবই ৮০ টাকা কেজি। সব মিলিয়ে সবজির দাম প্রতিদিনই লাফিয়ে বাড়ছে।
সিপিএম কর্মীকে জোর করে তৃণমূলের সভায় নিয়ে যাওয়ার চেষ্টা, রাজি না হওয়ায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল শাসকদলের প্রার্থী ও তাঁর দলবলের বিরুদ্ধে। আহত বাম কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
বাম কর্মী-সমর্থকদের এবার বিজেপিকে ভোট দিতে আহ্বান শুভেন্দু অধিকারীর। 'পাটনায় সীতারাম ইয়েচুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিসফ্রাই খেয়েছেন, আপনাদের ভোট দেওয়া মানে চোর তৃণমূলকে ভোট দেওয়া। পশ্চিমবঙ্গে তৃণমূলের বি টিম সিপিএম এবং কংগ্রেস। দিল্লিতে কংগ্রেসের বি টিম হল তৃণমূল ও সিপিএম। কেরলে আবার মুখোমুখি সিপিএম এবং কংগ্রেস। একমাত্র বিজেপির কোনও সেটিং নেই', হেড়িয়ায় প্রচারে গিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর।
ফের ট্রেন বিভ্রাট, চূড়ান্ত যাত্রী দুর্ভোগ। শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। নরেন্দ্রপুর-সোনারপুরের মাঝে ওভারহেড তার ছিঁড়ে ব্যাহত রেল পরিষেবা। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল। একঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হলেও এখনও স্বাভাবিক হয়নি পরিষেবা।
তিহাড়ে কেষ্ট, তাও বীরভূমে অবিরাম হুমকি। বিরোধী থেকে বিক্ষুব্ধ ভোটের পরে দেখে নেওয়ার তৃণমূলের । 'সুবিধে নিতে তৃণমূলে আসবে, আর ভোটের সময় পদ্ম ফুল? ভোটের সময় পদ্ম ফুল নিয়ে ঘুরলে চোখে সর্ষে ফুল দেখতে হবে', খয়রাশোলের সভা থেকে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের হুমকি।
'ভোটের সময় বাড়িতে বসে থাকলে জায়গা বুঝিয়ে দেব', খয়রাশোলের সভা থেকেই হুঁশিয়ারি সিউড়ির তৃণমূল বিধায়কের ।
রাস্তায় দাঁড়িয়ে থেকেও রাজ্যপালের কাছে পৌঁছতে না পারার অভিযোগ বাম-কংগ্রেস কর্মীদের। পুলিশ রাজ্যপালের কাছে যেতে দেয়নি, দাবি বাম-কংগ্রেস কর্মীদের।
ভোট প্রচারে ভাতারে গিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি মীনাক্ষীর। 'বেগড়বাই করতে এলে চাঁদি ফাটিয়ে বাড়ি যেতে হবে', ভাতারের সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি মীনাক্ষীর।
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদ প্রার্থী সুজিত মুখোপাধ্যায়। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। ওসি-র হস্তক্ষেপে শেষপর্যন্ত অবরোধ উঠলেও, অভিযুক্তরা গ্রেফতার না হলে, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।
তৃণমূল বিধায়ককে কাদা ভর্তি রাস্তায় নামালেন গ্রামবাসীরা! ভোটের প্রচারে গিয়ে ভাতারে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিধায়ক। ভোগান্তি বোঝাতে বিধায়ককেই কাদা ভর্তি রাস্তায় নামালেন গ্রামবাসীরা! কাজ হয়নি ২০১১ থেকে, বিধায়ককে কাদায় হাঁটিয়ে দাবি গ্রামবাসীদের ।'বিচ্ছিন্ন কিছু নয়, মানুষ সাহস করে সোচ্চার হচ্ছেন, এটাই তার প্রমাণ', তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীকে কাদায় নামানো নিয়ে ট্যুইট শুভেন্দুর। কেউ জোর করেনি, নিজেই রাস্তায় হেঁটেছি, দাবি তৃণমূল বিধায়কের । ক্ষোভের মুখে ভোট মিটলেই ২ বছরে পাকা রাস্তার দাবি তৃণমূল বিধায়কের।
ভোট প্রচারে কৌস্তভের মুখে চুরির প্রসঙ্গ, তেড়ে গেল তৃণমূল! কৌস্তভ বক্তব্য রাখার সময়ই তেড়ে গেলেন তৃণমূলকর্মীরা। মেদিনীপুর সদর ব্লকে কংগ্রেসের প্রচারে চড়াও তৃণমূল। ভয় দেখাবেন না, পাল্টা হুঁশিয়ারি কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর ।
'আমরা চাই চোরমুক্ত, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি স্বচ্ছ ভাবে প্রণয়ন করা হবে। বাংলার ৪৫ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করেন। তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বিজেপি, খোলা হবে হেল্প ডেস্ক। বিজেপির দখল করা জেলা পরিষদে কৃষির উন্নয়নে পর্ষদ খোলা হবে', মন্তব্য সুকান্ত মজুমদারের।
সায়নীকে ফের ইডির তলব, প্রতিহিংসার অভিযোগ তৃণমূলের। '২০২৪-২০২৬ পর্যন্ত এই তলব চলবে, তারপর আস্তে আস্তে কমে যাবে, তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখানো যাবে না', মন্তব্য রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়ের।
'চোখে দেখে ভোট দিন, কানে শুনে নয়। ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না। আলিপুদুয়ারে ৬ লক্ষ ৬১ হাজার পরিবার ১০০ দিনের কাজে নির্ভরশীল। কিন্তু ১০০ দিনের সাড়ে ৭ হাজার কোটি টাকা মোদি সরকার আটকে রেখেছে। বিজেপি জিতলে আপনি অধিকার থেকে বঞ্চিত হবেন। স্থানীয় সাংসদ জন বার্লা দিল্লির পা চেটে নম্বর বাড়াচ্ছেন। বিজেপির সাংসদ-বিধায়করা রাজ্যের টাকা বন্ধ করতে দিল্লিতে দরবার করছেন'।
ডক্টরস ডে পালন ঘিরে তৃণমূলপন্থী চিকিৎসকদের দুই শিবিরের টানাপোড়েন। ডক্টরস ডে উপলক্ষে দুটি অনুষ্ঠানেরই আয়োজন করে তৃণমূলপন্থী চিকিৎসকদের দুই শিবির। একটি অনুষ্ঠানের আয়োজন করে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। অন্য আরেকটি অনুষ্ঠানের আয়োজক আইএমএ বেঙ্গল। আইএমএ বেঙ্গলের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় । কিন্তু তিনি উপস্থিত হন কলকাতা মেডিক্যাল কলেজের অন্য অনুষ্ঠানে। এই নিয়ে শুরু হয় দুই শিবিরের মধ্যে বিতর্ক। যদিও দুই শিবিরের টানাপোড়েনের ব্যাপারটি একরকম উড়িয়েই দেন শোভনদেব চট্টোপাধ্যায়।
ইডির স্ক্যানারে সায়নী ঘোষের দুটি ফ্ল্যাট। 'গল্ফগ্রিনে সায়নী ঘোষের ২টি ফ্ল্যাটের হদিশ। একটি ফ্ল্যাটের দাম ৮০ লক্ষ টাকা, অপর ফ্ল্যাটের দাম ৩৫ লক্ষ টাকা। ৩৫ লক্ষ টাকা দামের ফ্ল্যাট রয়েছে সায়নীর মায়ের নামে। ৮০ লক্ষ টাকা দামের ফ্ল্যাট কিনতে ৬০ লক্ষ টাকা ঋণ নেন, দাবি সায়নীর: সূত্র। সায়নীর আয়ের উৎস কী? কীভাবে জমা দেন ইএমআই? জানতে চায় ইডি: সূত্র। ব্যাঙ্ক ঋণের তথ্য ও আয়ের নথি নিয়ে বুধবার ফের সায়নীকে তলব ইডির: সূত্র
ভোটের আগেই লাগামহীন হিংসা, তারপরেও ভোটের দিন বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী! পঞ্চায়েত নির্বাচনে কোনও বুথেই থাকছে না কেন্দ্রীয় বাহিনী। বিরোধীদের মূল দাবি নস্যাৎ। নির্বাচন কমিশনের নোটিসে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার কোনও উল্লেখ নেই। 'কেন্দ্রীয় বাহিনীকে এলাকায় টহলদারি, নাকা চেকিং এবং মানুষের আস্থা অর্জনের কাজে ব্যবহার করা হবে। আন্তর্জাতিক সীমান্ত এবং দুই রাজ্যের সীমানা পাহারা দেওয়ার কাজে ব্যবহার করা হবে কেন্দ্রীয় বাহিনীকে। যেসব জায়গা থেকে হিংসা কিংবা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে কমিশনের কাছে খবর এসেছে, সেখানে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনীকে'।
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ২ নম্বর ব্লকের মোহনপুরে বিজেপি প্রার্থীর বাড়ি ভাঙচুর। ভাঙা হল জানলার কাচ। বিজেপি প্রার্থী পঞ্চানন বন্দ্যোপাধ্যায় লড়ছেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান নির্মল করের বিরুদ্ধে। সেই কারণেই বিজেপি প্রার্থীর বাড়িতে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। মোহনপুর থানায় অভিযোগও দায়ের হয়েছে। যদিও তৃণমূলের দাবি, বিজেপি প্রার্থী চিটফান্ডের কারবারে যুক্ত ছিলেন। টাকা ফেরত চেয়ে পাওনাদাররা হামলা চালিয়েছে।
রাস্তায় দাঁড়িয়ে থেকেও রাজ্যপালের কাছে পৌঁছতে না পারার অভিযোগ বাম-কংগ্রেস কর্মীদের। পুলিশ রাজ্যপালের কাছে যেতে দেয়নি, দাবি বাং-কংগ্রেস কর্মীদের
বাম কর্মী-সমর্থকদের এবার বিজেপিকে ভোট দিতে আহ্বান শুভেন্দু অধিকারীর। 'পাটনায় সীতারাম ইয়েচুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিশফ্রাই খেয়েছেন। আপনাদের ভোট দেওয়া মানে চোর তৃণমূলকে ভোট দেওয়া। পশ্চিমবঙ্গে তৃণমূলের বি টিম সিপিএম এবং কংগ্রেস। দিল্লিতে কংগ্রেসের বি টিম হল তৃণমূল ও সিপিএম। কেরলে আবার মুখোমুখি সিপিএম এবং কংগ্রেস। একমাত্র বিজেপির কোনও সেটিং নেই', হেড়িয়ায় প্রচারে গিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর
কোচবিহারে পৌঁছেই প্রশাসনকে নিশানা রাজ্যপালের। 'কোচবিহার থেকেও হিংসার উদ্বেগজনক খবর আসছে। আমি আক্রান্তদের সঙ্গে দেখা করতে চাই। রাজভবনকে ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি। রাজভবনের শান্তিকক্ষকেও ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি। মানুষ চাইলে রাস্তায় আমায় দাঁড় করিয়ে কথা বলতে পারবেন। দুষ্কৃতীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বাংলায় এই ধরনের হিংসা আর বরদাস্ত করা হবে না। রাজ্য নির্বাচন কমিশনার যথেষ্ট যোগ্য একজন আধিকারিক। কিন্তু সিস্টেমকেও যোগ্য হয়ে উঠতে হবে', কোচবিহারে পৌঁছে কড়া বার্তা রাজ্যপালের
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদ প্রার্থী সুজিত মুখোপাধ্যায়। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। ওসি-র হস্তক্ষেপে শেষপর্যন্ত অবরোধ উঠলেও, অভিযুক্তরা গ্রেফতার না হলে, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।
পঞ্চায়েত ভোটের বাকি আর ৮ দিন, কবে আসবে বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী? এবার রাজ্য় সরকারের প্রশ্নের মুখে রাজ্য় নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটে রাজ্যের কত বাহিনী প্রয়োজন, এখনও জানাতে পারেনি কমিশন: সূত্র। এরপর সিদ্ধান্ত হলে বাহিনী দিতে সমস্যা হবে, কমিশনকে জানিয়েছে রাজ্য: সূত্র। কবে আসবে বাকি ৪৮৫ কোম্পানি, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা
সন্ত্রাস বিধ্বস্ত ক্যানিং ও ভাঙড়ের পর কোচবিহারে রাজ্যপাল। সাত সকালে রাজপালের কাছে নালিশ জানাতে হাজির বাম-বিজেপি-কংগ্রেস প্রার্থীরা। শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিরোধীদের। রাজ্যপালের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বৈঠকের পর রাজ্যপাল আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে হাসপাতালে যান রাজ্যপাল। সেখান থেকে দিনহাটায় খুন হওয়া বিজেপি কর্মী প্রশান্ত রায় বাসুনিয়ার বাড়িতে যান রাজ্যপাল।
পার্থ চট্টোপাধ্যায়ের আংটিকাণ্ডে প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করলেন ডিআইজি কারা।সূত্রের খবর, জেল সুপার দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে জেলের আইন ভাঙা ও কর্তব্যে গাফিলতির অভিযোগ দায়ের হয়েছে। এই মর্মে আদালত কারা দফতরের কাছে রিপোর্ট চেয়ে জানতে চেয়েছিল। কারা দফতরের রিপোর্টে সন্তুষ্ট ছিল না আদালত। আজ আলিপুর আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন-মামলার শুনানি রয়েছে। কারা দফতরের তরফে প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের বিষয়টি আদালতে জানানোর সম্ভাবনা রয়েছে।
বাড়ির ভেতর জ্বলন্ত উনুন রেখে ঘুমিয়ে পড়ার কারনে একই পরিবারের এক মহিলার মৃত্যু ও এক শিশু সহ আরো পাঁচজন গুরুতর অসুস্থ । এদের প্রত্যেকেই আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন । ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার মহিশীলা অরবিন্দ পল্লী এলাকায় ।
কাঁচালঙ্কার দামের ঝাঁঝে চোখে জল। কেজি প্রতি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে লঙ্কা। গড়িয়াহাট বাজারে সব সবজিরই দামই এখন একশোর আশেপাশে। ১০০ পেরিয়েছে বেগুন। টম্যাটো ১২০ টাকা কেজি। উচ্ছে, করলা, বরবটি ১০০ টাকা। ঢেঁড়শ, শশা, পটল সবই ৮০ টাকা কেজি। সব মিলিয়ে সবজির দাম প্রতিদিনই লাফিয়ে বাড়ছে।
কুন্তল ঘোষকে চিনতাম তবে তেমন পরিচয় ছিল না। কুন্তল নিজেকে সোশাল ওয়ার্কার বলে পরিচয় দিত। ওর একটা কলেজ আছে বলেছিল। আমার সঙ্গে কুন্তলের কোনওদিন কোনও আর্থিক লেনদেন হয়নি। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৫০ লক্ষ টাকা ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছি। ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদে দাবি করেছেন সায়নী ঘোষ। খবর সূত্রের। গতকাল যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রী সায়নী ঘোষকে এমনই প্রশ্ন করা হয় বলে ইডি সূত্রে দাবি। ৫ জুলাই ফের তাঁকে তলব করা হয়েছে। সূত্রের খবর, সায়নী ঋণ সংক্রান্ত কাগজ আনেননি বলে দাবি করায়, বুধবার তাঁকে নথি আনতে বলা হয়েছে। ওই দিন সায়নীকে ব্যাঙ্ক স্টেটমেন্টও আনতে বলেছেন ইডি-র তদন্তকারীরা। সূত্রের খবর, সায়নীর বয়ানের সঙ্গে তদন্তকারীদের হাতে থাকা নথি ও তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হবে। তার প্রেক্ষিতেই পরের দিন জিজ্ঞাসাবাদ করা হবে যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রীকে
বর্ষা শুরু হতেই ভয় দেখাচ্ছে ডেঙ্গি। এই পরিস্থিতিতে, কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখলেন মেয়র ফিরহাদ হাকিম। প্রত্যেক বছরই এই সময় একটি সার্ভে চালায় কলকাতা পুরসভা। চিঠিতে মেয়র লিখেছেন, তপসিয়া, বালিগঞ্জ ও ভবানীপুর থানায় পড়ে থাকা পরিত্যক্ত গাড়িতে বংশবিস্তার করছে মশা। এবিষয়ে সংশ্লিষ্ট থানা গুলিকে ব্যবস্থা নিতে বলার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে অনুরোধ করেছেন মেয়র।
লাইন মেরামতি ও রক্ষণাবেক্ষণের কারণে আজ ও কাল একগুচ্ছ ট্রেন বাতিল। একাধিক ট্রেনের গতিপথ সংক্ষেপ বা বদল।
ব্যারাকপুরের আনন্দপুরীতে সোনার দোকানে ডাকাতি ও খুনের ঘটনায় চাঞ্চল্যকর দাবি করল পুলিশ। পুলিশের দাবি, বিহারের বেউর জেলে বসে ডাকাতির ছক কষা হয়েছিল। সোনার দোকানের মালিকের ছেলে নীলাদ্রি সিংহকে গুলি করেছিল উত্তম উপাধ্যায় নামে এক দুষকৃতী। যাকে পাটনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সাইবার বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায়কে এই মামলায় বিশেষ সরকারি কৌঁসুলী হিসেবে নিয়োগ করা হবে। ব্যারাকপুর ডাকাতি ও খুনের পর রাজবীর সিং নামে আরেক ডাকাত পাঞ্জাবে পালায়। সেখানেও সোনার দোকানে ডাকাতির পর স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে। পরে মোগা থেকেই ওই দুষকৃতীকে গ্রেফতার করে পুলিশ। গতকাল পাঞ্জাব থেকে ট্রানজিট রিমান্ডে আনা ওই দুষকৃতীকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ব্যারাকপুর মহকুমা আদালত।
দেওয়াল লিখনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজি। অভিযোগের তির তৃণমূলের দিকে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা। আইএসএফের দাবি, তাদের প্রার্থীদের দেওয়াল লেখায় বাধা দিয়ে, ভয় দেখাতে বোমা ছোড়া হয়। এমনকি, আইএসএফ প্রার্থীর দেওয়াল লিখনের ওপর বোমার দাগ স্পষ্ট। তৃণমূলের পাল্টা দাবি, ভোটের আগে বোমা মজুত করে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে আইএসএফ।
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদ প্রার্থী সুজিত মুখোপাধ্যায়। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলে লাউদোহা থানার পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। ওসি-র হস্তক্ষেপে শেষপর্যন্ত অবরোধ উঠলেও, অভিযুক্তরা গ্রেফতার না হলে, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।
রাজ্যপালের সফরের মধ্যেই ফের কোচবিহারের দিনহাটায় অশান্তি। ওকরাবাড়িতে কংগ্রেস প্রার্থী জহিরুল মিয়ার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বোমা ছোড়ায় একটি ঘরে আগুন ধরে যায় বলে অভিযোগ কংগ্রেস প্রার্থীর পরিবারের। স্থানীয় বাসিন্দা ও দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ আনা হয়। কংগ্রেস প্রার্থীর পরিবারের দাবি, বাড়িতে বসে বৈঠক করছিলেন দলীয় কর্মীরা। তখনই বাড়ি লক্ষ্য করে তৃণমূল আশ্রিত দুষকৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
গাড়ি চালাতে হাত পাকানোর জন্য মা উড়ালপুল বেছে নেওয়ায় বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আটকে যায় গাড়ি। পুলিশ সূত্রে খবর, বান্ধবীকে গাড়ি চালানো শেখাতে মা উড়ালপুলে উঠেছিলেন বালিগঞ্জের বাসিন্দা এক যুবক। ব্রেকের বদলে অ্যাক্সিলেরেটরে চাপ দেওয়ায় মিলনমেলা প্রাঙ্গণের ওপর চিংড়িঘাটাগামী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় গাড়ি।ওই ভাবেই আটকে থাকে প্রায় ৪৫ মিনিট। উড়ালপুলের নজরদারি ক্যামেরায় বিষয়টি দেখে ঘটনাস্থলে পৌঁছয় সাউথ ইস্ট ট্রাফিক গার্ড। যুবক ও তাঁর বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ।
পঞ্চায়েত ভোটের এক সপ্তাহ আগে আজ হিংসাদীর্ণ কোচবিহারে রাজ্যপাল। রাজনৈতিক সংঘর্ষে আহত একজনকে দেখতে যাবেন বেসরকারি হাসপাতালে। ভোটকে কেন্দ্র করে কোচবিহারের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হানাহানি লেগেই আছে। গতকাল জেলায় পৌঁছেই কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আজ তাঁর সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ বিজেপি নেতারা
ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম ২০ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ৮৯৫ টাকা ৫০ পয়সা। গত মাসে ৮৫ টাকা কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম। তবে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত।
আড়িয়াদহকাণ্ডে ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক মদন মিত্র। যুব তৃণমূল নেতাকে গুলি চালানোর অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের নামেও ১ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তিনি। মদন মিত্রর দাবি, সাতদিন আগে এনিয়ে তাদের সাবধানও করেছিলেন তিনি। তৃণমূল বিধায়কের অভিযোগ, কিছু ঠিকাদার কয়েকটা গ্রুপকে দুষকৃতী বানিয়ে তাদের জমি বিবাদে এগিয়ে দিচ্ছে। যে ঠিকাদার এসব করছেন, তাঁর নাম দিয়ে পুলিশ কমিশনারের কাছে গোপন রিপোর্ট দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মদন মিত্র।
পঞ্চায়েতের ভোটের আর ৮দিন বাকি। এবার শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরীর পর ডবল ব্যালটের অভিযোগে নতুন মাত্রা যোগ করলেন সুকান্ত মজুমদার। পুরুলিয়ায় জেলা প্রশাসনকে নিশানা করে বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, ব্যালট ছাপার পর তার টেমপ্লেট ধ্বংস করার নিয়ম থাকলেও, থানার আইসি-দের কাছে নিয়ম বহির্ভূতভাবে টেমপ্লেট রেখে দেওয়া হচ্ছে।
সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গে আজও হালকা-মাঝারি বৃষ্টি চলবে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। কাল থেকে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ২-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।
প্রেক্ষাপট
কলকাতা: সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গে (South Bengal) আজও হালকা-মাঝারি বৃষ্টি (Rain) চলবে। উত্তর ২৪ পরগনা (North 24 Paragana), নদিয়া (Naida), মুর্শিদাবাদ (Murshidabad) ও বীরভূমে (Birbhum) বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও (Kolkata) বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। কাল থেকে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ২-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।
অন্যদিকে, উত্তরবঙ্গে (North Bengal) প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা। আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। ৭০-২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকা, সঙ্কোষে।
রাজ্যের অন্যান্য খবরগুলি-
পঞ্চায়েতের ভোটের আর ৮দিন বাকি। এবার শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরীর পর ডবল ব্যালটের অভিযোগে নতুন মাত্রা যোগ করলেন সুকান্ত মজুমদার। পুরুলিয়ায় জেলা প্রশাসনকে নিশানা করে বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, ব্যালট ছাপার পর তার টেমপ্লেট ধ্বংস করার নিয়ম থাকলেও, থানার আইসি-দের কাছে নিয়ম বহির্ভূতভাবে টেমপ্লেট রেখে দেওয়া হচ্ছে।
পঞ্চায়েত ভোটের আর বাকি ৮ দিন। তার আগে উত্তর ২৪ পরগনার হাবড়ায় গোঁজ প্রার্থীদের বিরুদ্ধে ব্য়বস্থা নিল বিজেপি। দলের টিকিট না পেয়ে হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বিজেপির বারাসাত সাংগাঠনিক জেলা কমিটির ২ সদস্য। এছাড়াও কুমড়া পঞ্চায়েতে একাধিক বিকষুব্ধ বিজেপি কর্মী নির্দল প্রার্থী হয়েছেন।
পঞায়েত ভোটের আগে অব্যাহত অশান্তি। হুগলির তারকেশ্বরে বিজেপির নির্বাচনী ফ্লেক্স খুলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বালিগোড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে জঙ্গলের মধ্যেই তাদের ফ্লেক্স পড়ে থাকতে দেখেন বিজেপি কর্মীরা। হেরে যাবার ভয়ে তৃণমূলের দুষকৃতীরা ব্যানার খুলে ফেলে দিয়েছে বলে অভিযোগ বিজেপি বিধায়ক বিমান ঘোষের। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই হয়ে থাকতে পারে, পাল্টা দাবি করেছে তৃণমূল।
আট দিন পরে পঞ্চায়েত ভোট। কিন্তু হিংসার বিরাম নেই। এবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কাল রাতে বাড়ি ফিরছিলেন বিজেপির বুথ সভাপতি দেবাশিস হালদার। অভিযোগ, সেইসময় তৃণমূল কর্মী তাঁকে বেধড়ক মারধর করে। থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি নেতা। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।আহত বিজেপি নেতাকে রায়দিঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -