West Bengal News Live Updates: তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ

Get the latest West Bengal News Highlights: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 01 May 2024 11:53 PM
WB Weather Update: সুন্দরবনে আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস

রাত ২২.৫৫ মিনিট থেকে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে কিছু এলাকায় আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা ও মাঝারি পরিমাণের বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

WB Weather Update: সুন্দরবনে আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস

রাত ২২.৫৫ মিনিট থেকে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে কিছু এলাকায় আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা ও মাঝারি পরিমাণের বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

WB News Live Updates: সারদা মামলায় আমাকে চক্রান্ত করে গ্রেফতার করা হয়েছিল, বিস্ফোরক দাবি কুণালের

সারদা চিটফান্ড মামলায় তাঁকে চক্রান্ত করে গ্রেফতার করা হয়েছিল বলে বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ। বুধবার তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারণের পর এই দাবি করেন তিনি।

West Bengal News Live: "দল চাইলে তাড়িয়ে দিতে পারে", মুখপাত্রের পদ থেকে অপসারণের পর মন্তব্য কুণালের

সারদা আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সাড়ে তিন বছর জেলবন্দি ছিলেন কুণাল ঘোষ। বুধবার তিনি এই দুর্নীতির সঙ্গে কোনওভাবে জড়িত ছিলেন না বলে দাবি করলেন তিনি। পাশাপাশি দল চাইলে তাঁকে তাড়িয়ে দিতে পারে বলেও জানান।

WB News Live Updates: SSC-র সদিচ্ছা থাকলে নিয়োগ সমস্যার সমাধান হত, বিস্ফোরক দাবি কুণালের

SSC-র সদিচ্ছা থাকলে নিয়োগ সমস্যার সমাধান হত। বুধবার পদ থেকে অপসারণের পরে এই মন্তব্যই করলেন কুণাল ঘোষ। বিধানসভা নির্বাচনের আগেই নিয়োগ দুর্নীতির বিষয়ে তৃণমূল কংগ্রেস জানত বলেও দাবি করেন তিনি। রাজীব কুমার তাঁর নামে মিথ্যে মামলা সাজায় বলেও অভিযোগ তাঁর।

West Bengal News Live: "আমাকে কি এবার অগ্নিপরীক্ষা দিতে হবে", পদ হারিয়ে বিস্ফোরক কুণাল

উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করায় বুধবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের পদ থেকে অপসারণ করা হয়েছে কুণাল ঘোষকে। তারপরই এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন কুণাল। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার আক্রমণ করেছেন মিঠুন চক্রবর্তী। তারপরও দেব মিঠুনের প্রশংসা করেছে। আর আজ আমি রক্তদান শিবিরের অনুষ্ঠানে গিয়ে তাপস রায়কে ভালো নেতা বলে কী অপরাধ করলাম। আমাকে কি এবার অগ্নিপরীক্ষা দিতে হবে?


 

WB News Live Updates: আমি তৃণমূলে ছিলাম, আছি, তৃণমূলেই থাকার চেষ্টা করব' বললেন কুণাল

"আমি তৃণমূলে ছিলাম, আছি, তৃণমূলেই থাকার চেষ্টা করব।" দলীয় মুখপাত্রের পদ থেকে সরানোর পর এই মন্তব্যই করলেন কুণাল ঘোষ। এপ্রসঙ্গে তিনি আরও বলেন, "আমি তো আগেই মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদকের পদে থাকতে চাইনি। সোশ্যাল সাইট থেকেও আমার এই পদ দুটো মুছে দিয়েছিলাম। তারপরও এই ক্যুইজ মাস্টার আমাকে পদ থেকে অপসারণের কথা বলে কী বোঝাতে চাইলেন।"  নাম না করে ডেরেক ও ব্রায়ানকে নিশানা করলেন কুণাল ঘোষ। 

West Bengal News Live: অবশেষে ক্ষণিকের বৃষ্টিতে ভিজল ঝাড়গ্রাম শহর

তাপপ্রবাহের মধ্যেই ক্ষণিকের স্বস্তি পেলেন ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা। বুধবার বিকেলে আচমকা কিছুক্ষণ বৃষ্টি হয় ঝাড়গ্রাম শহরে। এর ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সেখানকার বাসিন্দারা।

WB News Live Updates: মুর্শিদাবাদের খড়গ্রামের দিয়ারা মল্লিকপুর গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, চলল গুলি

মুর্শিদাবাদের খড়গ্রামের দিয়ারা মল্লিকপুর গ্রামে চলল গুলি। এর জেরে আতঙ্ক ছড়াল স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্যে। কংগ্রেস ও তৃণমূলের মধ্যে বচসা ও হাতাহাতির মাঝেই গুলি চালানোর অভিযোগ উঠেছে। 

Lok Sabha Election 2024: যোগী আদিত্যনাথের সভায় যাওয়ায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

যোগী আদিত্যনাথের সভায় যাওয়ায় কারণে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে। এর ফলে জখম হয়েছেন তিনজন বিজেপি কর্মী। বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে।

WB News Live Updates: মালদার রতুয়ার মহানন্দ টোলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বুধবার দুপুরে মালদা জেলার রতুয়ার মহানন্দ টোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে পুড়ে ছাই হয়ে গেল শতাধিক বাড়ি। এই দুর্ঘটনার ফলে একজন মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

West Bengal News Live: মিঠুন ও দেব বিতর্কে ফের মুখ খুললেন কুণাল।

মিঠুন ও দেব বিতর্কে ফের মুখ খুললেন কুণাল। এপ্রসঙ্গে কুণাল বলেন, "যাঁরা সিনেমা করেন, তাঁরাই যেন উদার আর আমরা সংকীর্ণ। দেব বলেছে ভোটের সময় সৌজন্যমূলক বিবৃতি দেবে না। তারপরও তা মানছেন না।" ফের খোঁচা মেরে দেবের প্রসঙ্গে এই মন্তব্য করলেন কুণাল।

WB News Live Updates: ভোটের আগে মুর্শিদাবাদের নবগ্রামে ফের উদ্ধার বোমা ভর্তি ব্যাগ

ভোটের আগে মুর্শিদাবাদের নবগ্রামে ফের উদ্ধার হল বোমা ভর্তি ব্যাগ। রেজিনগর ও দৌলতাবাদের পর নবগ্রামে বোমা উদ্ধারের ঘটনা ঘটল। একটি পুকুরের পাড় থেকে বোমা ভর্তি ব্যাগ উদ্ধার হয়। ভোটে সন্ত্রাসের জন্য বোমা মজুত করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


 

WB Live News: তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত করা হল কুণাল ঘোষকে। এপ্রসঙ্গে তৃণমূলের পক্ষে থেকে জানানো হয়, সাম্প্রতিককালে করা কুণাল ঘোষের মতামত দলের পরিপন্থী। এগুলি সম্পূর্ণ কুণাল ঘোষের ব্যক্তিগত মতামত। কুণাল ঘোষের মতামত দলের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তৃণমূল কংগ্রেসের সদর দফতরের করা মতামতই দলের মতামত। এর আগেই দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। এবার  রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকেও সরানো হল। বুধবার প্রেস বিবৃতি দিয়ে এই কথা জানানো হয় তৃণমূলের তরফ থেকে। আজ এক মঞ্চে বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে এক মঞ্চে দেখা যায় কুণাল ঘোষকে। সেখানে তাপস রায়ের ভূয়সী প্রশংসাও করেন তিনি। এর আগে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকেও একাধিকবার নিশানা করে বারবার বিতর্কে জড়িয়ে ছিলেন কুণাল ঘোষ।

WB News Live Updates: 'ভোটের আগে ফের ভাঁওতা দেওয়া শুরু হয়ে গেছে', চাঞ্চল্যকর অভিযোগ মমতার

'ভোটের আগে ফের ভাঁওতা দেওয়া শুরু হয়ে গেছে। ভোটেও প্রতারণা শুরু হয়েছে। যেখানে ভোট কম পড়েছে, সেখানে বিজেপির ৫ শতাংশ ভোট বাড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে ইভিএম ঢুকিয়ে দেওয়া হয়ে থাকতে পারে।' চাঞ্চল্যকর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

WB Live News: ভোটের আগে খড়গ্রামে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে গুলি চালানোর অভিযোগ

ভোটের আগে মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ। কংগ্রেস-তৃণমূলের সংঘর্ষে গুলি চালানোর অভিযোগ। শূন্যে ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের খড়গ্রাম। যদিও গুলি চালানোর ঘটনা স্বীকার করেনি পুলিশ।

WB News Live Updates: ফরাক্কার সভায় মঞ্চে উঠে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

ফরাক্কার সভায় মঞ্চে উঠে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখতে শুরু করেও থেমে গেলেন তৃণমূলনেত্রী। 

Lok Sabha Election 2024: গরম যতই বাড়ুক, ভোটের প্রচারে খামতি নেই কোনও রাজনৈতিক দলের

গরম যতই বাড়ুক, ভোটের প্রচারে খামতি নেই কোনও রাজনৈতিক দলের। কেউ হেঁটে, কেউ গাড়িতে, কেউ আবার লোকাল ট্রেনে উঠে প্রচার সারলেন। 

West Bengal News Live: কলকাতা সহ জেলায় জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ

আজ দুপুর ১২টাতেই তিলোত্তমার পারদ ৪৩ ছুঁয়েছে
কলকাতা সহ জেলায় জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ

WB News Live Updates: মিঠুন ও দেব বিতর্কে ফের মুখ খুললেন কুণাল ঘোষ

মিঠুন ও দেব বিতর্কে ফের মুখ খুললেন কুণাল ঘোষ

West Bengal News Live: মুর্শিদাবাদে বোমার আবাদ! ভোটের আগে ফের বোমা উদ্ধার

মুর্শিদাবাদে বোমার আবাদ! ভোটের আগে ফের বোমা উদ্ধার
রেজিনগর, দৌলতাবাদের পর নবগ্রামে বোমা উদ্ধার
পুকুর পাড় থেকে বোমা ভর্তি ব্যাগ উদ্ধার
ভোটের সন্ত্রাসের জন্য বোমা মজুত? খতিয়ে দেখছে পুলিশ 

WB News Live Updates: কলকাতা উত্তরের বিজেপি প্রার্থীর প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের কুণাল ঘোষ

ভোটের মধ্যেই একমঞ্চে তাপস রায় ও কুণাল ঘোষ। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থীর প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের কুণাল ঘোষ। 'একটিও ছাপ্পা ভোট নয়, মানুষকে সিদ্ধান্ত নিতে দিন'। তাপস রায়কে পাশে বসিয়ে বললেন কুণাল ঘোষ। 

West Bengal News Live: আজ দুপুর ১২টাতেই তিলোত্তমার পারদ ৪৩ ছুঁল

আজ দুপুর ১২টাতেই তিলোত্তমার পারদ ৪৩ ছুঁল

WB News Live Updates: ফের সন্দেশখালিতে সিবিআই, স্ক্যানারে শেখ শাহজাহানের ভাই

ফের সন্দেশখালিতে সিবিআই, স্ক্যানারে শেখ শাহজাহানের ভাই

West Bengal News Live: ভোটের বাংলায় বারবার প্রচারে মোদি-শাহ, ফের 'বহিরাগত' আক্রমণে মমতা

ভোটের বাংলায় বারবার প্রচারে মোদি-শাহ, ফের 'বহিরাগত' আক্রমণে মমতা

WB News Live Updates: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ

West Bengal News Live: বিমানবন্দরের আশেপাশের এলাকায় লেজার আলোর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি

বিমান ওঠানামায় সমস্যা, তাই বিমানবন্দরের আশেপাশের এলাকায় লেজার আলোর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল বিধাননগর পুলিশ কমিশনারেট। নির্দেশিকায় উল্লেখ, বিধাননগরের ডেপুটি কমিশনার ও বিমানবন্দর কর্তৃপক্ষের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ারপোর্ট, নারায়ণপুর, বাগুইআটি, নিউটাউন, রাজারহাট, সল্টলেকের একাংশে লেজার আলো ব্যবহারে জারি হয়েছে নিষেধাজ্ঞা। বিধাননগর কমিশনারেটের নির্দেশিকায় বলা হয়েছে, এই এলাকায় বিভিন্ন ব্যাঙ্কোয়েট, হোটেল, রেস্তোরাঁ, ক্লাব ও বহুতলে লেজার আলো ব্যবহার করা হচ্ছে। এর ফলে রানওয়েতে বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে বলে জানা গেছে। সেই কারণেই লেজার আলো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত। 

WB News Live Updates: ফের সন্দেশখালিতে সিবিআই, অভিযোগের তদন্তে সরবেড়িয়া বাজারে কেন্দ্রীয় গোয়েন্দারা

ফের সন্দেশখালিতে সিবিআই
অভিযোগের তদন্তে সরবেড়িয়া বাজারে কেন্দ্রীয় গোয়েন্দারা
শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি-ভেড়ি দখলের ভুরিভুরি অভিযোগ
গ্রামবাসীদের অভিযোগের তদন্তে সন্দেশখালিতে সিবিআই

West Bengal News Live: মে দিবসে পানিহাটিতে প্রচার করলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী

মে দিবসে পানিহাটিতে প্রচার করলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। পানিহাটি টেক্সম্যাকো মোড় শুরু হয় মিছিল। বিটি রোড ধরে গিয়ে ECL-এর সেখানে মে দিবসে পতাকা উত্তোলন করেন সুজন।  

WB News Live Updates: ভোটের আবহে রাজ্যে এসে সন্দেশখালি ইস্যুতে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানালেন অমিত শাহ, যোগী আদিত্যনাথ

সন্দেশখালির মতো ঘটনা বিশ্বের কোথাও দেখতে পাওয়া যাবে না। ভোটের আবহে রাজ্যে এসে সন্দেশখালি ইস্যুতে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানালেন অমিত শাহ, যোগী আদিত্যনাথ। হাথরস, উন্নাও, বিলকিস-মামলার প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। 

West Bengal News Live: প্রচারে বেরিয়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ

প্রচারে বেরিয়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ
দিলীপের রোষে দলেরই কর্মীদের একাংশ
বারবার একই জায়গায় প্রচার করানো হচ্ছে, অভিযোগ বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীর

WB News Live Updates: সরকারি হাসপাতালে রক্ত নিয়ে কালোবাজারির অভিযোগ উঠল

সরকারি হাসপাতালে রক্ত নিয়ে কালোবাজারির অভিযোগ উঠল। এই নিয়ে উত্তেজনা ছড়াল কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে। অভিযোগ, রক্তের জন্য ব্লাড ব্যাঙ্কে স্লিপ জমা দিলে প্রথমে রোগীর আত্মীয়কে ডোনার নিয়ে আসতে বলা হয়। এরপর হাসপাতাল চত্বরেই এক যুবক রোগীর আত্মীয়কে ৩ হাজার টাকার বিনিময়ে ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত জোগাড় করে দেন। এরপরই ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে আসে দিনহাটা থানার পুলিশ। ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, টাকার বিনিময়ে নয়, জরুরি প্রয়োজন থাকায় ওই রোগীর জন্য রক্ত দেওয়া হয়েছে। 

West Bengal News Live: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও চরম তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ছুঁয়েছিল। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৩০-এ পৌঁছেছে। ৭০ বছর পর, এপ্রিলে কলকাতার পারদ ৪৩ ছুঁয়েছে। এই পরিস্থিতি আরও কিছুদিন চলবে। উত্তরবঙ্গের দার্জিলিং,  কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রবি ও সোমবার দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

WB News Live Updates: বিজেপি ও বাম-প্রার্থীদের মনোনয়ন জমা ঘিরে ধুন্ধুমার বাধল চুঁচুড়ার ঘড়ির মোড়ে

বিজেপি ও বাম-প্রার্থীদের মনোনয়ন জমা ঘিরে ধুন্ধুমার বাধল চুঁচুড়ার ঘড়ির মোড়ে। মনোনয়ন দিতে যাওয়ার সময় দুই দল মুখোমুখি হতেই শুরু হয় গন্ডগোল। স্লোগান-পাল্টা স্লোগান গড়ায় হাতাহাতিতে। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 

West Bengal News Live: শহরে গরমের নতুন রেকর্ড

শহরে গরমের নতুন রেকর্ড। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯৫৪ সালের পর রেকর্ড গরম পড়ল কলকাতায়। জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ। রবিবার থেকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

WB News Live Updates: রাজভবন সহ সরকারি দফতরে বিস্ফোরক রাখার দাবি করে হুমকির ইমেল ঘিরে রাজ্য়জুড়ে ছড়াল চাঞ্চল্য়

রাজভবন সহ সরকারি দফতরে বিস্ফোরক রাখার দাবি করে হুমকির ইমেল ঘিরে রাজ্য়জুড়ে ছড়াল চাঞ্চল্য়। ইমেল কোথা থেকে এল, কে পাঠাল, তার তদন্ত শুরু করেছে লালবাজার। 

West Bengal News Live: বসিরহাটের বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে ধুন্ধুমার বাধল খড়িডাঙায়

বসিরহাটের বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে ধুন্ধুমার বাধল খড়িডাঙায়। মারধর, ধাক্কাধাক্কি, বিক্ষোভ বাদ গেল না কিছুই। 
লাঠি হাতে রেখা পাত্রর গাড়ির পিছনে ধাওয়া করলেন গ্রামবাসীরা। তৃণমূলের গুন্ডামি বলে আক্রমণ শানিয়েছে বিজেপি। উস্কানি দিয়েছেন গেরুয়া শিবিরের প্রার্থী, পাল্টা বলল শাসক দল। 

প্রেক্ষাপট

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত করা হল কুণাল ঘোষকে। এপ্রসঙ্গে তৃণমূলের পক্ষে থেকে জানানো হয়, সাম্প্রতিককালে করা কুণাল ঘোষের মতামত দলের পরিপন্থী। এগুলি সম্পূর্ণ কুণাল ঘোষের ব্যক্তিগত মতামত। কুণাল ঘোষের মতামত দলের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তৃণমূল কংগ্রেসের সদর দফতরের করা মতামতই দলের মতামত। এর আগেই দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। এবার  রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকেও সরানো হল। বুধবার প্রেস বিবৃতি দিয়ে এই কথা জানানো হয় তৃণমূলের তরফ থেকে। আজ এক মঞ্চে বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে এক মঞ্চে দেখা যায় কুণাল ঘোষকে। সেখানে তাপস রায়ের ভূয়সী প্রশংসাও করেন তিনি। এর আগে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকেও একাধিকবার নিশানা করে বারবার বিতর্কে জড়িয়ে ছিলেন কুণাল ঘোষ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.