WB News LIVE Blog: পঞ্চায়েত ভোটের আগে প্রকাশ্যে ভরতপুরের তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতির সংঘাত
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের কোথায় কী ঘটছে, জেন নিন
পঞ্চায়েত ভোটের আগে প্রকাশ্যে ভরতপুরের তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতির সংঘাত। কর্মীদের কথা না শুনলে, মর্যাদা না দিলে ব্লক সভাপতিকে প্রাক্তন করে দেব। দলের বুথ সম্মেলন থেকে হুঁশিয়ারি হুমায়ুন কবীরের। আনুগত্য, নিষ্ঠা দেখানোয় দল দায়িত্ব দিয়েছে। বিধায়ককে পাল্টা জবাব ব্লক সভাপতির।
পঞ্চায়েত ভোটের প্রস্তুতি বৈঠক থেকে তৃণমূলকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল আইএসএফ -এর বিরুদ্ধে। এ নিয়ে ভাইরাল হয়েছে একটি ভিডিও। এই ইস্যুতে আইএসএফ এর পাশেই দাঁড়িয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
‘চিটিংবাজ, ফেরেববাজে চারিদিক ভরে গেছে, ছারপোকার মতো মারুন। একটাও চিটিংবাজকে সমর্থন করবেন না, ছারপোকার মতো টিপে মারুন।’ চিটিংবাজদের ছারপোকার মতো টিপে মারতে মদন মিত্রের ফরমান।
গরুপাচার মামলায় এবার সিবিআইয়ের নজরে কলকাতার চারটি সংস্থা। সিবিআই সূত্রে দাবি, এই সংস্থাগুলি ভুয়ো। গরুপাচারের টাকা এভাবেই লেনদেন হয়ে থাকতে পারে বলে সন্দেহ কেন্দ্রীয় গোয়েন্দাদের। এই চারটি সংস্থার লেনদেন সংক্রান্ত তথ্য ব্যাঙ্কের কাছ থেকে সংগ্রহ করে তদন্ত শুরু করেছে সিবিআই।
গুজরাতের মোরবিতে সেতু দুর্ঘটনায় মৃত হাবিবুল শেখের কফিনবন্দি দেহ ফিরল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাড়িতে। গুজরাত সরকারের তরফে তরফে সহযোগিতা মেলেনি, ধার করে বিমান ভাড়া মেটাতে হয়েছে বলে দাবি মৃত কিশোরের পরিবারের। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
ন্যাশনাল মেডিক্যালে প্রসূতির রহস্যমৃত্যু, তদন্ত রিপোর্ট জমা দিল ৫ সদস্যের কমিটি। হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ। ‘৫ তলা থেকে প্রসূতি পড়ে গেলেও মৃতদেহ কারও নজরে এল না কেন? নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার নজরদারিতে গাফিলতি ছিল।’ প্রসূতির রহস্যমৃত্যুতে তদন্ত রিপোর্ট জমা দিল ৫ সদস্যের কমিটি। ঘটনার পুনরাবৃত্তি আটকাতে শৌচাগার, হাসপাতালের জানালায় নেট লাগানোর সুপারিশ। হাসপাতালের বিভিন্ন করিডোরে আরও বেশি সংখ্যক সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত।
চন্দননগরের সুখ সনাতনতলার জগদ্ধাত্রী পুজোর বয়স ৫১ বছর। এবারের থিম, দৃষ্টিকোণ। মা কীভাবে সন্তানকে আগলে রাখেন, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জায়। অষ্টমীর দুপুরে ভোগ খেতে ভিড় জমেছে।
কথিত আছে, আজকের দিনেই শ্রী কৃষ্ণ গোপালনে বেরিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই এই গোপাষ্টমী পালিত হয় দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে। কার্তিক মাসের শুক্লা অষ্টমী তিথিতে গরুকে পুজো করে শুরু হয় গোপাষ্টমী উত্সব।
লেক কালীবাড়িতে গোপাষ্টমী পুজো। পুরাণ মতে, গোমাতার মধ্যেই তেত্রিশ কোটি দেবতার অবস্থান। তাই তাঁকে পুজো করলে তেত্রিশ কোটি দেবতাকেই পুজো করা হয়।
নরেন্দ্রপুরে বোমাবাজিতে ৫ ছাত্রের আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। শুধু বোমা নয়, প্রচুর আগ্নেয়াস্ত্রও মজুত করা হয়েছিল, পুলিশ সূত্রে দাবি। ধৃতদের জেরা করে আরও আগ্নেয়াস্ত্রের হদিশ পেল পুলিশ। পরিত্যক্ত টিনের ঘর থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি।
ঘাটালে গিয়ে হিরণকে জবাব তৃণমূল সাংসদ দেবের। ‘দেব এমন কিছু করেনি, যে মাথা নিচু করে থাকতে হবে। হিরণ আমার ভাল বন্ধু, ওকে কিছু বলার নেই।’ গরুপাচারের টাকায় ছবি বানানোর অভিযোগ প্রসঙ্গে মন্তব্য দেবের।
ফি কমানোর দাবিতে ধুন্ধুমার কেশপুরের সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ে। অধ্যক্ষের কাছে পড়ুয়ারা গেলে, তাদের উপর হামলার অভিযোগ। প্রাক্তন পড়ুয়া ও বহিরাগতদের বিরুদ্ধে হামলার অভিযোগ। হামলায় আহত ৫, আহতদের নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিক্যালে।
টেটের নম্বর প্রকাশ নিয়ে কী ভাবছে প্রাথমিক শিক্ষা পর্ষদ? আজই মামলাকারীদের আইনজীবীদের সঙ্গে বৈঠক করুন পর্ষদ সভাপতি। ইচ্ছাপ্রকাশ বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের।
রাজ্য নির্বাচন কমিশনে দাঁড়িয়ে নির্বাচন কমিশনারকে আক্রমণ শুভেন্দুর। রাজ্য নির্বাচন কমিশনারকে তৃণমূলের দালাল বলে আক্রমণ। ওবিসি ভোটার তালিকায় ত্রুটির অভিযোগ জানাতে গিয়ে নির্বাচন কমিশনারকে নিশানা। অবিলম্বে তালিকা সংশোধন না করলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস কমিশনের।
মুর্শিদাবাদের সালারে তৃণমূল বিধায়ক বনাম ব্লক সভাপতি। কর্মীদের কথা না শুনলে, মর্যাদা না দিলে ব্লক সভাপতিকে প্রাক্তন করে দেব। সালারে তৃণমূলের বুথ সম্মেলনে ভরতপুর ২ নম্বর ব্লকের সভাপতি মোস্তাফিজুর রহমানকে হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর। আনুগত্য ও নিষ্ঠা দেখানোয় দল দায়িত্ব দিয়েছে। এর আগেও প্রাক্তন ছিলাম, ফের তেমনটা হলে আপত্তি নেই। প্রতিক্রিয়া তৃণমূল ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমানের। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
হেমন্তের শহরে শীতের আগমন বার্তা। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই ধীরে ধীরে ঠান্ডা পড়তে শুরু করবে। এদিকে, উত্তুরে হাওয়ায় জেলায় জেলায় ইতিমধ্যেই শীতের আমেজ। বৃহস্পতি-শুক্রবারে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে সিকিমেও। তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সকাল-সন্ধেয় হালকা শীতের আমেজ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই শীতের শিরশিরানি টের পাবেন রাজ্যবাসী।
নারদকাণ্ডে ব্যাঙ্কশাল কোর্টের বিচারভবনে হাজিরা দিলেন ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র। হাজিরা দিলেন সাসপেন্ডেড IPS অফিসার এসএমএইচ মির্জাও। নারদ মামলায় ৬ এবং ৭ জানুয়ারি আরও বেশ কিছু নথি পেশের নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তদের পরবর্তী সশরীরে হাজিরা ২৮ ফেব্রুয়ারি।
পঞ্চায়েত ভোটের আগে প্রকাশ্যে ভরতপুরের তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতির সংঘাত। কর্মীদের কথা না শুনলে, মর্যাদা না দিলে ব্লক সভাপতিকে প্রাক্তন করে দেব। দলের বুথ সম্মেলন থেকে হুঁশিয়ারি হুমায়ুন কবীরের। আনুগত্য, নিষ্ঠা দেখানোয় দল দায়িত্ব দিয়েছে। বিধায়ককে পাল্টা জবাব ব্লক সভাপতির।
নিখোঁজ পোস্টার বিতর্কের মধ্যেই ঘাটালে তৃণমূল সাংসদ দেব। যোগ দিলেন বীর সিংহ উন্নয়ন পর্ষদের বৈঠকে। দুয়ারে সরকার কর্মসূচি ও হাসপাতালেও বৈঠক করার কথা সাংসদের। বিকেলে ডেবরাতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যাওয়ার কথা তৃণমূল সাংসদ দেবের।
প্রাথমিকে চাকরি বাতিল হওয়া ২৬৯ জনকে মামলায় সংযুক্ত করার প্রক্রিয়া শুরু, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজই প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি পাঠাচ্ছেন মামলাকারীর আইনজীবীরা
রাজ্যের দুয়ারে সরকার প্রকল্প ফের শুরু হচ্ছে আজ। চলবে আগামী একমাস। দুয়ারে সরকার প্রকল্পকে দুর্নীতিমুক্ত রাখতে ইতিমধ্যেই জেলাশাসকদের সতর্ক করে দিয়েছে নবান্ন।
শিবদাসপুরে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার আরও ১। আমডাঙা থেকে গ্রেফতার আরও ১ অভিযুক্ত। নৈহাটির কাছে শিবদাসপুরে তৃণমূল কর্মী খুনে ধৃত বেড়ে ৪
বাড়িতে কেউ না থাকার সুযোগে, দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল রামপুরহাট থানার কুসুম্বা পঞ্চায়েতে শান্তি পাড়া এলাকায়।আলমারী থেকে সোনার গহনা সহ টাকা চুরি যায় আনুমানিক লক্ষাধিক টাকার জিনিস।
করুণাময়ীতে এসএলএসটির চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারির দাবি চাকরিপ্রার্থীদের। চাকরিপ্রার্থীদের এসএসসি ভবন অভিযান আটকাল পুলিশ। অনুমতি ছাড়াই মিছিল, তাই আটকানো হয়, জানাল পুলিশ।
শুভেন্দু মোকাবিলায় তৃণমূলের তাস এবার কুণাল। শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূলের দায়িত্ব কুণাল ঘোষকে। পঞ্চায়েত ও হলদিয়া পুরভোটের আগে কুণালকে দায়িত্ব শীর্ষ নেতৃত্বের। আজই কুণালকে হলদিয়া থেকে কাজ শুরুর নির্দেশ, খবর সূত্রের। হলদিয়া, নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরের দায়িত্ব সামলাবেন কুণাল। জেলা ও ব্লক নেতৃত্বের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে কুণাল।
লেক কালীবাড়িতে গোপাষ্টমী পুজো। পুরাণ মতে, গোমাতার মধ্যেই তেত্রিশ কোটি দেবতার অবস্থান। তাই তাঁকে পুজো করলে তেত্রিশ কোটি দেবতাকেই পুজো করা হয়। কথিত আছে, আজকের দিনেই শ্রী কৃষ্ণ গোপালনে বেরিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই এই গোপাষ্টমী পালিত হয় দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে। কার্তিক মাসের শুক্লা অষ্টমী তিথিতে গরুকে পুজো করে শুরু হয় গোপাষ্টমী উত্সব।
গরুপাচার মামলায় এবার সিবিআইয়ের নজরে কলকাতার চারটি সংস্থা। সিবিআই সূত্রে দাবি, এই সংস্থাগুলি ভুয়ো। এগুলির মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে। গরুপাচারের টাকা এভাবেই লেনদেন হতে পারে বলে সন্দেহ কেন্দ্রীয় গোয়েন্দাদের।
টাকা দিয়েও চাকরি না পেয়ে লালগোলায় যুবকের আত্মঘাতী হওয়ার অভিযোগ। প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের এসপি অফিস ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার বহরমপুরে। মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় ডিওয়াইএফআই কর্মীদের। দাবি একটাই, মাথাদের ধরতে হবে।
শুভেন্দু অধিকারীর গড়ে বিশেষ দায়িত্ব দেওয়া হল কুণাল ঘোষকে। আজ থেকেই কাজ শুরু করার নির্দেশ দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সামনে পঞ্চায়েত নির্বাচন ও হলদিয়া পুরভোট। তার আগে হলদিয়া, নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরের দায়িত্বে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। জেলা ও ব্লক নেতৃত্বের সমন্বয় বজায় রেখে কাজ করবেন কুণাল ঘোষ।
ফের বিস্ফোরক হুমায়ুন কবীর। এবার দলের ব্লক সভাপতিকে নিশানা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। গতকাল সালারে তৃণমূলের বুথভিত্তিক সম্মেলনে ভরতপুর ২ নম্বর ব্লকের সভাপতি মোস্তাফিজুর রহমানকে রীতিমতো হুঁশিয়ারি দেন হুমায়ুন কবীর। কর্মীদের না শুনলে, তাদের মর্যাদা না দিলে ব্লক সভাপতিকে প্রাক্তন করে দেওয়ার হুমকি তৃণমূল বিধায়কের।
জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যাওয়ার পথে, দুর্গাপুরে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ। গতকাল দুর্গাপুর স্টেশন রোড এলাকায় পুজো উদ্বোধনে যান বিরোধী দলনেতা। দুর্গাপুর ব্যারাজের কাছে রাস্তার ধারে কয়েকজন তাঁকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ গিয়ে কালো পতাকা সরিয়ে দেয়। নাম না করে তৃণমূলের দিকেই আঙুল তুলেছে বিজেপি। জিতেন্দ্র তিওয়ারির হুঁশিয়ারি, পুরসভা ভোটে বোঝা যাবে কার ব্যাটারিতে কত দম। পাল্টা তৃণমূলও মোরবিতে ব্রিজ ভেঙে পড়ায় মোদির ব্যাটারি ফুরিয়েছে বলে বিজেপিকে কটাক্ষ করেছে।
আসানসোল জেলা হাসপাতাল থেকে পলাতক বিচারাধীন বন্দি। জেল সূত্রে খবর, চিকেন পক্সে আক্রান্ত হওয়ায় গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয় বন্দি নন্দিল ভিবলোরকে রাখা হয়েছিল বিশেষ সেলে। গতকাল সেখান থেকেই পালায় ওই বন্দি। খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে যান আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে খবর, সালানপুরের বাসিন্দা ওই দুষ্কৃতীর বিরুদ্ধে পুরুলিয়া ও আসানসোলে একাধিক চুরির অভিযোগ রয়েছে।
রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে কাল চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ওইদিনই দেখা করবেন ডিএমকে নেতা স্ট্যালিনের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরবেন বৃহস্পতিবার। মমতা-স্ট্যালিন সাক্ষাত্ নিয়ে কটাক্ষ সুকান্ত মজুমদারের।
গুজরাতের মোরবিতে সেতু দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্যের এক বাসিন্দার। ওই কিশোর, হাবিবুল শেখ পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা। মোরবিতে সোনার দোকানে কাজ করত। মৃতের পরিবার সূত্রে খবর, বন্ধুদের সঙ্গে ঝুলন্ত সেতুতে বেড়াতে গিয়েছিল। আর ফেরা হল না। পরিবার সূত্রে খবর, দেহ আমদাবাদ থেকে বিমানে আনা হল কলকাতায়।
টাকা দিয়েও চাকরি না পেয়ে লালগোলায় যুবকের আত্মঘাতী হওয়ার অভিযোগ। প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের এসপি অফিস ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার বহরমপুরে। মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় ডিওয়াইএফআই কর্মীদের। দাবি একটাই, মাথাদের ধরতে হবে।
আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল শিক্ষামন্ত্রীর মুখে। তিনি বলেন, আন্দোলন করলেই চাকরি দিতে হবে, এটা তো হতে পারে না। ব্রাত্য বসুর এই মন্তব্য নিয়ে পাল্টা সরব হয়েছে বিজেপি ও সিপিএম।
প্রেক্ষাপট
কলকাতা: কাজ হল না আবেদনে। স্কুলে নিয়োগ দুর্নীতিতে ইডি-সিবিআইয়ের জোড়া মামলায় জেলেই পার্থ-অর্পিতা। কল্যাণময়, সুবীরেশ-সহ ৬জনেরও হাজতবাস।
শরীর দিচ্ছে না, আমাকে বাঁচতে দিন। আলিপুর কোর্টে সিবিআইয়ের মামলায় কাতর আবেদন পার্থর। মেজাজ হারালেন সাংবাদিকের প্রশ্নের মুখে।
গ্রেফতারের পরেই সাসপেন্ড, সহকর্মীদের আক্রমণ, তাও দলের সঙ্গে পার্থ। (বাইট...দলের সঙ্গে আছি, একশোবার আছি। সৌগত..দলই তো এখন ওকে স্বীকার করে না। )
নিয়োগ দুর্নীতি পরিকল্পিত অপরাধ। পার্থর জামিনের বিরোধিতায় সওয়াল সিবিআইয়ের। কিছু না পাওয়া যাওয়ার পাল্টা দাবি পার্থর আইনজীবীর।
কতদিন ধরে চলবে তদন্ত? ফের আদালতের প্রশ্নের মুখে সিবিআই। দ্রুত তদন্ত শেষ করতে চাই, ৬ মাস তো লাগবেই, জানালেন তদন্তকারী অফিসার।
আন্দোলন করলেই সবাইকে চাকরি নয়, বুঝিয়ে দিলেন শিক্ষামন্ত্রী।
লালগোলার পর এবার বহরমপুর। চাকরিপ্রার্থীর আত্মহত্যায় বিচার চেয়ে বামেদের এসপি অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার।
কাটমানি নিয়ে হিরণের নিশানায় দেব। মন্তব্যে নারাজ দেব।
ভোটের মুখে গুজরাতে মৃত্যু মিছিল। ব্রিজ ভেঙে ১৩৪জনের মৃত্যু। নিহতদের মধ্যে পূর্বস্থলীর তরুণ। আহত শতাধিক। এখনও নিখোঁজ বহু।
মোদির সফরের মধ্যেই ব্রিজ দুর্ঘটনা। অতিরিক্ত টাকায় টিকিট বিক্রির অভিযোগ। রক্ষণাবেক্ষণকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর, গ্রেফতার ৯।
ভোটের জন্য ফিট সার্টিফিকেট ছাড়াই খোলা হয়েছিল ব্রিজ। অভিযোগ কংগ্রেসের। সিবিআই চায় আপ। জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী।
রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ২ তারিখই দেখা করবেন ডিএমকে নেতা স্ট্যালিনের সঙ্গে। ফিরবেন তারপরের দিন।
নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত-সহ গ্রেফতার ৩। পুলিশের মদতেই মাদকের রমরমা কারবার, বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের।
আজ থেকে দুয়ারে সরকারের ক্যাম্প। চালু হচ্ছে বকেয়া বিদ্যুৎ বিলে ওয়েভার স্কিম। ক্যাম্পে দালাল-রাজ রুখতে পুলিশকে বার্তা নবান্নের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -