West Bengal News Live Updates: সপ্তমী থেকে দশমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা ও পশ্চিমের জেলাগুলিতে

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

নিবেদিতা বন্দ্যোপাধ্যায় Last Updated: 01 Oct 2022 10:09 PM
WB News Live: সপ্তমী থেকে দশমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা ও পশ্চিমের জেলাগুলিতে

সপ্তমী থেকে দশমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা ও পশ্চিমের জেলাগুলিতে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী চব্বিশ ঘণ্টায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। 

West Bengal News Live: পুজোর শুরুতেই অসুর রূপে দেখা দিল বৃষ্টি!

পুজোর শুরুতেই অসুর রূপে দেখা দিল বৃষ্টি! ষষ্ঠীর সন্ধেয় বিক্ষিপ্ত বৃষ্টি হল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। জল জমে গেল সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ বিভিন্ন রাস্তায়।

WB News Live: দৃষ্টিকোণ বদলে দেখা কতটা বদলে যায়, হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক মণ্ডপজুড়ে সেটাই তুলে ধরেছেন শিল্পী

দৃষ্টিকোণ বদলে দেখা কতটা বদলে যায়, হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক মণ্ডপজুড়ে সেটাই তুলে ধরেছেন শিল্পী সুশান্ত পাল। ৫১ বছরে এবার তাঁদের থিম ভিন্ন দৃষ্টিকোণ। কল্পনার সেরা এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক।

West Bengal News Live: নতুন পুজোর অ্যালবামে স্বমহিমায় মদন মিত্র

নতুন পুজোয় অ্যালবামে স্বমহিমায় মদন মিত্র। গানের অ্যালবামে বিভিন্ন মুডে ধরা পড়ল কামারহাটির তৃণমূল বিধায়ককে।

WB News Live: কলকাতার সঙ্গে পুজোর জাঁকজমকে পিছিয়ে নেই জেলাও

কলকাতার সঙ্গে পুজোর জাঁকজমকে পিছিয়ে নেই জেলাও। আলোয় সজ্জায় নজর কাড়ল কল্যাণীর আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের পুজো থেকে খড়গপুরের নেতাজি ব্যায়ামাগারের পুজো।

West Bengal News Live: বোসপুকুর শীতলামন্দিরের পুজোয় এবার থিম 'পুনর্নবীকরণ'

ষষ্ঠীর দিনেই ভিড় বোসপুকুর শীতলামন্দিরের পুজোয়। এবার পুজোর থিম পুনর্নবীকরণ। হারিয়ে যাওয়া মন্দির-স্থাপত্যের সংরক্ষণের বার্তা সেটাই ফুটিয়ে তোলা হয়েছে থিমে। এই থিমের শিল্পী রাজু সরকার। নির্মাণে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান জিতে নিল এই পুজো। 

WB News Live: মহাষষ্ঠীতে উদ্বোধন করা হলো স্বামী অভেদান্দের অডিটোরিয়াম

মহাষষ্ঠীতে উদ্বোধন করা হলো স্বামী অভেদান্দের অডিটোরিয়াম। উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্ঘাধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ। তিনটি অডিটোরিয়ামে ২৪০০ সিটের ব্যবস্থা আছে। রয়েছে দুটি মেডিটেশন হল, বুক স্টল।

West Bengal News Live: লেক অ্যাভিনিউয়ের সেবক সঙ্ঘের পুজোর এবার তৃতীয় বর্ষ

লেক অ্যাভিনিউয়ের সেবক সঙ্ঘের পুজো তৃতীয় বছরে পা দিল। মায়ের রূপে সাবেকিয়ানা। জিতে নিল এবিপি আনন্দর বিশেষ সম্মান।

WB News Live: আজ ষষ্ঠী, সন্ধেয় হবে দেবীর বোধন

আজ ষষ্ঠী। সন্ধেয় হবে দেবীর বোধন। বোধনের পর হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় হবে দেবীর আরাধনা৷

Durga Puja News Live : বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোত্‍সব কমিটির পুজো এবার ৯৫ বছরে

বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোত্‍সব কমিটির পুজো এবার ৯৫ বছরে পা দিল। বেলগাছিয়া মেট্রো স্টেশনের পাশে এই পুজোর মণ্ডপ। পুজোর থিম মায়া মহল। থিম শিল্পী হলেন সুব্রত বন্দ্যোপাধ্যায়। 

WB News Live : নাচের তালে পা মেলালেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার

পুজোর মুডে বাংলা। বাদ নেই রাজনীতিবিদরাও। পুজো উদ্বোধনে ব্যস্ত রাজ্য বিজেপির সভাপতি। ঢাক বাজালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাচের তালে পা মেলালেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার

West Bengal News Live : পুজোর আবহে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল কালীঘাট মিলন সঙ্ঘ

কালীঘাট মিলন সঙ্ঘের পুজো ৭৯ বছরে পড়ল। থিমে অভিনব চমক। থিম হল পুজোর গন্ধ। মণ্ডপ তৈরি হয়েছে ধুনিচির আকারে। ব্যবহার করা হয়েছে কয়েক হাজার ধুনুচি।  মণ্ডপে পা দিলেই পাওয়া যাবে ধুনো, ফুলের গন্ধ। থিমশিল্পী বিশ্বনাথ দে। পুজোর আবহে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল কালীঘাট মিলন সঙ্ঘ।

নান্দনিকতায় সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল চোরবাগান সর্বজনীন

চোরবাগান সর্বজনীনের পুজোর থিম অন্তর্শক্তি। থিমশিল্পী হলেন বিমল সামন্ত। রকমারি কাচ দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। বোতল, শিশি, কাচের ভাঙা টুকরো, কী নেই সেখানে? চোরবাগানের পুজো এবার পড়ল ৮৮ বছরে। নান্দনিকতায় সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল চোরবাগান সর্বজনীন। 

আলিপুর ৭৮ পল্লি পেল সহমর্মিতায় সেরা এবিপি আনন্দ শারদ সম্মান

আলিপুর ৭৮ পল্লির পুজো এবছর ৬৩ বছরে পড়ল। তাদের থিম হল চৌকাঠ। যৌনকর্মীদের চৌকাঠের মাটি ব্যবহার করে প্রতিমা তৈরির রীতি বহু পুরনো। সেই রীতির অনুষঙ্গ টেনে, যৌনকর্মীদের সম্মান জানিয়ে তৈরি হয়েছে পুজোর মণ্ডপ। প্রতিমাতেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। সহমর্মিতায় সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল আলিপুর ৭৮ পল্লি। 

Durga Puja 2022 : কুমোরটুলি সর্বজনীনের পুজো এবার ৯২-এ

কুমোরটুলি সর্বজনীনের পুজো এবার ৯২-এ পড়ল। পুজোর থিম- শিরোনাম। যে প্রতিমাশিল্পীরা এই ৯২ বছর ধরে কুমোরটুলি সর্বজনীনকে শহরের সেরা পুজোগুলির মধ্যে শিরোনামে এনে দিয়েচে, তাঁদের শ্রদ্ধা জানাতেই এই বিষয় ভাবনা। মণ্ডপে এখনও পর্যন্ত যে শিল্পীরা কুমোরটুলি সর্বজনীনের প্রতিমা গড়েছেন, তাঁদের নাম লেখা রয়েছে মণ্ডপে।  স্মরণে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল কুমোরটুলি সর্বজনীন

BJP News Live : ‘পঞ্চায়েত ভোটে যেন কোনও মায়ের কোল খালি না হয়’ ‘আর রোজগারের একমাত্র পথ তৃণমূল কংগ্রেস’ ‘বাংলায় রোজগারের সঙ্গে রাজনীতি জড়িয়ে গেছে’ ‘রাজনীতির সঙ্গে রোজগার জড়িয়ে গেলে হিংসা অবশ্যম্ভাবী’পঞ্চায়েত ভোটে যেন কোনও মায়ের কোল খালি না হয় : সুকান্ত মজুমদার

‘পঞ্চায়েত ভোটে যেন কোনও মায়ের কোল খালি না হয়। আর রোজগারের একমাত্র পথ তৃণমূল কংগ্রেস। বাংলায় রোজগারের সঙ্গে রাজনীতি জড়িয়ে গেছে। রাজনীতির সঙ্গে রোজগার জড়িয়ে গেলে হিংসা অবশ্যম্ভাবী’, মন্তব্য সুকান্ত মজুমদারের 

WB News Live : বিজেপির দুর্গাপুজোয় এবার কী থিম ?

সল্টলেকের ইজেডসিসি-তে বঙ্গ বিজেপির দুর্গাপুজো এবার তৃতীয় বছরে পড়ল। পুজোর উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ঢাকও বাজান।উপস্থিত ছিলেন রাহুল সিনহা, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির নেতানেত্রীরা। বিজেপির দুর্গাপুজোর থিম দুর্গতিনাশিনী দশভূজা। যে থিমে রাজ্যের দুর্গতির কথাও তুলে ধরা হয়েছে

WB News Live : যাঁরা দোষ করেছেন, তাঁদের আড়াল করা হচ্ছে না : কুণাল ঘোষ

যাঁরা দোষ করেছেন, তাঁদের আড়াল করা হচ্ছে না। প্রতিক্রিয়া কুণাল ঘোষের। বিজেপি শাসিত ত্রিপুরা, মধ্যপ্রদেশ নিয়ে খোঁচা।

WB News Live : ‘বাংলায় দুর্গতি চলছে', মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

‘বাংলায় দুর্গতি চলছে। ৭ হাজার ভুয়ো নিয়োগ হয়েছে বলে আদালত রায় দিয়েছে। রাজ্যের শিক্ষিত বেকাররা পুজোর মধ্যেও রাস্তার পাশে অবস্থান করছে। কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। এই দুর্গতি থেকে মা দুর্গা রক্ষা করুন’ মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

West Bengal News Live : ষষ্ঠীও ভিজতে পারে বৃষ্টিতে

ষষ্ঠী থেকে দশমী কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের কিছু জেলাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

WB News Update : নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের আন্দোলন ৫৬৬ দিনে পড়ল

ষষ্ঠীর দিন যখন গোটা শহর আনন্দ উত্‍সবে মাতোয়ারা, তখন আন্দোলনরত চাকরিপ্রার্থীদের চোখের জল বাঁধ ভাঙল। ষষ্ঠীর দিনও গান্ধী মূর্তির কাছে বসে রয়েছেন নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা। এই নিয়ে তাঁদের আন্দোলন ৫৬৬ দিনে পড়ল। 

WB News Live : BJP র পুজোর উদ্বোধন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

সল্টলেকের ইজেডসিসি-তে বঙ্গ বিজেপির দুর্গাপুজো এবার তৃতীয় বছরে পড়ল। পুজোর উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ঢাকও বাজান।উপস্থিত ছিলেন রাহুল সিনহা, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির নেতানেত্রীরা। বিজেপির দুর্গাপুজোর থিম দুর্গতিনাশিনী দশভূজা। যে থিমে রাজ্যের দুর্গতির কথাও তুলে ধরা হয়েছে। 

WB News Live : আজ ষষ্ঠী, দেবীর বোধন

আজ ষষ্ঠী। দেবীর বোধন। সপরিবারে আসছেন উমা। উৎসবমুখর বাংলা। বেলুড় মঠেও বিশেষ পুজো।

WB News Live : দেবী বোধনের আবহেও পথে এসএসসির চাকরিপ্রার্থীরা

এসএসসি-আন্দোলনের ৫৬৫ দিন পার। দেবী বোধনের আবহেও অনিশ্চয়তার অন্ধকার! পুজোতেও পথে এসএসসির চাকরিপ্রার্থীরা। 

Durga Puja 2022 : এবার টালা বারোয়ারির পুজো ১০২ বছরে পড়ল

১০০ বছর পেরিয়ে গেছে টালা বারোয়ারির দুর্গাপুজো। এবার টালা বারোয়ারির পুজো ১০২ বছরে পড়ল। তাদের পুজোর থিম বুনন। বাঁশ দিয়ে তৈরি হয়েছে মণ্ডপসজ্জা। মণ্ডপশিল্পী সঞ্জীব সাহা, প্রতিমা শিল্পী পিয়ালি সাধুখাঁ। 

WB News Live : ফেরিঘাটের গেট বন্ধ করে চলছে আন্দোলন

হলদিয়া ফেরির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফেরি বন্ধ করে আন্দোলন শুরু করলেন যাত্রী কমিটি। সকাল থেকেই নন্দীগ্রামের ফেরিঘাটে বাড়তি ভাড়া নেওয়ার প্রতিবাদে রীতিমতো ফেরিঘাটের গেট বন্ধ করে চলছে আন্দোলন।

Durga Puja News : ৯৫ বছরে পা রাখল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন

বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোত্‍সব কমিটির পুজো এবার ৯৫ বছরে পা দিল।

Durga Puja News Live : শুরু হয়ে গেল বেলুড় মঠের দুর্গা পুজো

শুরু হয়ে গেল বেলুড় মঠের দুর্গা পুজো। আজ রীতি মেনে ষষ্ঠীর কল্পারম্ভ অনুষ্ঠান হয়। সন্ধেয় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান হবে। 
করোনা পর্বের পর এবার দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে বেলুড় মঠ। সকাল থেকেই ভক্তরা আসতে শুরু করেছেন বেলুড় মঠের দেবী দর্শনে। 

TET : এবার প্রকাশিত হল, আপার প্রাইমারিতে বঞ্চিত চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি

প্রাইমারিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির পর, এবার প্রকাশিত হল, আপার প্রাইমারিতে বঞ্চিত চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি। অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে এই প্রক্রিয়া। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, ২০২১ সালের পুরনো ইন্টারভিউ ও এবারের ইন্টারভিউ মিলিয়ে মেধাতালিকা প্রকাশ করা হবে। হাইকোর্টে পেশের পর, অনুমতি পেলে তা প্রকাশিত হবে।

WB News Live : SSC’র নিয়োগ দুর্নীতি মামলায়, ED’র পর এবার চার্জশিট দিল CBI

SSC’র নিয়োগ দুর্নীতি মামলায়, ED’র পর এবার চার্জশিট দিল CBI। তদন্ত শুরুর ৫১ দিনের মাথায়, গ্রুপ C’র নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে চার্জশিট জমা দেওয়া হল। CBI’এর চার্জশিটে নাম রয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বেআইনিভাবে চাকরি পাওয়া ১০ জন-সহ ১৬ জনের।

WB News Live : পুজোয় মানিকের স্বস্তি

পুজোয় মানিকের স্বস্তি। গ্রেফতারিতে ১০ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের রক্ষাকবচ। তদন্তে সহযোগিতার নির্দেশ। পুজোর ছুটির পরে ফের শুনানি। 

WB News Live : যোগসাজসেই অযোগ্যদের চাকরি, দাবি সিবিআইয়ের। 

চার্জশিটে এসএসসির ২ প্রাক্তন কর্তা ছাড়াও অবৈধভাবে চাকরি পাওয়া ১০জনের নাম। সবার যোগসাজসেই অযোগ্যদের চাকরি, দাবি সিবিআইয়ের। 

WB News Live : এসএসসি গ্রুপ সি মামলায় তদন্ত শুরুর ৫১দিনের মাথায় সিবিআইয়ের প্রথম চার্জশিট

এসএসসি গ্রুপ সি মামলায় তদন্ত শুরুর ৫১দিনের মাথায় সিবিআইয়ের প্রথম চার্জশিট। একাধিক ধারায় পার্থ, কল্যাণময়, শান্তিপ্রসাদ, অশোক সাহার নাম। 

প্রেক্ষাপট

এক নজরে আজকের শিরোনাম :



  • এসএসসি গ্রুপ সি মামলায় তদন্ত শুরুর ৫১দিনের মাথায় সিবিআইয়ের প্রথম চার্জশিট। একাধিক ধারায় পার্থ, কল্যাণময়, শান্তিপ্রসাদ, অশোক সাহার নাম।

  • চার্জশিটে এসএসসির ২ প্রাক্তন কর্তা ছাড়াও অবৈধভাবে চাকরি পাওয়া ১০জনের নাম। সবার যোগসাজসেই অযোগ্যদের চাকরি, দাবি সিবিআইয়ের। 

  • এসএসসি-আন্দোলনের ৫৬৫ দিন পার। দেবী বোধনের আবহেও অনিশ্চয়তার অন্ধকার! পুজোতেও পথে এসএসসির চাকরিপ্রার্থীরা। 

  • পুজোয় মানিকের স্বস্তি। গ্রেফতারিতে ১০ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের রক্ষাকবচ। তদন্তে সহযোগিতার নির্দেশ। পুজোর ছুটির পরে ফের শুনানি।

  • নিয়োগ দুর্নীতির কিংপিন মানিক, সুপ্রিম কোর্টে সওয়াল সিবিআইয়ের। কতদিন তদন্ত চলবে? চাই না বছরের পর বছর চলুক, মন্তব্য আদালতের।

  • প্রাথমিকের পর এবার পরীক্ষার ৬ বছর পরে উচ্চপ্রাথমিকে ১ হাজার ৫৮৫জনের ইন্টারভিউ। অক্টোবরের তৃতীয় সপ্তাহে শুরু, জানাল এসএসসি। 

  • পুজোর সময় চাকরিপ্রার্থীদের অবস্থানে হাইকোর্টের অনুমতি। চাকরির জন্য ভিক্ষায় যোগ্যরা, আর পুলিশ আটকাবে, এটা হতে পারে না, মন্তব্য বিচারপতির। 

  • কেন্দ্রের টাকা তুলে প্রকল্পে বরাদ্দ করছে রাজ্য। আর্থিক অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি শুভেন্দুর। প্রমাণ দিন, পাল্টা সৌগত। 

  • বালির তৃণমূল নেতা তপন দত্ত হত্যাকাণ্ড সিবিআই তদন্তেই আস্থা হাইকোর্টের। ডিভিশন বেঞ্চে বহাল সিঙ্গল বেঞ্চের রায়।

  • অপেক্ষার অবসান। ষষ্ঠীতেই 5G পেতে চলেছে দেশ। নয়াদিল্লি থেকে পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.